Bible Versions
Bible Books

Ezekiel 7:23 (BNV) Bengali Old BSI Version

1 আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
2 হে মনুষ্য-সন্তান, প্রভু সদাপ্রভু ইস্রায়েল-দেশের বিষয়ে এই কথা কহেন, পরিণাম; দেশের চারি কোণে পরিণাম আসিতেছে।
3 এখন তোমার পরিণাম উপস্থিত; আমি তোমার উপরে আপন ক্রোধ প্রেরণ করিব, তোমার আচারানুসারে বিচার করিব, তোমার সমস্ত ঘৃণার্হ কার্য্যের ফল তোমার উপরে রাখিব।
4 আমি তোমার প্রতি চক্ষুলজ্জা করিব না, দয়াও করিব না, কিন্তু তোমার কার্য্যের ফল তোমার উপরে রাখিব, তোমার ঘৃণার্হ কার্য্য সকল তোমার মধ্যে থাকিবে; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু।
5 প্রভু সদাপ্রভু এই কথা কহেন, অমঙ্গল, একা অমঙ্গল, দেখ, তাহা আসিতেছে।
6 পরিণাম আসিতেছে; সেই পরিণাম আসিতেছে; তাহা তোমার বিরুদ্ধে জাগিয়া উঠিতেছে; দেখ, তাহা আসিতেছে।
7 হে দেশনিবাসী লোক, তোমার পালা আসিতেছে, কাল আসিতেছে, দিবস সন্নিকট হইতেছে; সে কোলাহলের দিন, পর্ব্বতগণের উপরে আনন্দধ্বনির দিন নয়।
8 আমি এখন অবিলম্বে তোমার উপরে আপন ক্রোধ ঢালিয়া দিব, তোমার প্রতি আপন কোপ সাধন করিব, তোমার আচারানুসারে বিচার করিব, তোমার সমস্ত ঘৃণার্হ কার্য্যের ফল তোমার উপরে রাখিব।
9 আমি চক্ষুলজ্জা করিব না দয়াও করিব না, তোমার কার্য্যানুরূপ ফল তোমার উপরে রাখিব, এবং তোমার ঘৃণার্হ কার্য্য সকল তোমার মধ্যে থাকিবে; তাহাতে তোমরা জানিবে যে, আমি, সদাপ্রভু আঘাত করি।
10 দেখ, সেই দিন; দেখ, তাহা আসিতেছে; তোমার পালা উপস্থিত, দণ্ড পুষ্পিত, দর্প বিকশিত হইয়াছে।
11 দৌরাত্ম্য বাড়িয়া দুষ্টতার দণ্ড হইয়া উঠিতেছে; তাহাদের কেহই থাকিবে না, তাহাদের লোকারণ্য বা তাহাদের ধন থাকিবে না; তাহাদের মধ্যে শ্রেষ্ঠতাও থাকিবে না।
12 কাল আসিতেছে দিন সন্নিকট হইল; ক্রেতা আনন্দ না করুক, বিক্রেতা শোক না করুক; কেননা তথাকার সমস্ত লোকারণ্যের প্রতি ক্রোধ উপস্থিত।
13 বস্তুতঃ উভয়ে জীবিত অবস্থায় থাকিলেও বিক্রেতা বিক্রীত অধিকারের নিকটে ফিরিয়া যাইবে না, কেননা এই দর্শন তথাকার সমস্ত লোকারণ্য বিষয়ক; কেহ ফিরিয়া যাইবে না; আপন জীবনের অপরাধে কেহ আপন জীবাত্মা সবল করিতে পারিবে না।
14 তাহারা তূরী বাজাইয়া সকল প্রস্তুত করিয়াছে, কিন্তু কেহ যুদ্ধে গমন করে না, কেননা আমার ক্রোধ তথাকার সমস্ত লোকারণ্যের প্রতি উপস্থিত।
15 বাহিরে খড়্‌গ এবং ভিতরে মহামারী দুর্ভিক্ষ। যে ব্যক্তি ক্ষেত্রে থাকিবে, সে খড়্‌গে মরিবে; যে নগরে থাকিবে, দুর্ভিক্ষ মহামারী তাহাকে গ্রাস করিবে।
16 কিন্তু তাহাদের মধ্যে যাহারা উত্তীর্ণ হয়, তাহারা রক্ষা পাইবে, তাহারা পর্ব্বতগণের উপরে থাকিয়া উপত্যকাস্থ ঘুঘুর ন্যায় হইবে, সকলে আপন আপন অপরাধের নিমিত্ত বিলাপ করিবে।
17 সকলের হস্ত দুর্ব্বল হইবে, সকলের হাঁটু জলের মত দ্রব হইবে।
18 তাহারা কটিদেশে চট বাঁধিবে, মহাত্রাসে আচ্ছন্ন হইবে, সকলের মুখে কালি পড়িবে, তাহাদের সকলের মস্তকে টাক পড়িবে।
19 তাহারা আপন আপন রৌপ্য চকে ফেলিয়া দিবে, তাহাদের সুবর্ণ অশুচি বস্তু হইবে; সদাপ্রভুর ক্রোধের দিনে তাহাদের স্বর্ণ কি রৌপ্য তাহাদিগকে রক্ষা করিতে পারিবে না; তাহা তাহাদের প্রাণ তৃপ্ত, কিম্বা তাহাদের উদর পূর্ণ করিবে না কেননা তাহাই তাহাদের অপরাধজনক বিঘ্ন হইয়াছে।
20 তাহারা আপনাদের মনোহর আভরণের শ্লাঘা করিত, এবং তাহা দিয়া আপন আপন ঘৃণিত বস্তু সকলের প্রতিমা জঘন্য বস্তু গড়িত, কারণ আমি তাহা তাহাদের অশুচি বস্তু করিলাম।
21 আর আমি তাহা মৃগয়ার বস্তুরূপে বিদেশীয়দের হস্তে লুটদ্রব্যরূপে পৃথিবীর দুষ্ট লোকদের হস্তে সমর্পণ করিব, তাহারা তাহা অপবিত্র করিবে।
22 আর আমি তাহাদের হইতে আমার মুখ ফিরাইব, তাহাতে আমার গুপ্ত কোষ অপবিত্রীকৃত হইবে, দস্যুগণ তাহার মধ্যে প্রবেশ করিয়া তাহা অপবিত্র করিবে।
