Bible Versions
Bible Books

Judges 15:12 (BNV) Bengali Old BSI Version

1 কিছু কাল পরে গোম কাটার সময়ে শিম্‌শোন এক ছাগবৎস সঙ্গে লইয়া আপন স্ত্রীর সহিত সাক্ষাৎ করিতে গেলেন; তিনি কহিলেন, আমি আপন স্ত্রীর নিকটে অন্তঃপুরে যাইব; কিন্তু সেই স্ত্রীর পিতা তাঁহাকে ভিতরে যাইতে দিল না।
2 তাহার পিতা কহিল, আমি নিশ্চয় মনে করিয়াছিলাম, তুমি তাহাকে নিতান্তই ঘৃণা করিলে, তাই আমি তাহাকে তোমার সখাকে দিয়াছি; তাহার কনিষ্ঠা ভগিনী কি তাহা হইতে সুন্দরী নয়? বিনয় করি, ইহার পরিবর্ত্তে তাহাকেই গ্রহণ কর।
3 শিম্‌শোন তাহাদিগকে কহিলেন, এবার আমি পলেষ্টীয়দের অনিষ্ট করিলেও তাহাদের সম্বন্ধে নির্দ্দোষ হইব।
4 পরে শিম্‌শোন গিয়া তিন শত শৃগাল ধরিয়া মশাল লইয়া তাহাদের লেজে লেজে যোগ করিয়া দুই দুই লেজে এক এক মশাল বাঁধিলেন।
5 পরে সেই মশালে অগ্নি দিয়া পলেষ্টীয়দের শস্যক্ষেত্রে ছাড়িয়া দিলেন; তাহাতে বাঁধা আটি, ক্ষেত্রের শস্য জিতবৃক্ষের উদ্যান সকলই পুড়িয়া গেল।
6 তখন পলেষ্টীয়েরা জিজ্ঞাসা করিল, কাজ কে করিল? লোকেরা কহিল, তিম্নায়ীয়ের জামাতা শিম্‌শোন করিয়াছে; যেহেতু তাহার শ্বশুর তাহার স্ত্রীকে লইয়া তাহার সখাকে দিয়াছে। তাহাতে পলেষ্টীয়েরা আসিয়া সেই স্ত্রীকে তাহার পিতাকে আগুনে পোড়াইয়া মারিল।
7 শিম্‌শোন তাহাদিগকে কহিলেন, তোমরা যদি প্রকার কাজ কর, তবে আমি নিশ্চয়ই তোমাদের প্রতিশোধ লইব, তাহার পর ক্ষান্ত হইব।
8 পরে তিনি তাহাদিগকে আঘাত করিলেন, কটিদেশের উপরে জঙ্ঘায় মহা আঘাত করিলেন; আর নামিয়া গিয়া ঐটম শৈলের ফাটালে বাস করিলেন।
9 আর পলেষ্টীয়েরা উঠিয়া গিয়া যিহূদা দেশে শিবির স্থাপন করিয়া লিহীতে ব্যাপিয়া রহিল।
10 তাহাতে যিহূদার লোকেরা জিজ্ঞাসা করিল, তোমরা আমাদের বিরুদ্ধে কেন আসিলে? তাহারা কহিল, শিম্‌শোনকে বাঁধিতে আসিয়াছি; সে আমাদের প্রতি যেমন করিয়াছে, আমরাও তাহার প্রতি তদ্রূপ করিব।
11 তখন যিহূদার তিন সহস্র লোক ঐটম শৈলের ফাটালে নামিয়া গিয়া শিম্‌শোনকে কহিল, পলেষ্টীয়েরা যে আমাদের কর্ত্তা, তাহা তুমি কি জান না? তবে আমাদের প্রতি তুমি কি করিলে? তিনি কহিলেন, তাহারা আমার প্রতি যেরূপ করিয়াছে, আমিও তাহাদের প্রতি তদ্রূপ করিয়াছি।
12 তাহারা তাঁহাকে কহিল, আমরা পলেষ্টীয়দের হস্তে সমর্পণ করিবার জন্য তোমাকে বাঁধিতে আসিয়াছি। শিম্‌শোন তাহাদিগকে কহিলেন, তোমরা আমাকে আক্রমণ করিবে না, আমার কাছে এই দিব্য কর।
