Bible Versions
Bible Books

Judges 7:9 (BNV) Bengali Old BSI Version

1 পরে যিরুব্বাল অর্থাৎ গিদিয়োন তাঁহার সঙ্গী সমস্ত লোক প্রত্যূষে উঠিয়া হারোদ নামক উনুইর নিকটে শিবির স্থাপন করিলেন; তখন মিদিয়নের শিবির তাঁহাদের উত্তরদিকে মোরি পর্ব্বতের নিকটে তলভূমিতে ছিল।
2 পরে সদাপ্রভু গিদিয়োনকে কহিলেন, তোমার সঙ্গী লোকদের সংখ্যা এত অধিক যে, আমি মিদিয়নীয়দিগকে তাহাদের হস্তে সমর্পণ করিব না; পাছে ইস্রায়েল আমার প্রতিকূলে গর্ব্ব করিয়া বলে, আমি আপন বাহুবলে নিস্তার পাইলাম।
3 অতএব তুমি এক্ষণে লোকদের কর্ণগোচরে এই কথা ঘোষণা কর, যে কেহ ভীত ত্রাসযুক্ত, সে ফিরিয়া গিদিয়দ পর্ব্বত হইতে প্রস্থান করুক, তাহাতে লোকদের মধ্য হইতে বাইশ সহস্র লোক ফিরিয়া গেল, দশ সহস্র অবশিষ্ট থাকিল।
4 পরে সদাপ্রভু গিদিয়োনকে কহিলেন, লোক এখনও অধিক আছে; তুমি তাহাদিগকে লইয়া জলের কাছে নামিয়া যাও; সেখানে আমি তোমার জন্য তাহাদের পরীক্ষা লইব; তাহাতে যাহার বিষয়ে তোমাকে বলি, তোমার সহিত যাইবে, সেই তোমার সহিত যাইবে; এবং যাহার বিষয়ে তোমাকে বলি, তোমার সহিত যাইবে না, সে যাইবে না।
5 পরে তিনি লোকদিগকে জলের নিকটে লইয়া গেলে সদাপ্রভু গিদিয়োনকে কহিলেন, যে কেহ কুকুরের ন্যায় জিহ্বা দ্বারা জল চাটিয়া খায়, তাহাকে, যে কেহ জল পান করিবার জন্য হাঁটুর উপরে উবুড় হয়, তাহাকে পৃথক্‌ করিয়া রাখ।
6 তাহাতে সংখ্যায় তিন শত লোক মুখে অঞ্জলি তুলিয়া জল চাটিয়া খাইল, কিন্তু অন্য সমস্ত লোক পান করিবার জন্য হাঁটুর উপরে উবুড় হইল।
7 তখন সদাপ্রভু গিদিয়োনকে কহিলেন, এই যে তিন শত লোক জল চাটিয়া খাইল, ইহাদের দ্বারা আমি তোমাদিগকে নিস্তার করিব, মিদিয়নীয়দিগকে তোমার হস্তে সমর্পণ করিব; অন্য সমস্ত লোক স্ব স্ব স্থানে গমন করুক।
8 পরে লোকেরা আপন আপন হস্তে খাদ্য দ্রব্য তূরী গ্রহণ করিল, আর তিনি ইস্রায়েলের লোকসমূহকে স্ব স্ব তাম্বুতে বিদায় করিয়া তিন শত লোককে রাখিলেন; তৎকালে মিদিয়নের শিবির তাঁহার নীচে তলভূমিতে ছিল।
9 আর সেই রাত্রিতে সদাপ্রভু তাঁহাকে কহিলেন, উঠ, তুমি নামিয়া শিবিরের মধ্যে যাও; কেননা আমি তোমার হস্তে তাহা সমর্পণ করিয়াছি।
10 আর যদি তুমি যাইতে ভীত হও, তবে তোমার চাকর ফুরাকে সঙ্গে লইয়া নামিয়া শিবিরে যাও, এবং উহারা যাহা বলে, তাহা শুন;
11 তাহার পরে তোমার হস্ত বলবান হইবে, তাহাতে তুমি শিবিরের বিরুদ্ধে নামিয়া যাইবে। তখন তিনি আপন চাকর ফুরাকে সঙ্গে করিয়া শিবিরস্থ সসজ্জ লোকদের প্রান্তভাগ পর্য্যন্ত নামিয়া গেলেন।
12 তখন মিদিয়নীয়, অমালেকীয় পূর্ব্বদেশের সমস্ত লোক বাহুল্য প্রযুক্ত পঙ্গপালের ন্যায় তলভূমিতে পড়িয়াছিল, এবং তাহাদের উষ্ট্রও বাহুল্য প্রযুক্ত সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় অসংখ্য ছিল।
13 পরে গিদিয়োন আসিলেন, আর দেখ, তাহাদের মধ্যে এক জন আপন বন্ধুকে এই স্বপ্নকথা বলিল, দেখ, আমি একটা স্বপ্ন দেখিয়াছি, আর দেখ, যেন যবের একখান রুটী মিদিয়নের শিবিরের মধ্য দিয়া গড়াইয়া গেল, এবং তাম্বুর নিকটে উপস্থিত হইয়া আঘাত করিল; তাহাতে তাম্বুখানি উল্টিয়া লম্বমান হইয়া পড়িল।
