Bible Versions
Bible Books

Jeremiah 32:6 (BNV) Bengali Old BSI Version

1 যিহূদা-রাজ সিদিকিয়ের দশম বৎসরে, অর্থাৎ নবূখদ্‌রিৎসরের অষ্টাদশ বৎসরে, সদাপ্রভু হইতে যে বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত।
2 সেই সময়ে বাবিল-রাজের সৈন্যসামন্ত যিরূশালেম অবরোধ করিতেছিল, এবং যিরমিয় ভাববাদী যিহূদার রাজবাটীস্থিত রক্ষীদের প্রাঙ্গণে বদ্ধ ছিলেন;
3 যেহেতু যিহূদা-রাজ সিদিকিয় তাঁহাকে অবরুদ্ধ করিয়াছিলেন, বলিয়াছিলেন, তুমি কেন ভাববাণী বলিয়া কহিতেছ, ‘সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি এই নগর বাবিল-রাজের হস্তে সমর্পণ করিব, এবং সে ইহা হস্তগত করিবে;
4 আর যিহূদা-রাজ সিদিকিয় কল্‌দীয়দের হস্ত হইতে পার পাইবে না, কিন্তু বাবিল-রাজের হস্তে নিশ্চয় সমর্পিত হইবে, এবং সম্মুখাসম্মুখি হইয়া তাহার সহিত কথা কহিবে, স্বচক্ষে তাহার চক্ষু দেখিবে;
5 আর সে সিদিকিয়কে বাবিলে লইয়া যাইবে; এবং আমি যে পর্য্যন্ত তাহার তত্ত্বাবধান না করিব, তাবৎ সে সেই স্থানে থাকিবে, ইহা সদাপ্রভু বলেন; তোমরা কল্‌দীয়দের সহিত সংগ্রাম করিয়াও কৃতকার্য্য হইবে না’?
6 যিরমিয় কহিলেন, সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইয়াছিল,
7 দেখ, তোমার পিতৃব্য শল্লুমের পুত্র হনমেল তোমার নিকটে আসিয়া এই কথা কহিবে, অনাথোতে আমার যে ক্ষেত্র আছে, তাহা তুমি আপনার জন্য ক্রয় কর, কেননা ক্রয় দ্বারা তাহা মুক্ত করিবার অধিকার তোমার আছে।
8 পরে সদাপ্রভুর বাক্যানুসারে আমার পিতৃব্যের পুত্র হনমেল রক্ষীদের প্রাঙ্গণে আমার নিকটে আসিয়া আমাকে কহিল, বিনয় করি, বিন্যামীন প্রদেশস্থ অনাথোতে আমার যে ক্ষেত্র আছে, তাহা তুমি ক্রয় কর; কেননা দায়াধিকার তোমার, এবং মুক্ত করিবার অধিকার তোমার; তুমি আপনার জন্য তাহা ক্রয় কর।
9 তখন আমি বুঝিলাম, ইহা সদাপ্রভুর বাক্য। পরে আমি আপন পিতৃব্যের পুত্র হনমেলের নিকটে অনাথোতে স্থিত সেই ক্ষেত্র ক্রয় করিলাম, তাহার মূল্য সপ্তদশ শেকল রৌপ্য তাহাকে তৌল করিয়া দিলাম।
10 আর আমি ক্রয়পত্রে স্বাক্ষর করিলাম, মুদ্রাঙ্ক করিলাম, সাক্ষী রাখিলাম, এবং তাহাকে সেই রৌপ্য নিক্তিতে তৌল করিয়া দিলাম।
11 পরে বিধি নিয়ম সম্বলিত ক্রয়পত্রের দুই কেতা, অর্থাৎ মুদ্রাঙ্কিত এক পত্র খোলা এক পত্র লইলাম।
12 পরে আমার জ্ঞাতি হনমেলের সাক্ষাতে, এবং ক্রয়পত্রে স্বাক্ষরকারী সাক্ষীদের সাক্ষাতে, রক্ষীদের প্রাঙ্গণে উপবিষ্ট সমস্ত যিহূদীর সাক্ষাতে আমি সেই ক্রয়পত্র মহসেয়ের পৌত্র নেরিয়ের পুত্র বারূকের হস্তে সমর্পণ করিলাম।
