Bible Versions
Bible Books

Joshua 13:10 (BNV) Bengali Old BSI Version

1 যিহোশূয় বৃদ্ধ গতবয়স্ক হইয়াছিলেন; আর সদাপ্রভু তাঁহাকে কহিলেন, তুমি বৃদ্ধ গতবয়স্ত হইলে; কিন্তু এখনও অধিকার করিতে বিস্তর দেশ অবশিষ্ট আছে।
2 এই দেশ এখনও অবশিষ্ট রহিল—পলেষ্টীয়দের সমস্ত প্রদেশ এবং গশূরীয়দের সমস্ত অঞ্চল;
3 মিসরের সম্মুখস্থ সীহোর নদী হইতে ইক্রোণের উত্তরসীমা পর্য্যন্ত, যাহা কনানীয়দের অধিকাররূপে গণনীয়; ঘসাতীয়, অস্‌দোদীয়, অস্কিলোনীয়, গাতীয় ইক্রোণীয়, পলেষ্টীয়দের এই পাঁচ ভূপালের দেশ,
4 আর দক্ষিণদিক্‌স্থ অব্বীয়দের দেশ, কনানীয়দের সমস্ত দেশ, ইমোরীয়দের সীমাস্থিত অফেক পর্য্যন্ত সীদোনীয়দের অধীন মিয়ারা;
5 গিব্‌লীয়দের দেশ হর্মোণ পর্ব্বতের তলস্থিত বাল্‌গাদ হইতে হমাতের প্রবেশস্থান পর্য্যন্ত, সূর্য্যোদয় দিক্‌স্থ সমস্ত লিবানোন;
6 লিবানোন হইতে মিষ্রফোৎময়িম পর্য্যন্ত পর্ব্বতময় প্রদেশ-নিবাসী সীদোনীয়দের সমস্ত দেশ। আমি ইস্রায়েল-সন্তানগণের সম্মুখ হইতে তাহাদিগকে অধিকারচ্যুত করিব; তুমি কেবল তাহা অধিকারার্থে ইস্রায়েলের জন্য নিরূপণ কর, যেমন আমি তোমাকে আজ্ঞা করিলাম।
7 এক্ষণে অধিকারার্থে নয় বংশকে মনঃশির অর্দ্ধ বংশকে এই দেশ অংশ করিয়া দেও।
8 মনঃশির সহিত রূবেণীয় গাদীয়েরা যর্দ্দনের পূর্ব্বপারে মোশির দত্ত আপন আপন অধিকার পাইয়াছিল, যেমন সদাপ্রভুর দাস মোশি তাহাদিগকে দান করিয়াছিলেন;
9 অর্থাৎ অর্ণোন উপত্যকার সীমাস্থ আরোয়ের উপত্যকার মধ্যস্থিত নগর অবধি, এবং দীবোন পর্য্যন্ত মেদবার সমস্ত সমভূমি;
10 এবং অম্মোন-সন্তানগণের সীমা পর্য্যন্ত হিষ্‌বোনে রাজত্বকারী ইমোরীয়দের সীহোন রাজার সমস্ত নগর;
11 এবং গিলিয়দ গশূরীয়দের মাখাথীয়দের অঞ্চল সমস্ত হর্মোণ পর্ব্বত এবং সল্‌খা পর্য্যন্ত সমস্ত বাশন,
12 অর্থাৎ রফায়ীয়দের মধ্যে অবশিষ্ট যে ওগ অষ্টারোতে ইদ্রিয়ীতে রাজত্ব করিতেন, তাঁহার সমস্ত বাশন রাজ্য দিয়াছিলেন; কেননা মোশি ইহাদিগকে আঘাত করিয়া অধিকারচ্যুত করিয়াছিলেন।
13 তথাপি ইস্রায়েল-সন্তানগণ গশূরীয়দিগকে মাখাথীয়দিগকে অধিকারচ্যুত করে নাই; গশূর মাখাথ্‌ অদ্যাপি ইস্রায়েলের মধ্যে বাস করিতেছে।
14 কেবল লেবি বংশকে মোশি কিছু অধিকার দেন নাই; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অগ্নিকৃত উপহার তাহার অধিকার, যেমন তিনি মোশিকে বলিয়াছিলেন।
15 মোশি রূবেণ-সন্তানগণের বংশকে তাহাদের গোষ্ঠী অনুসারে অধিকার দিয়াছিলেন।
16 অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের অবধি তাহাদের সীমা ছিল, এবং উপত্যকার মধ্যস্থিত নগর মেদবার নিকটস্থ সমস্ত সমভূমি;
17 হিষ্‌বোন সমভূমিস্থ তাহার সমস্ত নগর, দীবোন,
18 বামোৎ-বাল বৈৎ-বাল্‌-মিয়োন, যহস,
19 কদেমোৎ মেফাৎ, কিরিয়াথয়িম, সিব্‌মা তলভূমির পর্ব্বতস্থ সেরৎশহর,
20 বৈৎ-পিয়োর, পিস্‌গা-পার্শ্ব বৈৎ-যিশীমোৎ;
21 এবং সমভূমিস্থ সমস্ত নগর হিষ্‌বোনে রাজত্বকারী ইমোরীয়দের সীহোন রাজার সমুদয় রাজ্য; মোশি তাঁহাকে এবং মিদিয়নের অধ্যক্ষগণকে, অর্থাৎ সেই দেশনিবাসী ইবি, রেকম, সুর, হূর রেবা নামে সীহোনের রাজন্যদিগকে আঘাত করিয়াছিলেন।
