Bible Versions
Bible Books

Genesis 18:13 (BNV) Bengali Old BSI Version

1 পরে সদাপ্রভু মম্রির এলোন বনের নিকটে তাঁহাকে দর্শন দিলেন। তিনি দিনের উত্তাপ সময়ে তাম্বুদ্বারে বসিয়াছিলেন;
2 আর চক্ষু তুলিয়া দৃষ্টি করিলেন, আর দেখ, তিনটী পুরুষ সম্মুখে দণ্ডায়মান। দেখিবামাত্র তিনি তাম্বুদ্বার হইতে তাঁহাদের নিকট দৌড়িয়া গিয়া ভূমিতে প্রণিপাত করিয়া কহিলেন,
3 হে প্রভো, বিনয় করি, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হইয়া থাকি, তবে আপনার এই দাসের নিকট হইতে অগ্রসর হইবেন না।
4 বিনয় করি, কিঞ্চিৎ জল আনাইয়া দিই, আপনারা পা ধুইয়া এই বৃক্ষতলে বিশ্রাম করুন,
5 এবং কিছু খাদ্য আনিয়া দিই, তাহা দ্বারা প্রাণ আপ্যায়িত করুন, পরে পথে অগ্রসর হইবেন; কেননা ইহারই নিমিত্তে আপন দাসের নিকটে আগত হইলেন। তখন তাঁহারা কহিলেন, যাহা বলিলে, তাহাই কর।
6 তাহাতে অব্রাহাম ত্বরা করিয়া তাম্বুতে সারার নিকটে গিয়া কহিলেন, শীঘ্র তিন মাণ উত্তম ময়দা লইয়া ছানিয়া পিষ্টক প্রস্তুত কর।
7 পরে অব্রাহাম ত্বরায় বাথানে গিয়া উৎকৃষ্ট কোমল এক গোবৎস লইয়া দাসকে দিলে সে তাহা শীঘ্র পাক করিল।
8 তখন তিনি দধি, দুগ্ধ পক্ব মাংস লইয়া তাঁহাদের সম্মুখে দিলেন, এবং তাঁহাদের নিকটে বৃক্ষতলে দাঁড়াইলেন, তাঁহারা ভোজন করিলেন।
9 আর তাঁহারা তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার স্ত্রী সারা কোথায়? তিনি কহিলেন, দেখুন, তিনি তাম্বুতে আছেন।
10 তাহাতে তাঁহাদের এক ব্যক্তি কহিলেন, এই ঋতু পুনরায় উপস্থিত হইলে আমি অবশ্য তোমার কাছে ফিরিয়া আসিব; আর দেখ, তোমার স্ত্রী সারার এক পুত্র হইবে। এই কথা সারা তাম্বুদ্বারে তাঁহার পশ্চাৎ থাকিয়া শুনিলেন।
11 সেই সময়ে অব্রাহাম সারা বৃদ্ধ গতবয়স্ক ছিলেন; সারার স্ত্রীধর্ম্ম নিবৃত্ত হইয়াছিল।
12 অতএব সারা মনে মনে হাসিয়া কহিলেন, আমার এই শীর্ণ দশার পরে কি এমন আনন্দ হইবে? আমার প্রভুও বৃদ্ধ।
13 তখন সদাপ্রভু অব্রাহামকে কহিলেন, সারা কেন এই বলিয়া হাসিল যে, আমি কি সত্যই প্রসব করিব, আমি যে বুড়ী?
14 কোন কর্ম্ম কি সদাপ্রভুর অসাধ্য? নিরূপিত সময়ে এই ঋতু আবার উপস্থিত হইলে আমি তোমার কাছে ফিরিয়া আসিব, আর সারার পুত্র হইবে।
15 তাহাতে সারা অস্বীকার করিয়া কহিলেন, আমি হাসি নাই; কেননা তিনি ভয় পাইয়াছিলেন। কিন্তু তিনি কহিলেন, অবশ্য হাসিয়াছিলে।
16 পরে সেই ব্যক্তিরা তথা হইতে উঠিয়া সদোমের দিকে দৃষ্টি করিলেন, আর অব্রাহাম তাঁহাদিগকে বিদায় দিতে তাঁহাদের সঙ্গে সঙ্গে চলিলেন।
17 তাহাতে সদাপ্রভু কহিলেন, আমি যাহা করিব, তাহা কি অব্রাহাম হইতে লুকাইব?
