Bible Versions
Bible Books

Genesis 45:21 (BNV) Bengali Old BSI Version

1 তখন যোষেফ আপনার নিকটে দণ্ডায়মান লোকদের সাক্ষাতে আত্মসম্বরণ করিতে পারিলেন না; তিনি উচ্চৈঃস্বরে কহিলেন, আমার সম্মুখ হইতে সব লোককে বাহির কর। তাহাতে কেহ তাঁহার কাছে দাঁড়াইল না, আর তখনই যোষেফ ভাইদের কাছে আপনার পরিচয় দিতে লাগিলেন।
2 তিনি উচ্চৈঃস্বরে রোদন করিলেন; মিস্রীয়েরা তাহা শুনিতে পাইল ফরৌণের গৃহস্থিত লোকেরাও শুনিতে পাইল।
3 পরে যোষেফ আপন ভাইদের কহিলেন, আমি যোষেফ; আমার পিতা কি এখনও জীবিত আছেন? ইহাতে তাঁহার ভাইরা তাঁহার সাক্ষাতে বিহ্বল হইয়া পড়িলেন, উত্তর করিতে পারিলেন না।
4 পরে যোষেফ আপন ভাইদের কহিলেন, বিনয় করি, আমার নিকটে আইস। তাঁহারা নিকটে গেলেন। তিনি কহিলেন, আমি যোষেফ, তোমাদের ভাই, যাহাকে তোমরা মিসরগামীদের কাছে বিক্রয় করিয়াছিলে।
5 কিন্তু তোমরা আমাকে এই স্থানে বিক্রয় করিয়াছ বলিয়া এখন দুঃখিত কি বিরক্ত হইও না; কেননা প্রাণ রক্ষা করিবার জন্যই ঈশ্বর তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন।
6 কারণ দুই বৎসরাবধি দেশে দুর্ভিক্ষ হইয়াছে; আরও পাঁচ বৎসর পর্য্যন্ত চাস কি ফসল হইবে না।
7 আর ঈশ্বর পৃথিবীতে তোমাদের বংশ রক্ষা করিতে মহৎ উদ্ধারের দ্বারা তোমাদিগকে বাঁচাইতে তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন।
8 অতএব তোমরাই আমাকে এই স্থানে পাঠাইয়াছ, তাহা নয়, ঈশ্বর পাঠাইয়াছেন, এবং আমাকে ফরৌণের পিতৃস্থানীয়, তাঁহার সমস্ত বাটীর প্রভু সমস্ত মিসর দেশের উপরে শাসনকর্ত্তা করিয়াছেন।
9 তোমরা শীঘ্র করিয়া আমার পিতার নিকটে যাও, তাঁহাকে বল, ‘তোমার পুত্র যোষেফ এইরূপ কহিল, ঈশ্বর আমাকে সমস্ত মিসর দেশের কর্ত্তা করিয়াছেন; তুমি আমার নিকটে চলিয়া আইস, বিলম্ব করিও না।
10 তুমি পুত্র পৌত্রাদির গোমেষাদি সর্ব্বস্বের সহিত গোশন প্রদেশে বাস করিবে; তুমি আমার নিকটেই থাকিবে।
11 সে স্থানে আমি তোমাকে প্রতিপালন করিব, কেননা আর পাঁচ বৎসর দুর্ভিক্ষ থাকিবে; পাছে তোমার তোমার পরিজনের তোমার সকল লোকের দৈন্যদশা ঘটে।’
12 আর দেখ, তোমরা আমার সহোদর বিন্যামীন চাক্ষুষ দেখিতেছ যে, আমি নিজ মুখে তোমাদের সহিত কথাবার্ত্তা কহিতেছি।
13 অতএব এই মিসর দেশে আমার প্রতাপ তোমরা যাহা যাহা দেখিয়াছ, সে সকল আমার পিতাকে জ্ঞাত করিবে, এবং তাঁহাকে শীঘ্র এই স্থানে আনিবে।
14 পরে যোষেফ আপন ভাই বিন্যামীনের গলা ধরিয়া রোদন করিলেন, এবং বিন্যামীনও তাঁহার গলা ধরিয়া রোদন করিলেন।
15 আর যোষেফ অন্য সকল ভাইকেও চুম্বন করিলেন, তাঁহাদের গলা ধরিয়া রোদন করিলেন; তাহার পরে তাঁহার ভ্রাতারা তাঁহার সহিত আলাপ করিতে লাগিলেন।
16 আর যোষেফের ভাইরা আসিয়াছে, ফরৌণের বাটীতে এই কথা উপস্থিত হইলে ফরৌণ তাঁহার দাসগণ সকলে সন্তুষ্ট হইলেন।
