Bible Versions
Bible Books

Jeremiah 33:20 (BNV) Bengali Old BSI Version

1 যে সময়ে যিরমিয় পূর্ব্ববৎ রক্ষীদের প্রাঙ্গণে রুদ্ধ ছিলেন, তৎকালে সদাপ্রভুর বাক্য দ্বিতীয়বার তাঁহার নিকটে উপস্থিত হইল,
2 যথা, সদাপ্রভু, যিনি এই কার্য্য সাধন করেন, যিনি ইহা সুস্থির করিবার জন্য নিরূপণ করেন, যাঁহার নাম সদাপ্রভু, তিনি এই কথা কহেন;
3 তুমি আমাকে আহ্বান কর, আর আমি তোমাকে উত্তর দিব, এবং এমন মহৎ দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব, যাহা তুমি জান না।
4 কারণ এই নগরের যে সকল বাটী যিহূদার রাজগণের যে সকল বাটী জাঙ্গাল খড়্‌গ হইতে রক্ষার জন্য উৎপাটিত হইয়াছে, সেই সকলের বিষয়ে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন,
5 লোকেরা কল্‌দীয়দের সহিত যুদ্ধ করিতে আইসে, কিন্তু সকল বাটী সেই মনুষ্যদের শবে পরিপূর্ণ হইবে, যাহাদিগকে আমি নিজ ক্রোধে নিজ প্রচণ্ড কোপে আঘাত করিয়াছি, এবং যাহাদের সমস্ত দুষ্টতা প্রযুক্ত এই নগর হইতে আপন মুখ লুকাইয়াছি।
6 দেখ, আমি এই নগরের ক্ষত বাঁধিয়া ইহার চিকিৎসা করিব, তাহাদিগকে সুস্থ করিব, তাহাদের কাছে প্রচুর শান্তি সত্য প্রকাশ করিব।
7 আর আমি যিহূদার ইস্রায়েলের বন্দি-দশা ফিরাইব, এবং পূর্ব্বকালের ন্যায় পুনর্ব্বার তাহাদিগকে গাঁথিয়া তুলিব।
8 আর তাহারা যে সকল অপরাধ করিয়া আমার বিরুদ্ধে পাপ করিয়াছে, তাহা হইতে আমি তাহাদিগকে শুচি করিব; এবং তাহারা যে সকল অপরাধ করিয়া আমার বিরুদ্ধে পাপ অধর্ম্মাচরণ করিয়াছে, সে সকল আমি ক্ষমা করিব।
9 আর পৃথিবীস্থ সমস্ত জাতির সম্মুখে এই নগর আমার পক্ষে আনন্দের কীর্ত্তি, প্রশংসা শোভাস্বরূপ হইবে; আমি তাহাদের যে সমস্ত মঙ্গল করিব, তাহা তাহারা শুনিবে, এবং আমি নগরের যে সমস্ত মঙ্গল শান্তি বিধান করিব, তৎপ্রযুক্ত তাহারা থরথর করিয়া কাঁপিবে।
10 সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই যে স্থানকে ধ্বংসিত, নরশূন্য পশুশূন্য বলিয়া থাক, হাঁ, যিহূদার যে নগরসমূহ যিরূশালেমের যে পথ সকল উৎসন্ন, নরশূন্য, নিবাসীবর্জ্জিত পশুবিহীন হইয়াছে,
11 এই স্থানে পুনর্ব্বার আমোদের রব আনন্দের রব, বরের রব কন্যার রব শুনা যাইবে; এবং তাহাদেরও রব শুনা যাইবে, যাহারা বলে, ‘বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা কর, কেননা সদাপ্রভু মঙ্গলস্বরূপ, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী,’ আর যাহারা সদাপ্রভুর গৃহে স্তবগানরূপ উপহার আনয়ন করে। কেননা পূর্ব্বকালের ন্যায় আমি এই দেশের বন্দি-দশা ফিরাইব, ইহা সদাপ্রভু বলেন।
12 বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, এই নরশূন্য পশুশূন্য ধ্বংসস্থানে এবং ইহার সমস্ত নগরে আবার রাখালদের বাথান হইবে, তাহারা আপনাদের পাল শয়ন করাইবে।
13 পার্ব্বত্য অঞ্চলের সকল নগরে, নিম্নভূমির সকল নগরে, দক্ষিণের সকল নগরে, বিন্যামীন দেশে যিরূশালেমের চারিদিকের অঞ্চলে, এবং যিহূদার সকল নগরে, মেষগণনাকারী লোকের হস্তের নীচে দিয়া মেষপালগণ পুনরায় চলিবে, ইহা সদাপ্রভু কহেন।
14 সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যখন আমি সেই মঙ্গলের কথা সফল করিব, যাহা আমি ইস্রায়েল-কুলের যিহূদা-কুলের সম্বন্ধে বলিয়াছি।
15 সেই সকল দিনে সেই সময়ে আমি দায়ূদের বংশে ধার্ম্মিকতার এক পল্লবকে উৎপন্ন করিব; তিনি দেশে ন্যায়বিচার ধার্ম্মিকতার অনুষ্ঠান করিবেন।