13 আর তাহাদের সাক্ষাতে বারূককে এই আজ্ঞা করিলাম,
14 বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তুমি এই মুদ্রাঙ্কিত খোলা দুইখানা ক্রয়পত্র লইয়া এক মৃত্তিকার পাত্রে রাখ, যেন অনেক দিন থাকে।
15 কেননা বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, বাটীর, ক্ষেত্রের দ্রাক্ষাক্ষেত্রের ক্রয় বিক্রয় এই দেশে আবার চলিবে।
16 নেরিয়ের পুত্র বারূককে সেই ক্রয়পত্র দিলে পর আমি সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করিলাম,
17 হা, প্রভু সদাপ্রভু! দেখ, তুমিই আপন মহাপরাক্রম বিস্তারিত বাহু দ্বারা আকাশমণ্ডল পৃথিবী নির্ম্মাণ করিয়াছ; তোমার অসাধ্য কিছুই নাই।
18 তুমি সহস্র পুরুষ পর্য্যন্ত দয়াকারী; আর পিতৃপুরুষদের অপরাধের প্রতিফল তাহাদের পশ্চাদ্বর্ত্তী সন্তানদের ক্রোড়ে দিয়া থাক; তুমি মহান পরাক্রান্ত ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু তোমার নাম।
19 তুমি মন্ত্রণায় মহান ক্রিয়ায় শক্তিমান; প্রত্যেক জনকে আপন আপন পথানুসারে আপন আপন ক্রিয়ানুসারে সমুচিত ফল দিবার জন্য মনুষ্য-সন্তানদের সমস্ত পথের প্রতি তোমার চক্ষু উন্মীলিত রহিয়াছে।
20 তুমি মিসর দেশে নানা চিহ্ন অদ্ভুত লক্ষণ প্রদর্শন করিয়াছিলে, অদ্য পর্য্যন্তও ইস্রায়েল অন্যান্য লোকদের মধ্যে করিয়া আসিতেছ; আর আপনার জন্য কীর্ত্তি সাধন করিয়াছ, অদ্যও করিতেছ।
21 তুমি চিহ্ন, অদ্ভুত লক্ষণ, বলবান হস্ত, বিস্তারিত বাহু ভয়ঙ্কর মহাকর্ম্ম দ্বারা আপন প্রজা ইস্রায়েলকে মিসর দেশ হইতে বাহির করিয়াছিলে।
22 আর এই যে দুগ্ধমধুপ্রবাহী দেশ দিতে তাহাদের পিতৃপুরুষদের নিকটে শপথ করিয়াছিলে ইহা তাহাদিগকে দিয়াছিলে;
23 এবং তাহারা আসিয়া ইহা অধিকার করিয়াছিল; কিন্তু তাহারা তোমার রবে অবধান করে নাই, তোমার ব্যবস্থা-পথেও চলে নাই; তুমি যাহা পালন করিতে আজ্ঞা করিয়াছিলে, তাহার কিছুই পালন করে নাই, এই জন্য তুমি তাহাদের উপরে এই সমস্ত অমঙ্গল ঘটাইয়াছ।
24 সকল জাঙ্গাল দেখ, উহারা জয় করণার্থে নগরের কাছে আসিয়াছে; এবং খড়্‌গ, দুর্ভিক্ষ মহামারী দ্বারা ইহার বিপরীতে যুদ্ধকারী কল্‌দীয়দের হস্তে নগর দত্ত হইয়াছে; তুমি যাহা বলিয়াছ, তাহা সফল হইয়াছে; আর দেখ, এই সকল তুমি দেখিতেছ।
25 আর, হে প্রভু সদাপ্রভু, তুমি আমাকে বলিয়াছ, তুমি রৌপ্য দিয়া ক্ষেত্র ক্রয় কর, সাক্ষী রাখ, কিন্তু এই নগর কল্‌দীয়দের হস্তে দেওয়া হইল।
26 পরে যিরমিয়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
27 দেখ, আমিই সদাপ্রভু সমুদয় মর্ত্ত্যের ঈশ্বর; আমার অসাধ্য কি কিছু আছে?
