Bible Versions
Bible Books

Job 14:20 (BNV) Bengali Old BSI Version

1 মনুষ্য, অবলাজাত সকলে, অল্পায়ু উদ্বেগে পরিপূর্ণ।
2 সে পুষ্পের ন্যায় প্রস্ফুটিত হইয়া ম্লান হয়, সে ছায়ার ন্যায় চলিয়া যায়, স্থির থাকে না;
3 তবু তুমি কি ঈদৃশ প্রাণীর প্রতি চক্ষু মেলিবে? আমাকে তোমার সঙ্গে কি বিচারে আনিবে?
4 অশুচি হইতে শুচির উৎপত্তি কে করিতে পারে? এক জনও পারে না।
5 তাহার আয়ুর দিন নিরূপিত, তাহার মাসের সংখ্যা তোমার কাছে আছে, তুমি তাহার অলঙ্ঘনীয় সীমা স্থাপন করিয়াছ।
6 অন্যত্র দৃষ্টি কর, সে বিরাম প্রাপ্ত হউক, বেতনজীবীর ন্যায় আপন দিন ভোগ করুক।
7 কারণ বৃক্ষের আশা আছে, ছিন্ন হইলে তাহা পুনর্ব্বার পল্লবিত হইবে, তাহার কোমল শাখার অভাব হইবে না।
8 যদ্যপি মৃত্তিকায় তাহার মূল পুরাতন হয়, ভূমিতে তাহার গুঁড়ি মরিয়া যায়,
9 তথাচ জলের গন্ধ পাইলে তাহা পল্লবিত হয়, নবরোপিত বৃক্ষের ন্যায় শাখাবিশিষ্ট হয়।
10 কিন্তু মানুষ মরিলে ক্ষয় পায়; মনুষ্য প্রাণত্যাগ করিয়া কোথায় থাকে?
11 সমুদ্র হইতে জল চলিয়া যায়, নদী শুষ্ক হইয়া মরিয়া যায়;
12 তদ্রূপ মনুষ্য শয়ন করিলে আর উঠে না, যাবৎ আকাশ লুপ্ত না হয়, সে জাগিবে না, নিদ্রা হইতে জাগরিত হইবে না।
13 হায়, তুমি আমাকে পাতালে লুকাইয়া রাখিও, গুপ্ত রাখিও, যাবৎ তোমার ক্রোধ গত না হয়; আমার জন্য সময় নিরূপণ কর, আমাকে স্মরণ কর।
14 মনুষ্য মরিয়া কি পুনর্জীবিত হইবে? আমি আপন সৈন্যবৃত্তির সমস্ত দিন প্রতীক্ষা করিব, যে পর্য্যন্ত আমার দশান্তর না হয়।
15 পরে তুমি আহ্বান করিবে, আমি উত্তর দিব। তুমি আপন হস্তকৃতের প্রতি মমতা করিবে।
16 কিন্তু এখন তুমি আমার পাদবিন্যাস গণিতেছ; আমার পাপের প্রতি কি লক্ষ্য রাখ না?
17 আমার অধর্ম্ম থলীতে বদ্ধ মুদ্রাঙ্কিত, তুমি আমার অপরাধ বাঁধিয়া রাখিতেছ।
18 সত্যই পর্ব্বত পড়িয়া বিলুপ্ত হয়, শৈলও আপন স্থান হইতে সরিয়া যায়,
19 জল পাষাণকেও ক্ষয় করে, তাহার বন্যা ভূমির ধূলি ভাসাইয়া লইয়া যায়; তদ্রূপ তুমি মর্ত্ত্যের আশা ক্ষয় করিতেছ।
20 তুমি চিরতরে তাহাকে পরাজয় করিতেছ, তাহাতে সে চলিয়া যায়, তুমি তাহার মুখের বিকার করিয়া তাহাকে দূর করিতেছ।
21 তাহার সন্তানগণ গৌরবান্বিত হইলে সে তাহা জানে না, তাহারা অবনত হইলে সে তাহা টের পায় না।
22 কেবল তাহার নিজের মাংস ব্যথিত হয়, তাহার নিজ প্রাণ ব্যাকুল হয়।
1 Man H120 that is born H3205 of a woman H802 is of few H7116 days, H3117 and full H7649 of trouble. H7267
2 He cometh forth H3318 like a flower, H6731 and is cut down: H5243 he fleeth H1272 also as a shadow, H6738 and continueth H5975 not. H3808
3 And H637 dost thou open H6491 thine eyes H5869 upon H5921 such a one, H2088 and bringest H935 me into judgment H4941 with H5973 thee?