13 তাহারা কহিল, না, কেবল তোমাকে দৃঢ়রূপে বাঁধিয়া তাহাদের হস্তে সমর্পণ করিব; কিন্তু আমরা যে তোমাকে বধ করিব, তাহা নয়, পরে তাহারা দুই গাছা নূতন রজ্জু দ্বারা তাঁহাকে বাঁধিয়া শৈল হইতে লইয়া গেল।
14 তিনি লিহীতে উপস্থিত হইলে পলেষ্টীয়েরা তাঁহার কাছে গিয়া জয়ধ্বনি করিল। তখন সদাপ্রভুর আত্মা সবলে তাঁহার উপরে আসিলেন, আর তাঁহার দুই বাহুস্থিত দুই রজ্জু অগ্নিদগ্ধ শণের ন্যায় হইল, এবং তাঁহার দুই হস্ত হইতে বেড়ি খসিয়া পড়িল।
15 পরে তিনি এক গর্দ্দভের কাঁচা হনূ দেখিতে পাইয়া হস্ত বিস্তারপূর্ব্বক তাহা লইয়া তদ্দ্বারা সহস্র লোককে আঘাত করিলেন।
16 আর শিম্‌শোন কহিলেন, গর্দ্দভের হনূ দ্বারা রাশির উপরে রাশি হইল, গর্দ্দভের হনূ দ্বারা সহস্র জনকে হানিলাম।
17 পরে তিনি কথা সমাপ্ত করিয়া হস্ত হইতে হনূ নিক্ষেপ করিলেন, আর সেই স্থানের নাম রামৎ-লিহী হনূগিরি রাখিলেন।
18 পরে তিনি অতিশয় তৃষ্ণাতুর হওয়াতে সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, তুমি আপন দাসের হস্ত দ্বারা এই মহানিস্তার সাধন করিয়াছ, এখন আমি তৃষ্ণা হেতু মারা পড়ি, অচ্ছিন্নত্বক্‌ লোকদের হাতে পড়ি।
19 তাহাতে ঈশ্বর লিহীস্থিত শূন্যগর্ভ স্থান বিদীর্ণ করিলেন, তাহা হইতে জল নির্গত হইল; তখন তিনি জল পান করিলে তাঁহার প্রাণ ফিরিয়া আসিল, তিনি সজীব হইলেন; অতএব তাহার নাম ঐন্‌-হক্কোরী আহ্বানকারীর উনুই রাখা হইল; তাহা অদ্যাপি লিহীতে আছে।
20 পলেষ্টীয়দের সময়ে তিনি বিংশতি বৎসর পর্য্যন্ত ইস্রায়েলের বিচার করিলেন।
1 But it came to pass H1961 within a while H4480 H3117 after , in the time H3117 of wheat H2406 harvest, H7105 that Samson H8123 visited H6485 H853 his wife H802 with a kid H1423 H5795 ; and he said, H559 I will go in H935 to H413 my wife H802 into the chamber. H2315 But her father H1 would not H3808 suffer H5414 him to go in. H935
2 And her father H1 said, H559 I verily thought H559 H559 that H3588 thou hadst utterly hated H8130 H8130 her ; therefore I gave H5414 her to thy companion: H4828 is not H3808 her younger H6996 sister H269 fairer H2896 than H4480 she? take H1961 her , I pray thee, H4994 instead H8478 of her.
