Bible Versions
Bible Books

Hebrews 7:9 (BNV) Bengali Old BSI Version

1 সেই যে মল্কীষেদক, যিনি শালেমের রাজা পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন, অব্রাহাম যখন রাজাদের সংহার হইতে ফিরিয়া আইসেন, তিনি তখন তাঁহার সহিত সাক্ষাৎ করিলেন, তাঁহাকে আশীর্ব্বাদ করিলেন,
2 এবং অব্রাহাম তাঁহাকে সমস্তের দশমাংশ দিলেন। প্রথমে তাঁহার নামের তাৎপর্য্য ব্যাখ্যা করিলে তিনি ‘ধার্ম্মিকতার রাজা’, পরে ‘শালেমের রাজা’,
3 অর্থাৎ শান্তিরাজ; তাঁহার পিতা নাই, মাতা নাই, পূর্ব্বপুরুষাবলি নাই, আয়ুর আদি কি জীবনের অন্ত নাই; কিন্তু তিনি ঈশ্বরের পুত্রের সদৃশীকৃত; তিনি নিত্যই যাজক থাকেন।
4 বিবেচনা করিয়া দেখ, তিনি কেমন মহান্‌, যাঁহাকে সেই পিতৃকুলপতি অব্রাহাম উত্তম উত্তম লুটদ্রব্য লইয়া দশমাংশ দান করিয়াছিলেন।
5 আর লেবির সন্তানদের মধ্যে যাহারা যাজকত্ব প্রাপ্ত হয়, তাহারা ব্যবস্থানুসারে প্রজাবৃন্দের অর্থাৎ নিজ ভ্রাতৃগণের কাছে দশমাংশ গ্রহণ করিবার বিধি পাইয়াছে, যদিও তাহারা অব্রাহামের বংশ হইতে উৎপন্ন হইয়াছে;
6 কিন্তু যে ব্যক্তি তাহাদের বংশজাত বলিয়া নির্দ্দিষ্ট নহেন, তিনি অব্রাহাম হইতে দশমাংশ লইয়াছিলেন, এবং প্রতিজ্ঞাকলাপের সেই অধিকারীকেই আশীর্ব্বাদ করিয়াছিলেন।
7 ক্ষুদ্রতর পাত্র গুরুতর পাত্রকর্ত্তৃক আশীর্ব্বাদ প্রাপ্ত হয়, এই কথা সমস্ত প্রতিবাদের বহির্ভূত।
8 আবার এই স্থলে মরণশীল মনুষ্যেরাই দশমাংশ পায়, কিন্তু স্থলে তিনি পান, যাঁহার বিষয়ে এমন সাক্ষ্য দেওয়া হইয়াছে যে, তিনি জীবনবিশিষ্ট।
9 আবার ইহাও বলিলে বলা যাইতে পারে যে, অব্রাহামের দ্বারা দশমাংশগ্রাহী লেবি আপনি দশমাংশ দিয়াছেন,
10 কারণ যখন মল্কীষেদক তাঁহার পিতার সহিত সাক্ষাৎ করেন, তখন লেবি পিতার কটিতে ছিলেন।
11 অতএব যদি লেবীয় যাজকত্ব দ্বারা সিদ্ধি হইতে পারিত—সেই যাজকত্বের অধীনেই প্রজাবৃন্দ ব্যবস্থা পাইয়াছিল—তবে আবার কি প্রয়োজন ছিল যে, মল্কীষেদকের রীতি অনুসারে অন্যবিধ এক যাজক উৎপন্ন হইবেন, এবং তাঁহাকে হারোণের রীতি অনুযায়ী বলিয়া ধরা হইবে না?