4 Who H4310 can bring H5414 a clean H2889 thing out of an unclean H4480 H2931 ? not H3808 one. H259
5 Seeing H518 his days H3117 are determined, H2782 the number H4557 of his months H2320 are with H854 thee , thou hast appointed H6213 his bounds H2706 that he cannot H3808 pass; H5674
6 Turn H8159 from H4480 H5921 him , that he may rest, H2308 till H5704 he shall accomplish, H7521 as a hireling, H7916 his day. H3117
7 For H3588 there is H3426 hope H8615 of a tree, H6086 if H518 it be cut down, H3772 that it will sprout H2498 again, H5750 and that the tender H3127 branch thereof will not H3808 cease. H2308
8 Though H518 the root H8328 thereof wax old H2204 in the earth, H776 and the stock H1503 thereof die H4191 in the ground; H6083
9 Yet through the scent H4480 H7381 of water H4325 it will bud, H6524 and bring forth H6213 boughs H7105 like H3644 a plant. H5194
10 But man H1397 dieth, H4191 and wasteth away: H2522 yea, man H120 giveth up the ghost, H1478 and where H346 is he?
11 As the waters H4325 fail H235 from H4480 the sea, H3220 and the flood H5104 decayeth H2717 and drieth up: H3001
12 So man H376 lieth down, H7901 and riseth H6965 not: H3808 till H5704 the heavens H8064 be no more, H1115 they shall not H3808 awake, H6974 nor H3808 be raised H5782 out of their sleep H4480 H8142 .
13 O that H4310 thou wouldest H5414 hide H6845 me in the grave, H7585 that thou wouldest keep me secret, H5641 until H5704 thy wrath H639 be past, H7725 that thou wouldest appoint H7896 me a set time, H2706 and remember H2142 me!
14 If H518 a man H1397 die, H4191 shall he live H2421 again ? all H3605 the days H3117 of my appointed time H6635 will I wait, H3176 till H5704 my change H2487 come. H935
15 Thou shalt call, H7121 and I H595 will answer H6030 thee : thou wilt have a desire H3700 to the work H4639 of thine hands. H3027
16 For H3588 now H6258 thou numberest H5608 my steps: H6806 dost thou not H3808 watch H8104 over H5921 my sin H2403 ?
17 My transgression H6588 is sealed up H2856 in a bag, H6872 and thou sewest up H2950 H5921 mine iniquity. H5771
18 And surely H199 the mountain H2022 falling H5307 cometh to naught, H5034 and the rock H6697 is removed H6275 out of his place H4480 H4725 .
19 The waters H4325 wear H7833 the stones: H68 thou washest away H7857 the things which grow H5599 out of the dust H6083 of the earth; H776 and thou destroyest H6 the hope H8615 of man. H582
20 Thou prevailest H8630 forever H5331 against him , and he passeth: H1980 thou changest H8138 his countenance, H6440 and sendest him away. H7971
21 His sons H1121 come to honor, H3513 and he knoweth H3045 it not; H3808 and they are brought low, H6819 but he perceiveth H995 it not H3808 of them. H3926
22 But H389 his flesh H1320 upon H5921 him shall have pain, H3510 and his soul H5315 within H5921 him shall mourn. H56
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×