Bible Versions
Bible Books

Isaiah 26:10 (BNV) Bengali Old BSI Version

1 সেই দিন যিহূদা দেশে এই গীত গান করা হইবে; আমাদের এক দৃঢ় নগর আছে; তিনি পরিত্রাণকে প্রাচীর পরিখাস্বরূপ করিবেন।
2 তোমরা পুরদ্বার সকল মুক্ত কর, বিশ্বস্ততা-পালনকারী ধার্ম্মিক জাতি প্রবেশ করিবে।
3 যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে, শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর।
4 তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখ; কেননা সদাপ্রভু যিহোবাতেই যুগসমূহের শৈল।
5 কারণ তিনি ঊর্দ্ধলোক-নিবাসীদিগকে, উন্নত নগরকে, অবনত করিয়াছেন; তিনি তাহা অবনত করেন অবনত করিয়া ভূমিসাৎ করেন, ধূলিশায়ী পর্য্যন্ত করেন।
6 লোকদের চরণ—দুঃখীদের পদ দরিদ্রদের পাদবিক্ষেপ—তাহা দলিত করিবে।
7 ধার্ম্মিকের পথ সরলতায়, তুমি ধার্ম্মিকের মার্গ সমান করিয়া সরল করিতেছ।
8 হাঁ, আমরা তোমার শাসন-পথেই, হে সদাপ্রভু, তোমার অপেক্ষায় রহিয়াছি; আমাদের প্রাণ তোমার নামের তোমার স্মরণচিহ্নের আকাঙ্ক্ষা করে।
9 রাত্রিকালে আমি প্রাণের সহিত তোমার আকাঙ্ক্ষা করিয়াছি; হাঁ, সযত্নে আমার অন্তরস্থ আত্মা দ্বারা তোমার অন্বেষণ করিব, কেননা পৃথিবীতে তোমার শাসনকলাপ প্রচলিত হইলে, জনন্নিবাসীরা ধার্ম্মিকতা শিক্ষা করিবে।
10 দুষ্ট লোক কৃপা পাইলেও ধার্ম্মিকতা শিখে না; সরলতার দেশে সে অন্যায় করে, সদাপ্রভুর মহিমা দেখে না।
11 হে সদাপ্রভু, তোমার হস্ত উত্তোলিত হইয়াছে, তবু তাহারা দেখে না; কিন্তু তাহারা প্রজাগণের পক্ষে তোমার উদ্যোগ দেখিবে লজ্জা পাইবে, হাঁ, অগ্নি তোমার বিপক্ষদিগকে দদ্ধ করিবে।
12 হে সদাপ্রভু, তুমি আমাদের নিমিত্ত শান্তি নিরূপণ করিবে, কেননা আমাদের সমস্ত কার্য্যই তুমি আমাদের নিমিত্ত সাধন করিয়া আসিতেছ।
13 হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি ব্যতীত অন্য প্রভুরা আমাদের উপরে কর্ত্তৃত্ব করিয়াছিল; কিন্তু কেবল তোমারই সাহায্যে আমরা তোমার নামের কীর্ত্তন করিব।
14 মৃতেরা আর জীবিত হইবে না, প্রেতগণ আর উঠিবে না; এই জন্য তুমি প্রতিফল দিয়া উহাদিগকে সংহার করিয়াছ, উহাদের নাম পর্য্যন্ত লুপ্ত করিয়াছ।
15 তুমি এই জাতির বৃদ্ধি করিয়াছ, হে সদাপ্রভু, তুমি এই জাতির বৃদ্ধি করিয়াছ; তুমি গৌরবান্বিত হইয়াছ, তুমি দেশের সকল সীমা বিস্তার করিয়াছ।
16 হে সদাপ্রভু, সঙ্কটের সময়ে লোকেরা তোমার অপেক্ষায় ছিল, তোমা হইতে শাস্তি পাইবার সময়ে মৃদু স্বরে বিনয় করিত।
17 গর্ভবতী স্ত্রী আসন্নপ্রসবকালে ব্যথা খাইতে খাইতে যেমন ক্রন্দন করে, হে সদাপ্রভু, আমরা তোমার সাক্ষাতে তাহার ন্যায় হইয়াছি।
18 আমরা গর্ভিণী হইয়াছি, আমরা ব্যথা খাইয়াছি, যেন বায়ু প্রসব করিয়াছি; আমাদের দ্বারা দেশে পরিত্রাণ সিদ্ধ হয় নাই, জগন্নিবাসীরা ভূমিষ্ঠ হয় নাই।
19 তোমার মৃতেরা জীবিত হইবে, আমার শবসমূহ উঠিবে; হে ধূলি-নিবাসীরা, তোমরা জাগ্রত হও, আনন্দ গান কর; কেননা তোমার শিশির দীপ্তির শিশির তুল্য, এবং ভূমি প্রেতদিগকে ভূমিষ্ঠ করিবে।
20 হে আমার জাতি, চল, তোমার অন্তরাগারে প্রবেশ কর, তোমার দ্বার সকল রুদ্ধ কর; অল্পক্ষণ মাত্র লুক্কায়িত থাক, যে পর্য্যন্ত ক্রোধ অতীত না হয়।
21 কেননা দেখ, সদাপ্রভু আপন স্থান হইতে নির্গমন করিতেছেন, পৃথিবী-নিবাসীদের অপরাধের প্রতিফল দিবার নিমিত্ত; পৃথিবী আপনার উপরে পাতিত রক্ত প্রকাশ করিবে, আপনার নিহতদিগকে আর আচ্ছাদিত রাখিবে না।
1 In that H1931 day H3117 shall this H2088 song H7892 be sung H7891 in the land H776 of Judah; H3063 We have a strong H5797 city; H5892 salvation H3444 will God appoint H7896 for walls H2346 and bulwarks. H2426
2 Open H6605 ye the gates, H8179 that the righteous H6662 nation H1471 which keepeth H8104 the truth H529 may enter in. H935
3 Thou wilt keep H5341 him in perfect peace H7965 H7965 , whose mind H3336 is stayed H5564 on thee : because H3588 he trusteth H982 in thee.
