Bible Versions
Bible Books

Hosea 9:17 (BNV) Bengali Old BSI Version

1 হে ইস্রায়েল, জাতিগণের ন্যায় তুমি উল্লাসে আনন্দ করিও না, কেননা তুমি আপন ঈশ্বরকে ছাড়িয়া ব্যভিচার করিতেছ, শস্যের প্রত্যেক খামারে পণ ভালবাসিতেছ।
2 খামার কিম্বা দ্রাক্ষাপেষণস্থান তাহাদের খাদ্য দিবে না; তাহারা নূতন দ্রাক্ষারসে বঞ্চিত হইবে।
3 তাহারা সদাপ্রভুর দেশে বাস করিবে না; কিন্তু ইফ্রয়িম মিসরে ফিরিয়া যাইবে, আর তাহারা অশূরে অশুচি দ্রব্য ভোজন করিবে।
4 তাহারা সদাপ্রভুর উদ্দেশে দ্রাক্ষারস নিবেদন করিবে না, এবং তাহাদের বলিদান সকল তাঁহার তুষ্টিজনক হইবে না; তাহাদের পক্ষে সে সকল শোককারীদের খাদ্যের সমান হইবে; যাহারা তাহা ভোজন করিবে, তাহারা সকলে অশুচি হইবে; বস্তুতঃ তাহাদের খাদ্য তাহাদেরই ক্ষুধা নিবৃত্তির জন্য হইবে, তাহা সদাপ্রভুর গৃহে উপস্থিত হইবে না।
5 পর্ব্বদিনে সদাপ্রভুর উৎসব-দিনে তোমরা কি করিবে?
6 কারণ দেখ, তাহারা ধ্বংসস্থান হইতে পলায়ন করিল, তথাপি মিসর তাহাদিগকে একত্র করিবে, মোফ তাহাদিগকে কবর দিবে, তাহাদের রৌপ্যময় মনোহর দ্রব্য সকল বিছুটিবৃক্ষের অধিকার হইবে, তাহাদের তাম্বু সকলে কন্টকবৃক্ষ জন্মিবে।
7 প্রতিফল-দানের সময় উপস্থিত, দণ্ডের সময় উপস্থিত, ইহা ইস্রায়েল জ্ঞাত হইবে; ভাববাদী অজ্ঞান, আত্মাবিষ্ট লোক উন্মত্ত; ইহার কারণ তোমার অপরাধের বাহুল্য বিদ্বেষের আধিক্য।
8 ইফ্রয়িম আমার ঈশ্বরের সহিত প্রহরী ছিল; ভাববাদীর সকল পথে রহিয়াছে ব্যাধের ফাঁদ, তাহার ঈশ্বরের গৃহে বিদ্বেষ।
9 তাহারা গিবিয়ার সময়ের ন্যায় অত্যন্ত ভ্রষ্ট হইয়াছে; তিনি তাহাদের অপরাধ স্মরণ করিবেন, তাহাদের পাপ সকলের প্রতিফল দিবেন।
10 আমি প্রান্তরে দ্রাক্ষাফলের ন্যায় ইস্রায়েলকে পাইয়াছিলাম; আমি ডুমুরবৃক্ষের অগ্রিম আশুপক্ব ফলের ন্যায় তোমাদের পিতৃপুরুষদিগকে দেখিয়াছিলাম; কিন্তু তাহারা বালপিয়োরের কাছে গিয়া সেই লজ্জাস্পদের উদ্দেশে আপনাদিগকে পৃথক্‌ করিল, এবং আপনাদের সেই জারের ন্যায় জঘন্য হইয়া পড়িল।
11 ইফ্রয়িমের গৌরব পক্ষীর ন্যায় উড়িয়া যাইবে; না প্রসব, না গর্ভ, না গর্ভধারন হইবে।
12 যদ্যপি তাহারা সন্তানসন্ততি পালন করে, তথাপি আমি তাহাদিগকে এমন নিঃসন্তান করিব যে, এক জন মানুষও থাকিবে না; আবার ধিক্‌ তাহাদিগকে, যখন আমি তাহাদিগকে পরিত্যাগ করি।
13 সোরকে আমি যেমন দেখিয়াছি, ইফ্রয়িমও সেই প্রকার রম্য স্থানে রোপিত; কিন্তু ইফ্রয়িম আপন সন্তানগণকে বাহিরে ঘাতকের নিকটে লইয়া যাইবে।
14 হে সদাপ্রভু, তাহাদিগকে দেও; তুমি কি দিবে? তাহাদিগকে গর্ভস্রাবী জঠর শুষ্ক স্তন দেও।
15 গিল্‌গলে তাহাদের সমস্ত দুষ্টামি দেখা যায়, বস্তুতঃ সেখানে তাহাদের প্রতি আমার ঘৃণা জন্মিয়াছিল; আমি তাহাদের কর্ম্মকাণ্ডের দুষ্টতা প্রযুক্ত আমার গৃহ হইতে তাহাদিগকে তাড়াইয়া দিব, আর ভালবাসিব না, তাহাদের অধ্যক্ষগণ সকলে বিদ্রোহী।
16 ইফ্রয়িম আহত, তাহাদের মূল শুষ্কীভূত, তাহারা আর ফলিবে না; যদ্যপি তাহারা সন্তানের জন্ম দেয়, তথাপি আমি তাহাদের প্রিয় গর্ভফল মারিয়া ফেলিব।
17 আমার ঈশ্বর তাহাদিগকে অগ্রাহ্য করিবেন, কেননা তাহারা তাঁহার বাক্য মানে নাই; আর তাহারা জাতিগণের মধ্যে ইতস্ততঃ ভ্রমণ করিবে।
1 Rejoice H8055 not, H408 O Israel, H3478 for H413 joy, H1524 as other people: H5971 for H3588 thou hast gone a whoring H2181 from H4480 H5921 thy God, H430 thou hast loved H157 a reward H868 upon H5921 every H3605 corn H1715 floor. H1637
2 The floor H1637 and the winepress H3342 shall not H3808 feed H7462 them , and the new wine H8492 shall fail H3584 in her.