16 সেই সকল দিনে যিহূদা পরিত্রাণ পাইবে, যিরূশালেম নির্ভয়ে বাস করিবে, আর সে এই নামে আখ্যাত হইবে, ‘সদাপ্রভু আমাদের ধার্ম্মিকতা’।
17 কেননা সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েল-কুলের সিংহাসনে উপবিষ্ট হইতে দায়ূদের সম্পর্কীয় পুরুষের অভাব হইবে না;
18 আর নিত্য আমার সম্মুখে হোম উৎসর্গ, ভক্ষ্য-নৈবেদ্য দাহ বলিদান করিতে লেবীয় যাজকদের সম্পর্কীয় লোকের অভাব হইবে না।
19 পরে যিরমিয়ের নিকটে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল, যথা,
20 সদাপ্রভু কহেন, তোমরা যদি দিবস সম্বন্ধীয় আমার নিয়ম কিম্বা রাত্রি সম্বন্ধীয় আমার নিয়ম এরূপ ভঙ্গ করিতে পার যে, যথাসময়ে দিবস কি রাত্রি না হয়,
21 তবে আমার দাস দায়ূদের সহিত আমার যে নিয়ম আছে, তাহাও ভঙ্গ করা যাইবে, তাহার সিংহাসনে বসিতে তাহার বংশজাত লোকের অভাব হইবে; এবং আমার পরিচারক লেবীয় যাজকদের সহিত কৃত আমার নিয়মও ভঙ্গ করা হইবে।
22 আকাশমণ্ডলের বাহিনী যেমন গণনা করা যায় না, সমুদ্রের বালি যেমন পরিমাণ করা যায় না, তেমনি আমি আপন দাস দায়ূদের বংশকে আমার পরিচারক লেবীয়দিগকে বৃদ্ধি করিব।
23 আবার যিরমিয়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
24 এই লোকেরা কি বলিয়াছে, তাহা কি তুমি টের পাও নাই? তাহারা বলিয়াছে, সদাপ্রভু যে দুই গোষ্ঠীকে মনোনীত করিয়াছিলেন, তাহাদিগকে অগ্রাহ্য করিয়াছেন; এইরূপে তাহারা আমার প্রজাবৃন্দকে তুচ্ছজ্ঞান করে, তাহাদের সম্মুখে তাহারা আর জাতি বলিয়া গণ্য হয় না।
25 সদাপ্রভু এই কথা কহেন, যদি দিবস রাত্রি সম্বন্ধীয় আমার নিয়ম না থাকে, যদি আমি আকাশের পৃথিবীর বিধি সকল নিরূপণ না করিয়া থাকি,
26 তাহা হইলেই আমি যাকোবের আপন দাস দায়ূদের বংশকে অগ্রাহ্য করিয়া অব্রাহামের, ইসহাকের যাকোবের বংশের শাসনকর্ত্তা করিবার জন্য তাহার বংশ হইতে লোক গ্রহণ করিব না; সত্যই আমি তাহাদের বন্দি-দশা ফিরাইব তাহাদের প্রতি করুণা করিব।
1 Moreover the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 Jeremiah H3414 the second H8145 time , while he H1931 was yet H5750 shut up H6113 in the court H2691 of the prison, H4307 saying, H559
2 Thus H3541 saith H559 the LORD H3068 the maker H6213 thereof , the LORD H3068 that formed H3335 it , to establish H3559 it ; the LORD H3068 is his name; H8034
3 Call H7121 unto H413 me , and I will answer H6030 thee , and show H5046 thee great H1419 and mighty H1219 things , which thou knowest H3045 not. H3808
4 For H3588 thus H3541 saith H559 the LORD, H3068 the God H430 of Israel, H3478 concerning H5921 the houses H1004 of this H2063 city, H5892 and concerning H5921 the houses H1004 of the kings H4428 of Judah, H3063 which are thrown down H5422 by H413 the mounts, H5550 and by H413 the sword; H2719
5 They come H935 to fight H3898 with H854 the Chaldeans, H3778 but it is to fill H4390 them with H854 the dead bodies H6297 of men, H120 whom H834 I have slain H5221 in mine anger H639 and in my fury, H2534 and for H5921 all H3605 whose H834 wickedness H7451 I have hid H5641 my face H6440 from this H2063 city H4480 H5892 .
6 Behold H2009 , I will bring H4608 it health H724 and cure, H4832 and I will cure H7495 them , and will reveal H1540 unto them the abundance H6283 of peace H7965 and truth. H571