22 ইস্রায়েল-সন্তানগণ খড়গ দ্বারা যাহাদিগকে বধ করিয়াছিল, তাহাদের মধ্যে বিয়োরের পুত্র মন্ত্রজ্ঞ বিলিয়মকেও বধ করিয়াছিল।
23 আর যর্দ্দন তাহার সীমা রূবেণ-সন্তানদের সীমা ছিল; রূবেণ-সন্তানদের গোষ্ঠী অনুসারে স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর তাহাদের অধিকার হইল।
24 আর মোশি গাদ-সন্তানদের গোষ্ঠী অনুসারে গাদ বংশকে অধিকার দিয়াছিলেন।
25 যাসের গিলিয়দের সমস্ত নগর, এবং রব্বার সম্মুখস্থ অরোয়ের পর্য্যন্ত অম্মোন-সন্তানগণের অর্দ্ধ দেশ তাহাদের অঞ্চল হইল।
26 আর হিষ্‌বোন হইতে রামৎ-মিস্‌পী বটোনীম পর্য্যন্ত এবং মহনয়িম হইতে দবীরের সীমা পর্য্যন্ত;
27 আর তলভূমিতে বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন, হিষ্‌বোনের সীহোন রাজার অবশিষ্ট রাজ্য, এবং যর্দ্দনের পূর্ব্বতীর অর্থাৎ কিন্নেরৎ হ্রদের প্রান্ত পর্য্যন্ত যর্দ্দন তাহার অঞ্চল।
28 গাদ-সন্তানগণের গোষ্ঠী অনুসারে স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর তাহাদের অধিকার হইল।
29 আর মোশি মনঃশির অর্দ্ধ বংশকে অধিকার দিয়াছিলেন; তাহা মনঃশি-সন্তানগণের অর্দ্ধ বংশের জন্য তাহাদের গোষ্ঠী অনুসারে দেওয়া হইয়াছিল।
30 তাহাদের সীমা মহনয়িম অবধি সমস্ত বাশন, বাশনের রাজা ওগের সমস্ত রাজ্য বাশনস্থ যায়ীরের সমস্ত নগর অর্থাৎ ষাইট নগর;
31 এবং অর্দ্ধ গিলিয়দ, অষ্টারোৎ ইদ্রিয়ী, ওগের বাশনস্থ রাজ্যের এই সকল নগর মনঃশির পুত্র মাখীরের সন্তানগণের, অর্থাৎ গোষ্ঠী অনুসারে মাখীরের সন্তানগণের অর্দ্ধ-সংখ্যার অধিকার হইল।
32 যিরীহোর সমীপে যর্দ্দনের পূর্ব্বপারে মোয়াবের তলভূমিতে মোশি এই সকল অধিকার অংশ করিয়া দিয়াছেন।
33 কিন্তু লেবির বংশকে মোশি কোন অধিকার দেন নাই; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাহাদের অধিকার, যেমন তিনি তাহাদিগকে বলিয়াছিলেন।
1 Now Joshua H3091 was old H2204 and stricken H935 in years; H3117 and the LORD H3068 said H559 unto H413 him, Thou H859 art old H2204 and stricken H935 in years, H3117 and there remaineth H7604 yet very H3966 much H7235 land H776 to be possessed. H3423
2 This H2063 is the land H776 that yet remaineth: H7604 all H3605 the borders H1552 of the Philistines, H6430 and all H3605 Geshuri, H1651
3 From H4480 Sihor, H7883 which H834 is before H5921 H6440 Egypt, H4714 even unto H5704 the borders H1366 of Ekron H6138 northward, H6828 which is counted H2803 to the Canaanite: H3669 five H2568 lords H5633 of the Philistines; H6430 the Gazathites, H5841 and the Ashdothites, H796 the Eshkalonites, H832 the Gittites, H1663 and the Ekronites; H6139 also the Avites: H5757
4 From the south H4480 H8486 , all H3605 the land H776 of the Canaanites, H3669 and Mearah H4632 that H834 is beside the Sidonians, H6722 unto H5704 Aphek, H663 to H5704 the borders H1366 of the Amorites: H567
