Bible Versions
Bible Books

Judges 4:17 (BNV) Bengali Old BSI Version

1 এহূদের মৃত্যুর পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, পুনর্ব্বার তাহাই করিল।
2 তাহাতে সদাপ্রভু হাৎ-সোরে রাজত্বকারী কনান-রাজ যাবীনের হস্তে তাহাদিগকে বিক্রয় করিলেন। জাতিগণের হরোশৎ-নিবাসী সীষরা তাঁহার সেনাপতি ছিলেন।
3 আর ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর কাছে ক্রন্দন করিল, কেননা তাঁহার নয় শত লৌহরথ ছিল; এবং তিনি বিংশতি বৎসর পর্য্যন্ত ইস্রায়েলের প্রতি কঠোর দৌরাত্ম্য করিয়াছিলেন।
4 তৎকালে লপ্পীদোতের স্ত্রী দবোরা, এক জন ভাববাদিনী ইস্রায়েলের বিচার করিতেন।
5 তিনি পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশে রামার বৈথেলের মধ্যে স্থিত দবোরার খর্জ্জুর বৃক্ষ তলে অবস্থিতি করিতেন, এবং ইস্রায়েল-সন্তানগণ বিচারার্থে তাঁহার নিকটে উঠিয়া আসিত।
6 পরে তিনি লোক পাঠাইয়া কেদশ-নপ্তালি হইতে অবীনোয়মের পুত্র বারককে ডাকাইয়া কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু কি এই আজ্ঞা করেন নাই, তাবোর পর্ব্বতে লোক লইয়া যাও, নপ্তালি-সন্তানগণের সবূলূন-সন্তানগণের দশ সহস্র লোক সঙ্গে করিয়া লও;
7 তাহাতে আমি যাবীনের সেনাপতি সীষরাকে এবং তাহার রথ সকল লোকসমূহকে কীশোন নদীর সমীপে তোমার নিকটে আকর্ষণ করিব; এবং তাহাকে তোমার হস্তে সমর্পণ করিব?
8 তখন বারক তাঁহাকে কহিলেন, তুমি যদি আমার সঙ্গে যাও, তবে আমি যাইব; কিন্তু তুমি আমার সঙ্গে না গেলে আমি যাইব না।
9 দবোরা কহিলেন, আমি অবশ্য তোমার সঙ্গে যাইব, কিন্তু এই যাত্রায় তোমার যশ হইবে না; কেননা সদাপ্রভু সীষরাকে একটী স্ত্রীলোকের হস্তে বিক্রয় করিবেন। পরে দবোরা উঠিয়া বারকের সহিত কেদশে গমন করিলেন।
10 পরে বারক কেদশে সবূলূন নপ্তালিকে ডাকাইলেন; আর দশ সহস্র লোক তাঁহার পশ্চাতে পশ্চাতে যাত্রা করিল, এবং দবোরাও তাঁহার সহিত গেলেন।
11 সময়ে কেনীয় হেবর কেনীয়দের হইতে, মোশির সম্বন্ধী হোববের সন্তানদের হইতে, পৃথক্‌ হইয়া কেদশের নিকটবর্ত্তী সানন্নীমস্থ এলোন বৃক্ষ পর্য্যন্ত তাম্বু স্থাপন করিয়াছিলেন।
12 পরে সীষরা এই সংবাদ পাইলেন যে, অবীনোয়মের পুত্র বারক তাবোর পর্ব্বতে উঠিয়াছে।
13 তখন সীষরা আপন সমস্ত রথ অর্থাৎ নয় শত লৌহরথ এবং আপন সঙ্গী লোক সকলকে একত্র ডাকাইয়া জাতিগণের হরোশৎ হইতে কীশোন নদীর সমীপে গমন করিলেন।
14 তখন দবোরা বারককে কহিলেন, উঠ, কেননা অদ্যই সদাপ্রভু তোমার হস্তে সীষরাকে সমর্পণ করিয়াছেন; সদাপ্রভু কি তোমার অগ্রে অগ্রে যান নাই? তখন বারক তাঁহার অনুগামী দশ সহস্র লোক তাবোর পর্ব্বত হইতে নামিলেন।
15 পরে সদাপ্রভু বারকের সম্মুখে সীষরাকে এবং তাঁহার সমস্ত রথ সমস্ত সৈন্যকে খড়গধারে ছিন্ন ভিন্ন করিলেন; আর সীষরা রথ হইতে নামিয়া পদব্রজে পলায়ন করিলেন।
16 এবং বারক জাতিগণের হরোশৎ পর্য্যন্ত তাঁহার রথ সমূহের সৈন্যগণের পশ্চাতে ধাবমান হইলে সীষরার সমস্ত সৈন্য খড়গধারে পতিত হইল; এক জনও অবশিষ্ট রহিল না।
