Bible Versions
Bible Books

Jeremiah 39:4 (BNV) Bengali Old BSI Version

1 যিরূশালেমের পরাজয় এইরূপে হইয়াছিল। যিহূদা-রাজ সিদিকিয়ের নবম বৎসরের দশম মাসে বাবিল-রাজ নবূখদ্‌রিৎসর তাঁহার সমস্ত সৈন্য যিরূশালেমের বিরুদ্ধে আসিয়া তাহা অবরোধ করিলেন।
2 পরে সিদিকিয়ের একাদশ বৎসরের চতুর্থ মাসের নবম দিনে নগরের এক স্থান ভগ্ন হইল।
3 তখন বাবিল-রাজের সমস্ত প্রধানবর্গ, অর্থাৎ নের্গল-শরেৎসর, সমগরনবো, প্রধান নপুংসক শর্সখীম প্রধান গণক নের্গল-শরেৎসর প্রভৃতি বাবিল-রাজের সমস্ত প্রধানবর্গ প্রবেশ করিয়া মধ্যম দ্বারে বসিলেন।
4 আর যিহূদা-রাজ সিদিকিয় সমস্ত যোদ্ধা তাঁহাদিগকে দেখিয়া পলায়ন করিলেন, রাত্রিকালে রাজার উদ্যানের পথে দুই প্রাচীরের মধ্যস্থিত দ্বার দিয়া নগরের বাহিরে গেলেন; আর তিনি অরাবা তলভূমির পথে প্রস্থান করিলেন।
5 কিন্তু কল্‌দীয়দের সৈন্য তাঁহাদের পশ্চাতে ধবমান হইয়া যিরীহোর সমভূমিতে সিদিকিয় রাজার লাগাল পাইল, তাঁহাকে ধরিয়া হমাৎ দেশস্থ রিব্লাতে বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরের নিকটে আনিল; তাহাতে তিনি তাঁহার দণ্ডবিধান করিলেন।
6 আর বাবিল-রাজ রিব্লাতে সিদিকিয়ের সাক্ষাতে তাঁহার পুত্রগণকে বধ করিলেন, বাবিল-রাজ যিহূদার সমস্ত অধ্যক্ষকেও বধ করিলেন।
7 আর তিনি সিদিকিয়ের চক্ষু উৎপাটন করিয়া তাঁহাকে বাবিলে লইয়া যাইবার জন্য পিত্তলের দুই শৃঙ্খলে বদ্ধ করিলেন।
8 পরে কল্‌দীয়েরা রাজবাটী সামান্য লোকদের ঘরবাড়ী আগুনে পোড়াইয়া দিল, এবং যিরূশালেমের সমস্ত প্রাচীর ভাঙ্গিয়া ফেলিল।
9 আর নবূষরদন রক্ষক সেনাপতি, যাহারা নগরে অবশিষ্ট ছিল, সেই লোকদিগকে, যাহারা পক্ষান্তরে গিয়া তাঁহার সপক্ষ হইয়াছিল, তাহাদিগকে এবং অন্য অবশিষ্ট লোকদিগকে বন্দি করিয়া বাবিলে লইয়া গেলেন।
10 তথাপি নবূষরদন রক্ষক-সেনাপতি কতকগুলি দীনদরিদ্র লোককে যিহূদা দেশে অবশিষ্ট রাখিলেন, এবং সেই দিন তাহাদিগকে দ্রাক্ষাক্ষেত্র ভূমি প্রদান করিলেন।
11 বাবিল-রাজ নবূখদ্‌রিৎসর যিরমিয়ের বিষয়ে নবূষরদন রক্ষক-সেনাপতিকে এই আজ্ঞা দিয়াছিলেন,
12 তুমি তাঁহাকে গ্রহণ করিয়া তাঁহার তত্ত্বাবধান করিও, তাঁহার কিছুই হানি করিও না; বরং তিনি তোমাকে যেরূপ বলিবেন, তাঁহার সহিত তদ্রূপ ব্যবহার করিও।
13 অতএব নবূষরদন রক্ষক-সেনাপতি, প্রধান নপুংসক নবূশস্‌বন প্রধান গণক নের্গল-শরেৎসর এবং বাবিল-রাজের সমস্ত প্রধানবর্গ
14 লোক প্রেরণ করিয়া রক্ষীদের প্রাঙ্গণ হইতে যিরমিয়কে লইয়া আসিলেন, এবং তাঁহাকে বাটীতে লইয়া যাইবার জন্য শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয়ের কাছে সমর্পণ করিলেন; তাহাতে তিনি লোকদের মধ্যে বাস করিলেন।
15 যে সময়ে যিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে বদ্ধ ছিলেন, তৎকালে তাঁহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইয়াছিল,
16 তুমি যাইয়া কূশীয় এবদ-মেলককে বল, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, মঙ্গলের নিমিত্ত নয়, কিন্তু অমঙ্গলের নিমিত্ত আমি এই নগরের উপরে আপন বাক্য সকল সফল করিব, সেই দিন তোমার সাক্ষাতে সে সমস্ত সফল হইবে।
17 কিন্তু সেই দিন আমি তোমাকে উদ্ধার করিব, ইহা সদাপ্রভু কহেন, এবং তুমি যে লোকদের হইতে উদ্বিগ্ন হইয়াছ, তাহাদের হস্তে তুমি সমর্পিত হইবে না।
18 আমি তোমাকে অবশ্য রক্ষা করিব, তুমি খড়্‌গে পতিত হইবে না, কিন্তু লুটিত দ্রব্যের ন্যায় তোমার প্রাণলাভ হইবে; কেননা তুমি আমাতে বিশ্বাস করিয়াছ, ইহা সদাপ্রভু কহেন।
1 In the ninth H8671 year H8141 of Zedekiah H6667 king H4428 of Judah, H3063 in the tenth H6224 month, H2320 came H935 Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 and all H3605 his army H2428 against H413 Jerusalem, H3389 and they besieged H6696 it.