7 And I will cause H853 the captivity H7622 of Judah H3063 and the captivity H7622 of Israel H3478 to return, H7725 and will build H1129 them , as at the first. H7223
8 And I will cleanse H2891 them from all H4480 H3605 their iniquity, H5771 whereby H834 they have sinned H2398 against me ; and I will pardon H5545 all H3605 their iniquities, H5771 whereby H834 they have sinned, H2398 and whereby H834 they have transgressed H6586 against me.
9 And it shall be H1961 to me a name H8034 of joy, H8342 a praise H8416 and an honor H8597 before all H3605 the nations H1471 of the earth, H776 which H834 shall hear H8085 H853 all H3605 the good H2896 that H834 I H595 do unto H6213 them : and they shall fear H6342 and tremble H7264 for H5921 all H3605 the goodness H2896 and for H5921 all H3605 the prosperity H7965 that H834 I H595 procure H6213 unto it.
10 Thus H3541 saith H559 the LORD; H3068 Again H5750 there shall be heard H8085 in this H2088 place, H4725 which H834 ye H859 say H559 shall be desolate H2720 without H4480 H369 man H120 and without H4480 H369 beast, H929 even in the cities H5892 of Judah, H3063 and in the streets H2351 of Jerusalem, H3389 that are desolate, H8074 without H4480 H369 man, H120 and without H4480 H369 inhabitant, H3427 and without H4480 H369 beast, H929
11 The voice H6963 of joy, H8342 and the voice H6963 of gladness, H8057 the voice H6963 of the bridegroom, H2860 and the voice H6963 of the bride, H3618 the voice H6963 of them that shall say, H559 Praise H3034 H853 the LORD H3068 of hosts: H6635 for H3588 the LORD H3068 is good; H2896 for H3588 his mercy H2617 endureth forever: H5769 and of them that shall bring H935 the sacrifice of praise H8426 into the house H1004 of the LORD. H3068 For H3588 I will cause to return H7725 H853 the captivity H7622 of the land, H776 as at the first, H7223 saith H559 the LORD. H3068
12 Thus H3541 saith H559 the LORD H3068 of hosts; H6635 Again H5750 in this H2088 place, H4725 which is desolate H2720 without H4480 H369 man H120 and without H5704 beast, H929 and in all H3605 the cities H5892 thereof , shall be H1961 a habitation H5116 of shepherds H7462 causing their flocks H6629 to lie down. H7257
13 In the cities H5892 of the mountains, H2022 in the cities H5892 of the vale, H8219 and in the cities H5892 of the south, H5045 and in the land H776 of Benjamin, H1144 and in the places about H5439 Jerusalem, H3389 and in the cities H5892 of Judah, H3063 shall the flocks H6629 pass H5674 again H5750 under H5921 the hands H3027 of him that telleth H4487 them , saith H559 the LORD. H3068
14 Behold H2009 , the days H3117 come, H935 saith H5002 the LORD, H3068 that I will perform H6965 H853 that good H2896 thing H1697 which H834 I have promised H1696 unto H413 the house H1004 of Israel H3478 and to H5704 the house H1004 of Judah. H3063
