Bible Versions
Bible Books

Genesis 8:4 (BNV) Bengali Old BSI Version

1 আর ঈশ্বর নোহকে জাহাজে স্থিত তাঁহার সঙ্গী পশ্বাদি যাবতীয় প্রাণীকে স্মরণ করিলেন, ঈশ্বর পৃথিবীতে বায়ু বহাইলেন, তাহাতে জল থামিল।
2 আর জলধির উনুই আকাশের বাতায়ন সকল বদ্ধ এবং আকাশের মহাবৃষ্টি নিবৃত্ত হইল।
3 আর জল ক্রমশঃ ভূমির উপর হইতে সরিয়া গিয়া এক শত পঞ্চাশ দিনের শেষে হ্রাস পাইল।
4 তাহাতে সপ্তম মাসে, সপ্তদশ দিনে অরারটের পর্ব্বতের উপরে জাহাজ লাগিয়া রহিল।
5 পরে দশম মাস পর্য্যন্ত জল ক্রমশঃ সরিয়া হ্রাস পাইল; দশম মাসের প্রথম দিনে পর্ব্বতগণের শৃঙ্গ দেখা গেল।
6 আর চল্লিশ দিত গত হইলে নোহ আপনার নির্ম্মিত জাহাজের বাতায়ন খুলিয়া, একটা দাঁড়কাক ছাড়িয়া দিলেন;
7 তাহাতে সে উড়িয়া ভূমির উপরিস্থ জল শুষ্ক না হওয়া পর্য্যন্ত ইতস্ততঃ গতায়াত করিল।
8 আর ভূমির উপরে জল হ্রাস পাইয়াছে কি না, তাহা জানিবার জন্য তিনি আপনার নিকট হইতে এক কপোত ছাড়িয়া দিলেন।
9 তাহাতে সমস্ত পৃথিবী জলে আচ্ছাদিত থাকাতে কপোত পদার্পণের স্থান পাইল না, তাই জাহাজে তাঁহার নিকটে ফিরিয়া আসিল। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন জাহাজের ভিতরে আপনার নিকটে রাখিলেন।
10 পরে তিনি আর সাত দিন বিলম্ব করিয়া জাহাজ হইতে সেই কপোত পুনর্ব্বার ছাড়িয়া দিলেন,
11 এবং কপোতটি সন্ধ্যাকালে তাঁহার নিকটে ফিরিয়া আসিল; আর দেখ, তাহার চঞ্চুতে জিতবৃক্ষের একটী নবীন পত্র ছিল; ইহাতে নোহ বুঝিলেন, ভূমির উপরে জল হ্রাস পাইয়াছে।
12 পরে তিনি আর সাত দিন বিলম্ব করিয়া সেই কপোত ছাড়িয়া দিলেন, তখন সে তাঁহার নিকটে আর ফিরিয়া আসিল না।
13 নোহের বয়সের ছয় শত এক বৎসরের প্রথম মাসের প্রথম দিনে পৃথিবীর উপরে জল শুষ্ক হইল; তাহাতে নোহ জাহাজের ছাদ খুলিয়া দৃষ্টিপাত করিলেন, আর দেখ, ভূতল নির্জল।
14 পরে দ্বিতীয় মাসের সাতাইশ দিনে ভূমি শুষ্ক হইল।
15 15,16 পরে ঈশ্বর নোহকে কহিলেন, তুমি আপনার স্ত্রী, পুত্রগণ পুত্রবধূগণকে সঙ্গে লইয়া জাহাজ হইতে বাহিরে যাও।
16 number="16"/>
17 আর তোমার সঙ্গী পশু, পক্ষী ভূচর সরীসৃপ প্রভৃতি মাংসময় যত জীবজন্তু আছে, সেই সকলকে তোমার সঙ্গে বাহিরে আন, তাহারা পৃথিবীকে প্রাণিময় করুক, এবং পৃথিবীতে প্রজাবন্ত বহুবংশ হউক।
18 তখন নোহ আপনার পুত্রগণ এবং আপনার স্ত্রী পুত্রবধূগণকে সঙ্গে লইয়া বাহির হইলেন।
19 আর স্ব স্ব জাতি অনুসারে প্রত্যেক পশু, সরীসৃপ জীব পক্ষী, সমস্ত ভূচর প্রাণী জাহাজ হইতে বাহির হইল।
20 পরে নোহ সদাপ্রভুর উদ্দেশে যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন, এবং সর্ব্বপ্রকার শুচি পশুর সর্ব্বপ্রকার শুচি পক্ষীর মধ্যে কতকগুলি লইয়া বেদির উপরে হোম করিলেন।
21 তাহাতে সদাপ্রভু তাহার সৌরভ আঘ্রাণ করিলেন, আর সদাপ্রভু মনে মনে কহিলেন, আমি মনুষ্যের জন্য ভূমিকে আর অভিশাপ দিব না, কারণ বাল্যকাল অবধি মনুষ্যের মনস্কল্পনা দুষ্ট; যেমন করিলাম, তেমন আর কখনও সকল প্রাণীকে সংহার করিব না।
22 যাবৎ পৃথিবী থাকিবে তাবৎ শস্য বপনের শস্য ছেদনের সময়, এবং শীত উত্তাপ, এবং গ্রীষ্মকাল হেমন্তকাল, এবং দিবা রাত্রি, এই সকলের নিবৃত্তি হইবে না।
1 And God H430 remembered H2142 H853 Noah, H5146 and every H3605 living thing, H2416 and all H3605 the cattle H929 that H834 was with H854 him in the ark: H8392 and God H430 made a wind H7307 to pass H5674 over H5921 the earth, H776 and the waters H4325 assuaged; H7918
2 The fountains H4599 also of the deep H8415 and the windows H699 of heaven H8064 were stopped, H5534 and the rain H1653 from H4480 heaven H8064 was restrained; H3607
3 And the waters H4325 returned H7725 from off H4480 H5921 the earth H776 continually H1980 H7725 : and after the end H4480 H7097 of the hundred H3967 and fifty H2572 days H3117 the waters H4325 were abated. H2637
4 And the ark H8392 rested H5117 in the seventh H7637 month, H2320 on the seventeenth H7651 H6240 day H3117 of the month, H2320 upon H5921 the mountains H2022 of Ararat. H780
5 And the waters H4325 decreased H2637 continually H1961 H1980 until H5704 the tenth H6224 month: H2320 in the tenth H6224 month , on the first H259 day of the month, H2320 were the tops H7218 of the mountains H2022 seen. H7200
6 And it came to pass H1961 at the end H4480 H7093 of forty H705 days, H3117 that Noah H5146 opened H6605 H853 the window H2474 of the ark H8392 which H834 he had made: H6213