17 আর ফরৌণ যোষেফকে কহিলেন, তুমি তোমার ভাইদের বল, তোমরা এই কর্ম্ম কর; তোমাদের পশুগণের পৃষ্ঠে শস্য চাপাইয়া কনান দেশে গমন কর,
18 এবং তোমাদের পিতাকে আপন আপন পরিবারকে আমার নিকটে লইয়া আইস; আমি তোমাদিগকে মিসর দেশের উৎকৃষ্ট দ্রব্য দিব, আর তোমরা দেশের সারাংশ ভোগ করিবে।
19 এখন তোমার প্রতি আমার আজ্ঞা এই, তোমরা এই কর্ম্ম কর, তোমরা আপন আপন বালক বালিকা স্ত্রীদের নিমিত্তে মিসর দেশ হইতে শকট লইয়া গিয়া তাহাদিগকে আপনাদের পিতাকে লইয়া আইস;
20 আর আপন আপন দ্রব্য সামগ্রীর মমতা করিও না, কেননা সমুদয় মিসর দেশের উৎকৃষ্ট দ্রব্য তোমাদেরই।
21 তখন ইস্রায়েলের পুত্রগণ তাহাই করিলেন। এবং যোষেফ ফরৌণের আজ্ঞানুসারে তাহাদিগকে শকট দিলেন, এবং পাথেয় দ্রব্যও দিলেন;
22 তিনি প্রত্যেক জনকে এক এক যোড়া বস্ত্র দিলেন, কিন্তু বিন্যামীনকে তিন শত রৌপ্যমুদ্রা পাঁচ যোড়া বস্ত্র দিলেন।
23 আর পিতার জন্য এই সকল দ্রব্য পাঠাইলেন, দশ গর্দ্দভে চাপাইয়া মিসরের উৎকৃষ্ট দ্রব্য এবং পিতার পাথেয়ের জন্য দশ গর্দ্দভীতে চাপাইয়া শস্য রুটী প্রভৃতি ভক্ষ্য দ্রব্য।
24 এইরূপে তিনি আপন ভ্রাতাদিগকে বিদায় করিলে তাঁহারা প্রস্থান করিলেন; তিনি তাঁহাদিগকে বলিয়া দিলেন, পথে বিবাদ করিও না।
25 পরে তাঁহারা মিসর হইতে যাত্রা করিয়া কনান দেশে তাঁহাদের পিতা যাকোবের নিকটে উপস্থিত হইলেন,
26 তাঁহাকে কহিলেন, যোষেফ এখনও জীবিত আছে, আবার সমস্ত মিসর দেশের উপরে সেই শাসনকর্ত্তা হইয়াছে। তথাপি তাঁহার হৃদয় জড়বৎ থাকিল, কারণ তাঁহাদের কথায় তাঁহার বিশ্বাস জন্মিল না।
27 কিন্তু যোষেফ তাঁহাদিগকে যে সকল কথা বলিয়াছিলেন, সে সকল যখন তাঁহারা তাঁহাকে বলিলেন, এবং তাঁহাকে লইয়া যাইবার নিমিত্তে যোষেফ যে সকল শকট পাঠাইয়াছিলেন, তাহাও যখন তিনি দেখিলেন, তখন তাঁহাদের পিতা যাকোবের আত্মা পুনর্জীবিত হইয়া উঠিল।
28 আর ইস্রায়েল কহিলেন, এই যথেষ্ট; আমার পুত্র যোষেফ এখনও জীবিত আছে; আমি গিয়া মরিবার পূর্ব্বে তাহাকে দেখিব।
1 Then Joseph H3130 could H3201 not H3808 refrain himself H662 before all H3605 them that stood H5324 by H5921 him ; and he cried, H7121 Cause every H3605 man H376 to go out H3318 from H4480 H5921 me . And there stood H5975 no H3808 man H376 with H854 him , while Joseph H3130 made himself known H3045 unto H413 his brethren. H251
2 And he wept aloud H5414 H853 H6963 H1065 : and the Egyptians H4714 and the house H1004 of Pharaoh H6547 heard. H8085
3 And Joseph H3130 said H559 unto H413 his brethren, H251 I H589 am Joseph; H3130 doth my father H1 yet H5750 live H2416 ? And his brethren H251 could H3201 not H3808 answer H6030 him; for H3588 they were troubled H926 at his presence H4480 H6440 .