18 অব্রাহাম হইতে মহতী বলবতী এক জাতি উৎপন্ন হইবে, এবং পৃথিবীর যাবতীয় জাতি তাহাতেই আশীর্ব্বাদ প্রাপ্ত হইবে।
19 কেননা আমি তাহাকে জানিয়াছি, যেন সে আপন ভাবী সন্তানগণকে পরিবারদিগকে আদেশ করে, যেন তাহারা ধর্ম্মসঙ্গত ন্যায্য আচরণ করিতে করিতে সদাপ্রভুর পথে চলে; এইরূপে সদাপ্রভু যেন অব্রাহামের বিষয়ে কথিত আপনার বাক্য সফল করেন।
20 পরে সদাপ্রভু কহিলেন, সদোমের ঘমোরার ক্রন্দন আত্যন্তিক, এবং তাহাদের পাপ অতিশয় ভারী;
21 আমি নীচে গিয়া দেখিব, আমার নিকটে আগত ক্রন্দনানুসারে তাহারা সর্ব্বতোভাবে করিয়াছে কি না; যদি না করিয়া থাকে, তাহা জানিব।
22 পরে সেই ব্যক্তিরা তথা হইতে ফিরিয়া সদোমের দিকে গমন করিলেন; কিন্তু অব্রাহাম তখনও সদাপ্রভুর সাক্ষাতে দণ্ডায়মান থাকিলেন।
23 পরে অব্রাহাম নিকটে গিয়া কহিলেন, আপনি কি দুষ্টের সহিত ধার্ম্মিককেও সংহার করিবেন?
24 সেই নগরের মধ্যে যদি পঞ্চাশ জন ধার্ম্মিক পাওয়া যায়, তবে আপনি কি তথাকার পঞ্চাশ জন ধার্ম্মিকের অনুরোধে সেই স্থানের প্রতি দয়া না করিয়া তাহা বিনষ্ট করিবেন?
25 দুষ্টের সহিত ধার্ম্মিকের বিনাশ করা, এই প্রকার কর্ম্ম আপনা হইতে দূরে থাকুক; ধার্ম্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকর্ত্তা কি ন্যায়বিচার করিবেন না?
26 সদাপ্রভু কহিলেন, আমি যদি সদোমের মধ্যে পঞ্চাশ জন ধার্ম্মিক দেখি, তবে তাহাদের অনুরোধে সেই সমস্ত স্থানের প্রতি দয়া করিব।
27 অব্রাহাম উত্তর করিয়া কহিলেন, দেখুন ধূলি ভস্মমাত্র যে আমি, আমি প্রভুর সঙ্গে কথা কহিতে সাহসী হইয়াছি।
28 কি জানি, পঞ্চাশ জন ধার্ম্মিকের পাঁচ জন ন্যূন হইবে; সেই পাঁচ জনের অভাব প্রযুক্ত আপনি কি সমস্ত নগর বিনষ্ট করিবেন? তিনি কহিলেন, সেই স্থানে পঁয়তাল্লিশ জন পাইলে আমি তাহা বিনষ্ট করিব না।
29 তিনি তাঁহাকে আবার কহিলেন, বলিলেন, সে স্থানে যদি চল্লিশ জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেই চল্লিশ জনের অনুরোধে তাহা করিব না।
30 আবার তিনি কহিলেন, প্রভু বিরক্ত হইবেন না, আমি আরও কহি; যদি সেখানে ত্রিশ জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেখানে ত্রিশ জন পাইলে তাহা করিব না।
31 তিনি কহিলেন, দেখুন, প্রভুর কাছে আমি সাহসী হইয়া পুনর্ব্বার বলি, যদি সেখানে বিংশতি জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেই বিংশতি জনের অনুরোধে তাহা বিনষ্ট করিব না।
32 তিনি কহিলেন, প্রভু ক্রুদ্ধ হইবেন না, আমি কেবল আর এই এক বার বলি; যদি সেখানে দশ জন পাওয়া যায়? তিনি কহিলেন, সেই দশ জনের অনুরোধে তাহা বিনষ্ট করিব না।
33 তখন সদাপ্রভু অব্রাহামের সহিত কথোপকথন সমাপন করিয়া প্রস্থান করিলেন; এবং অব্রাহাম স্বস্থানে ফিরিয়া আসিলেন।
1 And the LORD H3068 appeared H7200 unto H413 him in the plains H436 of Mamre: H4471 and he H1931 sat H3427 in the tent H168 door H6607 in the heat H2527 of the day; H3117
2 And he lifted up H5375 his eyes H5869 and looked, H7200 and, lo, H2009 three H7969 men H376 stood H5324 by H5921 him : and when he saw H7200 them , he ran H7323 to meet H7125 them from the tent door H4480 H6607, H168 and bowed himself H7812 toward the ground, H776
3 And said, H559 My Lord, H136 if H518 now H4994 I have found H4672 favor H2580 in thy sight, H5869 pass not away H5674 H408 , I pray thee, H4994 from H4480 H5921 thy servant: H5650
