Bible Versions
Bible Books

Isaiah 28:29 (BNV) Bengali Old BSI Version

1 হায়! ইফ্রয়িমের মাতালদের দর্পমুকুট; হায়! তাহার তেজোময় শোভার ম্লানপ্রায় পুষ্প, যাহা দ্রাক্ষারসে পরাভূতদের ফলশালী উপত্যকার মস্তকে রহিয়াছে।
2 দেখ, প্রভুর একজন বলবান বীর্য্যশালী লোক আছে; সে শিলাযুক্ত ধারাসম্পাতের, প্রলয়কারী ঝটিকার ন্যায়, অতি বেগে ধাবমান প্রবল ধারাসম্পাতের ন্যায়, বলপূর্ব্বক সকলই ভূমিতে নিক্ষেপ করিবে।
3 ইফ্রয়িমের মাতালদের দর্প-মুকুট পদতলে দলিত হইবে;
4 এবং ফলশালী উপত্যকার মস্তকে স্থিত তাহাদের তেজোময় শোভার ম্লানপ্রায় যে পুষ্প, তাহা ফলসংগ্রহ-কালের পূর্ব্ববর্ত্তী এমন আশুপক্ব ডুমুরফলের সদৃশ হইবে, যাহা লোকে দেখিবামাত্র লক্ষ্য করে, করতলে করিবামাত্র গ্রাস করে।
5 সেই দিন বাহিনীগণের সদাপ্রভুই আপন প্রজাদের অবশিষ্টাংশের জন্য শোভার মুকুট তেজের কিরীট হইবেন;
6 আর বিচারার্থে উপবিষ্ট ব্যক্তির বিচারের আত্মা, যাহারা নগর-দ্বারে যুদ্ধ ফিরায়, তাহাদের বিক্রমস্বরূপ হইবেন।
7 কিন্তু ইহারাও দ্রাক্ষারসে ভ্রান্ত সুরাপানে টলটলায়মান হইয়াছে; যাজক ভাববাদী সুরাপানে ভ্রান্ত হইয়াছে; তাহারা দ্রাক্ষারসে কবলিত সুরাপানে টলটলায়মান হয়, তাহারা দর্শনে ভ্রান্ত বিচারে বিচলিত হয়।
8 বস্তুতঃ সকল মেজ বমিতে মলে পরিপূর্ণ হইয়াছে, স্থান মাত্র নাই।
9 ‘সে কাহাকে জ্ঞান শিক্ষা দিবে? কাহাকে বার্ত্তা বুঝাইয়া দিবে? কি তাহাদিগকে, যাহারা দুধ ছাড়িয়াছে স্তন্যপানে নিবৃত্ত হইয়াছে?
10 কেননা বিধির উপরে বিধি, বিধির উপরে বিধি; পাঁতির উপরে পাঁতি, পাঁতির উপরে পাঁতি; এখানে একটুকু, সেখানে একটুকু।’
11 শুন, তিনি অস্পষ্টবাক্‌ ওষ্ঠ পরভাষা দ্বারা এই লোকদের সহিত কথাবার্ত্তা কহিবেন,
12 যাহাদিগকে তিনি বলিলেন, ‘এই বিশ্রামস্থানে, তোমরা ক্লান্তকে বিশ্রাম দেও, আর এই প্রাণ জুড়াইবার স্থান;’ তথাপি তাহারা শুনিতে সম্মত হইল না।
13 সেই জন্য তাহাদের প্রতি সদাপ্রভুর বাক্য ‘বিধির উপরে বিধি, বিধির উপরে বিধি; পাঁতির উপরে পাঁতি, পাঁতির উপরে পাঁতি; এখানে একটুকু, সেখানে একটুকু’ হইবে; যেন তাহারা গিয়া পশ্চাতে পড়িয়া ভগ্ন হয়, ফাঁদে বদ্ধ হইয়া ধরা পড়ে।
