Bible Versions
Bible Books

Ezekiel 48:32 (BNV) Bengali Old BSI Version

1 বংশগুলির নাম এই এই। উত্তরপ্রান্ত হইতে হিৎলোনের পথের পার্শ্ব হমাতের প্রবেশস্থানের নিকট দিয়া হৎসর-ঐনন পর্য্যন্ত দম্মেশকের সীমাতে, উত্তরদিকে হমাতের পার্শ্বে পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত দানের এক অংশ হইবে।
2 আর দানের সীমার কাছে পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত আশেরের এক অংশ।
3 আশেরের সীমার কাছে পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত নপ্তালির এক অংশ।
4 নপ্তালির সীমার কাছে পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত মনঃশির এক অংশ।
5 মনঃশির সীমার কাছে পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত ইফ্রয়িমের এক অংশ।
6 ইফ্রয়িমের সীমার কাছে পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত রূবেণের এক অংশ।
7 আর রূবেণের সীমার কাছে পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত যিহূদার এক অংশ।
8 যিহূদার সীমার কাছে পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত উপহার-ভূমি থাকিবে; তোমরা প্রস্থে পঁচিশ সহস্র হস্ত পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত দীর্ঘতায় অন্যান্য অংশের তুল্য এক অংশ উপহারার্থে নিবেদন করিবে, তাহার মধ্যস্থানে ধর্ম্মধাম থাকিবে।
9 সদাপ্রভুর উদ্দেশে তোমরা যে উপহার-ভূমি নিবেদন করিবে, তাহা পঁচিশ সহস্র হস্ত* দীর্ঘ দশ সহস্র হস্ত* প্রস্থ হইবে।
10 সেই পবিত্র উপহার-ভূমি যাজকদের জন্য হইবে; তাহা উত্তরদিকে পঁচিশ সহস্র হস্ত* দীর্ঘ, পশ্চিমদিকে দশ সহস্র হস্ত* প্রস্থ, পূর্ব্বদিকে দশ সহস্র হস্ত* প্রস্থ দক্ষিণদিকে পঁচিশ সহস্র হস্ত* দীর্ঘ; তাহার মধ্যস্থানে সদাপ্রভুর ধর্ম্মধাম থাকিবে।
11 তাহা সাদোক-সন্তানদের মধ্যে পবিত্রীকৃত যাজকদের জন্য হইবে, তাহারা আমার রক্ষণীয় দ্রব্য রক্ষা করিয়াছে; ইস্রায়েল-সন্তানদের ভ্রান্তির সময়ে লেবীয়েরা যেমন ভ্রান্ত হইয়াছিল, উহারা তেমন ভ্রান্ত হয় নাই।
12 লেবীয়দের সীমার কাছে দেশের উপহার-ভূমি হইতে গৃহীত সেই উপহার-ভূমি তাহাদের হইবে, তাহা অতি পবিত্র।
13 আর যাজকদের সীমার সম্মুখে, লেবীয়েরা পঁচিশ সহস্র হস্ত* দীর্ঘ দশ সহস্র হস্ত* প্রস্থ ভূমি পাইবে; সমুদায়ের দীর্ঘতা পঁচিশ সহস্র প্রস্থ দশ সহস্র হস্ত* হইবে।
14 তাহারা তাহার কিছু বিক্রয় করিবে না, বা পরিবর্ত্তন করিবে না, এবং দেশের সেই অগ্রিমাংশ হস্তান্তরীকৃত হইবে না, কেননা তাহা সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।
15 আর পঁচিশ সহস্র হস্ত* দীর্ঘ সেই ভূমির সম্মুখে প্রস্থ পরিমাণে যে পাঁচ সহস্র হস্ত* অবশিষ্ট থাকে, তাহা সাধারণ স্থান বলিয়া নগরের, বসতির পরিসরের জন্য হইবে; নগরটী তাহার মধ্যস্থানে থাকিবে।
16 তাহার পরিমাণ এইরূপ হইবে; উত্তরপ্রান্ত চারি সহস্র পাঁচ শত হস্ত*, দক্ষিণপ্রান্ত চারি সহস্র পাঁচ শত হস্ত*, পূর্ব্বপ্রান্ত চারি সহস্র পাঁচ শত হস্ত* পশ্চিমপ্রান্ত চারি সহস্র পাঁচ শত হস্ত*।
