Bible Versions
Bible Books

Judges 5:15 (BNV) Bengali Old BSI Version

1 সেই দিন দবোরা অবীনোয়মের পুত্র বারক এই গান করিলেন।
2 ইস্রায়েলে নায়কগণ নেতৃত্ব করিলেন, প্রজারা স্ব-ইচ্ছায় আপনাদিগকে উৎসর্গ করিল, এজন্য তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর।
3 রাজগণ, শ্রবণ কর; নৃপগণ, কর্ণ দেও; আমি, আমিই সদাপ্রভুর উদ্দেশে গান করিব, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে সঙ্গীত করিব,
4 হে সদাপ্রভু, তুমি যখন সেয়ীর হইতে নির্গমন করিলে, ইদোম-ক্ষেত্র হইতে অগ্রসর হইলে, ভূমি কাঁপিল, আকাশও বর্ষিল, মেঘমালা জল বরিষণ করিল।
5 সদাপ্রভুর সাক্ষাতে পর্ব্বতগণ কম্পমান হইল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সাক্ষাতে সীনয় কম্পমান হইল।
6 অনাতের পুত্র শম্‌গরের সময়ে, যায়েলের সময়ে, রাজপথ শূন্য হইল, পথিকেরা বক্র পথ দিয়া গমন করিত।
7 নায়কগণ ইস্রায়েলের মধ্যে ক্ষান্ত ছিলেন, তাঁহারা ক্ষান্ত ছিলেন; শেষে আমি দবোরা উঠিলাম, ইস্রায়েলের মধ্যে মাতৃস্থানীয় হইয়া উঠিলাম।
8 তাহারা নূতন দেবতা মনোনীত করিয়াছিল; তৎকালে নগরদ্বারে যুদ্ধ হইল; ইস্রায়েলের চল্লিশ সহস্র লোকের মধ্যে কি একখানা ঢাল বা শল্য দৃষ্ট হইল?
9 আমার হৃদয় ইস্রায়েলের অধ্যক্ষগণের অভিমুখ, যাঁহারা প্রজাদের মধ্যে স্ব-ইচ্ছায় আপনাদিগকে উৎসর্গ করিলেন; তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর।
10 তোমরা যাহারা শুভ্র গর্দ্দভীতে চড়িয়া থাক, যাহারা দুলিচার উপরে বসিয়া থাক, যাহারা পথে ভ্রমণ কর, তোমরাই উহার সংবাদ দেও।
11 ধনুর্দ্ধরদের রব হইতে দূরে, জল তুলিবার স্থান সকলে, সেখানে কীর্ত্তিত হইতেছে সদাপ্রভুর ধর্ম্মক্রিয়া, ইস্রায়েলে তাঁহার শাসন সংক্রান্ত ধর্ম্মক্রিয়া সমূহ; তখন সদাপ্রভুর প্রজাগণ নগরদ্বারে নামিয়া যাইত।
12 দবোরে, জাগ্রত হও, জাগ্রত হও; জাগ্রত হও, জাগ্রত হও, গীত গান কর; বারক, উঠ; অবীনোয়মের পুত্র, তোমার বন্দিগণকে বন্দি কর।
13 তখন নরেন্দ্রদের অবশিষ্টেরা জনগণ নামিল; সদাপ্রভু আমার পক্ষে সেই বিক্রমীদের বিরুদ্ধে নামিলেন।
