Bible Versions
Bible Books

Ezra 8:2 (BNV) Bengali Old BSI Version

1 অর্তক্ষস্ত রাজার রাজত্বকালে তাহাদের যে পিতৃকুলপতিরা আমার সহিত বাবিল হইতে প্রস্থান করিল, তাহাদের নাম বংশাবলি এই।
2 পীনহসের সন্তানদের মধ্যে গের্শোম, ঈথামরের সন্তানদের মধ্যে দানিয়েল, দায়ূদের সন্তানদের মধ্যে হটূশ।
3 শখনিয়ের সন্তানদের মধ্যে; পরোশের সন্তানদের মধ্যে সখরিয়, এবং বংশাবলিতে নির্দ্দিষ্ট তাহার সঙ্গী এক শত পঞ্চাশ জন পুরুষ।
4 পহৎ-মোয়াবের সন্তানদের মধ্যে সরহিয়ের পুত্র ইলীয়ৈনয়, তাহার সঙ্গী দুই শত পুরুষ।
5 শখনিয়ের সন্তানদের মধ্যে মহসীয়েলের পুত্র, তাহার সঙ্গী তিন শত পুরুষ।
6 আদীনের সন্তানদের মধ্যে যোনাথনের পুত্র এবদ, তাহার সঙ্গী পঞ্চাশ জন পুরুষ।
7 এলমের সন্তানদের মধ্যে অথলিয়ের পুত্র যিশায়াহ, তাহার সঙ্গী সত্তর জন পুরুষ।
8 শফটিয়ের সন্তানদের মধ্যে মীখায়েলের পুত্র সবদিয়, তাহার সঙ্গী আশী জন পুরুষ।
9 যোয়াবের সন্তানদের মধ্যে যিহিয়েলের পুত্র ওবদিয়, তাহার সঙ্গী দুই শত আঠার জন পুরুষ।
10 শলোমীতের সন্তানদের মধ্যে যোষিফিয়ের পুত্র, তাহার সঙ্গী এক শত ষাট জন পুরুষ
11 আর বেবয়ের সন্তানদের মধ্যে বেবয়ের পুত্র সখরিয়, তাহার সঙ্গী আটাশ জন পুরুষ।
12 অস্‌গদের সন্তানদের মধ্যে হকাটনের পুত্র যোহানন, তাহার সঙ্গী এক শত দশ জন পুরুষ।
13 অদোনীকামের শেষ সন্তানদের মধ্যে কয়েক জন, তাহাদের নাম ইলীফেলট, যিয়ূয়েল শময়িয়, তাহাদের সঙ্গী ষাট জন পুরুষ।
14 বিগ্‌বয়ের সন্তানদের মধ্যে ঊথয় সব্বূদ, তাহাদের সঙ্গী সত্তর জন পুরুষ।
15 আমি তাহাদিগকে অহবা-গামিনী নদীর কাছে একত্র করিয়াছিলাম; সেই স্থানে আমরা শিবির স্থাপন করিয়া তিন দিন রহিলাম, আর লোকদের যাজকদের প্রতি নিরীক্ষণ করিলে আমি সে স্থানে লেবির সন্তানদের কাহাকেও দেখিতে পাইলাম না।
16 তখন আমি ইলীয়েষর, অরীয়েল, শময়িয়, ইল্‌নাথন, যারিব, ইল্‌নাথন, নাথন, সখরিয়, মশুল্লম এই সকল প্রধান লোককে, এবং যোয়ারীব ইল্‌নাথন নামে দুই জন শিক্ষককে ডাকিতে পাঠাইলাম।
17 পরে কাসিফিয়া নামক স্থানের প্রধান লোক ইদ্দোর নিকটে তাহাদিগকে প্রেরণ করিলাম; আর ‘তোমরা আমাদের ঈশ্বরের গৃহের জন্য পরিচারকদিগকে আমাদের নিকটে আন,’ কাসিফিয়া স্থান-প্রবাসী ইদ্দোক তাহার ভ্রাতা নথীনীয়দিগকে এই কথা কহিতে তাহাদিগকে আজ্ঞা করিলাম।
18 আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় তাহারা আমাদের নিকটে ইস্রায়েলের পুত্র লেবির বংশজাত মহলির সন্তানদের মধ্যে এক জন প্রবীণকে, আর শেরেবিয়কে এবং তাহার পুত্র ভ্রাতৃগণ আঠার জনকে,
19 আর হশবিয়কে তাহার সহিত মরারির সন্তানদের মধ্যে যিশায়াহকে, তাহার ভ্রাতৃগণ পুত্রগণ বিংশতি জনকে আনিল;
20 আর দায়ূদ অধ্যক্ষেরা যাহাদিগকে লেবীয়দের সেবাকর্ম্মের জন্য দিয়াছিলেন, সেই নথীনীয়দের মধ্যে দুই শত বিংশতি জনকেও আনিল; সেই সকলের নাম লিখিত হইল।