14 অতএব, হে নিন্দাপ্রিয় লোকেরা, যিরূশালেমস্থ এই জাতির শাসনকর্ত্তৃগণ, সদাপ্রভুর বাক্য শুন।
15 তোমরা বলিয়াছ, ‘আমরা মৃত্যুর সহিত নিয়ম করিয়াছি, পাতালের সহিত সন্ধি স্থির করিয়াছি; জলপ্রলয়রূপ কশা যখন উপনীত হইবে, তখন আমাদের কাছে আসিবে না, কেননা আমরা অলীকতাকে আপনাদের আশ্রয় করিয়াছি, মিথ্যা ছলের আড়ালে লুকাইয়াছি।’
16 এই কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি সিয়োনে ভিত্তিমূলের নিমিত্ত এক প্রস্তর স্থাপন করিলাম; তাহা পরীক্ষাসিদ্ধ প্রস্তর বহুমূল্য কোণের প্রস্তর, অতি দৃঢ়রূপে বসান; যে ব্যক্তি বিশ্বাস করিবে, সে চঞ্চল হইবে না।
17 আর আমি ন্যায়বিচারকে মানরজ্জু, ধার্ম্মিকতাকে ওলোন সূত্র করিব; শিলাবৃষ্টি অলীকতারূপ আশ্রয় ফেলিয়া দিবে, এবং বন্যা লুকাইবার স্থান ভাসাইয়া লইয়া যাইবে।
18 আর মৃত্যুর সহিত কৃত তোমাদের নিয়ম বিলোপ করা যাইবে, পাতালের সহিত তোমাদের সন্ধি স্থির থাকিবে না; জলপ্রলয়রূপ কশা যখন উপনীত হইবে, তখন তোমরা তদ্দ্বারা দলিত হইবে।
19 তাহা যতবার উপনীত হইবে, ততবার তোমাদিগকে ধরিবে, বস্তুতঃ সে প্রভাতে প্রভাতে, দিনে রাত্রিতে, উপনীত হইবে; আর এই বার্ত্তা বুঝিলে কেবল ত্রাস জন্মিবে।
20 বাস্তবিক গাত্র বিস্তার করিবার পক্ষে বিছানা খাট, সর্ব্বাঙ্গে জড়াইবার পক্ষে লেপ ছোট।
21 বস্তুতঃ সদাপ্রভু উঠিবেন, যেমন পরাসীম পর্ব্বতে উঠিয়াছিলেন; তিনি ক্রোধ করিবেন, যেমন গিবিয়োনের তলভূমিতে করিয়াছিলেন; এইরূপে তিনি আপন কার্য্য, আপন অসম্ভব কার্য্য সিদ্ধ করিবেন; আপন ব্যাপার, আপন বিজাতীয় ব্যাপার সম্পন্ন করিবেন।
22 অতএব তোমরা নিন্দায় রত হইও না, পাছে তোমাদের বন্ধন দৃঢ়তর হয়; কেননা প্রভুর মুখে, বাহিনীগণের সদাপ্রভুরই মুখে আমি সমস্ত পৃথিবীর জন্য উচ্ছেদের, নিরূপিত উচ্ছেদের কথা শুনিয়াছি।
23 তোমরা কাণ দেও, আমার রব শুন; কর্ণপাত কর, আমার বাক্য শুন।
24 বীজ বপন করিবার জন্য কৃষক কি সমস্ত দিন হাল বহে, মাটি খুঁড়িয়া ভূমির ঢেলা ভাঙ্গে?
25 ভূমিতল সমান করিলে পর সে কি মহুরী ছাড়ায় না, জীরা বপন করে না? এবং শ্রেণী শ্রেণী করিয়া গোম নিরূপিত স্থানে যব ক্ষেত্রের সীমাতে জনার কি বুনে না?