4 And Joseph H3130 said H559 unto H413 his brethren, H251 Come near H5066 to H413 me , I pray you. H4994 And they came near. H5066 And he said, H559 I H589 am Joseph H3130 your brother, H251 whom H834 ye sold H4376 into Egypt. H4714
5 Now H6258 therefore be not H408 grieved, H6087 nor H408 angry H2734 with yourselves, H5869 that H3588 ye sold H4376 me hither: H2008 for H3588 God H430 did send H7971 me before H6440 you to preserve life. H4241
6 For H3588 these H2088 two years H8141 hath the famine H7458 been in H7130 the land: H776 and yet H5750 there are five H2568 years, H8141 in the which H834 there shall neither H369 be earing H2758 nor harvest. H7105
7 And God H430 sent H7971 me before H6440 you to preserve H7760 you a posterity H7611 in the earth, H776 and to save your lives H2421 by a great H1419 deliverance. H6413
8 So now H6258 it was not H3808 you H859 that sent H7971 me hither, H2008 but H3588 God: H430 and he hath made H7760 me a father H1 to Pharaoh, H6547 and lord H113 of all H3605 his house, H1004 and a ruler H4910 throughout all H3605 the land H776 of Egypt. H4714
9 Haste H4116 ye , and go up H5927 to H413 my father, H1 and say H559 unto H413 him, Thus H3541 saith H559 thy son H1121 Joseph, H3130 God H430 hath made H7760 me lord H113 of all H3605 Egypt: H4714 come down H3381 unto H413 me, tarry H5975 not: H408
10 And thou shalt dwell H3427 in the land H776 of Goshen, H1657 and thou shalt be H1961 near H7138 unto H413 me, thou, H859 and thy children, H1121 and thy children's H1121 children, H1121 and thy flocks, H6629 and thy herds, H1241 and all H3605 that H834 thou hast:
11 And there H8033 will I nourish H3557 thee; for H3588 yet H5750 there are five H2568 years H8141 of famine; H7458 lest H6435 thou, H859 and thy household, H1004 and all H3605 that H834 thou hast , come to poverty. H3423
12 And, behold, H2009 your eyes H5869 see, H7200 and the eyes H5869 of my brother H251 Benjamin, H1144 that H3588 it is my mouth H6310 that speaketh H1696 unto H413 you.
13 And ye shall tell H5046 my father H1 of H853 all H3605 my glory H3519 in Egypt, H4714 and of all H3605 that H834 ye have seen; H7200 and ye shall haste H4116 and bring down H3381 H853 my father H1 hither. H2008
14 And he fell H5307 upon H5921 his brother H251 Benjamin's H1144 neck, H6677 and wept; H1058 and Benjamin H1144 wept H1058 upon H5921 his neck. H6677
15 Moreover he kissed H5401 all H3605 his brethren, H251 and wept H1058 upon H5921 them : and after H310 that H3651 his brethren H251 talked H1696 with H854 him.
16 And the fame H6963 thereof was heard H8085 in Pharaoh's H6547 house, H1004 saying, H559 Joseph's H3130 brethren H251 are come: H935 and it pleased Pharaoh well H3190 H5869, H6547 and his servants. H5650
17 And Pharaoh H6547 said H559 unto H413 Joseph, H3130 Say H559 unto H413 thy brethren, H251 This H2063 do H6213 ye; lade H2943 H853 your beasts, H1165 and go, H1980 get H935 you unto the land H776 of Canaan; H3667
18 And take H3947 H853 your father H1 and your households, H1004 and come H935 unto H413 me : and I will give H5414 you H853 the good H2898 of the land H776 of Egypt, H4714 and ye shall eat H398 H853 the fat H2459 of the land. H776
19 Now thou H859 art commanded, H6680 this H2063 do H6213 ye; take H3947 you wagons H5699 out of the land H4480 H776 of Egypt H4714 for your little ones, H2945 and for your wives, H802 and bring H5375 H853 your father, H1 and come. H935
20 Also regard H5869 H2347 not H408 your stuff; H3627 for H3588 the good H2898 of all H3605 the land H776 of Egypt H4714 is yours.
21 And the children H1121 of Israel H3478 did H6213 so: H3651 and Joseph H3130 gave H5414 them wagons, H5699 according to H5921 the commandment H6310 of Pharaoh, H6547 and gave H5414 them provision H6720 for the way. H1870
22 To all H3605 of them he gave H5414 each man H376 changes H2487 of raiment; H8071 but to Benjamin H1144 he gave H5414 three H7969 hundred H3967 pieces of silver, H3701 and five H2568 changes H2487 of raiment. H8071
23 And to his father H1 he sent H7971 after this H2063 manner ; ten H6235 asses H2543 laden H5375 with the good things H4480 H2898 of Egypt, H4714 and ten H6235 she asses H860 laden H5375 with corn H1250 and bread H3899 and meat H4202 for his father H1 by the way. H1870
24 So he sent H7971 H853 his brethren H251 away , and they departed: H1980 and he said H559 unto H413 them , See that ye fall not out H7264 H408 by the way. H1870
25 And they went up H5927 out of Egypt H4480 H4714 , and came H935 into the land H776 of Canaan H3667 unto H413 Jacob H3290 their father, H1
26 And told H5046 him, saying, H559 Joseph H3130 is yet H5750 alive, H2416 and he H1931 is governor H4910 over all H3605 the land H776 of Egypt. H4714 And Jacob's heart H3820 fainted, H6313 for H3588 he believed H539 them not. H3808
27 And they told H1696 H413 him H853 all H3605 the words H1697 of Joseph, H3130 which H834 he had said H1696 unto H413 them : and when he saw H7200 H853 the wagons H5699 which H834 Joseph H3130 had sent H7971 to carry H5375 him , the spirit H7307 of Jacob H3290 their father H1 revived: H2421
28 And Israel H3478 said, H559 It is enough; H7227 Joseph H3130 my son H1121 is yet H5750 alive: H2416 I will go H1980 and see H7200 him before H2962 I die. H4191
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×