28 অতএব সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি কল্‌দীয়দের হস্তে বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরের হস্তে এই নগর সমর্পণ করিব, তাহাতে সে তাহা হস্তগত করিবে।
29 আর যে কল্‌দীয়েরা এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করিতেছে, তাহারা প্রবেশ করিয়া এই নগরে আগুন লাগাইবে; এবং আমাকে অসন্তুষ্ট করণার্থে যে সকল গৃহের ছাদে লোকেরা বালের উদ্দেশে ধূপ জ্বালাইত, অন্য দেবগণের উদ্দেশে পানীয় নৈবেদ্য ঢালিয়া দিত, সেই সকল গৃহশুদ্ধ এই নগর আগুনে পোড়াইয়া দিবে।
30 কেননা ইস্রায়েল-সন্তানগণ যিহূদা-সন্তানগণ বাল্যকালাবধি, আমার দৃষ্টিতে যাহা মন্দ, কেবল তাহাই করিয়া আসিতেছে; বাস্তবিক ইস্রায়েল-সন্তানগণ আপনাদের হস্তকৃত বস্তু দ্বারা আমাকে কেবল অসন্তুষ্ট করিয়াছে, ইহা সদাপ্রভু কহেন।
31 কারণ এই নগর নির্ম্মিত হইবার দিন অবধি অদ্য পর্য্যন্ত ইহা আমার ক্রোধের কোপের কারণ হইয়া আসিতেছে; তৎপ্রযুক্ত ইহা আমার সম্মুখ হইতে দূরীকৃত হইবার যোগ্য হইয়াছে।
32 কেননা ইস্রায়েল-সন্তানগণ যিহূদা-সন্তানগণ, অর্থাৎ তাহারা, তাহাদের রাজগণ, অধ্যক্ষগণ, যাজকগণ, ভাববাদিগণ, যিহূদার লোকেরা যিরূশালেম-নিবাসিগণ আমাকে অসন্তুষ্ট করণার্থে নানা প্রকার দুষ্ক্রিয়া করিয়াছে।
33 তাহারা আমার প্রতি পৃষ্ঠ ফিরাইয়াছে, মুখ নয়; আমি তাহাদিগকে শিক্ষা দিলে, প্রত্যূষে উঠিয়া শিক্ষা দিলেও, তাহারা উপদেশ গ্রহণার্থে কর্ণপাত করে নাই।
34 কিন্তু যে গৃহের উপরে আমার নাম কীর্ত্তিত হইয়াছে, তাহা অশুচি করিতে তাহার মধ্যে তাহাদের ঘৃণার্হ বস্তু সকল স্থাপন করিয়াছে।
35 আর তাহারা মোলকের উদ্দেশে আপন আপন পুত্রকন্যাদিগকে অগ্নির মধ্য দিয়া গমন করাইবার জন্য হিন্নোম-সন্তানের উপত্যকায় বালের উচ্চস্থলী সকল নির্ম্মাণ করিয়াছে, আমি তাহা আজ্ঞা করি নাই; তাহা আমার মনেও উদয় হয় নাই যে, তাহারা এই ঘৃণার্হ কার্য্য করে, যেন যিহূদাকে পাপ করায়।
36 অতএব এখন, তোমরা যে নগরের বিষয়ে বলিয়া থাক, ইহা খড়্‌গ, দুর্ভিক্ষ মহামারী দ্বারা বাবিল-রাজের হস্তগত হইল, এই নগরের বিষয়ে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন;
37 দেখ, আমি নিজ ক্রোধ, কোপ প্রচণ্ড রোষে তাহাদিগকে যে সকল দেশে ছিন্নভিন্ন করিয়াছি, সেই সকল দেশ হইতে তাহাদিগকে সংগ্রহ করিব, এবং পুনর্ব্বার এই স্থানে আনিব নির্ভয়ে বাস করাইব।
38 আর তাহারা আমার প্রজা হইবে, এবং আমি তাহাদের ঈশ্বর হইব।
39 আর আমি তাহাদের তাহাদের পরে তাহাদের সন্তানদের মঙ্গলের নিমিত্ত তাহাদিগকে এক চিত্ত এক পথ দিব, যেন তাহারা চিরকাল আমাকে ভয় করে।
40 আমি তাহাদের সহিত এই নিত্যস্থায়ী নিয়ম স্থির করিব যে, তাহাদের প্রতি কখনও বিমুখ হইব না, তাহাদের মঙ্গল করিব, এবং তাহারা যেন আমাকে পরিত্যাগ না করে, এই জন্য আমার প্রতি ভয় তাহাদের অন্তঃকরণে স্থাপন করিব।
41 আমি তাহাদের মঙ্গলার্থে তাহাদের বিষয়ে আনন্দ করিব, এবং সত্যরূপে সর্ব্বান্তঃকরণের সমস্ত প্রাণের সহিত তাহাদিগকে এই দেশে রোপন করিব।
