Bible Versions
Bible Books

Joshua 3:6 (BNV) Bengali Old BSI Version

1 পরে যিহোশূয় প্রত্যূষে উঠিয়া সমস্ত ইস্রায়েল-সন্তানের সহিত শিটীম হইতে যাত্রা করিয়া যর্দ্দন সমীপে উপস্থিত হইলেন, কিন্তু তখন পার না হইয়া সে স্থানে রাত্রি যাপন করিলেন।
2 তিন দিনের পর অধ্যক্ষগণ শিবিরের মধ্য দিয়া গেলেন;
3 তাঁহারা লোকদিগকে এই আজ্ঞা করিলেন; তোমরা যে সময়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম-সিন্দুক, লেবীয় যাজকগণকে তাহা বহন করিতে দেখিবে, তৎকালে আপন আপন স্থান হইতে যাত্রা করিয়া তাহারা পশ্চাতে পশ্চাতে গমন করিবে।
4 তথাপি তাহার তোমাদের মধ্যে অনুমান দুই সহস্র হস্ত পরিমিত ভূমি ব্যবধান থাকিবে; তাহার আর নিকটবর্ত্তী হইবে না; যেন তোমরা আপনাদের গন্তব্য পথ জানিতে পার, কেননা ইতিপূর্ব্বে তোমরা এই পথ দিয়া যাও নাই।
5 পরে যিহোশূয় লোকদিগকে কহিলেন, তোমরা আপনাদিগকে পবিত্র কর, কেননা কল্য সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য্য ক্রিয়া করিবেন।
6 পরে যিহোশূয় যাজকদিগকে বলিলেন, তোমরা নিয়ম-সিন্দুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে চল; তাহাতে তাহারা নিয়ম-সিন্দুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে গমন করিতে লাগিল।
7 তখন সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, অদ্য আমি সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে তোমাকে মহিমান্বিত করিতে আরম্ভ করিব, যেন তাহারা জানিতে পারে যে আমি যেমন মোশির সহবর্ত্তী ছিলাম, তেমনি তোমার সহবর্ত্তী থাকিব।
8 তুমি নিয়ম-সিন্দুকবাহক যাজকগণকে এই আজ্ঞা কর, যর্দ্দনের জলের ধারে উপস্থিত হইলে তোমরা যর্দ্দনে দাঁড়াইয়া থাকিবে।
9 তখন যিহোশূয় ইস্রায়েল-সন্তানগণকে কহিলেন, তোমরা এখানে আইস, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাক্য শুন।
10 আর যিহোশূয় কহিলেন, জীবন্ত ঈশ্বর যে তোমাদের মধ্যে বিদ্যমান, এবং কনানীয়, হিত্তীয়, হিব্বীয়, পরিষীয়, গির্গাশীয়, ইমোরীয় যিবূষীয়দিগকে তোমাদের সম্মুখ হইতে নিশ্চয়ই অধিকারচ্যুত করিবেন, তাহা তোমরা ইহা দ্বারা জানিতে পারিবে।
11 দেখ, সমস্ত ভূমণ্ডলের প্রভুর নিয়ম-সিন্দুক তোমাদের অগ্রে অগ্রে যর্দ্দনে যাইতেছে।
12 এখন তোমরা ইস্রায়েলের এক এক বংশ হইতে এক এক জন, এইরূপে বারো বংশ হইতে বারো জনকে গ্রহণ কর।
13 পরে এইরূপ হইবে, সমস্ত ভূমণ্ডলের প্রভু সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহক যাজকদের পদতল যর্দ্দনের জলে প্রবিষ্ট হইবামাত্র যর্দ্দনের জল, অর্থাৎ উপর হইতে যে জল বহিয়া আসিতেছে, তাহা ছিন্ন হইবে, এবং এক রাশি হইয়া দাঁড়াইয়া থাকিবে।
14 তখন লোকেরা যর্দ্দন পার হইবার জন্য আপন আপন তাম্বু হইতে যাত্রা করিল, আর যাজকগণ নিয়ম-সিন্দুক বহন করতঃ লোকদের অগ্রবর্ত্তী হইল।
15 আর সিন্দুকবাহকেরা যখন যর্দ্দন-সমীপে উপস্থিত হইল, এবং জলের ধারে সিন্দুকবাহক যাজকগণের চরণ জলমগ্ন হইল,—বাস্তবিক ফসল কাটার সমস্ত সময় যর্দ্দনের জল সমস্ত তীরের উপরে থাকে,
16 —তখন উপর হইতে আগত সমস্ত জল দাঁড়াইল, অতিদূরে সর্ত্তনের নিকটবর্ত্তী আদম নগরের কাছে এক রাশি হইয়া উঠিয়া রহিল, এবং অরাবা তলভূমির সমুদ্রে অর্থাৎ লবণ সমুদ্রে যে জল নামিয়া যাইতেছিল, তাহা সম্পূর্ণ ছিন্ন হইল; তাহাতে লোকেরা যিরীহোর সম্মুখেই পার হইল।
17 আর যে পর্য্যন্ত সমস্ত লোক নিঃশেষে যর্দ্দন পার না হইল, সেই পর্য্যন্ত সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহক যাজকগণ যর্দ্দন-মধ্যে শুষ্কভূমিতে দাঁড়াইয়া থাকিল; এবং সমস্ত ইস্রায়েল ক্রমশঃ শুষ্ক ভূমি দিয়া পার হইয়া গেল।
1 And Joshua H3091 rose early H7925 in the morning; H1242 and they removed H5265 from Shittim H4480 H7851 , and came H935 to H5704 Jordan, H3383 he H1931 and all H3605 the children H1121 of Israel, H3478 and lodged H3885 there H8033 before H2962 they passed over. H5674
2 And it came to pass H1961 after H4480 H7097 three H7969 days, H3117 that the officers H7860 went H5674 through H7130 the host; H4264
3 And they commanded H6680 H853 the people, H5971 saying, H559 When ye see H7200 H853 the ark H727 of the covenant H1285 of the LORD H3068 your God, H430 and the priests H3548 the Levites H3881 bearing H5375 it , then ye H859 shall remove H5265 from your place H4480 H4725 , and go H1980 after H310 it.
