Bible Versions
Bible Books

Job 21:14 (BNV) Bengali Old BSI Version

1 পরে ইয়োব উত্তর করিয়া কহিলেন,
2 তোমরা মন দিয়া আমার কথা শুন, তাহাই তোমাদের সান্ত্বনা দান হইবে।
3 আমার প্রতি সহিষ্ণুতা কর, আমিই কথা কহি; আমার কথনের পরে তুমি বিদ্রূপ করিও।
4 আমার কাতরোক্তি কি মনুষ্যের কাছে? আমার মন অধৈর্য্য হইবে না কেন?
5 তোমরা আমার প্রতি নিরীক্ষণ কর, স্তব্ধ হও, তোমাদের মুখে হাত দেও।
6 মনে পড়িলেই আমি বিহ্বল হই, আমার মাংস কম্পিত হয়।
7 দুর্জ্জনেরা কেন জীবিত থাকে, কেন বৃদ্ধ হয়, আবার ঐশ্বর্য্যে বীর্য্যবান্‌ হয়?
8 তাহাদের বংশ তাহাদের সম্মুখে, তাহাদের সঙ্গে, তাহাদের সন্তান-সন্ততি তাহাদের দৃষ্টিতে স্থিরীকৃত হয়,
9 তাহাদের বাটী শান্তিযুক্ত, ভয়রহিত, তাহাদের উপরে ঈশ্বরের দণ্ড নাই।
10 তাহাদের বৃষ সঙ্গম করিলে তাহা ব্যর্থ হয় না; গাভী গাভীন হইলে তাহার গর্ভপাত হয় না।
11 তাহারা আপন আপন শিশুদিগকে মেষপালের ন্যায় বাহিরে চালায়, তাহাদের সন্তানগণ নৃত্য করে।
12 তাহারা তবল বীণা বাদ্য করে, বংশীর ধ্বনি শুনিলে আমোদ করে।
13 তাহারা সুখে আপনাদের আয়ু যাপন করে। পরে এক নিমিষের মধ্যে পাতালে নামে।
14 তথাপি তাহারা ঈশ্বরকে বলে, তুমি আমাদের নিকট হইতে দূর হও, কারণ আমরা তোমার পথ জানিতে চাহি না।
15 সর্ব্বশক্তিমান কে যে, আমরা তাঁহার সেবা করিব? তাঁহার কাছে প্রার্থনা করিলে আমাদের কি লাভ?”
16 দেখ, তাহাদের সুদশা তাহাদের হস্তগত নয়, দুষ্টদের পরামর্শ আমা হইতে দূরবর্ত্তী।
17 কতবার দুষ্টদের প্রদীপ নির্ব্বাণ হয়? কতবার তাহাদের প্রতি বিপদ ঘটে, এবং ঈশ্বর ক্রোধে এমন ক্লেশ বন্টন করেন,
18 যে, তাহারা বায়ুর সম্মুখস্থ শুষ্ক তৃণের ন্যায়, ঝটিকা-বিতাড়িত তুষের ন্যায় হয়?
19 তোমরা বল, ঈশ্বর তাহার সন্তানগণের নিমিত্ত তাহার অধর্ম্ম সঞ্চয় করেন। তিনি তাহাকেই অধর্ম্মের ফল দিউন, তাহা হইলে সে তাহা জ্ঞাত হইবে,
20 তাহার নিজের চক্ষু তাহার বিনাশ দেখুক, সে সর্ব্বশক্তিমানের ক্রোধ পান করুক।
21 কারণ যখন তাহার মাসপর্য্যায় শেষ হইবে, তখন নিজ ভাবী কুলে তাহার কি সন্তোষ থাকিবে।
22 কেহ কি ঈশ্বরকে জ্ঞান শিক্ষা দিবে? তিনি ঊর্দ্ধবাসীদেরও শাসন করেন।
23 কেহ সম্পূর্ণ বলবান অবস্থায় মরে, সর্ব্ববিধ বিশ্রাম শান্তি থাকিতে মরে।
24 তাহার ভাণ্ড সকল দুগ্ধে পরিপূর্ণ, তাহার অস্থির মজ্জা সতেজ থাকে।
25 আর কেহ বা প্রাণে তিক্ত হইয়া মরে, মঙ্গলের আস্বাদ পায় না।
26 ইহারা উভয়ে সমভাবে ধূলায় শয়ন করে, উভয়ে কীটে আচ্ছন্ন হয়।
27 দেখ, আমি তোমাদের চিন্তা সকল জানি, আমার বিরুদ্ধে তোমাদের অন্যায় সঙ্কল্প সকল জানি।
28 তোমরা কহিতেছ, “সেই ভাগ্যবানের বাটী কোথায়? সেই দুর্জ্জনদের বসতির তাম্বু কোথায়?”
29 তোমরা কি পথিকদিগকে জিজ্ঞাসা কর নাই? উহাদের চিহ্ন সকল কি জান না?
30 বিনাশের দিন পর্য্যন্ত দুর্জ্জন রক্ষিত হয়, ক্রোধের দিন পর্য্যন্ত তাহারা উত্তীর্ণ হয়।
31 তাহার সম্মুখে তাহার পথ কে ব্যক্ত করিবে? তাহার কর্ম্মের ফল তাহাকে কে দিবে?