3 They shall not H3808 dwell H3427 in the LORD's H3068 land; H776 but Ephraim H669 shall return H7725 to Egypt, H4714 and they shall eat H398 unclean H2931 things in Assyria. H804
4 They shall not H3808 offer H5258 wine H3196 offerings to the LORD, H3068 neither H3808 shall they be pleasing H6149 unto him : their sacrifices H2077 shall be unto them as the bread H3899 of mourners; H205 all H3605 that eat H398 thereof shall be polluted: H2930 for H3588 their bread H3899 for their soul H5315 shall not H3808 come into H935 the house H1004 of the LORD. H3068
5 What H4100 will ye do H6213 in the solemn H4150 day, H3117 and in the day H3117 of the feast H2282 of the LORD H3068 ?
6 For H3588 , lo, H2009 they are gone H1980 because of destruction H4480 H7701 : Egypt H4714 shall gather them up, H6908 Memphis H4644 shall bury H6912 them : the pleasant H4261 places for their silver, H3701 nettles H7057 shall possess H3423 them: thorns H2336 shall be in their tabernacles. H168
7 The days H3117 of visitation H6486 are come, H935 the days H3117 of recompense H7966 are come; H935 Israel H3478 shall know H3045 it : the prophet H5030 is a fool, H191 the spiritual H7307 man H376 is mad, H7696 for H5921 the multitude H7230 of thine iniquity, H5771 and the great H7227 hatred. H4895
8 The watchman H6822 of Ephraim H669 was with H5973 my God: H430 but the prophet H5030 is a snare H6341 of a fowler H3352 in H5921 all H3605 his ways, H1870 and hatred H4895 in the house H1004 of his God. H430
9 They have deeply H6009 corrupted H7843 themselves , as in the days H3117 of Gibeah: H1390 therefore he will remember H2142 their iniquity, H5771 he will visit H6485 their sins. H2403
10 I found H4672 Israel H3478 like grapes H6025 in the wilderness; H4057 I saw H7200 your fathers H1 as the firstripe H1063 in the fig tree H8384 at her first time: H7225 but they H1992 went H935 to Baal- H1187 peor , and separated themselves H5144 unto that shame; H1322 and their abominations H8251 were H1961 according as they loved. H157
11 As for Ephraim, H669 their glory H3519 shall fly away H5774 like a bird, H5775 from the birth H4480 H3205 , and from the womb H4480 H990 , and from the conception H4480 H2032 .
12 Though H3588 H518 they bring up H1431 H853 their children, H1121 yet will I bereave H7921 them, that there shall not be a man H4480 H120 left : yea, H3588 woe H188 also H1571 to them when I depart H5493 from H4480 them!
13 Ephraim H669 , as H834 I saw H7200 Tyrus, H6865 is planted H8362 in a pleasant place: H5116 but Ephraim H669 shall bring forth H3318 his children H1121 to H413 the murderer. H2026
14 Give H5414 them , O LORD: H3068 what H4100 wilt thou give H5414 ? give H5414 them a miscarrying H7921 womb H7358 and dry H6784 breasts. H7699
15 All H3605 their wickedness H7451 is in Gilgal: H1537 for H3588 there H8033 I hated H8130 them: for H5921 the wickedness H7455 of their doings H4611 I will drive them out H1644 of mine house H4480 H1004 , I will love H157 them no H3808 more: H3254 all H3605 their princes H8269 are revolters. H5637
16 Ephraim H669 is smitten, H5221 their root H8328 is dried up, H3001 they shall bear H6213 no H1077 fruit: H6529 yea, H1571 though H3588 they bring forth, H3205 yet will I slay H4191 even the beloved H4261 fruit of their womb. H990
17 My God H430 will cast them away, H3988 because H3588 they did not H3808 hearken H8085 unto him : and they shall be H1961 wanderers H5074 among the nations. H1471
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×