26 কারণ তাহার ঈশ্বর তাহাকে যথার্থ শিক্ষা দেন; তিনি তাহাকে জ্ঞান দেন।
27 বস্তুতঃ মহুরী হাতগাড়ী দ্বারা মর্দ্দন করা যায় না, এবং জীরার উপরে গাড়ীর চক্র ঘুরে না, কিন্তু মহুরী দণ্ড দিয়া জীরা যষ্টি দিয়া মাড়া যায়।
28 রুটীর শস্য চূর্ণ করিতে হয়; কারণ সে কখনও তাহা মর্দ্দন করিবে না; আর তাহার গাড়ীর চক্র তাহার অশ্বগণ তাহা ছড়ায় বটে, কিন্তু সে তাহা চূর্ণ করে না।
29 ইহাও বাহিনীগণের সদাপ্রভু হইতে হয়; তিনি মন্ত্রণাতে আশ্চর্য্য বুদ্ধিকৌশলে মহান্‌।
1 Woe H1945 to the crown H5850 of pride, H1348 to the drunkards H7910 of Ephraim, H669 whose glorious H6643 beauty H8597 is a fading H5034 flower, H6731 which H834 are on H5921 the head H7218 of the fat H8081 valleys H1516 of them that are overcome H1986 with wine H3196 !
2 Behold H2009 , the Lord H136 hath a mighty H2389 and strong one, H533 which as a tempest H2230 of hail H1259 and a destroying H6986 storm, H8178 as a flood H2230 of mighty H3524 waters H4325 overflowing, H7857 shall cast down H5117 to the earth H776 with the hand. H3027
3 The crown H5850 of pride, H1348 the drunkards H7910 of Ephraim, H669 shall be trodden H7429 under feet: H7272
4 And the glorious H6643 beauty, H8597 which H834 is on H5921 the head H7218 of the fat H8081 valley, H1516 shall be H1961 a fading H5034 flower, H6733 and as the hasty fruit H1061 before H2962 the summer; H7019 which H834 when he that looketh H7200 upon it seeth, H7200 while it is yet H5750 in his hand H3709 he eateth it up. H1104
5 In that H1931 day H3117 shall the LORD H3068 of hosts H6635 be H1961 for a crown H5850 of glory, H6643 and for a diadem H6843 of beauty, H8597 unto the residue H7605 of his people, H5971
6 And for a spirit H7307 of judgment H4941 to him that sitteth H3427 in H5921 judgment, H4941 and for strength H1369 to them that turn H7725 the battle H4421 to the gate. H8179
7 But they H428 also H1571 have erred H7686 through wine, H3196 and through strong drink H7941 are out of the way; H8582 the priest H3548 and the prophet H5030 have erred H7686 through strong drink, H7941 they are swallowed up H1104 of H4480 wine, H3196 they are out of the way H8582 through H4480 strong drink; H7941 they err H7686 in vision, H7203 they stumble H6328 in judgment. H6417
8 For H3588 all H3605 tables H7979 are full H4390 of vomit H6892 and filthiness, H6675 so that there is no H1097 place H4725 clean .
9 H853 Whom H4310 shall he teach H3384 knowledge H1844 ? and whom H4310 shall he make to understand H995 doctrine H8052 ? them that are weaned H1580 from the milk H4480 H2461 , and drawn H6267 from the breasts H4480 H7699 .