42 কেননা সদাপ্রভু এই কথা কহেন, আমি যেমন এই লোকদের উপরে এই সমস্ত মহৎ অমঙ্গল আনিয়াছি, তেমনি তাহাদের যে সমস্ত মঙ্গল প্রতিজ্ঞা করিয়াছি, সেই সমস্তও আনিব।
43 আর এই যে দেশের বিষয়ে তোমরা বলিতেছ, ‘ইহা নরশূন্য পশুশূন্য ধ্বংসস্থান হইয়াছে, কল্‌দীয়দের হস্তগত হইয়াছে, ইহার মধ্যে আবার ক্ষেত্র ক্রয় করা যাইবে।
44 বিন্যামীন প্রদেশে, যিরূশালেমের চারিদিকের অঞ্চলে, যিহূদার সকল নগরে, পার্ব্বত্য অঞ্চলের সকল নগরে, নিম্নভূমির সকল নগরে দক্ষিণের সকল নগরে লোকেরা রৌপ্য দিয়া ক্ষেত্র ক্রয় করিবে, ক্রয়পত্রে লিখিয়া দিবে, মুদ্রাঙ্ক করিবে, তাহার সাক্ষী রাখিবে; কেননা আমি তাহাদের বন্দি দশা ফিরাইব, ইহা সদাপ্রভু কহেন।
1 The word H1697 that H834 came H1961 to H413 Jeremiah H3414 from H4480 H854 the LORD H3068 in the tenth H6224 year H8141 of Zedekiah H6667 king H4428 of Judah, H3063 which H1931 was the eighteenth H8083 H6240 year H8141 of Nebuchadnezzar. H5019
2 For then H227 the king H4428 of Babylon's H894 army H2428 besieged H6696 H5921 Jerusalem: H3389 and Jeremiah H3414 the prophet H5030 was H1961 shut up H3607 in the court H2691 of the prison, H4307 which H834 was in the king H4428 of Judah's H3063 house. H1004
3 For H834 Zedekiah H6667 king H4428 of Judah H3063 had shut him up, H3607 saying, H559 Wherefore H4069 dost thou H859 prophesy, H5012 and say, H559 Thus H3541 saith H559 the LORD, H3068 Behold, H2009 I will give H5414 H853 this H2063 city H5892 into the hand H3027 of the king H4428 of Babylon, H894 and he shall take H3920 it;
4 And Zedekiah H6667 king H4428 of Judah H3063 shall not H3808 escape H4422 out of the hand H4480 H3027 of the Chaldeans, H3778 but H3588 shall surely be delivered H5414 H5414 into the hand H3027 of the king H4428 of Babylon, H894 and shall speak H1696 with H5973 him mouth H6310 to mouth, H6310 and his eyes H5869 shall behold H7200 H853 his eyes; H5869
5 And he shall lead H1980 H853 Zedekiah H6667 to Babylon, H894 and there H8033 shall he be H1961 until H5704 I visit H6485 him, saith H5002 the LORD: H3068 though H3588 ye fight H3898 with H854 the Chaldeans, H3778 ye shall not H3808 prosper. H6743
6 And Jeremiah H3414 said, H559 The word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying, H559
7 Behold H2009 , Hanameel H2601 the son H1121 of Shallum H7967 thine uncle H1730 shall come H935 unto H413 thee, saying, H559 Buy H7069 thee H853 my field H7704 that H834 is in Anathoth: H6068 for H3588 the right H4941 of redemption H1353 is thine to buy H7069 it .
