Bible Versions
Bible Books

Jonah 3:3 (BNV) Bengali Old BSI Version

1 পরে দ্বিতীয় বার সদাপ্রভুর বাক্য যোনার কাছে উপস্থিত হইল;
2 তিনি কহিলেন, তুমি উঠ, নীনবীতে, সেই মহানগরে যাও, আর আমি তোমাকে যাহা ঘোষণা করিতে বলি, তাহা সেই নগরের উদ্দেশে ঘোষণা কর।
3 তখন যোনা উঠিয়া সদাপ্রভুর বাক্যানুসারে নীনবীতে গেলেন। নীনবী ঈশ্বরের দৃষ্টিতে মহানগর, তথায় যাতায়াত করিতে তিন দিন লাগিত।
4 পরে যোনা নগরে প্রবেশ করিতে আরম্ভ করিয়া এক দিনের পথ গেলেন, এবং ঘোষণা করিলেন, বলিলেন, ‘আর চল্লিশ দিন গত হইলে নীনবী উৎপাটিত হইবে।’
5 তখন নীনবীয় লোকেরা ঈশ্বরে বিশ্বাস করিল; তাহারা উপবাস ঘোষণা করিল, এবং মহান্‌ হইতে ক্ষুদ্র পর্য্যন্ত সকলে চট পরিধান করিল।
6 আর সেই বার্ত্তা নীনবী-রাজের নিকটে পৌঁছিলে তিনি আপন সিংহাসন হইতে উঠিলেন, গাত্রের শাল রাখিয়া দিলেন, এবং চট পরিধান করিয়া ভস্মে বসিলেন।
7 আর তিনি নীনবীতে রাজার তাঁহার অধ্যক্ষগণের আদেশে এই কথা উচ্চৈঃস্বরে প্রচার করাইলেন, মনুষ্য গোমেষাদি পশু কেহ কিছু আস্বাদন না করুক, ভোজন কি জল গ্রহণ না করুক;
8 কিন্তু মনুষ্য পশু চট পরিধান করিয়া যথাশক্তি ঈশ্বরকে ডাকুক, আর প্রত্যেক জন আপন আপন কুপথ আপন আপন হস্তস্থিত দৌরাত্ম্য হইতে ফিরুক।
9 হয় ত, ঈশ্বর ক্ষান্ত হইবেন, অনুশোচনা করিবেন, আপন প্রজ্বলিত ক্রোধ হইতে নিবৃত্ত হইবেন, তাহাতে আমরা বিনষ্ট হইব না।
10 তখন ঈশ্বর তাহাদের ক্রিয়া, তাহারা যে আপন আপন কুপথ হইতে বিমুখ হইল, তাহা দেখিলেন, আর তাহাদের যে অমঙ্গল করিবেন বলিয়াছিলেন, তদ্বিষয়ে অনুশোচনা করিলেন; তাহা করিলেন না।
1 And the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 Jonah H3124 the second time, H8145 saying, H559
2 Arise H6965 , go H1980 unto H413 Nineveh, H5210 that great H1419 city, H5892 and preach H7121 unto H413 it H853 the preaching H7150 that H834 I H595 bid H1696 H413 thee.
3 So Jonah H3124 arose, H6965 and went H1980 unto H413 Nineveh, H5210 according to the word H1697 of the LORD. H3068 Now Nineveh H5210 was H1961 an exceeding H430 great H1419 city H5892 of three H7969 days' H3117 journey. H4109
4 And Jonah H3124 began H2490 to enter H935 into the city H5892 a H259 day's H3117 journey, H4109 and he cried, H7121 and said, H559 Yet H5750 forty H705 days, H3117 and Nineveh H5210 shall be overthrown. H2015
5 So the people H376 of Nineveh H5210 believed H539 God, H430 and proclaimed H7121 a fast, H6685 and put on H3847 sackcloth, H8242 from the greatest H4480 H1419 of them even to H5704 the least H6996 of them.
6 For word H1697 came H5060 unto H413 the king H4428 of Nineveh, H5210 and he arose H6965 from his throne H4480 H3678 , and he laid H5674 his robe H155 from H4480 H5921 him , and covered H3680 him with sackcloth, H8242 and sat H3427 in H5921 ashes. H665
7 And he caused it to be proclaimed H2199 and published H559 through Nineveh H5210 by the decree H4480 H2940 of the king H4428 and his nobles, H1419 saying, H559 Let neither H408 man H120 nor beast, H929 herd H1241 nor flock, H6629 taste H2938 any thing: H3972 let them not H408 feed, H7462 nor H408 drink H8354 water: H4325
8 But let man H120 and beast H929 be covered H3680 with sackcloth, H8242 and cry H7121 mightily H2394 unto H413 God: H430 yea , let them turn H7725 every one H376 from his evil H7451 way H4480 H1870 , and from H4480 the violence H2555 that H834 is in their hands. H3709
9 Who H4310 can tell H3045 if God H430 will turn H7725 and repent, H5162 and turn away H7725 from his fierce H4480 H2740 anger, H639 that we perish H6 not H3808 ?
10 And God H430 saw H7200 H853 their works, H4639 that H3588 they turned H7725 from their evil H7451 way H4480 H1870 ; and God H430 repented H5162 of H5921 the evil, H7451 that H834 he had said H1696 that he would do H6213 unto them ; and he did H6213 it not. H3808
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×