10 For H3588 precept H6673 must be upon precept, H6673 precept H6673 upon precept; H6673 line H6957 upon line, H6957 line H6957 upon line; H6957 here H8033 a little, H2191 and there H8033 a little: H2191
11 For H3588 with stammering H3934 lips H8193 and another H312 tongue H3956 will he speak H1696 to H413 this H2088 people. H5971
12 To H413 whom H834 he said, H559 This H2063 is the rest H4496 wherewith ye may cause the weary H5889 to rest; H5117 and this H2063 is the refreshing: H4774 yet they would H14 not H3808 hear. H8085
13 But the word H1697 of the LORD H3068 was H1961 unto them precept H6673 upon precept, H6673 precept H6673 upon precept; H6673 line H6957 upon line, H6957 line H6957 upon line; H6957 here H8033 a little, H2191 and there H8033 a little; H2191 that H4616 they might go, H1980 and fall H3782 backward, H268 and be broken, H7665 and snared, H3369 and taken. H3920
14 Wherefore H3651 hear H8085 the word H1697 of the LORD, H3068 ye scornful H3944 men, H376 that rule H4910 this H2088 people H5971 which H834 is in Jerusalem. H3389
15 Because H3588 ye have said, H559 We have made H3772 a covenant H1285 with H854 death, H4194 and with H5973 hell H7585 are we at H6213 agreement; H2374 when H3588 the overflowing H7857 scourge H7752 shall pass through, H5674 it shall not H3808 come H935 unto us: for H3588 we have made H7760 lies H3577 our refuge, H4268 and under falsehood H8267 have we hid ourselves: H5641
16 Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD, H3069 Behold, H2009 I lay H3245 in Zion H6726 for a foundation H3245 a stone, H68 a tried H976 stone, H68 a precious H3368 corner H6438 stone , a sure H3245 foundation: H4143 he that believeth H539 shall not H3808 make haste. H2363
17 Judgment H4941 also will I lay H7760 to the line, H6957 and righteousness H6666 to the plummet: H4949 and the hail H1259 shall sweep away H3261 the refuge H4268 of lies, H3577 and the waters H4325 shall overflow H7857 the hiding place. H5643
18 And your covenant H1285 with H854 death H4194 shall be disannulled, H3722 and your agreement H2380 with H854 hell H7585 shall not H3808 stand; H6965 when H3588 the overflowing H7857 scourge H7752 shall pass through, H5674 then ye shall be H1961 trodden down H4823 by it.
19 From the time H4480 H1767 that it goeth forth H5674 it shall take H3947 you: for H3588 morning H1242 by morning H1242 shall it pass over, H5674 by day H3117 and by night: H3915 and it shall be H1961 a vexation H2113 only H7535 to understand H995 the report. H8052
20 For H3588 the bed H4702 is shorter H7114 than that a man can stretch himself H4480 H8311 on it : and the covering H4541 narrower H6887 than that he can wrap himself H3664 in it .
21 For H3588 the LORD H3068 shall rise up H6965 as in mount H2022 Perazim, H6556 he shall be wroth H7264 as in the valley H6010 of Gibeon, H1391 that he may do H6213 his work, H4639 his strange H2114 work; H4639 and bring to pass H5647 his act, H5656 his strange H5237 act. H5656
22 Now H6258 therefore be ye not mockers H3887 H408 , lest H6435 your bands H4147 be made strong: H2388 for H3588 I have heard H8085 from H4480 H854 the Lord H136 GOD H3069 of hosts H6635 a consumption, H3617 even determined H2782 upon H5921 the whole H3605 earth. H776
23 Give ye ear, H238 and hear H8085 my voice; H6963 hearken, H7181 and hear H8085 my speech. H565
24 Doth the plowman H2790 plow H2790 all H3605 day H3117 to sow H2232 ? doth he open H6605 and break the clods H7702 of his ground H127 ?
25 When H518 he hath made plain H7737 the face H6440 thereof , doth he not H3808 cast abroad H6327 the fitches, H7100 and scatter H2236 the cummin, H3646 and cast H7760 in the principal H7795 wheat H2406 and the appointed H5567 barley H8184 and the rye H3698 in their place H1367 ?
26 For his God H430 doth instruct H3256 him to discretion, H4941 and doth teach H3384 him.
27 For H3588 the fitches H7100 are not H3808 threshed H1758 with a threshing instrument, H2742 neither is a cart H5699 wheel H212 turned H5437 about upon H5921 the cummin; H3646 but H3588 the fitches H7100 are beaten out H2251 with a staff, H4294 and the cummin H3646 with a rod. H7626
28 Bread H3899 corn is bruised; H1854 because H3588 he will not H3808 ever H5331 be threshing H1758 it , nor break H2000 it with the wheel H1536 of his cart, H5699 nor H3808 bruise H1854 it with his horsemen. H6571
29 This H2063 also H1571 cometh forth H3318 from H4480 H5973 the LORD H3068 of hosts, H6635 which is wonderful H6381 in counsel, H6098 and excellent H1431 in working. H8454
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×