8 So Hanameel H2601 mine uncle's H1730 son H1121 came H935 to H413 me in H413 the court H2691 of the prison H4307 according to the word H1697 of the LORD, H3068 and said H559 unto H413 me, Buy H7069 H853 my field, H7704 I pray thee, H4994 that H834 is in Anathoth, H6068 which H834 is in the country H776 of Benjamin: H1144 for H3588 the right H4941 of inheritance H3425 is thine , and the redemption H1353 is thine; buy H7069 it for thyself . Then I knew H3045 that H3588 this H1931 was the word H1697 of the LORD. H3068
9 And I bought H7069 H853 the field H7704 of H4480 H854 Hanameel H2601 my uncle's H1730 son, H1121 that H834 was in Anathoth, H6068 and weighed H8254 him H853 the money, H3701 even seventeen H7651 H6240 shekels H8255 of silver. H3701
10 And I subscribed H3789 the evidence, H5612 and sealed H2856 it , and took H5749 witnesses, H5707 and weighed H8254 him the money H3701 in the balances. H3976
11 So I took H3947 H853 the evidence H5612 of the purchase, H4736 both H853 that which was sealed H2856 according to the law H4687 and custom, H2706 and that which was open: H1540
12 And I gave H5414 H853 the evidence H5612 of the purchase H4736 unto H413 Baruch H1263 the son H1121 of Neriah, H5374 the son H1121 of Maaseiah, H4271 in the sight H5869 of Hanameel H2601 mine uncle's H1730 son , and in the presence H5869 of the witnesses H5707 that subscribed H3789 the book H5612 of the purchase, H4736 before H5869 all H3605 the Jews H3064 that sat H3427 in the court H2691 of the prison. H4307
13 And I charged H6680 H853 Baruch H1263 before H5869 them, saying, H559
14 Thus H3541 saith H559 the LORD H3068 of hosts, H6635 the God H430 of Israel; H3478 Take H3947 H853 these H428 evidences, H5612 H853 this H2088 evidence H5612 of the purchase, H4736 both which is sealed, H2856 and this H2088 evidence H5612 which is open; H1540 and put H5414 them in an earthen H2789 vessel, H3627 that H4616 they may continue H5975 many H7227 days. H3117
15 For H3588 thus H3541 saith H559 the LORD H3068 of hosts, H6635 the God H430 of Israel; H3478 Houses H1004 and fields H7704 and vineyards H3754 shall be possessed H7069 again H5750 in this H2063 land. H776
16 Now when H310 I had delivered H5414 H853 the evidence H5612 of the purchase H4736 unto H413 Baruch H1263 the son H1121 of Neriah, H5374 I prayed H6419 unto H413 the LORD, H3068 saying, H559
17 Ah H162 Lord H136 GOD H3069 ! behold, H2009 thou H859 hast made the heaven H8064 and the earth H776 by thy great H1419 power H3581 and stretched out H5186 arm, H2220 and there is nothing H3808 H3605 H1697 too hard H6381 for H4480 thee:
18 Thou showest H6213 lovingkindness H2617 unto thousands, H505 and recompensest H7999 the iniquity H5771 of the fathers H1 into H413 the bosom H2436 of their children H1121 after H310 them : the Great, H1419 the Mighty H1368 God, H410 the LORD H3068 of hosts, H6635 is his name, H8034
19 Great H1419 in counsel, H6098 and mighty H7227 in work: H5950 for H834 thine eyes H5869 are open H6491 upon H5921 all H3605 the ways H1870 of the sons H1121 of men: H120 to give H5414 every one H376 according to his ways, H1870 and according to the fruit H6529 of his doings: H4611
20 Which H834 hast set H7760 signs H226 and wonders H4159 in the land H776 of Egypt, H4714 even unto H5704 this H2088 day, H3117 and in Israel, H3478 and among other men; H120 and hast made H6213 thee a name, H8034 as at this H2088 day; H3117