32 আর সে কবরে নীত হইবে, লোকে তাহার কবর-স্থান চৌকি দিবে।
33 তলভূমির মৃত্তিকা তাহার সুখকর বোধ হইবে, তাহার পরে সকলে তাহার অনুগামী হইবে, তাহার পূর্ব্বেও অসংখ্য লোক তদ্রূপ ছিল।
34 তবে কেন আমাকে অনর্থক সান্ত্বনা করিতেছ? তোমাদের উত্তরে কেবল অসত্য রহিয়াছে।
1 But Job H347 answered H6030 and said, H559
2 Hear diligently H8085 H8085 my speech, H4405 and let this H2063 be H1961 your consolations. H8575
3 Suffer H5375 me that I H595 may speak; H1696 and after that H310 I have spoken, H1696 mock on. H3932
4 As for me, H595 is my complaint H7879 to man H120 ? and if H518 it were so , why H4069 should not H3808 my spirit H7307 be troubled H7114 ?
5 Mark H6437 H413 me , and be astonished, H8074 and lay H7760 your hand H3027 upon H5921 your mouth. H6310
6 Even when H518 I remember H2142 I am afraid, H926 and trembling H6427 taketh hold H270 on my flesh. H1320
7 Wherefore H4069 do the wicked H7563 live, H2421 become old, H6275 yea, H1571 are mighty H1396 in power H2428 ?
8 Their seed H2233 is established H3559 in their sight H6440 with H5973 them , and their offspring H6631 before their eyes. H5869
9 Their houses H1004 are safe H7965 from fear H4480 H6343 , neither H3808 is the rod H7626 of God H433 upon H5921 them.
10 Their bull H7794 engendereth, H5674 and faileth H1602 not; H3808 their cow H6510 calveth, H6403 and casteth not her calf H7921 H3808 .
11 They send forth H7971 their little ones H5759 like a flock, H6629 and their children H3206 dance. H7540
12 They take H5375 the timbrel H8596 and harp, H3658 and rejoice H8055 at the sound H6963 of the organ. H5748
13 They spend H3615 their days H3117 in wealth, H2896 and in a moment H7281 go down H5181 to the grave. H7585
14 Therefore they say H559 unto God, H410 Depart H5493 from H4480 us ; for we desire H2654 not H3808 the knowledge H1847 of thy ways. H1870
15 What H4100 is the Almighty, H7706 that H3588 we should serve H5647 him? and what H4100 profit H3276 should we have, if H3588 we pray H6293 unto him?
16 Lo H2005 , their good H2898 is not H3808 in their hand: H3027 the counsel H6098 of the wicked H7563 is far H7368 from H4480 me.
17 How oft H4100 is the candle H5216 of the wicked H7563 put out H1846 ! and how oft cometh H935 their destruction H343 upon H5921 them! God distributeth H2505 sorrows H2256 in his anger. H639
18 They are H1961 as stubble H8401 before H6440 the wind, H7307 and as chaff H4671 that the storm H5492 carrieth away. H1589
19 God H433 layeth up H6845 his iniquity H205 for his children: H1121 he rewardeth H7999 H413 him , and he shall know H3045 it .
20 His eyes H5869 shall see H7200 his destruction, H3589 and he shall drink H8354 of the wrath H4480 H2534 of the Almighty. H7706
21 For H3588 what H4100 pleasure H2656 hath he in his house H1004 after H310 him , when the number H4557 of his months H2320 is cut off in the midst H2686 ?
22 Shall any teach H3925 God H410 knowledge H1847 ? seeing he H1931 judgeth H8199 those that are high. H7311
23 One H2088 dieth H4191 in his full H8537 strength, H6106 being wholly H3605 at ease H7946 and quiet. H7961
24 His breasts H5845 are full H4390 of milk, H2461 and his bones H6106 are moistened H8248 with marrow. H4221
25 And another H2088 dieth H4191 in the bitterness H4751 of his soul, H5315 and never H3808 eateth H398 with pleasure. H2896
26 They shall lie down H7901 alike H3162 in H5921 the dust, H6083 and the worms H7415 shall cover H3680 H5921 them.
27 Behold H2005 , I know H3045 your thoughts, H4284 and the devices H4209 which ye wrongfully imagine H2554 against H5921 me.
28 For H3588 ye say, H559 Where H346 is the house H1004 of the prince H5081 ? and where H346 are the dwelling H4908 places H168 of the wicked H7563 ?
29 Have ye not H3808 asked H7592 them that go H5674 by the way H1870 ? and do ye not H3808 know H5234 their tokens, H226
30 That H3588 the wicked H7451 is reserved H2820 to the day H3117 of destruction H343 ? they shall be brought forth H2986 to the day H3117 of wrath. H5678
31 Who H4310 shall declare H5046 his way H1870 to H5921 his face H6440 ? and who H4310 shall repay H7999 him what he H1931 hath done H6213 ?
32 Yet shall he H1931 be brought H2986 to the grave, H6913 and shall remain H8245 in H5921 the tomb. H1430
33 The clods H7263 of the valley H5158 shall be sweet H4985 unto him , and every H3605 man H120 shall draw H4900 after H310 him , as there are innumerable H369 H4557 before H6440 him.
34 How H349 then comfort H5162 ye me in vain, H1892 seeing in your answers H8666 there remaineth H7604 falsehood H4604 ?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×