23 তুমি শৃঙ্খল প্রস্তুত কর, কেননা দেশ রক্তপাতরূপ অপরাধে পরিপূর্ণ, এবং নগর দৌরাত্ম্যে পরিপূর্ণ।
24 তজ্জন্য আমি জাতিগণের মধ্যে দুষ্ট লোকদিগকে আনিব, তাহারা উহাদের গৃহ সকল অধিকার করিবে; আমি বলবান লোকদিগের শ্লাঘা চূর্ণ করিব; আর তাহাদের পবিত্র স্থান সকল অপবিত্র হইবে।
25 সংহার আসিতেছে, তাহারা শান্তির অন্বেষণ করিবে, কিন্তু তাহা মিলিবে না।
26 বিপদের উপরে বিপদ ঘটিবে, জনরবের উপরে জনরব হইবে; আর তাহা ভাববাদীর নিকটে দর্শনের চেষ্টা করিবে, কিন্তু যাজকের ব্যবস্থা-জ্ঞান প্রাচীন লোকদের মন্ত্রণা লোপ পাইবে।
27 রাজা শোকাকুল অমাত্য উৎসন্নতারূপ পরিচ্ছদে পরিচ্ছন্ন হইবে, দেশের প্রজাগণের হস্ত কাঁপিবে; আমি তাহাদের প্রতি তাহাদের আচারানুরূপ ব্যবহার করিব; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
1 Moreover the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying, H559
2 Also, thou H859 son H1121 of man, H120 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 unto the land H127 of Israel; H3478 An end, H7093 the end H7093 is come H935 upon H5921 the four H702 corners H3671 of the land. H776
3 Now H6258 is the end H7093 come upon H5921 thee , and I will send H7971 mine anger H639 upon thee , and will judge H8199 thee according to thy ways, H1870 and will recompense H5414 upon H5921 thee H853 all H3605 thine abominations. H8441
4 And mine eye H5869 shall not H3808 spare H2347 H5921 thee, neither H3808 will I have pity: H2550 but H3588 I will recompense H5414 thy ways H1870 upon H5921 thee , and thine abominations H8441 shall be H1961 in the midst H8432 of thee : and ye shall know H3045 that H3588 I H589 am the LORD. H3068
5 Thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 An evil, H7451 an only H259 evil, H7451 behold, H2009 is come. H935
6 An end H7093 is come, H935 the end H7093 is come: H935 it watcheth H6974 for H413 thee; behold, H2009 it is come. H935
7 The morning H6843 is come H935 unto H413 thee , O thou that dwellest H3427 in the land: H776 the time H6256 is come, H935 the day H3117 of trouble H4103 is near, H7138 and not H3808 the sounding again H1906 of the mountains. H2022
8 Now H6258 will I shortly H4480 H7138 pour out H8210 my fury H2534 upon H5921 thee , and accomplish H3615 mine anger H639 upon thee : and I will judge H8199 thee according to thy ways, H1870 and will recompense H5414 H5921 thee for H853 all H3605 thine abominations. H8441
9 And mine eye H5869 shall not H3808 spare, H2347 neither H3808 will I have pity: H2550 I will recompense H5414 H5921 thee according to thy ways H1870 and thine abominations H8441 that are H1961 in the midst H8432 of thee ; and ye shall know H3045 that H3588 I H589 am the LORD H3068 that smiteth. H5221
10 Behold H2009 the day, H3117 behold, H2009 it is come: H935 the morning H6843 is gone forth; H3318 the rod H4294 hath blossomed, H6692 pride H2087 hath budded. H6524
11 Violence H2555 is risen up H6965 into a rod H4294 of wickedness: H7562 none H3808 of H4480 them shall remain , nor H3808 of their multitude H4480 H1995 , nor H3808 of any of theirs H4480 H1991 : neither H3808 shall there be wailing H5089 for them.
