Bible Versions
Bible Books

Jeremiah 35:7 (BNV) Bengali Old BSI Version

1 যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের সময়ে সদাপ্রভু হইতে এই বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল।
2 তুমি রেখবীয় কুলজাত লোকদের নিকটে গিয়া তাহাদের সহিত আলাপ কর, এবং সদাপ্রভুর গৃহের এক কুঠরীতে আনিয়া তাহাদিগকে পানার্থে দ্রাক্ষারস দেও।
3 তখন আমি হবৎসিনিয়ের পৌত্র যিরমিয়ের পুত্র যাসিনিয়কে, তাহার ভ্রাতৃগণকে সকল পুত্রকে এবং রেখবীয়দের সমস্ত কুলকে সঙ্গে লইলাম;
4 আমি তাহাদিগকে সদাপ্রভুর গৃহে ঈশ্বরের লোক যিগ্দলিয়ের পুত্র হাননের সন্তানদের কুঠরীতে লইয়া গেলাম; শল্লুমের পুত্র মাসেয় নামক দ্বারপালের কুঠরীর উপরে অধ্যক্ষগণের যে কুঠরী, উক্ত কুঠরী তাহার পার্শ্বে স্থিত।
5 পরে আমি দ্রাক্ষারসে পূর্ণ কতিপয় ভাণ্ড কতকগুলি বাটি রেখবীয় কুলজাত লোকদের সম্মুখে রাখিয়া তাহাদিগকে কহিলাম, তোমরা দ্রাক্ষারস পান কর।
6 কিন্তু তাহারা কহিল, আমরা দ্রাক্ষারস পান করিব না, কেননা আমাদের পিতৃপুরুষ রেখবের পুত্র যিহোনাদব আমাদিগকে এই আজ্ঞা দিয়াছেন, তোমরা তোমাদের সন্তানগণ কেহ কখনও দ্রাক্ষারস পান করিবে না;
7 আর গৃহ নির্ম্মাণ, বীজ বপন দ্রাক্ষাক্ষেত্রের চাষ করিবে না, এবং এই সকলের অধিকারী হইবে না, কিন্তু যাবজ্জীবন তাম্বুতে বাস করিবে; যেন, তোমরা যে স্থানে প্রবাস করিতেছ, সেই দেশে দীর্ঘজীবী হও।
8 অতএব আমাদের পিতৃপুরুষ রেখবের পুত্র যিহোনাদব আমাদিগকে যে সকল আজ্ঞা দিয়াছেন, তদনুসারে আমরা তাঁহার বাক্য পালন করিয়া আসিতেছি; ফলতঃ দ্রাক্ষারস পান করা যাবজ্জীবন আমাদের আমাদের স্ত্রী পুত্র কন্যাদের অকর্ত্তব্য,
9 এবং আমাদের বাসের জন্য গৃহ নির্ম্মাণ করাও অকর্ত্তব্য, আর দ্রাক্ষাক্ষেত্র, শস্যক্ষেত্র বা বীজ আমাদের নাই;
10 কিন্তু আমরা তাম্বুবাসী, এবং আমাদের পিতৃপুরুষ যিহোনাদব আমাদিগকে যে সমস্ত আজ্ঞা দিয়াছেন, সেই সকল মানিয়া তদনুসারে কর্ম্ম করিয়া আসিতেছি।
11 কিন্তু বাবিলরাজ নবূখদ্‌নিৎসর যখন এই দেশের মধ্যে আসিলেন, তখন আমরা কহিলাম, আইস, আমরা কল্‌দীয় সৈন্যের সম্মুখ হইতে অরামীয় সৈন্যের সম্মুখ হইতে যিরূশালেমে চলিয়া যাই; এই জন্য আমরা যিরূশালেমে বাস করিতেছি।
12 পরে যিরমিয়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
13 বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তুমি গিয়া যিহূদার লোকদিগকে যিরূশালেম-নিবাসীদিগকে বল, সদাপ্রভু কহেন, তোমরা আমার বাক্য পালন করিবার জন্য কি উপদেশ গ্রহণ করিবে না?