5 And the land H776 of the Giblites, H1382 and all H3605 Lebanon, H3844 toward the sunrising H4217 H8121 , from Baal H4480 H1171 -gad under H8478 mount H2022 Hermon H2768 unto H5704 the entering H935 into Hamath. H2574
6 All H3605 the inhabitants H3427 of the hill country H2022 from H4480 Lebanon H3844 unto H5704 Misrephoth- H4956 maim, and all H3605 the Sidonians, H6722 them will I H595 drive out H3423 from before H4480 H6440 the children H1121 of Israel: H3478 only H7535 divide thou it by lot H5307 unto the Israelites H3478 for an inheritance, H5159 as H834 I have commanded H6680 thee.
7 Now H6258 therefore divide H2505 H853 this H2063 land H776 for an inheritance H5159 unto the nine H8672 tribes, H7626 and the half H2677 tribe H7626 of Manasseh, H4519
8 With H5973 whom the Reubenites H7206 and the Gadites H1425 have received H3947 their inheritance, H5159 which H834 Moses H4872 gave H5414 them, beyond H5676 Jordan H3383 eastward, H4217 even as H834 Moses H4872 the servant H5650 of the LORD H3068 gave H5414 them;
9 From Aroer H4480 H6177 , that H834 is upon H5921 the bank H8193 of the river H5158 Arnon, H769 and the city H5892 that H834 is in the midst H8432 of the river, H5158 and all H3605 the plain H4334 of Medeba H4311 unto H5704 Dibon; H1769
10 And all H3605 the cities H5892 of Sihon H5511 king H4428 of the Amorites, H567 which H834 reigned H4427 in Heshbon, H2809 unto H5704 the border H1366 of the children H1121 of Ammon; H5983
11 And Gilead, H1568 and the border H1366 of the Geshurites H1651 and Maachathites, H4602 and all H3605 mount H2022 Hermon, H2768 and all H3605 Bashan H1316 unto H5704 Salcah; H5548
12 All H3605 the kingdom H4468 of Og H5747 in Bashan, H1316 which H834 reigned H4427 in Ashtaroth H6252 and in Edrei, H154 who H1931 remained H7604 of the remnant H4480 H3499 of the giants: H7497 for these did Moses H4872 smite, H5221 and cast them out. H3423
13 Nevertheless the children H1121 of Israel H3478 expelled H3423 not H3808 H853 the Geshurites, H1651 nor the Maachathites: H4602 but the Geshurites H1650 and the Maachathites H4601 dwell H3427 among H7130 the Israelites H3478 until H5704 this H2088 day. H3117
14 Only H7535 unto the tribe H7626 of Levi H3878 he gave H5414 none H3808 inheritance; H5159 the sacrifices of the LORD God of Israel made by fire H801 H3068 H430 H3478 are their inheritance, H5159 as H834 he said H1696 unto them.