17 কিন্তু সীষরা পদব্রজে পলাইয়া কেনীয় হেবরের স্ত্রী যায়েলের তাম্বুর দিকে গেলেন; কেননা হাৎসোরের যাবীন রাজাতে কেনীয় হেবরের কুলে তখন ঐক্য ছিল।
18 আর যায়েল সীষরার সঙ্গে দেখা করিতে বাহির হইয়া তাঁহাকে কহিলেন, হে আমার প্রভু, ফিরিয়া আইসুন, আমার এখানে আইসুন, ভীত হইবেন না। তখন তিনি তাঁহার দিকে ফিরিয়া তাম্বুমধ্যে গেলে সেই স্ত্রী এক কম্বল দিয়া তাঁহাকে ঢাকিয়া রাখিলেন।
19 আর সীষরা তাঁহাকে কহিলেন, বিনয় করি, আমাকে একটু খাবার জল দেও, আমি পিপাসিত হইয়াছি। তাহাতে তিনি দুগ্ধের কুপা খুলিয়া পান করিতে দিলেন তাঁহাকে ঢাকিয়া রাখিলেন।
20 পরে সীষরা তাঁহাকে কহিলেন, তুমি তাম্বুদ্বারে দাঁড়াইয়া থাক; যদি কেহ আসিয়া জিজ্ঞাসা করে, এখানে কি কোন মানুষ আছে? তবে বলিও, কেহ নাই।
21 পরে হেবরের স্ত্রী যায়েল তাম্বুর এক গোঁজ লইলেন, মুদগর হস্তে করিয়া ধীরে ধীরে তাঁহার নিকটে গিয়া তাঁহার কর্ণমূলে গোঁজ এমন বিদ্ধ করিলেন যে, তাহা মৃত্তিকায় প্রবেশ করিল; কারণ তিনি নিদ্রাগত ছিলেন; এইরূপে তিনি মূর্চ্ছিত হইয়া মরিয়া গেলেন।
22 আর দেখ, বারক সীষরার পশ্চাতে তাড়া করিয়া যাইতে ছিলেন; তখন যায়েল তাঁহার সঙ্গে দেখা করিতে বাহিরে আসিয়া কহিলেন, আইস, তুমি যাহার অন্বেষণ করিতেছ, সেই মানুষ আমি তোমাকে দেখাই, তাহাতে তিনি তাঁহার তাম্বুতে প্রবেশ করিলেন, আর দেখ, সীষরা মৃত পড়িয়া আছেন, তাঁহার কর্ণমূলে গোঁজ বিদ্ধ রহিয়াছে।
23 এইরূপে ঈশ্বর সেই দিন কনান-রাজ যাবীনকে ইস্রায়েল-সন্তানগণের সাক্ষাতে নত করিলেন।
24 আর ইস্রায়েল-সন্তানগণ যে পর্য্যন্ত কনান-রাজ যাবীনকে বিনষ্ট না করিল, সে পর্য্যন্ত কনান-রাজ যাবীনের বিরুদ্ধে তাহাদের হস্ত উত্তর উত্তর প্রবল হইয়া উঠিল।
1 And the children H1121 of Israel H3478 again H3254 did H6213 evil H7451 in the sight H5869 of the LORD, H3068 when Ehud H261 was dead. H4191
2 And the LORD H3068 sold H4376 them into the hand H3027 of Jabin H2985 king H4428 of Canaan, H3667 that H834 reigned H4427 in Hazor; H2674 the captain H8269 of whose host H6635 was Sisera, H5516 which H1931 dwelt H3427 in Harosheth of the Gentiles. H2800
3 And the children H1121 of Israel H3478 cried H6817 unto H413 the LORD: H3068 for H3588 he had nine H8672 hundred H3967 chariots H7393 of iron; H1270 and twenty H6242 years H8141 he H1931 mightily H2393 oppressed H3905 H853 the children H1121 of Israel. H3478
4 And Deborah, H1683 a prophetess H5031 H802 , the wife H802 of Lapidoth, H3941 she H1931 judged H8199 H853 Israel H3478 at that H1931 time. H6256
5 And she H1931 dwelt H3427 under H8478 the palm tree H8560 of Deborah H1683 between H996 Ramah H7414 and Bethel H1008 in mount H2022 Ephraim: H669 and the children H1121 of Israel H3478 came up H5927 to H413 her for judgment. H4941