4 Trust H982 ye in the LORD H3068 forever H5704 H5703 : for H3588 in the LORD H3050 JEHOVAH H3068 is everlasting H5769 strength: H6697
5 For H3588 he bringeth down H7817 them that dwell H3427 on high; H4791 the lofty H7682 city, H7151 he layeth it low; H8213 he layeth it low, H8213 even to H5704 the ground; H776 he bringeth H5060 it even to H5704 the dust. H6083
6 The foot H7272 shall tread it down, H7429 even the feet H7272 of the poor, H6041 and the steps H6471 of the needy. H1800
7 The way H734 of the just H6662 is uprightness: H4339 thou , most upright, H3477 dost weigh H6424 the path H4570 of the just. H6662
8 Yea H637 , in the way H734 of thy judgments, H4941 O LORD, H3068 have we waited H6960 for thee ; the desire H8378 of our soul H5315 is to thy name, H8034 and to the remembrance H2143 of thee.
9 With my soul H5315 have I desired H183 thee in the night; H3915 yea, H637 with my spirit H7307 within H7130 me will I seek thee early: H7836 for H3588 when H834 thy judgments H4941 are in the earth, H776 the inhabitants H3427 of the world H8398 will learn H3925 righteousness. H6664
10 Let favor be showed H2603 to the wicked, H7563 yet will he not H1077 learn H3925 righteousness: H6664 in the land H776 of uprightness H5229 will he deal unjustly, H5765 and will not H1077 behold H7200 the majesty H1348 of the LORD. H3068
11 LORD H3068 , when thy hand H3027 is lifted up, H5375 they will not H1077 see: H2372 but they shall see, H2372 and be ashamed H954 for their envy H7068 at the people; H5971 yea, H637 the fire H784 of thine enemies H6862 shall devour H398 them.
12 LORD H3068 , thou wilt ordain H8239 peace H7965 for us: for H3588 thou also H1571 hast wrought H6466 all H3605 our works H4639 in us.
13 O LORD H3068 our God, H430 other lords H113 beside H2108 thee have had dominion H1166 over us: but by thee only H905 will we make mention H2142 of thy name. H8034
14 They are dead, H4191 they shall not H1077 live; H2421 they are deceased, H7496 they shall not H1077 rise: H6965 therefore H3651 hast thou visited H6485 and destroyed H8045 them , and made all H3605 their memory H2143 to perish. H6
15 Thou hast increased H3254 the nation, H1471 O LORD, H3068 thou hast increased H3254 the nation: H1471 thou art glorified: H3513 thou hadst removed it far H7368 unto all H3605 the ends H7099 of the earth. H776
16 LORD H3068 , in trouble H6862 have they visited H6485 thee , they poured out H6694 a prayer H3908 when thy chastening H4148 was upon them.
17 Like as H3644 a woman with child, H2030 that draweth near H7126 the time of her delivery, H3205 is in pain, H2342 and crieth out H2199 in her pangs; H2256 so H3651 have we been H1961 in thy sight H4480 H6440 , O LORD. H3068
18 We have been with child, H2029 we have been in pain, H2342 we have as it were H3644 brought forth H3205 wind; H7307 we have not H1077 wrought H6213 any deliverance H3444 in the earth; H776 neither H1077 have the inhabitants H3427 of the world H8398 fallen. H5307
19 Thy dead H4191 men shall live, H2421 together with my dead body H5038 shall they arise. H6965 Awake H6974 and sing, H7442 ye that dwell H7931 in dust: H6083 for H3588 thy dew H2919 is as the dew H2919 of herbs, H219 and the earth H776 shall cast out H5307 the dead. H7496
20 Come H1980 , my people, H5971 enter H935 thou into thy chambers, H2315 and shut H5462 thy doors H1817 about H1157 thee: hide H2247 thyself as it were for a little H4592 moment, H7281 until H5704 the indignation H2195 be overpast. H5674
21 For H3588 , behold, H2009 the LORD H3068 cometh H3318 out of his place H4480 H4725 to punish H6485 the inhabitants H3427 of the earth H776 for their iniquity: H5771 the earth H776 also shall disclose H1540 H853 her blood, H1818 and shall no H3808 more H5750 cover H3680 H5921 her slain. H2026
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×