3 And Samson H8123 said H559 concerning them, Now H6471 shall I be more blameless H5352 than the Philistines H4480 H6430 , though H3588 I H589 do H6213 H5973 them a displeasure. H7451
4 And Samson H8123 went H1980 and caught H3920 three H7969 hundred H3967 foxes, H7776 and took H3947 firebrands, H3940 and turned H6437 tail H2180 to H413 tail, H2180 and put H7760 a H259 firebrand H3940 in the midst H8432 between H996 two H8147 tails. H2180
5 And when he had set H1197 the brands H3940 on fire, H784 he let them go H7971 into the standing corn H7054 of the Philistines, H6430 and burnt up H1197 both the shocks H4480 H1430 , and also H5704 the standing corn, H7054 with H5704 the vineyards H3754 and olives. H2132
6 Then the Philistines H6430 said, H559 Who H4310 hath done H6213 this H2063 ? And they answered, H559 Samson, H8123 the son- H2860 in-law of the Timnite, H8554 because H3588 he had taken H3947 H853 his wife, H802 and given H5414 her to his companion. H4828 And the Philistines H6430 came up, H5927 and burnt H8313 her and her father H1 with fire. H784
7 And Samson H8123 said H559 unto them, Though H518 ye have done H6213 this, H2063 yet H3588 H518 will I be avenged H5358 of you , and after that H310 I will cease. H2308
8 And he smote H5221 them hip H7785 and H5921 thigh H3409 with a great H1419 slaughter: H4347 and he went down H3381 and dwelt H3427 in the top H5585 of the rock H5553 Etam. H5862
9 Then the Philistines H6430 went up, H5927 and pitched H2583 in Judah, H3063 and spread themselves H5203 in Lehi. H3896
10 And the men H376 of Judah H3063 said, H559 Why H4100 are ye come up H5927 against H5921 us? And they answered, H559 To bind H631 H853 Samson H8123 are we come up, H5927 to do H6213 to him as H834 he hath done H6213 to us.
11 Then three H7969 thousand H505 men H376 of Judah H4480 H3063 went H3381 to H413 the top H5585 of the rock H5553 Etam, H5862 and said H559 to Samson, H8123 Knowest H3045 thou not H3808 that H3588 the Philistines H6430 are rulers H4910 over us? what H4100 is this H2063 that thou hast done H6213 unto us? And he said H559 unto them, As H834 they did H6213 unto me, so H3651 have I done H6213 unto them.
12 And they said H559 unto him , We are come down H3381 to bind H631 thee , that we may deliver H5414 thee into the hand H3027 of the Philistines. H6430 And Samson H8123 said H559 unto them, Swear H7650 unto me, that H6435 ye will not fall H6293 upon me yourselves. H859
13 And they spoke H559 unto him, saying, H559 No; H3808 but H3588 we will bind thee fast H631 , H631 and deliver H5414 thee into their hand: H3027 but surely we will not kill H4191 H3808 H4191 thee . And they bound H631 him with two H8147 new H2319 cords, H5688 and brought him up H5927 from H4480 the rock. H5553
14 And when he H1931 came H935 unto H5704 Lehi, H3896 the Philistines H6430 shouted H7321 against H7125 him : and the Spirit H7307 of the LORD H3068 came mightily H6743 upon H5921 him , and the cords H5688 that H834 were upon H5921 his arms H2220 became H1961 as flax H6593 that H834 was burnt H1197 with fire, H784 and his bands H612 loosed H4549 from off H4480 H5921 his hands. H3027
15 And he found H4672 a new H2961 jawbone H3895 of an ass, H2543 and put forth H7971 his hand, H3027 and took H3947 it , and slew H5221 a thousand H505 men H376 therewith.
16 And Samson H8123 said, H559 With the jawbone H3895 of an ass, H2543 heaps upon heaps H2565 H2565 , with the jaw H3895 of an ass H2543 have I slain H5221 a thousand H505 men. H376
17 And it came to pass, H1961 when he had made an end H3615 of speaking, H1696 that he cast away H7993 the jawbone H3895 out of his hand H4480 H3027 , and called H7121 that H1931 place H4725 Ramath- H7437 lehi.
18 And he was sore athirst H6770 H3966 , and called H7121 on H413 the LORD, H3068 and said, H559 Thou H859 hast given H5414 H853 this H2063 great H1419 deliverance H8668 into the hand H3027 of thy servant: H5650 and now H6258 shall I die H4191 for thirst, H6772 and fall H5307 into the hand H3027 of the uncircumcised H6189 ?
19 But God H430 cleaved H1234 H853 a hollow place H4388 that H834 was in the jaw, H3895 and there came H3318 water H4325 therefrom; H4480 and when he had drunk, H8354 his spirit H7307 came again, H7725 and he revived: H2421 wherefore H5921 H3651 he called H7121 the name H8034 thereof En- H5875 hakkore, which H834 is in Lehi H3896 unto H5704 this H2088 day. H3117
20 And he judged H8199 H853 Israel H3478 in the days H3117 of the Philistines H6430 twenty H6242 years. H8141
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×