21 And hast brought forth H3318 H853 thy people H5971 H853 Israel H3478 out of the land H4480 H776 of Egypt H4714 with signs, H226 and with wonders, H4159 and with a strong H2389 hand, H3027 and with a stretched out H5186 arm, H248 and with great H1419 terror; H4172
22 And hast given H5414 them H853 this H2063 land, H776 which H834 thou didst swear H7650 to their fathers H1 to give H5414 them , a land H776 flowing H2100 with milk H2461 and honey; H1706
23 And they came H935 in , and possessed H3423 it ; but they obeyed H8085 not H3808 thy voice, H6963 neither H3808 walked H1980 in thy law; H8451 they have done H6213 H853 nothing H3808 of all H3605 that H834 thou commandedst H6680 them to do: H6213 therefore thou hast caused H853 all H3605 this H2063 evil H7451 to come upon H7122 them:
24 Behold H2009 the mounts, H5550 they are come H935 unto the city H5892 to take H3920 it ; and the city H5892 is given H5414 into the hand H3027 of the Chaldeans, H3778 that fight H3898 against H5921 it, because H4480 H6440 of the sword, H2719 and of the famine, H7458 and of the pestilence: H1698 and what H834 thou hast spoken H1696 is come to pass; H1961 and, behold, H2009 thou seest H7200 it .
25 And thou H859 hast said H559 unto H413 me , O Lord H136 GOD, H3069 Buy H7069 thee the field H7704 for money, H3701 and take H5749 witnesses; H5707 for the city H5892 is given H5414 into the hand H3027 of the Chaldeans. H3778
26 Then came H1961 the word H1697 of the LORD H3068 unto H413 Jeremiah, H3414 saying, H559
27 Behold H2009 , I H589 am the LORD, H3068 the God H430 of all H3605 flesh: H1320 is there any H3605 thing H1697 too hard H6381 for H4480 me?
28 Therefore H3651 thus H3541 saith H559 the LORD; H3068 Behold, H2009 I will give H5414 H853 this H2063 city H5892 into the hand H3027 of the Chaldeans, H3778 and into the hand H3027 of Nebuchadnezzar H5019 king H4428 of Babylon, H894 and he shall take H3920 it:
29 And the Chaldeans, H3778 that fight H3898 against H5921 this H2063 city, H5892 shall come H935 and set H3341 fire H784 on H853 this H2063 city, H5892 and burn H8313 it with the houses, H1004 upon H5921 whose H834 roofs H1406 they have offered incense H6999 unto Baal, H1168 and poured out H5258 drink offerings H5262 unto other H312 gods, H430 to H4616 provoke me to anger. H3707
30 For H3588 the children H1121 of Israel H3478 and the children H1121 of Judah H3063 have H1961 only H389 done H6213 evil H7451 before H5869 me from their youth H4480 H5271 : for H3588 the children H1121 of Israel H3478 have only H389 provoked me to anger H3707 H853 with the work H4639 of their hands, H3027 saith H5002 the LORD. H3068
31 For H3588 H5921 this H2063 city H5892 hath been H1961 to me as a provocation H5921 of mine anger H639 and of H5921 my fury H2534 from H4480 the day H3117 that H834 they built H1129 it even unto H5704 this H2088 day; H3117 that I should remove H5493 it from before H4480 H5921 my face, H6440
32 Because H5921 of all H3605 the evil H7451 of the children H1121 of Israel H3478 and of the children H1121 of Judah, H3063 which H834 they have done H6213 to provoke me to anger, H3707 they, H1992 their kings, H4428 their princes, H8269 their priests, H3548 and their prophets, H5030 and the men H376 of Judah, H3063 and the inhabitants H3427 of Jerusalem. H3389
33 And they have turned H6437 unto H413 me the back, H6203 and not H3808 the face: H6440 though I taught H3925 them , rising up early H7925 and teaching H3925 them , yet they have not H369 hearkened H8085 to receive H3947 instruction. H4148
34 But they set H7760 their abominations H8251 in the house, H1004 which H834 is called H7121 by H5921 my name, H8034 to defile H2930 it.