6 And she sent H7971 and called H7121 Barak H1301 the son H1121 of Abinoam H42 out of Kedesh H4480 H6943- H5320 naphtali , and said H559 unto H413 him , Hath not H3808 the LORD H3068 God H430 of Israel H3478 commanded, H6680 saying , Go H1980 and draw H4900 toward mount H2022 Tabor, H8396 and take H3947 with H5973 thee ten H6235 thousand H505 men H376 of the children H4480 H1121 of Naphtali H5321 and of the children H4480 H1121 of Zebulun H2074 ?
7 And I will draw H4900 unto H413 thee to H413 the river H5158 Kishon H7028 H853 Sisera, H5516 the captain H8269 of Jabin's H2985 army, H6635 with his chariots H7393 and his multitude; H1995 and I will deliver H5414 him into thine hand. H3027
8 And Barak H1301 said H559 unto H413 her, If H518 thou wilt go H1980 with H5973 me , then I will go: H1980 but if H518 thou wilt not H3808 go H1980 with H5973 me, then I will not H3808 go. H1980
9 And she said, H559 I will surely go H1980 H1980 with H5973 thee: notwithstanding H3808 H57 the journey H1870 that H834 thou H859 takest H1980 shall not H3808 be H1961 for thine honor; H8597 for H3588 the LORD H3068 shall sell H4376 H853 Sisera H5516 into the hand H3027 of a woman. H802 And Deborah H1683 arose, H6965 and went H1980 with H5973 Barak H1301 to Kedesh. H6943
10 And Barak H1301 called H2199 H853 Zebulun H2074 and Naphtali H5321 to Kedesh; H6943 and he went up H5927 with ten H6235 thousand H505 men H376 at his feet: H7272 and Deborah H1683 went up H5927 with H5973 him.
11 Now Heber H2268 the Kenite, H7014 which was of the children H4480 H1121 of Hobab H2246 the father- H2859 in-law of Moses, H4872 had severed himself H6504 from the Kenites H4480 H7017 , and pitched H5186 his tent H168 unto H5704 the plain H436 of Zaanaim, H6815 which H834 is by H854 Kedesh. H6943
12 And they showed H5046 Sisera H5516 that H3588 Barak H1301 the son H1121 of Abinoam H42 was gone up H5927 to mount H2022 Tabor. H8396
13 And Sisera H5516 gathered together H2199 H853 all H3605 his chariots, H7393 even nine H8672 hundred H3967 chariots H7393 of iron, H1270 and all H3605 the people H5971 that H834 were with H854 him , from Harosheth of the Gentiles H4480 H2800 unto H413 the river H5158 of Kishon. H7028
14 And Deborah H1683 said H559 unto H413 Barak, H1301 Up; H6965 for H3588 this H2088 is the day H3117 in which H834 the LORD H3068 hath delivered H5414 H853 Sisera H5516 into thine hand: H3027 is not H3808 the LORD H3068 gone out H3318 before H6440 thee? So Barak H1301 went down H3381 from mount H4480 H2022 Tabor, H8396 and ten H6235 thousand H505 men H376 after H310 him.