12 যাজকত্ব যখন পরিবর্ত্তিত হয়, তখন ব্যবস্থারও পরিবর্ত্তন হয়, ইহা আবশ্যক।
13 সকল কথা যাঁহার উদ্দেশে বলা যায়, তিনি অন্যবিধ বংশভুক্ত; সেই বংশের মধ্যে যজ্ঞবেদির সেবাধিকারী কেহই হয় নাই।
14 ফলতঃ আমাদের প্রভু যিহূদা হইতে উদিত হইয়াছেন, ইহা সুস্পষ্ট; কিন্তু সেই বংশের উদ্দেশে মোশি যাজকদের বিষয়ে কিছুই বলেন নাই।
15 আমাদের কথা আরও অধিক স্পষ্ট হইয়া পড়ে, যখন মল্কীষেদকের সাদৃশ্য অনুযায়ী আর এক জন যাজক উৎপন্ন হন,
16 যিনি মাংসিক বিধির নিয়ম অনুযায়ী হন নাই, কিন্তু অলোপ্য জীবনের শক্তি অনুযায়ী হইয়াছেন।
17 কেননা তিনি এই সাক্ষ্য প্রাপ্ত হইতেছেন, “তুমিই মল্কীষেদকের রীতি অনুসারে অনন্তকালীন যাজক।”
18 কারণ এক পক্ষে পূর্ব্বকার বিধির দুর্ব্বলতা নিষ্ফলতা প্রযুক্ত তাহার লোপ হইতেছে
19 —কেননা ব্যবস্থা কিছুই সিদ্ধ করে নাই—পক্ষান্তরে এমন এক শ্রেষ্ঠ প্রত্যাশা আনা হইতেছে, যদ্দ্বারা আমরা ঈশ্বরের নিকটে উপস্থিত হই।
20 অধিকন্তু ইহা বিনা শপথে হয় নাই।
21 উহারা বিনা শপথে যাজক হইয়া আসিতেছে; কিন্তু ইনি শপথ সহকারে তাঁহারই দ্বারা নিযুক্ত, তিনি তাঁহার বিষয়ে কহিলেন, “প্রভু এই শপথ করিলেন, আর তিনি অনুশোচনা করিবেন না, তুমিই অনন্তকালীন যাজক।”
22 অতএব যীশু এইরূপ মহৎ বিষয়েও উৎকৃষ্টতর নিয়মের প্রতিভূ হইয়াছেন।
23 আর উহারা অনেক যাজক হইয়া আসিতেছে, কারণ মৃত্যু উহাদিগকে চিরকাল থাকিতে দেয় না।
24 কিন্তু তিনি ‘অনন্তকাল’ থাকেন, তাই তাঁহার যাজকত্ব অপরিবর্ত্তনীয়।
25 এই জন্য, যাহারা তাঁহা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন।
26 বস্তুতঃ আমাদের জন্য এমন এক মহাযাজক উপযুক্ত ছিলেন, যিনি সাধু, অহিংসক, বিমল, পাপিগণ হইতে পৃথক্‌কৃত, এবং স্বর্গ সকল অপেক্ষা উচ্চীকৃত।
27 মহাযাজকগণের ন্যায় প্রতিদিন অগ্রে নিজ পাপের, পরে প্রজাবৃন্দের পাপের নিমিত্ত নৈবেদ্য উৎসর্গ করা ইহাঁর পক্ষে আবশ্যক নয়, কারণ আপনাকে উৎসর্গ করাতে ইনি সেই কার্য্য একবারে সাধন করিয়াছেন।
28 কেননা ব্যবস্থা যে মহাযাজকদিগকে নিযুক্ত করে, তাহারা দুর্ব্বলতাবিশিষ্ট মনুষ্য; কিন্তু ব্যবস্থার পশ্চাৎকালীয় শপথের বাক্য যাঁহাকে নিযুক্ত করে, তিনি অনন্তকালের জন্য সিদ্ধিপ্রাপ্ত পুত্র।
1 For G1063 this G3778 Melchizedek, G3198 king G935 of Salem, G4532 priest G2409 of the G3588 most high G5310 God, G2316 who met G4876 Abraham G11 returning G5290 from G575 the G3588 slaughter G2871 of the G3588 kings, G935 and G2532 blessed G2127 him; G846
2 To whom G3739 also G2532 Abraham G11 gave G3307 a tenth part G1181 of G575 all; G3956 first G4412 G3303 being by interpretation G2059 King G935 of righteousness, G1343 and G1161 after that G1899 also G2532 King G935 of Salem, G4532 which is, G3603 King G935 of peace; G1515
3 Without father, G540 without mother, G282 without descent, G35 having G2192 neither G3383 beginning G746 of days, G2250 nor G3383 end G5056 of life; G2222 but G1161 made like unto G871 the G3588 Son G5207 of God; G2316 abideth G3306 a priest G2409 continually G1519 G1336 .
4 Now G1161 consider G2334 how great G4080 this man G3778 was, unto whom G3739 even G2532 the G3588 patriarch G3966 Abraham G11 gave G1325 the tenth G1181 of G1537 the G3588 spoils. G205
5 And G2532 verily G3303 they G3588 that are of G1537 the G3588 sons G5207 of Levi, G3017 who receive G2983 the G3588 office of the priesthood, G2405 have G2192 a commandment G1785 to take tithes G586 of the G3588 people G2992 according G2596 to the G3588 law, G3551 that is, G5123 of their G848 brethren, G80 though G2539 they come G1831 out of G1537 the G3588 loins G3751 of Abraham: G11
6 But G1161 he whose descent is not counted G1075 G3361 from G1537 them G846 received tithes G1183 of Abraham, G11 and G2532 blessed G2127 him that had G2192 the G3588 promises. G1860
7 And G1161 without G5565 all G3956 contradiction G485 the G3588 less G1640 is blessed G2127 of G5259 the G3588 better. G2909
8 And G2532 here G5602 G3303 men G444 that die G599 receive G2983 tithes; G1181 but G1161 there G1563 he receiveth them, of whom it is witnessed G3140 that G3754 he liveth. G2198
9 And G2532 as I may so say G5613 G2031, G2036 Levi G3017 also, G2532 who receiveth G2983 tithes, G1181 paid tithes G1183 in G1223 Abraham. G11
10 For G1063 he was G2258 yet G2089 in G1722 the G3588 loins G3751 of his father, G3962 when G3753 Melchizedek G3198 met G4876 him. G846
11 If G1487 G3303 therefore G3767 perfection G5050 were G2258 by G1223 the G3588 Levitical G3020 priesthood, G2420 ( for G1063 under G1909 it G846 the G3588 people G2992 received the law, G3549 ) what G5101 further G2089 need G5532 was there that another G2087 priest G2409 should rise G450 after G2596 the G3588 order G5010 of Melchizedek, G3198 and G2532 not G3756 be called G3004 after G2596 the G3588 order G5010 of Aaron G2 ?