7 And he sent forth H7971 H853 a raven, H6158 which went forth H3318 to and fro H3318 H7725 , until H5704 the waters H4325 were dried up H3001 from off H4480 H5921 the earth. H776
8 Also he sent forth H7971 H853 a dove H3123 from H4480 H854 him , to see H7200 if the waters H4325 were abated H7043 from off H4480 H5921 the face H6440 of the ground; H127
9 But the dove H3123 found H4672 no H3808 rest H4494 for the sole H3709 of her foot, H7272 and she returned H7725 unto H413 him into H413 the ark, H8392 for H3588 the waters H4325 were on H5921 the face H6440 of the whole H3605 earth: H776 then he put forth H7971 his hand, H3027 and took H3947 her , and pulled her in H935 H853 unto H413 him into H413 the ark. H8392
10 And he stayed H2342 yet H5750 other H312 seven H7651 days; H3117 and again H3254 he sent forth H7971 H853 the dove H3123 out of H4480 the ark; H8392
11 And the dove H3123 came in H935 to H413 him in H6256 the evening; H6153 and, lo, H2009 in her mouth H6310 was an olive H2132 leaf H5929 plucked off: H2965 so Noah H5146 knew H3045 that H3588 the waters H4325 were abated H7043 from off H4480 H5921 the earth. H776
12 And he stayed H3176 yet H5750 other H312 seven H7651 days; H3117 and sent forth H7971 H853 the dove; H3123 which returned H7725 not H3808 again H3254 unto H413 him any more. H5750
13 And it came to pass H1961 in the six H8337 hundredth H3967 and first H259 year, H8141 in the first H7223 month , the first H259 day of the month, H2320 the waters H4325 were dried up H2717 from off H4480 H5921 the earth: H776 and Noah H5146 removed H5493 H853 the covering H4372 of the ark, H8392 and looked, H7200 and, behold, H2009 the face H6440 of the ground H127 was dry. H2717
14 And in the second H8145 month, H2320 on the seven H7651 and twentieth H6242 day H3117 of the month, H2320 was the earth H776 dried. H3001
15 And God H430 spoke H1696 unto H413 Noah, H5146 saying, H559
16 Go forth H3318 of H4480 the ark, H8392 thou, H859 and thy wife, H802 and thy sons, H1121 and thy sons' H1121 wives H802 with H854 thee.
17 Bring forth H3318 with H854 thee every H3605 living thing H2416 that H834 is with H854 thee , of all H4480 H3605 flesh, H1320 both of fowl, H5775 and of cattle, H929 and of every H3605 creeping thing H7431 that creepeth H7430 upon H5921 the earth; H776 that they may breed abundantly H8317 in the earth, H776 and be fruitful, H6509 and multiply H7235 upon H5921 the earth. H776
18 And Noah H5146 went forth, H3318 and his sons, H1121 and his wife, H802 and his sons' H1121 wives H802 with H854 him:
19 Every H3605 beast, H2416 every H3605 creeping thing, H7431 and every H3605 fowl, H5775 and whatsoever H3605 creepeth H7430 upon H5921 the earth, H776 after their kinds, H4940 went forth H3318 out of H4480 the ark. H8392
20 And Noah H5146 built H1129 an altar H4196 unto the LORD; H3068 and took H3947 of every H4480 H3605 clean H2889 beast, H929 and of every H4480 H3605 clean H2889 fowl, H5775 and offered H5927 burnt offerings H5930 on the altar. H4196
21 And the LORD H3068 smelled H7306 a sweet H5207 H853 savor; H7381 and the LORD H3068 said H559 in H413 his heart, H3820 I will not H3808 again H3254 curse H7043 H853 the ground H127 any more H5750 for man's sake H5668 H120 ; for H3588 the imagination H3336 of man's H120 heart H3820 is evil H7451 from his youth H4480 H5271 ; neither H3808 will I again H3254 smite H5221 any more H5750 H853 every thing H3605 living, H2416 as H834 I have done. H6213
22 While H5750 the earth H776 remaineth H3605 H3117 , seedtime H2233 and harvest, H7105 and cold H7120 and heat, H2527 and summer H7019 and winter, H2779 and day H3117 and night H3915 shall not H3808 cease. H7673
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×