15 And Moses H4872 gave H5414 unto the tribe H4294 of the children H1121 of Reuben H7205 inheritance according to their families. H4940
16 And their coast H1366 was H1961 from Aroer H4480 H6177 , that H834 is on H5921 the bank H8193 of the river H5158 Arnon, H769 and the city H5892 that H834 is in the midst H8432 of the river, H5158 and all H3605 the plain H4334 by H5921 Medeba; H4311
17 Heshbon H2809 , and all H3605 her cities H5892 that H834 are in the plain; H4334 Dibon, H1769 and Bamoth- H1120 baal , and Beth- H1010 baal-meon,
18 And Jahazah, H3096 and Kedemoth, H6932 and Mephaath, H4158
19 And Kirjathaim, H7156 and Sibmah, H7643 and Zareth- H6890 shahar in the mount H2022 of the valley, H6010
20 And Beth- H1047 peor , and Ashdoth- H798 pisgah , and Beth- H1020 jeshimoth,
21 And all H3605 the cities H5892 of the plain, H4334 and all H3605 the kingdom H4468 of Sihon H5511 king H4428 of the Amorites, H567 which H834 reigned H4427 in Heshbon, H2809 whom H834 Moses H4872 smote H5221 with H854 the princes H5387 of Midian, H4080 H853 Evi, H189 and Rekem, H7552 and Zur, H6698 and Hur, H2354 and Reba, H7254 which were dukes H5257 of Sihon, H5511 dwelling H3427 in the country. H776
22 Balaam H1109 also the son H1121 of Beor, H1160 the soothsayer, H7080 did the children H1121 of Israel H3478 slay H2026 with the sword H2719 among H413 them that were slain H2491 by them.
23 And the border H1366 of the children H1121 of Reuben H7205 was H1961 Jordan, H3383 and the border H1366 thereof . This H2063 was the inheritance H5159 of the children H1121 of Reuben H7205 after their families, H4940 the cities H5892 and the villages H2691 thereof.
24 And Moses H4872 gave H5414 inheritance unto the tribe H4294 of Gad, H1410 even unto the children H1121 of Gad H1410 according to their families. H4940
25 And their coast H1366 was H1961 Jazer, H3270 and all H3605 the cities H5892 of Gilead, H1568 and half H2677 the land H776 of the children H1121 of Ammon, H5983 unto H5704 Aroer H6177 that H834 is before H5921 H6440 Rabbah; H7237
26 And from Heshbon H4480 H2809 unto H5704 Ramath- H7434 mizpeh , and Betonim; H993 and from Mahanaim H4480 H4266 unto H5704 the border H1366 of Debir; H1688
27 And in the valley, H6010 Beth- H1027 aram , and Beth- H1039 nimrah , and Succoth, H5523 and Zaphon, H6829 the rest H3499 of the kingdom H4480 H4468 of Sihon H5511 king H4428 of Heshbon, H2809 Jordan H3383 and his border, H1366 even unto H5704 the edge H7097 of the sea H3220 of Chinnereth H3672 on the other side H5676 Jordan H3383 eastward. H4217
28 This H2063 is the inheritance H5159 of the children H1121 of Gad H1410 after their families, H4940 the cities, H5892 and their villages. H2691
29 And Moses H4872 gave H5414 inheritance unto the half H2677 tribe H7626 of Manasseh: H4519 and this was H1961 the possession of the half H2677 tribe H4294 of the children H1121 of Manasseh H4519 by their families. H4940
30 And their coast H1366 was H1961 from Mahanaim H4480 H4266 , all H3605 Bashan, H1316 all H3605 the kingdom H4468 of Og H5747 king H4428 of Bashan, H1316 and all H3605 the towns H2333 of Jair, H2971 which H834 are in Bashan, H1316 threescore H8346 cities: H5892
31 And half H2677 Gilead, H1568 and Ashtaroth, H6252 and Edrei, H154 cities H5892 of the kingdom H4468 of Og H5747 in Bashan, H1316 were pertaining unto the children H1121 of Machir H4353 the son H1121 of Manasseh, H4519 even to the one half H2677 of the children H1121 of Machir H4353 by their families. H4940
32 These H428 are the countries which H834 Moses H4872 did distribute for inheritance H5157 in the plains H6160 of Moab, H4124 on the other side H4480 H5676 Jordan, H3383 by Jericho, H3405 eastward. H4217
33 But unto the tribe H7626 of Levi H3878 Moses H4872 gave H5414 not H3808 any inheritance: H5159 the LORD H3068 God H430 of Israel H3478 was their inheritance, H5159 as H834 he said H1696 unto them.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×