Bible Versions
Bible Books

Isaiah 3:23 (BNV) Bengali Old BSI Version

1 বস্তুতঃ দেখ, প্রভু, বাহিনীগণের সদাপ্রভু যিরূশালেম যিহূদা হইতে যষ্টি যষ্টিকা, অন্নরূপ সমস্ত যষ্টি জলরূপ সমস্ত যষ্টি, দূর করিবেন।
2 বীর যোদ্ধা, বিচারকর্ত্তা, ভাববাদী মন্ত্রজ্ঞ বৃদ্ধ,
3 পঞ্চাশৎপতি, সম্ভ্রান্ত লোক, মন্ত্রী, নিপুণ শিল্পী বশীকরণে জ্ঞানী, এই সকলে দূরীকৃত হইবে
4 আর আমি বালকগণকে তাহাদের অধিপতি করিব, শিশুরা তাহাদের উপরে কর্ত্তৃত্ব করিবে।
5 প্রজারা উপদ্রুত হইবে, প্রত্যেক জন অন্যের দ্বারা হইবে, প্রত্যেক জন প্রতিবাসীর দ্বারা হইবে, বালক বৃদ্ধের বিরুদ্ধে, নীচ লোক মহতের বিরুদ্ধে গর্ব্বিতের কার্য্য করিবে।
6 মনুষ্য আপন পিতৃকুলজাত ভ্রাতাকে ধরিয়া বলিবে, তোমার বস্ত্র আছে, তুমি আমাদের শাসনকর্ত্তা হও, এই বিনাশের অবস্থা তোমার হস্তের অধীন হউক;
7 সেই দিন সে উচ্চ রব করিয়া কহিবে, আমি চিকিৎসক হইব না, কারণ আমার বাটীতে খাদ্য কি বস্ত্র কিছুই নাই; আমাকে লোকদের শাসনকর্ত্তা করিও না।
8 বস্তুতঃ যিরূশালেম বিনষ্ট যিহূদা পতিত হইল, কেননা তাহাদের জিহ্বা কার্য্য সদাপ্রভুর প্রতিকূল, তাঁহার প্রতাপ নয়নের ক্রোধজনক।
9 তাহাদের মুখের আকার তাহাদের বিপক্ষে সাক্ষ্য দিতেছে; সদোমের ন্যায় তাহারা আপনাদের পাপ প্রচার করে, গোপন করে না। ধিক্‌ তাহাদের প্রাণকে! কেননা তাহারা আপনাদেরই মন্দ করিয়াছে।
10 তোমরা ধার্ম্মিকের বিষয় বল, তাহার মঙ্গল হইবে; কেননা তাহারা আপন আপন ক্রিয়ার ফলভোগ করিবে।
11 ধিক্‌ দুষ্টকে! অমঙ্গল ঘটিবে; কেননা তাহার হস্তকৃত কার্য্যের পরিশোধ তাহার প্রতি করা যাইবে।
12 আমার প্রজাগণ! বালকেরা তাহাদের প্রতি উপদ্রব করে, স্ত্রীলোকেরা তাহাদের উপরে কর্ত্তৃত্ব করে। হে আমার প্রজা, তোমার পথদর্শকেরাই তোমাকে ঘুরাইয়া লইয়া বেড়ায়, তোমার গমনের পথ নষ্ট করে।
13 সদাপ্রভু বিবাদ করিতে উঠিয়াছেন, তিনি জাতিগণের বিচার করিতে দাঁড়াইয়াছেন।
14 সদাপ্রভু আপন প্রজাদের প্রাচীনবর্গকে অধ্যক্ষগণকে বিচারে আনিবেন; বলিবেন, তোমরাই দ্রাক্ষাক্ষেত্র গ্রাস করিয়াছ, দুঃখী লোক হইতে অপহৃত বস্তু তোমাদের গৃহে আছে।
15 তোমরা কি জন্য আমার প্রজাগণকে দলাইতেছ, দুঃখীদের মুখ ঘষিতেছ? প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, এই কথা কহিতেছেন।
16 সদাপ্রভু আরও কহিলেন, সিয়োনের কন্যাগণ গর্ব্বিতা, তাহারা গলা বাড়াইয়া কটাক্ষ করিয়া বেড়ায়, লঘু পাদসঞ্চারে চলে, চরণে রুণু রুণু শব্দ করে।
17 অতএব প্রভু সিয়োনের কন্যাগণের মস্তক টাকপড়া করিবেন, সদাপ্রভু তাহাদের গুহ্য স্থান অনাবৃত করিবেন।
18 সেই দিন প্রভু তাহাদের নূপুর, জালিবস্ত্র, চন্দ্রহার,
19 ঝুমকা, চুড়ি, ঘোমটা, ললাট-ভূষণ,
20 পায়ের মল, হেলিয়া, আতরের কৌটা,
21 বাজু, অঙ্গুরীয়ক, নথ, চিত্রবস্ত্র,
22 ঘাগরা, শাল, গেঁজিয়া, দর্পণ, মসীনা বস্ত্র,
23 উষ্ণীষ আবরক বস্ত্ররূপ বেশভূষা খুলিয়া লইবেন।
24 আর সুগন্ধির পরিবর্ত্তে পচন, হেলিয়ার পরিবর্ত্তে রজ্জু, সুন্দর কেশবিন্যাসের পরিবর্ত্তে টাক, চাদরের পরিবর্ত্তে চটের পটুকা, সৌন্দর্য্যের পরিবর্ত্তে দাগ হইবে।
25 তোমার পুরুষেরা খড়্‌গ দ্বারা, তোমার বিক্রমিগণ সংগ্রামে পতিত হইবে।
26 তাহার পুরদ্বার সকল ক্রন্দন বিলাপ করিবে; আর সে উৎসন্না হইয়া ভূমিতে বসিবে।
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×