14 রেখবের পুত্র যিহোনাদব আপন সন্তানদিগকে দ্রাক্ষারস পান করিতে বারণ করিলে তাহার সেই বাক্য অটল হইয়াছে; অদ্যাবধি তাহারা দ্রাক্ষারস পান করে না, কারণ তাহারা আপনাদের পিতৃপুরুষদের আজ্ঞা মানে; কিন্তু আমি তোমাদের কাছে কথা বলিয়াছি, প্রত্যূষে উঠিয়া বলিয়াছি, তথাপি তোমরা আমার কথায় অবধান কর নাই।
15 আমি আপনার সমস্ত দাস ভাববাদিগণকে তোমাদের কাছে প্রেরণ করিয়াছি, প্রত্যূষে উঠিয়া প্রেরণ করিয়া তোমাদিগকে বলিয়াছি, তোমরা আপন আপন কুপথ হইতে ফির, তোমাদের আচার-ব্যবহার শুদ্ধ কর, এবং অন্য দেবগণের সেবা করণার্থে তাহাদের পশ্চাদগামী হইও না; তাহাতে আমি তোমাদিগকে তোমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি, তাহার মধ্যে তোমরা বাস করিবে, কিন্তু তোমরা কর্ণপাত কর নাই, এবং আমার কথায় অবধান কর নাই।
16 রেখবের পুত্র যিহোনাদব যাহা আজ্ঞা করিয়াছিল, তাহার সন্তানেরা তাহাই অটলরূপে পালন করিতেছে; কিন্তু এই জাতি আমার কথায় অবধান করে নাই।
17 এই জন্য সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলেন, দেখ, আমি যিহূদার বিপরীতে যিরূশালেম-নিবাসী সকলের বিপরীতে যে সকল অমঙ্গলের কথা বলিয়াছি, সে সমস্ত তাহাদের প্রতি ঘটাইব; কারণ আমি তাহাদের কাছে কথা বলিয়াছি, কিন্তু তাহারা শুনে নাই, এবং তাহাদিগকে আহ্বান করিয়াছি, কিন্তু তাহারা উত্তর দেয় নাই।
18 পরে যিরমিয় রেখবীয় কুলকে কহিলেন, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা আপনাদের পিতৃপুরুষ যিহোনাদবের আজ্ঞায় অবধান করিয়াছ, তাহার সমস্ত আদেশ পালন করিয়াছ, তাহার সমস্ত আজ্ঞানুসারে কার্য্য করিয়াছ;
19 এই জন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, রেখবের পুত্র যিহোনাদবের জন্য আমার সম্মুখে দাঁড়াইবার লোকের অভাব কখনও হইবে না।
1 The word H1697 which H834 came H1961 unto H413 Jeremiah H3414 from H4480 H854 the LORD H3068 in the days H3117 of Jehoiakim H3079 the son H1121 of Josiah H2977 king H4428 of Judah, H3063 saying, H559
2 Go H1980 unto H413 the house H1004 of the Rechabites, H7397 and speak unto H1696 them , and bring H935 them into the house H1004 of the LORD, H3068 into H413 one H259 of the chambers, H3957 and give them wine H3196 to drink. H8248
3 Then I took H3947 H853 Jaazaniah H2970 the son H1121 of Jeremiah, H3414 the son H1121 of Habaziniah, H2262 and his brethren, H251 and all H3605 his sons, H1121 and the whole H3605 house H1004 of the Rechabites; H7397
4 And I brought H935 them into the house H1004 of the LORD, H3068 into H413 the chamber H3957 of the sons H1121 of Hanan, H2605 the son H1121 of Igdaliah, H3012 a man H376 of God, H430 which H834 was by H681 the chamber H3957 of the princes, H8269 which H834 was above H4480 H4605 the chamber H3957 of Maaseiah H4641 the son H1121 of Shallum, H7967 the keeper H8104 of the door: H5592
5 And I set H5414 before H6440 the sons H1121 of the house H1004 of the Rechabites H7397 pots H1375 full H4392 of wine, H3196 and cups, H3563 and I said H559 unto H413 them, Drink H8354 ye wine. H3196
6 But they said, H559 We will drink H8354 no H3808 wine: H3196 for H3588 Jonadab H3122 the son H1121 of Rechab H7394 our father H1 commanded H6680 H5921 us, saying, H559 Ye shall drink H8354 no H3808 wine, H3196 neither ye, H859 nor your sons H1121 forever H5704 H5769 :
7 Neither H3808 shall ye build H1129 house, H1004 nor H3808 sow H2232 seed, H2233 nor H3808 plant H5193 vineyard, H3754 nor H3808 have H1961 any : but H3588 all H3605 your days H3117 ye shall dwell H3427 in tents; H168 that H4616 ye may live H2421 many H7227 days H3117 in H5921 H6440 the land H127 where H834 H8033 ye H859 be strangers. H1481
8 Thus have we obeyed H8085 the voice H6963 of Jonadab H3082 the son H1121 of Rechab H7394 our father H1 in all H3605 that H834 he hath charged H6680 us , to drink H8354 no H1115 wine H3196 all H3605 our days, H3117 we, H587 our wives, H802 our sons, H1121 nor our daughters; H1323
9 Nor H1115 to build H1129 houses H1004 for us to dwell H3427 in: neither H3808 have H1961 we vineyard, H3754 nor field, H7704 nor seed: H2233
10 But we have dwelt H3427 in tents, H168 and have obeyed, H8085 and done H6213 according to all H3605 that H834 Jonadab H3122 our father H1 commanded H6680 us.