15 And the LORD H3068 discomfited H2000 H853 Sisera, H5516 and all H3605 his chariots, H7393 and all H3605 his host, H4264 with the edge H6310 of the sword H2719 before H6440 Barak; H1301 so that Sisera H5516 lighted down H3381 off H4480 H5921 his chariot, H4818 and fled away H5127 on his feet. H7272
16 But Barak H1301 pursued H7291 after H310 the chariots, H7393 and after H310 the host, H4264 unto H5704 Harosheth of the Gentiles: H2800 and all H3605 the host H4264 of Sisera H5516 fell H5307 upon the edge H6310 of the sword; H2719 and there was not H3808 a man H259 left. H7604
17 Howbeit Sisera H5516 fled away H5127 on his feet H7272 to H413 the tent H168 of Jael H3278 the wife H802 of Heber H2268 the Kenite: H7017 for H3588 there was peace H7965 between H996 Jabin H2985 the king H4428 of Hazor H2674 and the house H1004 of Heber H2268 the Kenite. H7017
18 And Jael H3278 went out H3318 to meet H7125 Sisera, H5516 and said H559 unto H413 him , Turn in, H5493 my lord, H113 turn in H5493 to H413 me; fear H3372 not. H408 And when he had turned in H5493 unto H413 her into the tent, H168 she covered H3680 him with a mantle. H8063
19 And he said H559 unto H413 her , Give me , I pray thee, H4994 a little H4592 water H4325 to drink; H8248 for H3588 I am thirsty. H6770 And she opened H6605 H853 a bottle H4997 of milk, H2461 and gave him drink, H8248 and covered H3680 him.
20 Again he said H559 unto H413 her, Stand H5975 in the door H6607 of the tent, H168 and it shall be, H1961 when H518 any man H376 doth come H935 and inquire H7592 of thee , and say, H559 Is H3426 there any man H376 here H6311 ? that thou shalt say, H559 No. H369
21 Then Jael H3278 Heber's H2268 wife H802 took H3947 H853 a nail H3489 of the tent, H168 and took H7760 H853 a hammer H4718 in her hand, H3027 and went H935 softly H3814 unto H413 him , and smote H8628 H853 the nail H3489 into his temples, H7451 and fastened H6795 it into the ground: H776 for he H1931 was fast asleep H7290 and weary. H5774 So he died. H4191
22 And, behold, H2009 as Barak H1301 pursued H7291 H853 Sisera, H5516 Jael H3278 came out H3318 to meet H7125 him , and said H559 unto him, Come, H1980 and I will show H7200 thee H853 the man H376 whom H834 thou H859 seekest. H1245 And when he came H935 into H413 her tent , behold, H2009 Sisera H5516 lay H5307 dead, H4191 and the nail H3489 was in his temples. H7451
23 So God H430 subdued H3665 on that H1931 day H3117 H853 Jabin H2985 the king H4428 of Canaan H3667 before H6440 the children H1121 of Israel. H3478
24 And the hand H3027 of the children H1121 of Israel H3478 prospered, H1980 and prevailed H1980 H7186 against H5921 Jabin H2985 the king H4428 of Canaan, H3667 until H5704 H834 they had destroyed H3772 H853 Jabin H2985 king H4428 of Canaan. H3667
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×