21 পরে আমাদের নিমিত্ত এবং আমাদের বালকবালিকাদের সমস্ত সম্পত্তির নিমিত্ত সরল পথ যাচ্ঞা করিবার অভিপ্রায়ে আমাদের ঈশ্বরের সাক্ষাতে আপনাদিগকে বিনীত করিবার জন্য আমি সেই স্থানে অহবা নদীর নিকটে উপবাস ঘোষণা করিলাম।
22 কারণ পথে শত্রুদের বিরুদ্ধে আমাদের সাহায্য করণার্থে রাজার কাছে এক দল সৈন্য কি অশ্বারোহী চাহিতে আমার লজ্জা বোধ হইয়াছিল; বস্তুতঃ আমরা রাজাকে এই কথা বলিয়াছিলাম, আমাদের ঈশ্বরের হস্ত মঙ্গলের নিমিত্ত তাঁহার সমস্ত অন্বেষণকারীর উপরে আছে, কিন্তু যাহারা তাঁহাকে ত্যাগ করে, তাঁহার পরাক্রম ক্রোধ সেই সকলের বিরুদ্ধ।
23 অতএব আমরা উপবাস করিলাম, আমাদের ঈশ্বরের কাছে সেই বিষয়ের জন্য প্রার্থনা করিলাম; তাহাতে তিনি আমাদের অনুরোধ গ্রাহ্য করিলেন।
24 পরে আমি যাজকদের মধ্যে বারো জন প্রধানকে, অর্থাৎ শেরেবিয়কে, হশবিয়কে, তাহাদের সহিত তাহাদের দশ জন ভ্রাতাকে পৃথক্‌ করিলাম;
25 আর রাজা, তাঁহার মন্ত্রিগণ, অধ্যক্ষগণ উপস্থিত সমস্ত ইস্রায়েল আমাদের ঈশ্বরের গৃহের জন্য উপহার বলিয়া যে রৌপ্য, স্বর্ণ পাত্র দিয়াছিলেন, উহাদিগকে তাহা তৌল করিয়া দিলাম;
26 আমি ছয় শত পঞ্চাশ তালন্ত রৌপ্য, এক শত তালন্ত পরিমিত রৌপ্যের পাত্র,
27 এক শত তালন্ত স্বর্ণ, এক সহস্র অদকোন মূল্যের বিংশতি স্বর্ণময় পাত্র, এবং স্বর্ণের ন্যায় বহুমূল্য উত্তম পরিষ্কৃত তাম্রের দুই পাত্র তৌল করিয়া তাহাদের হস্তে দিলাম।
28 আর তাহাদিগকে কহিলাম, তোমরা সদাপ্রভুর উদ্দেশে পবিত্র, এবং এই পাত্র সকলও পবিত্র, এবং এই রৌপ্য স্বর্ণ তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে স্বেচ্ছা-দত্ত নৈবেদ্য।
29 অতএব তোমরা যিরূশালেমে সদাপ্রভুর গৃহের কুঠরীতে প্রধান যাজকদের, লেবীয়দের ইস্রায়েলের পিতৃকুলপতিদের কাছে যে পর্য্যন্ত তাহা তৌল করিয়া না দিবে, সে পর্য্যন্ত সতর্ক থাকিয়া রক্ষা করিবে।
30 পরে যাজকেরা লেবীয়েরা যিরূশালেমে আমাদের ঈশ্বরের গৃহে লইয়া যাইবার নিমিত্ত সেই তৌল পরিমিত রৌপ্য, স্বর্ণ পাত্র গ্রহণ করিল।
31 পরে প্রথম মাসের দ্বাদশ দিনে আমরা যিরূশালেমে যাইবার জন্য অহবা নদী হইতে প্রস্থান করিলাম, আর আমাদের উপরে আমাদের ঈশ্বরের হস্ত ছিল, তিনি পথিমধ্যে শত্রুদের গুপ্ত দস্যুদলের হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিলেন।
32 পরে আমরা যিরূশালেমে উপস্থিত হইয়া সে স্থানে তিন দিন অবস্থিতি করিলাম।
33 পরে চতুর্থ দিনে সেই রৌপ্য, স্বর্ণ পাত্র সকল আমাদের ঈশ্বরের গৃহে ঊরীয়ের পুত্র মরেমোৎ যাজকের হস্তে তৌল করিয়া দেওয়া গেল, আর তাহার সহিত পীনহসের পুত্র ইলিয়াসর এবং তাহাদের সহিত যেশূয়ের পুত্র যোষাবদ বিন্নূয়ির পুত্র নোয়দিয়, এই দুই জন লেবীয় ছিল।
34 সমস্ত দ্রব্য গণনা তৌল করিয়া দেওয়া হইল, এবং সে সময়ে সমস্ত তৌলের পরিমাণ লিখিত হইল।
35 নির্ব্বাসিত যে লোকেরা বন্দিদশা হইতে ফিরিয়া আসিয়াছিল, তাহারা ইস্রায়েলের ঈশ্বরের উদ্দেশে হোমবলি উৎসর্গ করিল; তাহারা সমুদয় ইস্রায়েলের জন্য বারোটী বৃষ, ছিয়ানব্বইটী মেষ, সাতাত্তরটী মেষশাবক, পাপার্থক বলির জন্য বারোটী ছাগ, এই সকল সদাপ্রভুর উদ্দেশে হোমার্থে বলিদান করিল।