11 But it came to pass, H1961 when Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 came up H5927 into H413 the land, H776 that we said, H559 Come, H935 and let us go H935 to Jerusalem H3389 for fear H4480 H6440 of the army H2428 of the Chaldeans, H3778 and for fear H4480 H6440 of the army H2428 of the Syrians: H758 so we dwell H3427 at Jerusalem. H3389
12 Then came H1961 the word H1697 of the LORD H3068 unto H413 Jeremiah, H3414 saying, H559
13 Thus H3541 saith H559 the LORD H3068 of hosts, H6635 the God H430 of Israel; H3478 Go H1980 and tell H559 the men H376 of Judah H3063 and the inhabitants H3427 of Jerusalem, H3389 Will ye not H3808 receive H3947 instruction H4148 to hearken H8085 to H413 my words H1697 ? saith H5002 the LORD. H3068
14 H853 The words H1697 of Jonadab H3082 the son H1121 of Rechab, H7394 that H834 he commanded H6680 H853 his sons H1121 not H1115 to drink H8354 wine, H3196 are performed; H6965 for unto H5704 this H2088 day H3117 they drink H8354 none, H3808 but H3588 obey H8085 H853 their father's H1 commandment: H4687 notwithstanding I H595 have spoken H1696 unto H413 you , rising early H7925 and speaking; H1696 but ye hearkened H8085 not H3808 unto H413 me.
15 I have sent H7971 also unto H413 you H853 all H3605 my servants H5650 the prophets, H5030 rising up early H7925 and sending H7971 them , saying, H559 Return H7725 ye now H4994 every man H376 from his evil H7451 way H4480 H1870 , and amend H3190 your doings, H4611 and go H1980 not H408 after H310 other H312 gods H430 to serve H5647 them , and ye shall dwell H3427 in H413 the land H127 which H834 I have given H5414 to you and to your fathers: H1 but ye have not H3808 inclined H5186 H853 your ear, H241 nor H3808 hearkened H8085 unto H413 me.
16 Because H3588 the sons H1121 of Jonadab H3082 the son H1121 of Rechab H7394 have performed H6965 H853 the commandment H4687 of their father, H1 which H834 he commanded H6680 them ; but this H2088 people H5971 hath not H3808 hearkened H8085 unto H413 me:
17 Therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 God H430 of hosts, H6635 the God H430 of Israel; H3478 Behold, H2009 I will bring H935 upon H413 Judah H3063 and upon H413 all H3605 the inhabitants H3427 of Jerusalem H3389 H853 all H3605 the evil H7451 that H834 I have pronounced H1696 against H5921 them: because H3282 I have spoken H1696 unto H413 them , but they have not H3808 heard; H8085 and I have called H7121 unto them , but they have not H3808 answered. H6030
18 And Jeremiah H3414 said H559 unto the house H1004 of the Rechabites, H7397 Thus H3541 saith H559 the LORD H3068 of hosts, H6635 the God H430 of Israel; H3478 Because H3283 H834 ye have obeyed H8085 H5921 the commandment H4687 of Jonadab H3082 your father, H1 and kept H8104 H853 all H3605 his precepts, H4687 and done H6213 according unto all H3605 that H834 he hath commanded H6680 you:
19 Therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 of hosts, H6635 the God H430 of Israel; H3478 Jonadab H3122 the son H1121 of Rechab H7394 shall not H3808 want H3772 a man H376 to stand H5975 before H6440 me forever H3605 H3117 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×