4 Yet H389 there shall be H1961 a space H7350 between H996 you and it , about two thousand H505 cubits H520 by measure: H4060 come not near H408 H7126 unto H413 it, that H4616 H834 ye may know the way H1870 by which H834 ye must go: H1980 for H3588 ye have not H3808 passed H5674 this way H1870 heretofore H4480 H8543. H8032
5 And Joshua H3091 said H559 unto H413 the people, H5971 Sanctify yourselves: H6942 for H3588 tomorrow H4279 the LORD H3068 will do H6213 wonders H6381 among H7130 you.
6 And Joshua H3091 spoke H559 unto H413 the priests, H3548 saying, H559 Take up H5375 H853 the ark H727 of the covenant, H1285 and pass over H5674 before H6440 the people. H5971 And they took up H5375 H853 the ark H727 of the covenant, H1285 and went H1980 before H6440 the people. H5971
7 And the LORD H3068 said H559 unto H413 Joshua, H3091 This H2088 day H3117 will I begin H2490 to magnify H1431 thee in the sight H5869 of all H3605 Israel, H3478 that H834 they may know H3045 that, H3588 as H834 I was H1961 with H5973 Moses, H4872 so I will be H1961 with H5973 thee.
8 And thou H859 shalt command H6680 H853 the priests H3548 that bear H5375 the ark H727 of the covenant, H1285 saying, H559 When ye are come H935 to H5704 the brink H7097 of the water H4325 of Jordan, H3383 ye shall stand still H5975 in Jordan. H3383
9 And Joshua H3091 said H559 unto H413 the children H1121 of Israel, H3478 Come H5066 hither, H2008 and hear H8085 H853 the words H1697 of the LORD H3068 your God. H430
10 And Joshua H3091 said, H559 Hereby H2063 ye shall know H3045 that H3588 the living H2416 God H410 is among H7130 you , and that he will without fail drive out H3423 H3423 from before H4480 H6440 you H853 the Canaanites, H3669 and the Hittites, H2850 and the Hivites, H2340 and the Perizzites, H6522 and the Girgashites, H1622 and the Amorites, H567 and the Jebusites. H2983
11 Behold H2009 , the ark H727 of the covenant H1285 of the Lord H113 of all H3605 the earth H776 passeth over H5674 before H6440 you into Jordan. H3383
12 Now H6258 therefore take H3947 you twelve H8147 H6240 men H376 out of the tribes H4480 H7626 of Israel, H3478 out of every tribe a man H376 H259 H376 H259 H7626 .
13 And it shall come to pass, H1961 as soon as the soles H3709 of the feet H7272 of the priests H3548 that bear H5375 the ark H727 of the LORD, H3068 the Lord H113 of all H3605 the earth, H776 shall rest H5117 in the waters H4325 of Jordan, H3383 that the waters H4325 of Jordan H3383 shall be cut off H3772 from the waters H4325 that come down H3381 from above H4480 H4605 ; and they shall stand H5975 upon a H259 heap. H5067
14 And it came to pass, H1961 when the people H5971 removed H5265 from their tents H4480 H168 , to pass over H5674 H853 Jordan, H3383 and the priests H3548 bearing H5375 the ark H727 of the covenant H1285 before H6440 the people; H5971
15 And as they that bore H5375 the ark H727 were come H935 unto H5704 Jordan, H3383 and the feet H7272 of the priests H3548 that bore H5375 the ark H727 were dipped H2881 in the brim H7097 of the water, H4325 (for Jordan H3383 overfloweth H4390 H5921 all H3605 his banks H1415 all H3605 the time H3117 of harvest, H7105 )
16 That the waters H4325 which came down H3381 from above H4480 H4605 stood H5975 and rose up H6965 upon a H259 heap H5067 very H3966 far H7368 from the city H5892 Adam H4480 H121 , that H834 is beside H4480 H6654 Zaretan: H6891 and those that came down H3381 toward H5921 the sea H3220 of the plain, H6160 even the salt H4417 sea, H3220 failed, H8552 and were cut off: H3772 and the people H5971 passed over H5674 right against H5048 Jericho. H3405
17 And the priests H3548 that bore H5375 the ark H727 of the covenant H1285 of the LORD H3068 stood H5975 firm H3559 on dry ground H2724 in the midst H8432 of Jordan, H3383 and all H3605 the Israelites H3478 passed over H5674 on dry ground, H2724 until H5704 H834 all H3605 the people H1471 were passed H5674 clean H8552 over H5674 H853 Jordan. H3383
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×