Bible Versions
Bible Books

Judges 21:3 (BNV) Bengali Old BSI Version

1 মিস্‌পাতে ইস্রায়েল-লোকেরা এই দিব্য করিয়াছিল, আমরা কেহ বিন্যামীনের মধ্যে কাহারও সহিত আপন কন্যার বিবাহ দিব না।
2 পরে লোকেরা বৈথেলে আসিয়া সন্ধ্যা পর্য্যন্ত সেই স্থানে ঈশ্বরের সম্মুখে বসিয়া উচ্চৈঃস্বরে অতিশয় রোদন করিল।
3 তাহারা কহিল, হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, অদ্য ইস্রায়েলের মধ্যে এক বংশের লোপ হইল, ইস্রায়েলের মধ্যে কেন এমন ঘটিল?
4 পরদিবসে লোকেরা প্রত্যূষে উঠিয়া সেই স্থানে যজ্ঞবেদি নির্ম্মাণ করিল, এবং হোমবলি মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল।
5 পরে ইস্রায়েল-সন্তানগণ কহিল, সমাজে সদাপ্রভুর নিকটে আইসে নাই, ইস্রায়েলের সমস্ত বংশের মধ্যে এমন কে আছে? কেননা মিস্‌পাতে সদাপ্রভুর নিকটে যে না আসিবে, সে অবশ্য হত হইবে, এই মহাদিব্য তাহারা করিয়াছিল।
6 আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের ভ্রাতা বিন্যামীনের জন্য অনুতাপ করিয়া কহিল, ইস্রায়েলের মধ্য হইতে অদ্য এক বংশ উচ্ছিন্ন হইল।
7 এখন তাহার অবশিষ্ট লোকদের বিবাহের বিষয়ে কি কর্ত্তব্য? আমরা সদাপ্রভুর নামে এই দিব্য করিয়াছি যে, আমরা তাহাদের সহিত আমাদের কন্যাদের বিবাহ দিব না।
8 অতএব তাহারা কহিল, মিস্‌পাতে সদাপ্রভুর নিকটে আইসে নাই, ইস্রায়েলের এমন কোন বংশ কি আছে? আর দেখ, যাবেশ-গিলিয়দ হইতে কেহ শিবিরস্থ সমাজে আইসে নাই।
9 লোক সকল গণিত হইল, কিন্তু দেখ, যাবেশ-গিলিয়দ-নিবাসীদের এক জনও সে স্থানে নাই।
10 তাহাতে মণ্ডলী বলবান লোকদের মধ্য হইতে বারো সহস্র লোককে সেই স্থানে পাঠাইল, আর তাহাদিগকে এই আজ্ঞা করিল, তোমরা যাও, যাবেশ-গিলিয়দ-নিবাসীদিগকে স্ত্রীলোক বালকবালিকাশুদ্ধ খড়্‌গধারে আঘাত কর।
11 আর এই কর্ম্ম করিবে; প্রত্যেক পুরুষকে এবং পুরুষের সহিত শয়নজ্ঞাতা প্রত্যেক স্ত্রীকে নিঃশেষে বিনষ্ট করিবে।
12 আর তাহারা যাবেশ-গিলিয়দ-নিবাসীদের মধ্যে এমন চারি শত কুমারী পাইল, যাহারা পুরুষের সহিত শয়ন করিয়া তাহার পরিচয় প্রাপ্ত হয় নাই। তাহারা কনান দেশস্থ শীলোর শিবিরে তাহাদিগকে আনিল।
13 পরে সমস্ত মণ্ডলী লোক পাঠাইয়া রিম্মোণ শৈলে অবস্থিত বিন্যামীন-সন্তানদের সহিত আলাপ করিল তাহাদের কাছে সন্ধি ঘোষণা করিল।
14 সেই সময়ে বিন্যামীনের লোকেরা ফিরিয়া আসিল, আর তাহারা যাবেশ-গিলিয়দস্থ যে কন্যাদিগকে জীবিত রাখিয়াছিল, উহাদের সহিত তাহাদের বিবাহ দিল; তথাপি উহাদের অকুলান হইল।
15 আর সদাপ্রভু ইস্রায়েল-বংশসমূহের মধ্যে ছিদ্র করিয়াছিলেন; এই কারণ লোকেরা বিন্যামীনের জন্য অনুতাপ করিল।
16 পরে মণ্ডলীর প্রাচীনবর্গ কহিলেন, বিন্যামীন হইতে স্ত্রীজাতি উচ্ছিন্ন হইয়াছে, অতএব অবশিষ্ট লোকদের বিবাহ দিবার জন্য আমাদের কি কর্ত্তব্য?