36 পরে রাজপ্রতিনিধি ক্ষিতিপালদিগের কাছে নদী-পারস্থ দেশাধ্যক্ষদিগের কাছে রাজার আজ্ঞাপত্র সমর্পিত হইল, আর তাহারা লোকদের, এবং ঈশ্বরের গৃহেরও সাহায্য করিলেন।
1 These H428 are now the chief H7218 of their fathers, H1 and this is the genealogy H3187 of them that went up H5927 with H5973 me from Babylon H4480 H894 , in the reign H4438 of Artaxerxes H783 the king. H4428
2 Of the sons H4480 H1121 of Phinehas; H6372 Gershom: H1648 of the sons H4480 H1121 of Ithamar; H385 Daniel: H1840 of the sons H4480 H1121 of David; H1732 Hattush. H2407
3 Of the sons H4480 H1121 of Shechaniah, H7935 of the sons H4480 H1121 of Pharosh; H6551 Zechariah: H2148 and with H5973 him were reckoned by genealogy H3187 of the males H2145 a hundred H3967 and fifty. H2572
4 Of the sons H4480 H1121 of Pahath- H6355 moab; Elihoenai H454 the son H1121 of Zerahiah, H2228 and with H5973 him two hundred H3967 males. H2145
5 Of the sons H4480 H1121 of Shechaniah; H7935 the son H1121 of Jahaziel, H3166 and with H5973 him three H7969 hundred H3967 males. H2145
6 Of the sons H4480 H1121 also of Adin; H5720 Ebed H5651 the son H1121 of Jonathan, H3083 and with H5973 him fifty H2572 males. H2145
7 And of the sons H4480 H1121 of Elam; H5867 Jeshaiah H3470 the son H1121 of Athaliah, H6271 and with H5973 him seventy H7657 males. H2145
8 And of the sons H4480 H1121 of Shephatiah; H8203 Zebadiah H2069 the son H1121 of Michael, H4317 and with H5973 him fourscore H8084 males. H2145
9 Of the sons H4480 H1121 of Joab; H3097 Obadiah H5662 the son H1121 of Jehiel, H3171 and with H5973 him two hundred H3967 and eighteen H8083 H6240 males. H2145
10 And of the sons H4480 H1121 of Shelomith; H8019 the son H1121 of Josiphiah, H3131 and with H5973 him a hundred H3967 and threescore H8346 males. H2145
11 And of the sons H4480 H1121 of Bebai; H893 Zechariah H2148 the son H1121 of Bebai, H893 and with H5973 him twenty H6242 and eight H8083 males. H2145
12 And of the sons H4480 H1121 of Azgad; H5803 Johanan H3110 the son H1121 of Hakkatan, H6997 and with H5973 him a hundred H3967 and ten H6235 males. H2145
13 And of the last sons H4480 H1121 H314 of Adonikam, H140 whose names H8034 are these, H428 Eliphelet, H467 Jeiel, H3273 and Shemaiah, H8098 and with H5973 them threescore H8346 males. H2145
14 Of the sons H4480 H1121 also of Bigvai; H902 Uthai, H5793 and Zabbud, H2072 and with H5973 them seventy H7657 males. H2145