14 ইফ্রয়িম হইতে অমালেক-নিবাসীরা আসিল; বিন্যামীন তোমার লোকদের মধ্যে তোমার পশ্চাতে আসিল; মাখীর হইতে অধ্যক্ষগণ নামিলেন, সবূলূন হইতে রণ-দণ্ডধারিগণ নামিলেন।
15 ইষাখরের অধ্যক্ষগণ দবোরার সঙ্গী ছিলেন, ইষাখর যেমন বারকও তেমনি, তাঁহার পশ্চাতে তাঁহারা বেগে তলভূমিতে গেলেন। রূবেণের স্রোতঃসমূহের নিকটে গুরুতর চিত্তসংঙ্কল্প হইল।
16 তুমি কেন মেষবাথানের মধ্যে বসিলে? কি মেষপালকগণের বংশীবাদ্য শুনিবার জন্য? রূবেণের স্রোতঃসমূহের নিকটে গুরুতর চিত্তপরীক্ষা হইল।
17 গিলিয়দ যর্দ্দনের ওপারে বাস করিল, আর দান কেন জাহাজে রহিল? আশের সমুদ্রের পোতাশ্রয়ে বসিয়া থাকিল, নিজ খালের ধারে বাস করিল।
18 সবূলূন-প্রজাগণ প্রাণ তুচ্ছ করিল মৃত্যু পর্য্যন্ত, নপ্তালিও করিল ক্ষেত্রের উচ্চ উচ্চ স্থানে।
19 রাজগণ আসিয়া যুদ্ধ করিলেন, তখন কনানের রাজগণ যুদ্ধ করিলেন, মগিদ্দোর জলতীরস্থ তানকে যুদ্ধ করিলেন; তাঁহারা একখণ্ড রৌপ্যও লইলেন না।
20 আকাশমণ্ডল হইতে যুদ্ধ হইল, স্ব স্ব অয়নে তারাগণ সীষরার বিরুদ্ধে যুদ্ধ করিল।
21 কীশোন নদী তাহাদিগকে ভাসাইয়া লইয়া গেল; সেই প্রাচীন নদী, কীশোন নদী। হে আমার প্রাণ, সবলে অগ্রসর হও।
22 তখন অশ্বদের খুর ভূমি পেষণ করিল ধাবন হেতু, তাহাদের পরাক্রমীদের ধাবন হেতু।
23 সদাপ্রভুর দূত বলেন, মেরোসকে শাপ দেও, তথাকার নিবাসীদিগকে দারুণ শাপ দেও; কেননা তাহারা আসিল না সদাপ্রভুর সাহায্যের জন্য, সদাপ্রভুর সাহায্যের জন্য, বিক্রমীদের বিরুদ্ধে।
24 মহিলাদের মধ্যে যায়েল ধন্যা, কেনীয় হেবরের পত্নী ধন্যা, তাম্বুবাসিনী স্ত্রীলোকদের মধ্যে তিনি ধন্যা।
25 সে জল চাহিল, তিনি তাহাকে দুগ্ধ দিলেন। রাজোপযোগী পাত্রে ক্ষীর আনিয়া দিলেন।
26 তিনি গোঁজে হস্ত দিলেন। কর্ম্মকারের মুদগরে দক্ষিণ হস্ত দিলেন; তিনি সীষরাকে মুদগর মারিলেন, তাহার মস্তক বিদ্ধ করিলেন, তাহার কাণপাটি ভাঙ্গিলেন, বিদ্ধ করিলেন।
27 সে তাঁহার চরণে হেঁট হইয়া পড়িল, লম্বমান হইল; তাঁহার চরণে হেঁট হইয়া পড়িল; যেখানে হেঁট হইল, তথায় মরিয়া পড়িল।
28 সীষরার মাতা গবাক্ষ দিয়া চাহিল, সে বাতায়ন হইতে ডাকিয়া কহিল, তাহার রথ আসিতে কেন বিলম্ব করে? তাহার রথচক্র কেন মন্দ মন্দ চলে?