17 আরও কহিলেন ইস্রায়েলের মধ্যে এক বংশের লোপ যেন না হয়, তজ্জন্য বিন্যামীনের রক্ষাপ্রাপ্ত লোকদের একটী অধিকার থাকা আবশ্যক।
18 কিন্তু আমরা উহাদের সহিত আমাদের কন্যাদের বিবাহ দিতে পারি না; কেননা ইস্রায়েল-সন্তানগণ এই দিব্য করিয়াছে, যে কেহ বিন্যামীনকে কন্যা দিবে, সে শাপগ্রস্ত হইবে।
19 শেষে তাঁহারা কহিলেন, দেখ, শীলোতে প্রতিবৎসর সদাপ্রভুর উদ্দেশে এক উৎসব হইয়া থাকে। উহা বৈথেলের উত্তরদিকে, বৈথেল হইতে যে রাজপথ শিখিমের দিকে গিয়াছে, তাহার পূর্ব্বদিকে, এবং লবোনার দক্ষিণদিকে অবস্থিত।
20 তাহাতে তাঁহারা বিন্যামীন-সন্তানগণকে আজ্ঞা করিলেন, তোমরা গিয়া দ্রাক্ষাক্ষেত্রে লুকাইয়া থাক;
21 নিরীক্ষণ কর, আর দেখ, যদি শীলোর কন্যাগণ দলের মধ্যে নৃত্য করিতে করিতে বাহির হইয়া আইসে, তবে তোমরা দ্রাক্ষাক্ষেত্র হইতে বাহির হইয়া প্রত্যেকে শীলোর কন্যাদের মধ্য হইতে আপন আপন স্ত্রী ধরিয়া লইয়া বিন্যামীন দেশে প্রস্থান করিও।
22 আর তাহাদের পিতা কিম্বা ভ্রাতৃগণ যদি বিবাদ করিবার জন্য আমাদের নিকটে আইসে, তবে আমরা তাহাদিগকে বলিব, তোমরা আমাদের অনুরোধে তাহাদিগকে দান কর; কেননা যুদ্ধের সময়ে আমরা তাহাদের প্রত্যেক জনের জন্য স্ত্রী পাই নাই; আর তোমরাও তাহাদিগকে দেও নাই, দিলে এখন অপরাধী হইতে।
23 তখন বিন্যামীন-সন্তানগণ তদ্রূপ করিয়া আপনাদের সংখ্যানুসারে নৃত্যকারিণী কন্যাদের মধ্য হইতে স্ত্রী ধরিয়া গ্রহণ করিল; পরে আপন আপন অধিকারে ফিরিয়া গেল, এবং পুনর্ব্বার নগরগুলি নির্ম্মাণ করিয়া তাহাদের মধ্যে বাস করিল।
24 আর সেই সময়ে ইস্রায়েল-সন্তানগণ তথা হইতে প্রত্যেকে আপন আপন বংশের গোষ্ঠীর কাছে প্রস্থান করিল; তাহারা তথা হইতে বাহির হইয়া আপন আপন অধিকারে গেল।
25 তৎকালে ইস্রায়েলের মধ্যে রাজা ছিল না; যাহার দৃষ্টিতে যাহা ভাল বোধ হইত, সে তাহাই করিত।
1 Now the men H376 of Israel H3478 had sworn H7650 in Mizpeh, H4709 saying, H559 There shall not H3808 any H376 of H4480 us give H5414 his daughter H1323 unto Benjamin H1144 to wife. H802
2 And the people H5971 came H935 to the house of God, H1008 and abode H3427 there H8033 till H5704 even H6153 before H6440 God, H430 and lifted up H5375 their voices, H6963 and wept H1058 sore H1065 H1419 ;
3 And said, H559 O LORD H3068 God H430 of Israel, H3478 why H4100 is this H2063 come to pass H1961 in Israel, H3478 that there should be today H3117 one H259 tribe H7626 lacking H6485 in Israel H4480 H3478 ?
4 And it came to pass H1961 on the morrow H4480 H4283 , that the people H5971 rose early, H7925 and built H1129 there H8033 an altar, H4196 and offered H5927 burnt offerings H5930 and peace offerings. H8002
5 And the children H1121 of Israel H3478 said, H559 Who H4310 is there among all H4480 H3605 the tribes H7626 of Israel H3478 that H834 came not up H5927 H3808 with the congregation H6951 unto H413 the LORD H3068 ? For H3588 they had made H1961 a great H1419 oath H7621 concerning H834 him that came not up H5927 H3808 to H413 the LORD H3068 to Mizpeh, H4709 saying, H559 He shall surely be put to death H4191 H4191 .
6 And the children H1121 of Israel H3478 repented H5162 them for H413 Benjamin H1144 their brother, H251 and said, H559 There is one H259 tribe H7626 cut off H1438 from Israel H4480 H3478 this day. H3117
7 How H4100 shall we do H6213 for wives H802 for them that remain, H3498 seeing we H587 have sworn H7650 by the LORD H3068 that we will not H1115 give H5414 them of our daughters H4480 H1323 to wives H802 ?