12 The time H6256 is come, H935 the day H3117 draweth near: H5060 let not H408 the buyer H7069 rejoice, H8055 nor H408 the seller H4376 mourn: H56 for H3588 wrath H2740 is upon H413 all H3605 the multitude H1995 thereof.
13 For H3588 the seller H4376 shall not H3808 return H7725 to H413 that which is sold, H4465 although they were yet H5750 alive H2416 H2416 : for H3588 the vision H2377 is touching H413 the whole H3605 multitude H1995 thereof, which shall not H3808 return; H7725 neither H3808 shall any H376 strengthen himself H2388 in the iniquity H5771 of his life. H2416
14 They have blown H8628 the trumpet, H8619 even to make all ready H3559 H3605 ; but none H369 goeth H1980 to the battle: H4421 for H3588 my wrath H2740 is upon H413 all H3605 the multitude H1995 thereof.
15 The sword H2719 is without, H2351 and the pestilence H1698 and the famine H7458 within H4480 H1004 : he that H834 is in the field H7704 shall die H4191 with the sword; H2719 and he that H834 is in the city, H5892 famine H7458 and pestilence H1698 shall devour H398 him.
16 But they that escape H6403 of them shall escape, H6412 and shall be H1961 on H413 the mountains H2022 like doves H3123 of the valleys, H1516 all H3605 of them mourning, H1993 every one H376 for his iniquity. H5771
17 All H3605 hands H3027 shall be feeble, H7503 and all H3605 knees H1290 shall be weak H1980 as water. H4325
18 They shall also gird H2296 themselves with sackcloth, H8242 and horror H6427 shall cover H3680 them ; and shame H955 shall be upon H413 all H3605 faces, H6440 and baldness H7144 upon all H3605 their heads. H7218
19 They shall cast H7993 their silver H3701 in the streets, H2351 and their gold H2091 shall be H1961 removed: H5079 their silver H3701 and their gold H2091 shall not H3808 be able H3201 to deliver H5337 them in the day H3117 of the wrath H5678 of the LORD: H3068 they shall not H3808 satisfy H7646 their souls, H5315 neither H3808 fill H4390 their bowels: H4578 because H3588 it is H1961 the stumblingblock H4383 of their iniquity. H5771
20 As for the beauty H6643 of his ornament, H5716 he set H7760 it in majesty: H1347 but they made H6213 the images H6754 of their abominations H8441 and of their detestable things H8251 therein: therefore H5921 H3651 have I set H5414 it far H5079 from them.
21 And I will give H5414 it into the hands H3027 of the strangers H2114 for a prey, H957 and to the wicked H7563 of the earth H776 for a spoil; H7998 and they shall pollute H2490 it.
22 My face H6440 will I turn H5437 also from H4480 them , and they shall pollute H2490 H853 my secret H6845 place : for the robbers H6530 shall enter H935 into it , and defile H2490 it.
23 Make H6213 a chain: H7569 for H3588 the land H776 is full H4390 of bloody H1818 crimes, H4941 and the city H5892 is full H4390 of violence. H2555
24 Wherefore I will bring H935 the worst H7451 of the heathen, H1471 and they shall possess H3423 H853 their houses: H1004 I will also make the pomp H1347 of the strong H5794 to cease; H7673 and their holy places H4720 shall be defiled. H2490
25 Destruction H7089 cometh; H935 and they shall seek H1245 peace, H7965 and there shall be none. H369
26 Mischief H1943 shall come H935 upon H5921 mischief, H1943 and rumor H8052 shall be H1961 upon H413 rumor; H8052 then shall they seek H1245 a vision H2377 of the prophet H4480 H5030 ; but the law H8451 shall perish H6 from the priest H4480 H3548 , and counsel H6098 from the ancients H4480 H2205 .
27 The king H4428 shall mourn, H56 and the prince H5387 shall be clothed H3847 with desolation, H8077 and the hands H3027 of the people H5971 of the land H776 shall be troubled: H926 I will do H6213 unto them after their way H4480 H1870 , and according to their deserts H4941 will I judge H8199 them ; and they shall know H3045 that H3588 I H589 am the LORD. H3068
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×