29 তাহার জ্ঞানবতী সহচরীগণ উত্তর করিল, সে আপনিও আপনার কথার উত্তর দিল,
30 তাহারা কি পায় নাই? লুট অংশ করিয়া লয় নাই? প্রত্যেক পুরুষ একটী কামিনী, দুইটী কামিনী, আর সীষরা চিত্রিত বস্ত্র পাইয়াছে, চিত্রিত সূচিকার্য্যের বস্ত্র পাইয়াছে, চিত্রিত দুই ধারি বাঁধা বস্ত্র লুটকারীর কণ্ঠে।
31 হে সদাপ্রভু, তোমার সর্ব্ব শত্রু এইরূপে বিনষ্ট হউক, কিন্তু তোমার প্রেমকারিগণ সপ্রতাপে গমনকারী সূর্য্যের সদৃশ হউক। পরে চল্লিশ বৎসর দেশ নিষ্কন্টকে থাকিল।
1 Then sang H7891 Deborah H1683 and Barak H1301 the son H1121 of Abinoam H42 on that H1931 day, H3117 saying, H559
2 Praise H1288 ye the LORD H3068 for the avenging H6544 H6546 of Israel, H3478 when the people H5971 willingly offered themselves. H5068
3 Hear H8085 , O ye kings; H4428 give ear, H238 O ye princes; H7336 I, H595 even I, H595 will sing H7891 unto the LORD; H3068 I will sing H2167 praise to the LORD H3068 God H430 of Israel. H3478
4 LORD H3068 , when thou wentest out H3318 of Seir H4480 H8165 , when thou marchedst H6805 out of the field H4480 H7704 of Edom, H123 the earth H776 trembled, H7493 and H1571 the heavens H8064 dropped, H5197 the clouds H5645 also H1571 dropped H5197 water. H4325
5 The mountains H2022 melted H5140 from before H4480 H6440 the LORD, H3068 even that H2088 Sinai H5514 from before H4480 H6440 the LORD H3068 God H430 of Israel. H3478
6 In the days H3117 of Shamgar H8044 the son H1121 of Anath, H6067 in the days H3117 of Jael, H3278 the highways H734 were unoccupied, H2308 and the travelers H1980 H5410 walked H1980 through byways H734 H6128 .
7 The inhabitants of the villages H6520 ceased, H2308 they ceased H2308 in Israel, H3478 until that H5704 that I Deborah H1683 arose H7945 H6965 , that I arose H6965 a mother H517 in Israel. H3478
8 They chose H977 new H2319 gods; H430 then H227 was war H3901 in the gates: H8179 was there a shield H4043 or spear H7420 seen H7200 among forty H705 thousand H505 in Israel H3478 ?
9 My heart H3820 is toward the governors H2710 of Israel, H3478 that offered themselves willingly H5068 among the people. H5971 Bless H1288 ye the LORD. H3068
10 Speak H7878 , ye that ride H7392 on white H6715 asses, H860 ye that sit H3427 in H5921 judgment, H4055 and walk H1980 by H5921 the way. H1870
11 They that are delivered from the noise H4480 H6963 of archers H2686 in H996 the places of drawing water, H4857 there H8033 shall they rehearse H8567 the righteous acts H6666 of the LORD, H3068 even the righteous acts H6666 toward the inhabitants of his villages H6520 in Israel: H3478 then H227 shall the people H5971 of the LORD H3068 go down H3381 to the gates. H8179
12 Awake H5782 , awake, H5782 Deborah: H1683 awake, H5782 awake, H5782 utter H1696 a song: H7892 arise, H6965 Barak, H1301 and lead thy captivity captive H7617 H7628 , thou son H1121 of Abinoam. H42
13 Then H227 he made him that remaineth H8300 have dominion H7287 over the nobles H117 among the people: H5971 the LORD H3068 made me have dominion H7287 over the mighty. H1368
14 Out of H4480 Ephraim H669 was there a root H8328 of them against Amalek; H6002 after H310 thee, Benjamin, H1144 among thy people; H5971 out of H4480 Machir H4353 came down H3381 governors, H2710 and out of Zebulun H4480 H2074 they that handle H4900 the pen H7626 of the writer. H5608
15 And the princes H8269 of Issachar H3485 were with H5973 Deborah; H1683 even Issachar, H3485 and also H3651 Barak: H1301 he was sent H7971 on foot H7272 into the valley. H6010 For the divisions H6391 of Reuben H7205 there were great H1419 thoughts H2711 of heart. H3820