4 Let a little H4592 water, H4325 I pray you, H4994 be fetched, H3947 and wash H7364 your feet, H7272 and rest yourselves H8172 under H8478 the tree: H6086
5 And I will fetch H3947 a morsel H6595 of bread, H3899 and comfort H5582 ye your hearts; H3820 after that H310 ye shall pass on: H5674 for H3588 therefore H5921 H3651 are ye come H5674 to H5921 your servant. H5650 And they said, H559 So H3651 do, H6213 as H834 thou hast said. H1696
6 And Abraham H85 hastened H4116 into the tent H168 unto H413 Sarah, H8283 and said, H559 Make ready quickly H4116 three H7969 measures H5429 of fine H5560 meal, H7058 knead H3888 it , and make H6213 cakes upon the hearth. H5692
7 And Abraham H85 ran H7323 unto H413 the herd, H1241 and fetched H3947 a calf H1121 H1241 tender H7390 and good, H2896 and gave H5414 it unto H413 a young man; H5288 and he hasted H4116 to dress H6213 it.
8 And he took H3947 butter, H2529 and milk, H2461 and the calf H1121 H1241 which H834 he had dressed, H6213 and set H5414 it before H6440 them ; and he H1931 stood H5975 by H5921 them under H8478 the tree, H6086 and they did eat. H398
9 And they said H559 unto H413 him, Where H346 is Sarah H8283 thy wife H802 ? And he said, H559 Behold, H2009 in the tent. H168
10 And he said, H559 I will certainly return H7725 H7725 unto H413 thee according to the time H6256 of life; H2416 and, lo, H2009 Sarah H8283 thy wife H802 shall have a son. H1121 And Sarah H8283 heard H8085 it in the tent H168 door, H6607 which H1931 was behind H310 him.
11 Now Abraham H85 and Sarah H8283 were old H2205 and well stricken H935 in age; H3117 and it ceased H2308 to be H1961 with Sarah H8283 after the manner H734 of women. H802
12 Therefore Sarah H8283 laughed H6711 within H7130 herself, saying, H559 After H310 I am waxed old H1086 shall I have H1961 pleasure, H5730 my lord H113 being old H2204 also?
13 And the LORD H3068 said H559 unto H413 Abraham, H85 Wherefore H4100 H2088 did Sarah H8283 laugh, H6711 saying, H559 Shall I of a surety H637 H552 bear a child, H3205 which H589 am old H2204 ?
14 Is any thing H1697 too hard H6381 for the LORD H4480 H3068 ? At the time appointed H4150 I will return H7725 unto H413 thee , according to the time H6256 of life, H2416 and Sarah H8283 shall have a son. H1121
15 Then Sarah H8283 denied, H3584 saying, H559 I laughed H6711 not; H3808 for H3588 she was afraid. H3372 And he said, H559 Nay; H3808 but H3588 thou didst laugh. H6711
16 And the men H376 rose up H6965 from thence H4480 H8033 , and looked H8259 toward H5921 H6440 Sodom: H5467 and Abraham H85 went H1980 with H5973 them to bring them on the way. H7971
17 And the LORD H3068 said, H559 Shall I H589 hide H3680 from Abraham H4480 H85 that thing which H834 I H589 do; H6213
18 Seeing that Abraham H85 shall surely become H1961 H1961 a great H1419 and mighty H6099 nation, H1471 and all H3605 the nations H1471 of the earth H776 shall be blessed H1288 in him?