15 In those H1992 days, H3117 and at that H1931 time, H6256 will I cause the Branch H6780 of righteousness H6666 to grow up H6779 unto David; H1732 and he shall execute H6213 judgment H4941 and righteousness H6666 in the land. H776
16 In those H1992 days H3117 shall Judah H3063 be saved, H3467 and Jerusalem H3389 shall dwell H7931 safely: H983 and this H2088 is the name wherewith H834 she shall be called, H7121 The LORD H3068 our righteousness. H6664
17 For H3588 thus H3541 saith H559 the LORD; H3068 David H1732 shall never H3808 want H3772 a man H376 to sit H3427 upon H5921 the throne H3678 of the house H1004 of Israel; H3478
18 Neither H3808 shall the priests H3548 the Levites H3881 want H3772 a man H376 before H4480 H6440 me to offer H5927 burnt offerings, H5930 and to kindle H6999 meat offerings, H4503 and to do H6213 sacrifice H2077 continually H3605 H3117 .
19 And the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 Jeremiah, H3414 saying, H559
20 Thus H3541 saith H559 the LORD; H3068 If H518 ye can break H6565 H853 my covenant H1285 of the day, H3117 and my covenant H1285 of the night, H3915 and that there should not H1115 be H1961 day H3119 and night H3915 in their season; H6256
21 Then may also H1571 my covenant H1285 be broken H6565 with H854 David H1732 my servant, H5650 that he should not have H4480 H1961 a son H1121 to reign H4427 upon H5921 his throne; H3678 and with H854 the Levites H3881 the priests, H3548 my ministers. H8334
22 As H834 the host H6635 of heaven H8064 cannot H3808 be numbered, H5608 neither H3808 the sand H2344 of the sea H3220 measured: H4058 so H3651 will I multiply H7235 H853 the seed H2233 of David H1732 my servant, H5650 and the Levites H3881 that minister unto H8334 me.
23 Moreover the word H1697 of the LORD H3068 came H1961 to H413 Jeremiah, H3414 saying, H559
24 Considerest H7200 thou not H3808 what H4100 this H2088 people H5971 have spoken, H1696 saying, H559 The two H8147 families H4940 which H834 the LORD H3068 hath chosen, H977 he hath even cast them off H3988 ? thus they have despised H5006 my people, H5971 that they should be no H4480 H1961 more H5750 a nation H1471 before H6440 them.
25 Thus H3541 saith H559 the LORD; H3068 If H518 my covenant H1285 be not H3808 with day H3119 and night, H3915 and if I have not H3808 appointed H7760 the ordinances H2708 of heaven H8064 and earth; H776
26 Then H1571 will I cast away H3988 the seed H2233 of Jacob, H3290 and David H1732 my servant, H5650 so that I will not take H4480 H3947 any of his seed H4480 H2233 to be rulers H4910 over H413 the seed H2233 of Abraham, H85 Isaac, H3446 and Jacob: H3290 for H3588 I will cause H853 their captivity H7622 to return, H7725 and have mercy H7355 on them.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×