8 And they said, H559 What H4310 one H259 is there of the tribes H4480 H7626 of Israel H3478 that H834 came not up H5927 H3808 to Mizpeh H4709 to H413 the LORD H3068 ? And, behold, H2009 there came H935 none H3808 H376 to H413 the camp H4264 from Jabesh H4480 H3003- H1568 gilead to H413 the assembly. H6951
9 For the people H5971 were numbered, H6485 and, behold, H2009 there were none H369 H376 of the inhabitants H4480 H3427 of Jabesh H3003 H1568 -gilead there. H8033
10 And the congregation H5712 sent H7971 hither H8033 twelve H8147 H6240 thousand H505 men H376 of the most valiant H4480 H1121, H2428 and commanded H6680 them, saying, H559 Go H1980 and smite the inhabitants H3427 of Jabesh H3003- H1568 gilead with the edge H6310 of the sword, H2719 with the women H802 and the children. H2945
11 And this H2088 is the thing H1697 that H834 ye shall do, H6213 Ye shall utterly destroy H2763 every H3605 male, H2145 and every H3605 woman H802 that hath lain H3045 H4904 by man. H2145
12 And they found H4672 among the inhabitants H4480 H3427 of Jabesh H3003 H1568 -gilead four H702 hundred H3967 young H5291 virgins, H1330 that H834 had known H3045 no H3808 man H376 by lying H4904 with any male: H2145 and they brought H935 them unto H413 the camp H4264 to Shiloh, H7887 which H834 is in the land H776 of Canaan. H3667
13 And the whole H3605 congregation H5712 sent H7971 some to speak H1696 to H413 the children H1121 of Benjamin H1144 that H834 were in the rock H5553 Rimmon, H7417 and to call H7121 peaceably H7965 unto them.
14 And Benjamin H1144 came again H7725 at that H1931 time; H6256 and they gave H5414 them wives H802 which H834 they had saved alive H2421 of the women H4480 H802 of Jabesh H3003 H1568 -gilead : and yet so H3651 they sufficed H4672 them not. H3808
15 And the people H5971 repented them H5162 for Benjamin, H1144 because H3588 that the LORD H3068 had made H6213 a breach H6556 in the tribes H7626 of Israel. H3478
16 Then the elders H2205 of the congregation H5712 said, H559 How H4100 shall we do H6213 for wives H802 for them that remain, H3498 seeing H3588 the women H802 are destroyed H8045 out of Benjamin H4480 H1144 ?
17 And they said, H559 There must be an inheritance H3425 for them that be escaped H6413 of Benjamin, H1144 that a tribe H7626 be not H3808 destroyed H4229 out of Israel H4480 H3478 .
18 Howbeit we H587 may H3201 not H3808 give H5414 them wives H802 of our daughters H4480 H1323 : for H3588 the children H1121 of Israel H3478 have sworn, H7650 saying, H559 Cursed H779 be he that giveth H5414 a wife H802 to Benjamin. H1144
19 Then they said, H559 Behold, H2009 there is a feast H2282 of the LORD H3068 in Shiloh H7887 yearly H4480 H3117 H3117 in a place which H834 is on the north side H4480 H6828 of Bethel H4480 , H1008 on the east side H4217 H8121 of the highway H4546 that goeth up H5927 from Bethel H4480 H1008 to Shechem, H7927 and on the south H4480 H5045 of Lebonah. H3829
20 Therefore they commanded H6680 H853 the children H1121 of Benjamin, H1144 saying, H559 Go H1980 and lie in wait H693 in the vineyards; H3754
21 And see, H7200 and, behold, H2009 if H518 the daughters H1323 of Shiloh H7887 come out H3318 to dance H2342 in dances, H4246 then come ye out H3318 of H4480 the vineyards, H3754 and catch H2414 you every man H376 his wife H802 of the daughters H4480 H1323 of Shiloh, H7887 and go H1980 to the land H776 of Benjamin. H1144
22 And it shall be, H1961 when H3588 their fathers H1 or H176 their brethren H251 come H935 unto H413 us to complain, H7378 that we will say H559 unto H413 them , Be favorable H2603 unto them for our sakes: because H3588 we reserved H3947 not H3808 to each man H376 his wife H802 in the war: H4421 for H3588 ye H859 did not H3808 give H5414 unto them at this time, H6256 that ye should be guilty. H816
23 And the children H1121 of Benjamin H1144 did H6213 so, H3651 and took H5375 them wives, H802 according to their number, H4557 of H4480 them that danced, H2342 whom H834 they caught: H1497 and they went H1980 and returned H7725 unto H413 their inheritance, H5159 and repaired H1129 H853 the cities, H5892 and dwelt H3427 in them.
24 And the children H1121 of Israel H3478 departed H1980 thence H4480 H8033 at that H1931 time, H6256 every man H376 to his tribe H7626 and to his family, H4940 and they went out H3318 from thence H4480 H8033 every man H376 to his inheritance. H5159
25 In those H1992 days H3117 there was no H369 king H4428 in Israel: H3478 every man H376 did H6213 that which was right H3477 in his own eyes. H5869
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×