15 And I gathered them together H6908 to H413 the river H5104 that runneth H935 to H413 Ahava; H163 and there H8033 abode we in tents H2583 three H7969 days: H3117 and I viewed H995 the people, H5971 and the priests, H3548 and found H4672 there H8033 none H3808 of the sons H4480 H1121 of Levi. H3878
16 Then sent H7971 I for Eliezer, H461 for Ariel, H740 for Shemaiah, H8098 and for Elnathan, H494 and for Jarib, H3402 and for Elnathan, H494 and for Nathan, H5416 and for Zechariah, H2148 and for Meshullam, H4918 chief men; H7218 also for Joiarib, H3114 and for Elnathan, H494 men of understanding. H995
17 And I sent them with commandment H6680 H853 unto H5921 Iddo H112 the chief H7218 at the place H4725 Casiphia, H3703 and I told H7760 H6310 them what H1697 they should say H1696 unto H413 Iddo, H112 and to his brethren H251 the Nethinims, H5411 at the place H4725 Casiphia, H3703 that they should bring H935 unto us ministers H8334 for the house H1004 of our God. H430
18 And by the good H2896 hand H3027 of our God H430 upon H5921 us they brought H935 us a man H376 of understanding, H7922 of the sons H4480 H1121 of Mahli, H4249 the son H1121 of Levi, H3878 the son H1121 of Israel; H3478 and Sherebiah, H8274 with his sons H1121 and his brethren, H251 eighteen H8083 H6240 ;
19 And Hashabiah, H2811 and with H854 him Jeshaiah H3470 of the sons H4480 H1121 of Merari, H4847 his brethren H251 and their sons, H1121 twenty; H6242
20 Also of H4480 the Nethinims, H5411 whom H7945 David H1732 and the princes H8269 had appointed H5414 for the service H5656 of the Levites, H3881 two hundred H3967 and twenty H6242 Nethinims: H5411 all H3605 of them were expressed H5344 by name. H8034
21 Then I proclaimed H7121 a fast H6685 there, H8033 at H5921 the river H5104 of Ahava, H163 that we might afflict ourselves H6031 before H6440 our God, H430 to seek H1245 of H4480 him a right H3477 way H1870 for us , and for our little ones, H2945 and for all H3605 our substance. H7399
22 For H3588 I was ashamed H954 to require H7592 of H4480 the king H4428 a band of soldiers H2428 and horsemen H6571 to help H5826 us against the enemy H4480 H341 in the way: H1870 because H3588 we had spoken H559 unto the king, H4428 saying, H559 The hand H3027 of our God H430 is upon H5921 all H3605 them for good H2896 that seek H1245 him ; but his power H5797 and his wrath H639 is against H5921 all H3605 them that forsake H5800 him.