17 আর নগরের পরিসরভূমি থাকিবে; উত্তরদিকে দুই শত পঞ্চাশ হস্ত*, দক্ষিণদিকে দুই শত পঞ্চাশ হস্ত*, পূর্ব্বদিকে দুই শত পঞ্চাশ হস্ত*। পশ্চিমদিকে দুই শত পঞ্চাশ হস্ত*।
18 আর পবিত্র উপহারভূমির সম্মুখে অবশিষ্ট স্থান দীর্ঘ পরিমাণে পূর্ব্বদিকে দশ সহস্র হস্ত* পশ্চিমে দশ সহস্র হস্ত* হইবে, আর তাহা পবিত্র উপহারভূমির সম্মুখে থাকিবে, তদুৎপন্ন দ্রব্য নগরের কর্ম্মচারী লোকদের ভক্ষ্যের নিমিত্ত হইবে।
19 আর ইস্রায়েলের সমস্ত বংশের মধ্য হইতে নগরের শ্রমজীবীরা তাহা চাষ করিবে।
20 সেই উপহারভূমি সর্ব্বশুদ্ধ পঁচিশ সহস্র হস্ত* দীর্ঘ পঁচিশ সহস্র হস্ত* প্রস্থ হইবে; তোমরা নগরের অধিকারশুদ্ধ চতুষ্কোণ পবিত্র উপহারভূমি নিবেদন করিবে।
21 পবিত্র উপহারভূমির নগরের অধিকারের দুই পার্শ্বে যে সকল অবশিষ্ট ভূমি, তাহা অধ্যক্ষের হইবে; অর্থাৎ—পঁচিশ সহস্র হস্ত* পরিমিত উপহারভূমি অবধি পূর্ব্বসীমা পর্য্যন্ত, পশ্চিমদিকে পঁচিশ সহস্র হস্ত* পরিমিত সেই উপহারভূমি অবধি পশ্চিমসীমা পর্য্যন্ত অন্য সকল অংশের সম্মুখে অধ্যক্ষের অংশ হইবে, এবং পবিত্র উপহারভূমি গৃহের ধর্ম্মধাম তাহার মধ্যস্থিত হইবে।
22 আর অধ্যক্ষের প্রাপ্তব্য অংশের মধ্যস্থিত লেবীয়দের অধিকার নগরের অধিকার ছাড়া যাহা যিহূদার সীমার বিন্যামীনের সীমার মধ্যে আছে, তাহা অধ্যক্ষের হইবে।
23 আর অবশিষ্ট বংশগুলির এই সকল অংশ হইবে; পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত বিন্যামীনের এক অংশ।
24 বিন্যামীনের সীমার কাছে পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত শিমিয়োনের এক অংশ।
25 শিমিয়োনের সীমার কাছে পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত ইষাখরের এক অংশ।
26 ইষাখরের সীমার কাছে পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত সবূলূনের এক অংশ।
27 সবূলূনের সীমার কাছে পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত গাদের এক অংশ।
28 আর গাদের সীমার কাছে দক্ষিণপ্রান্তের দিকে তামর অবধি কাদেশস্থ মরীবৎ জলাশয় মিসরের স্রোতোমার্গ মহাসমুদ্র পর্য্যন্ত দক্ষিণ সীমা হইবে।
29 তোমরা ইস্রায়েল-বংশ সকলের অধিকারার্থে যে দেশ গুলিবাঁট দ্বারা বিভাগ করিবে, তাহা এই; এবং তাহাদের সকল অংশ, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
30 আর নগরের এই সকল পরিসর হইবে; উত্তর পার্শ্বে পরিমাণে চারি সহস্র পাঁচ শত হস্ত*।
31 আর নগরের দ্বার সকল ইস্রায়েল-বংশগুলির নামানুসারে হইবে; তিন দ্বার উত্তরদিকে থাকিবে; রূবেণের এক দ্বার, যিহূদার এক দ্বার লেবির এক দ্বার।
32 পূর্ব্ব পার্শ্বে চারি সহস্র পাঁচ শত হস্ত*, আর তিন দ্বার হইবে; যোষেফের এক দ্বার, বিন্যামীনের এক দ্বার, দানের এক দ্বার।
33 দক্ষিণ পার্শ্বে পরিমাণে চারি সহস্র পাঁচ শত হস্ত,* আর তিন দ্বার হইবে; শিমিয়োনের এক দ্বার ইষাখরের এক দ্বার সবূলূনের এক দ্বার।
34 আর পশ্চিম পার্শ্বে চারি সহস্র পাঁচ শত হস্ত, তাহার তিন দ্বার হইবে; গাদের এক দ্বার, আশেরের এক দ্বার নপ্তালির এক দ্বার।
35 পরিধি আঠার সহস্র হস্ত* পরিমিত হইবে; আর সেই দিন অবধি নগরটীর এই নাম হইবে, “সদাপ্রভু তত্র”।
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×