2 And in the eleventh H6249 H6240 year H8141 of Zedekiah, H6667 in the fourth H7243 month, H2320 the ninth H8672 day of the month, H2320 the city H5892 was broken up. H1234
3 And all H3605 the princes H8269 of the king H4428 of Babylon H894 came in, H935 and sat H3427 in the middle H8432 gate, H8179 even Nergal- H5371 sharezer, Samgar- H5562 nebo, Sarsechim, H8310 Rabsaris, H7249 Nergal- H5371 sharezer, Rab- H7248 mag , with all H3605 the residue H7611 of the princes H8269 of the king H4428 of Babylon. H894
4 And it came to pass, H1961 that when H834 Zedekiah H6667 the king H4428 of Judah H3063 saw H7200 them , and all H3605 the men H376 of war, H4421 then they fled, H1272 and went forth H3318 out of H4480 the city H5892 by night, H3915 by the way H1870 of the king's H4428 garden, H1588 by the gate H8179 between H996 the two walls: H2346 and he went out H3318 the way H1870 of the plain. H6160
5 But the Chaldeans' H3778 army H2428 pursued H7291 after H310 them , and overtook H5381 H853 Zedekiah H6667 in the plains H6160 of Jericho: H3405 and when they had taken H3947 him , they brought him up H5927 to H413 Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 to Riblah H7247 in the land H776 of Hamath, H2574 where he gave H1696 judgment H4941 upon H854 him.
6 Then the king H4428 of Babylon H894 slew H7819 H853 the sons H1121 of Zedekiah H6667 in Riblah H7247 before his eyes: H5869 also the king H4428 of Babylon H894 slew H7819 all H3605 the nobles H2715 of Judah. H3063
7 Moreover he put out H5786 Zedekiah's H6677 eyes, H5869 and bound H631 him with chains, H5178 to carry H935 him to Babylon. H894
8 And the Chaldeans H3778 burned H8313 the king's H4428 house, H1004 and the houses H1004 of the people, H5971 with fire, H784 and broke down H5422 the walls H2346 of Jerusalem. H3389
9 Then H227 Nebuzaradan H5018 the captain H7227 of the guard H2876 carried away captive H1540 into Babylon H894 the remnant H3499 of the people H5971 that remained H7604 in the city, H5892 and those that fell away, H5307 that H834 fell H5307 to H5921 him , with H853 the rest H3499 of the people H5971 that remained. H7604
10 But Nebuzaradan H5018 the captain H7227 of the guard H2876 left H7604 of the poor H1800 of H4480 the people, H5971 which H834 had nothing H369 H3972 , in the land H776 of Judah, H3063 and gave H5414 them vineyards H3754 and fields H3010 at the same H1931 time. H3117
11 Now Nebuchadnezzar H5019 king H4428 of Babylon H894 gave charge H6680 concerning H5921 Jeremiah H3414 to H3027 Nebuzaradan H5018 the captain H7227 of the guard, H2876 saying, H559
12 Take H3947 him , and look well H5869 H7760 to H5921 him , and do H6213 him no H408 H3972 harm; H7451 but H3588 H518 do H6213 unto H5973 him even H3651 as H834 he shall say H1696 unto H413 thee.
13 So Nebuzaradan H5018 the captain H7227 of the guard H2876 sent, H7971 and Nebushasban, H5021 Rabsaris, H7249 and Nergal- H5371 sharezer, Rab- H7248 mag , and all H3605 the king H4428 of Babylon's H894 princes; H7227
14 Even they sent, H7971 and took H3947 H853 Jeremiah H3414 out of the court H4480 H2691 of the prison, H4307 and committed H5414 him unto H413 Gedaliah H1436 the son H1121 of Ahikam H296 the son H1121 of Shaphan, H8227 that he should carry H3318 him home: H1004 so he dwelt H3427 among H8432 the people. H5971
15 Now the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 Jeremiah, H3414 while he was H1961 shut up H6113 in the court H2691 of the prison, H4307 saying, H559
16 Go H1980 and speak H559 to Ebed- H5663 melech the Ethiopian, H3569 saying, H559 Thus H3541 saith H559 the LORD H3068 of hosts, H6635 the God H430 of Israel; H3478 Behold, H2009 I will bring H935 H853 my words H1697 upon H413 this H2063 city H5892 for evil, H7451 and not H3808 for good; H2896 and they shall be H1961 accomplished in that H1931 day H3117 before H6440 thee.
17 But I will deliver H5337 thee in that H1931 day, H3117 saith H5002 the LORD: H3068 and thou shalt not H3808 be given H5414 into the hand H3027 of the men H376 of whom H834 thou H859 art afraid H3016 H4480. H6440
18 For H3588 I will surely deliver H4422 H4422 thee , and thou shalt not H3808 fall H5307 by the sword, H2719 but thy life H5315 shall be H1961 for a prey H7998 unto thee: because H3588 thou hast put thy trust H982 in me, saith H5002 the LORD. H3068
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×