16 Why H4100 abodest H3427 thou among H996 the sheepfolds, H4942 to hear H8085 the bleatings H8292 of the flocks H5739 ? For the divisions H6391 of Reuben H7205 there were great H1419 searchings H2714 of heart. H3820
17 Gilead H1568 abode H7931 beyond H5676 Jordan: H3383 and why H4100 did Dan H1835 remain H1481 in ships H591 ? Asher H836 continued H3427 on the sea H3220 shore, H2348 and abode H7931 in H5921 his breaches. H4664
18 Zebulun H2074 and Naphtali H5321 were a people H5971 that jeopardized H2778 their lives H5315 unto the death H4191 in H5921 the high places H4791 of the field. H7704
19 The kings H4428 came H935 and fought, H3898 then H227 fought H3898 the kings H4428 of Canaan H3667 in Taanach H8590 by H5921 the waters H4325 of Megiddo; H4023 they took H3947 no H3808 gain H1214 of money. H3701
20 They fought H3898 from H4480 heaven; H8064 the stars H3556 in their courses H4480 H4546 fought H3898 against H5973 Sisera. H5516
21 The river H5158 of Kishon H7028 swept them away, H1640 that ancient H6917 river, H5158 the river H5158 Kishon. H7028 O my soul, H5315 thou hast trodden down H1869 strength. H5797
22 Then H227 were the horses' H5483 hooves H6119 broken H1986 by the means of the prancings H4480 H1726 , the prancings H1726 of their mighty ones. H47
23 Curse H779 ye Meroz, H4789 said H559 the angel H4397 of the LORD, H3068 curse ye bitterly H779 H779 the inhabitants H3427 thereof; because H3588 they came H935 not H3808 to the help H5833 of the LORD, H3068 to the help H5833 of the LORD H3068 against the mighty. H1368
24 Blessed H1288 above women H4480 H802 shall Jael H3278 the wife H802 of Heber H2268 the Kenite H7017 be, blessed H1288 shall she be above women H4480 H802 in the tent. H168
25 He asked H7592 water, H4325 and she gave H5414 him milk; H2461 she brought forth H7126 butter H2529 in a lordly H117 dish. H5602
26 She put H7971 her hand H3027 to the nail, H3489 and her right hand H3225 to the workmen's H6001 hammer; H1989 and with the hammer she smote H1986 Sisera, H5516 she smote off H4277 his head, H7218 when she had pierced H4272 and stricken through H2498 his temples. H7451
27 At H996 her feet H7272 he bowed, H3766 he fell, H5307 he lay down: H7901 at H996 her feet H7272 he bowed, H3766 he fell: H5307 where H834 he bowed, H3766 there H8033 he fell down H5307 dead. H7703
28 The mother H517 of Sisera H5516 looked out H8259 at H1157 a window, H2474 and cried H2980 through H1157 the lattice, H822 Why H4069 is H954 his chariot H7393 so long H954 in coming H935 ? why H4069 tarry H309 the wheels H6471 of his chariots H4818 ?
29 Her wise H2450 ladies H8282 answered H6030 her, yea, H637 she H1931 returned H7725 answer H561 to herself,
30 Have they not H3808 sped H4672 ? have they not divided H2505 the prey; H7998 to every H7218 man H1397 a damsel or two H7356 H7356 ; to Sisera H5516 a prey H7998 of divers colors, H6648 a prey H7998 of divers colors H6648 of needlework, H7553 of divers colors H6648 of needlework H7553 on both sides, meet for the necks H6677 of them that take the spoil H7998 ?
31 So H3651 let all H3605 thine enemies H341 perish, H6 O LORD: H3068 but let them that love H157 him be as the sun H8121 when he goeth forth H3318 in his might. H1369 And the land H776 had rest H8252 forty H705 years. H8141
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×