12 For G1063 the G3588 priesthood G2420 being changed, G3346 there is made G1096 of G1537 necessity G318 a change G3331 also G2532 of the law. G3551
13 For G1063 he of G1909 whom G3739 these things G5023 are spoken G3004 pertaineth G3348 to another G2087 tribe, G5443 of G575 which G3739 no man G3762 gave attendance G4337 at the G3588 altar. G2379
14 For G1063 it is evident G4271 that G3754 our G2257 Lord G2962 sprang G393 out of G1537 Judah; G2455 of G1519 which G3739 tribe G5443 Moses G3475 spake G2980 nothing G3762 concerning G4012 priesthood. G2420
15 And G2532 it is G2076 yet G2089 far more G4054 evident: G2612 for that G1487 after G2596 the G3588 similitude G3665 of Melchizedek G3198 there ariseth G450 another G2087 priest, G2409
16 Who G3739 is made, G1096 not G3756 after G2596 the law G3551 of a carnal G4559 commandment, G1785 but G235 after G2596 the power G1411 of an endless G179 life. G2222
17 For G1063 he testifieth, G3140 Thou G4771 art a priest G2409 forever G1519 G165 after G2596 the G3588 order G5010 of Melchizedek. G3198
18 For G1063 there is G1096 verily G3303 a disannulling G115 of the commandment G1785 going before G4254 for G1223 the G3588 weakness G772 and G2532 unprofitableness G512 thereof. G846
19 For G1063 the G3588 law G3551 made nothing perfect G5048 G3762 , but G1161 the bringing in G1898 of a better G2909 hope G1680 did; by G1223 the which G3739 we draw nigh G1448 unto God. G2316
20 And G2532 inasmuch as G2596 G3745 not G3756 without G5565 an oath G3728 he was made priest :
21 ( For G1063 those priests G2409 G3303 were G1526 made G1096 without G5565 an oath; G3728 but G1161 this G3588 with G3326 an oath G3728 by G1223 him that said G3004 unto G4314 him, G846 The Lord G2962 swore G3660 and G2532 will not G3756 repent, G3338 Thou G4771 art a priest G2409 forever G1519 G165 after G2596 the G3588 order G5010 of Melchizedek: G3198 )
22 By G2596 so much G5118 was Jesus G2424 made G1096 a surety G1450 of a better G2909 testament. G1242
23 And G2532 they G3588 truly G3303 were G1526 many G4119 priests, G2409 because they were not suffered G2967 to continue G3887 by reason of death: G2288
24 But G1161 this G3588 man, because he G846 continueth G3306 ever G1519 G165 , hath G2192 an unchangeable G531 priesthood. G2420
25 Wherefore G3606 he is able G1410 also G2532 to save G4982 them to G1519 the G3588 uttermost G3838 that come G4334 unto God G2316 by G1223 him, G846 seeing he ever G3842 liveth G2198 to make intercession G1793 for G5228 them. G846
26 For G1063 such G5108 a high priest G749 became G4241 us, G2254 who is holy, G3741 harmless, G172 undefiled, G283 separate G5563 from G575 sinners, G268 and G2532 made G1096 higher G5308 than the G3588 heavens; G3772
27 Who G3739 needeth G2192 G318 not G3756 daily G2596 G2250 , as G5618 those high priests, G749 to offer up G399 sacrifice, G2378 first G4386 for G5228 his own G2398 sins, G266 and then G1899 for G3588 the G3588 people's G2992: for G1063 this G5124 he did G4160 once, G2178 when he offered up G399 himself. G1438
28 For G1063 the G3588 law G3551 maketh G2525 men G444 high priests G749 which have G2192 infirmity; G769 but G1161 the G3588 word G3056 of the G3588 oath, G3728 which G3588 was since G3326 the G3588 law, G3551 maketh the Son, G5207 who is consecrated G5048 forevermore G1519 G165 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×