23 So we fasted H6684 and besought H1245 our God H4480 H430 for H5921 this: H2063 and he was entreated H6279 of us.
24 Then I separated H914 twelve H8147 H6240 of the chief H4480 H8269 of the priests, H3548 Sherebiah, H8274 Hashabiah, H2811 and ten H6235 of their brethren H4480 H251 with H5973 them,
25 And weighed H8254 unto them H853 the silver, H3701 and the gold, H2091 and the vessels, H3627 even the offering H8641 of the house H1004 of our God, H430 which the king, H4428 and his counselors, H3289 and his lords, H8269 and all H3605 Israel H3478 there present, H4672 had offered: H7311
26 I even weighed H8254 unto H5921 their hand H3027 six H8337 hundred H3967 and fifty H2572 talents H3603 of silver, H3701 and silver H3701 vessels H3627 a hundred H3967 talents, H3603 and of gold H2091 a hundred H3967 talents; H3603
27 Also twenty H6242 basins H3713 of gold, H2091 of a thousand H505 drams; H150 and two H8147 vessels H3627 of fine H6668 H2896 copper, H5178 precious H2530 as gold. H2091
28 And I said H559 unto H413 them, Ye H859 are holy H6944 unto the LORD; H3068 the vessels H3627 are holy H6944 also ; and the silver H3701 and the gold H2091 are a freewill offering H5071 unto the LORD H3068 God H430 of your fathers. H1
29 Watch H8245 ye , and keep H8104 them , until H5704 ye weigh H8254 them before H6440 the chief H8269 of the priests H3548 and the Levites, H3881 and chief H8269 of the fathers H1 of Israel, H3478 at Jerusalem, H3389 in the chambers H3957 of the house H1004 of the LORD. H3068
30 So took H6901 the priests H3548 and the Levites H3881 the weight H4948 of the silver, H3701 and the gold, H2091 and the vessels, H3627 to bring H935 them to Jerusalem H3389 unto the house H1004 of our God. H430
31 Then we departed H5265 from the river H4480 H5104 of Ahava H163 on the twelfth H8147 H6240 day of the first H7223 month, H2320 to go H1980 unto Jerusalem: H3389 and the hand H3027 of our God H430 was H1961 upon H5921 us , and he delivered H5337 us from the hand H4480 H3709 of the enemy, H341 and of such as lay in wait H693 by H5921 the way. H1870
32 And we came H935 to Jerusalem, H3389 and abode H3427 there H8033 three H7969 days. H3117
33 Now on the fourth H7243 day H3117 was the silver H3701 and the gold H2091 and the vessels H3627 weighed H8254 in the house H1004 of our God H430 by H5921 the hand H3027 of Meremoth H4822 the son H1121 of Uriah H223 the priest; H3548 and with H5973 him was Eleazar H499 the son H1121 of Phinehas; H6372 and with H5973 them was Jozabad H3107 the son H1121 of Jeshua, H3442 and Noadiah H5129 the son H1121 of Binnui, H1131 Levites; H3881
34 By number H4557 and by weight H4948 of every one: H3605 and all H3605 the weight H4948 was written H3789 at that H1931 time. H6256
35 Also the children H1121 of those that had been carried away, H1473 which were come H935 out of the captivity H4480 H7628 , offered H7126 burnt offerings H5930 unto the God H430 of Israel, H3478 twelve H8147 H6240 bullocks H6499 for H5921 all H3605 Israel, H3478 ninety H8673 and six H8337 rams, H352 seventy H7657 and seven H7651 lambs, H3532 twelve H8147 H6240 he goats H6842 for a sin offering: H2403 all H3605 this was a burnt offering H5930 unto the LORD. H3068
36 And they delivered H5414 H853 the king's H4428 commissions H1881 unto the king's H4428 lieutenants, H323 and to the governors H6346 on this side H5676 the river: H5104 and they furthered H5375 H853 the people, H5971 and the house H1004 of God. H430
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×