35 And they built H1129 H853 the high places H1116 of Baal, H1168 which H834 are in the valley H1516 of the son H1121 of Hinnom, H2011 to cause H853 their sons H1121 and their daughters H1323 to pass through H5674 the fire unto Molech; H4432 which H834 I commanded H6680 them not, H3808 neither H3808 came H5927 it into H5921 my mind, H3820 that they should do H6213 this H2063 abomination, H8441 to H4616 cause H853 Judah H3063 to sin. H2398
36 And now H6258 therefore H3651 thus H3541 saith H559 the LORD, H3068 the God H430 of Israel, H3478 concerning H413 this H2063 city, H5892 whereof H834 ye H859 say, H559 It shall be delivered H5414 into the hand H3027 of the king H4428 of Babylon H894 by the sword, H2719 and by the famine, H7458 and by the pestilence; H1698
37 Behold H2009 , I will gather H6908 them out of all H4480 H3605 countries, H776 whither H834 H8033 I have driven H5080 them in mine anger, H639 and in my fury, H2534 and in great H1419 wrath; H7110 and I will bring them again H7725 unto H413 this H2088 place, H4725 and I will cause them to dwell H3427 safely: H983
38 And they shall be H1961 my people, H5971 and I H589 will be H1961 their God: H430
39 And I will give H5414 them one H259 heart, H3820 and one H259 way, H1870 that they may fear H3372 me forever H3605 H3117 , for the good H2896 of them , and of their children H1121 after H310 them:
40 And I will make H3772 an everlasting H5769 covenant H1285 with them, that H834 I will not H3808 turn away H7725 from H4480 H310 them , to do them good H3190 H853 ; but I will put H5414 my fear H3374 in their hearts, H3824 that they shall not H1115 depart H5493 from H4480 H5921 me.
41 Yea , I will rejoice H7797 over H5921 them to do them good H2895 H853 , and I will plant H5193 them in this H2063 land H776 assuredly H571 with my whole H3605 heart H3820 and with my whole H3605 soul. H5315
42 For H3588 thus H3541 saith H559 the LORD; H3068 Like as H834 I have brought H935 H853 all H3605 this H2063 great H1419 evil H7451 upon H413 this H2088 people, H5971 so H3651 will I H595 bring H935 upon H5921 them H853 all H3605 the good H2896 that H834 I H595 have promised H1696 H5921 them.
43 And fields H7704 shall be bought H7069 in this H2063 land, H776 whereof H834 ye H859 say, H559 It H1931 is desolate H8077 without H4480 H369 man H120 or beast; H929 it is given H5414 into the hand H3027 of the Chaldeans. H3778
44 Men shall buy H7069 fields H7704 for money, H3701 and subscribe H3789 evidences, H5612 and seal H2856 them , and take H5749 witnesses H5707 in the land H776 of Benjamin, H1144 and in the places about H5439 Jerusalem, H3389 and in the cities H5892 of Judah, H3063 and in the cities H5892 of the mountains, H2022 and in the cities H5892 of the valley, H8219 and in the cities H5892 of the south: H5045 for H3588 I will cause H853 their captivity H7622 to return, H7725 saith H5002 the LORD. H3068
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×