19 For H3588 I know H3045 him, that H4616 H834 he will command H6680 H853 his children H1121 and his household H1004 after H310 him , and they shall keep H8104 the way H1870 of the LORD, H3068 to do H6213 justice H6666 and judgment; H4941 that H4616 the LORD H3068 may bring H935 upon H5921 Abraham H85 H853 that which H834 he hath spoken H1696 of H5921 him.
20 And the LORD H3068 said, H559 Because H3588 the cry H2201 of Sodom H5467 and Gomorrah H6017 is great, H7231 and because H3588 their sin H2403 is very H3966 grievous; H3513
21 I will go down H3381 now, H4994 and see H7200 whether they have done H6213 altogether H3617 according to the cry H6818 of it , which is come H935 unto H413 me ; and if H518 not, H3808 I will know. H3045
22 And the men H376 turned their faces H6437 from thence H4480 H8033 , and went H1980 toward Sodom: H5467 but Abraham H85 stood H5975 yet H5750 before H6440 the LORD. H3068
23 And Abraham H85 drew near, H5066 and said, H559 Wilt thou also H637 destroy H5595 the righteous H6662 with H5973 the wicked H7563 ?
24 Peradventure H194 there be H3426 fifty H2572 righteous H6662 within H8432 the city: H5892 wilt thou also H637 destroy H5595 and not H3808 spare H5375 the place H4725 for H4616 the fifty H2572 righteous H6662 that H834 are therein H7130 ?
25 That be far H2486 from thee to do H4480 H6213 after this H2088 manner, H1697 to slay H4191 the righteous H6662 with H5973 the wicked: H7563 and that the righteous H6662 should be H1961 as the wicked, H7563 that be far H2486 from thee : Shall not H3808 the Judge H8199 of all H3605 the earth H776 do H6213 right H4941 ?
26 And the LORD H3068 said, H559 If H518 I find H4672 in Sodom H5467 fifty H2572 righteous H6662 within H8432 the city, H5892 then I will spare H5375 all H3605 the place H4725 for their sakes. H5668
27 And Abraham H85 answered H6030 and said, H559 Behold H2009 now, H4994 I have taken upon H2974 me to speak H1696 unto H413 the Lord, H136 which H595 am but dust H6083 and ashes: H665
28 Peradventure H194 there shall lack H2637 five H2568 of the fifty H2572 righteous: H6662 wilt thou destroy H7843 H853 all H3605 the city H5892 for lack of five H2568 ? And he said, H559 If H518 I find H4672 there H8033 forty H705 and five, H2568 I will not H3808 destroy H7843 it .
29 And he spoke H1696 unto H413 him yet H5750 again, H3254 and said, H559 Peradventure H194 there shall be forty H705 found H4672 there. H8033 And he said, H559 I will not H3808 do H6213 it for forty's sake H5668 H705 .
30 And he said H559 unto him , Oh H4994 let not H408 the Lord H136 be angry, H2734 and I will speak: H1696 Peradventure H194 there shall thirty H7970 be found H4672 there. H8033 And he said, H559 I will not H3808 do H6213 it , if H518 I find H4672 thirty H7970 there. H8033
31 And he said, H559 Behold H2009 now, H4994 I have taken upon H2974 me to speak H1696 unto H413 the Lord: H136 Peradventure H194 there shall be twenty H6242 found H4672 there. H8033 And he said, H559 I will not H3808 destroy H7843 it for twenty's sake H5668 H6242 .
32 And he said, H559 Oh H4994 let not H408 the Lord H136 be angry, H2734 and I will speak H1696 yet H389 but this once: H6471 Peradventure H194 ten H6235 shall be found H4672 there. H8033 And he said, H559 I will not H3808 destroy H7843 it for ten's sake H5668 H6235 .
33 And the LORD H3068 went his way, H1980 as soon as H834 he had left H3615 communing H1696 with H413 Abraham: H85 and Abraham H85 returned H7725 unto his place. H4725
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×