14 তখন তাহার বন্ধু উত্তর করিল, উহা আর কিছু নয়, ইস্রায়েলীয় যোয়াশের পুত্র গিদিয়োনের খড়গ; ঈশ্বর মিদিয়নকে সমস্ত শিবিরকে তাহার হস্তে সমর্পণ করিয়াছেন।
15 তখন গিদিয়োন স্বপ্নের কথা তাহার অর্থ শুনিয়া প্রণিপাত করিলেন; পরে ইস্রায়েলের শিবিরে ফিরিয়া আসিয়া কহিলেন, উঠ, কেননা সদাপ্রভু তোমাদের হস্তে মিদিয়নের শিবির সমর্পণ করিয়াছেন।
16 পরে তিনি তিন শত লোককে তিন দলে বিভাগ করিয়া প্রত্যেকের হস্তে এক এক তূরী, এবং এক এক শূন্য ঘট, ঘটের মধ্যে মশাল দিলেন।
17 তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা আমার প্রতি দৃষ্টি রাখিয়া আমার মত কর্ম্ম কর; দেখ, আমি শিবিরের প্রান্তভাগে উপস্থিত হইলে যেরূপ করিব, তোমরাও সেইরূপ করিবে।
18 আমি আমার সঙ্গীরা সকলে তূরী বাজাইলে তোমরাও সমস্ত শিবিরের চারিদিকে থাকিয়া তূরী বাজাইবে, আর বলিবে, “সদাপ্রভুর জন্য গিদিয়োনের জন্য।”
19 পরে মধ্যপ্রহরের প্রথমে নূতন প্রহরী স্থাপিত হইবামাত্র গিদিয়োন তাঁহার সঙ্গী এক শত লোক শিবিরের প্রান্তভাগে উপস্থিত হইয়া তূরী বাজাইলেন, এবং আপন আপন হস্তস্থিত ঘট ভাঙ্গিয়া ফেলিলেন।
20 এইরূপে তিন দলেই তূরী বাজাইল ঘট ভাঙ্গিয়া ফেলিল, এবং বাম হস্তে মশাল দক্ষিণ হস্তে বাজাইবার তূরী ধরিয়া উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, “সদাপ্রভুর গিদিয়োনের খড়গ।”
21 আর শিবিরের চারিদিকে প্রত্যেকে আপন আপন স্থানে দাঁড়াইয়া রহিল; তাহাতে শিবিরের সমস্ত লোক দৌড়াদৌড়ি করিয়া চীৎকার শব্দ করিতে করিতে পলায়ন করিতে লাগিল।
22 তখন উহারা তিন শত তূরী বাজাইল, আর সদাপ্রভু শিবিরের প্রত্যেক জনের খড়গ তাহার বন্ধুর সমস্ত সৈন্যের বিরুদ্ধে চালনা করাইলেন; তাহাতে সৈন্যগণ সরোরার দিকে বৈৎ-শিট্টা পর্য্যন্ত, টব্বতের নিকটবর্ত্তী আবেল-মহোলার সীমা পর্য্যন্ত পলায়ন করিল।
23 পরে নপ্তালি, আশের সমস্ত মনঃশি হইতে ইস্রায়েলের লোকেরা সমাহূত হইয়া মিদিয়নের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেল।
24 আর গিদিয়োন পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশের সর্ব্বত্র দূত প্রেরণ করিয়া এই কথা কহিলেন, তোমরা মিদিয়নের বিরুদ্ধে নামিয়া আইস, এবং তাহাদের অগ্রে বৈৎ-বারা যর্দ্দন পর্য্যন্ত জলাশয় সকল হস্তগত কর। তাহাতে ইফ্রয়িমের সমস্ত লোক সমাহূত হইয়া বৈৎ-বারা যর্দ্দন পর্য্যন্ত জলাশয় সকল হস্তগত করিল।
25 আর তাহারা ওরেব সেব নামে মিদিয়নের দুই অধ্যক্ষকে ধরিল; আর ওরেব নামক শৈলে ওরেবকে বধ করিল, এবং সেব নামক দ্রাক্ষাকুণ্ডের নিকটে সেবকে বধ করিল, এবং মিদিয়নের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেল; আর ওরেবের সেবের মস্তক যর্দ্দন-পারে গিদিয়নের নিকটে লইয়া গেল।
1 Then Jerubbaal, H3378 who H1931 is Gideon, H1439 and all H3605 the people H5971 that H834 were with H854 him , rose up early, H7925 and pitched H2583 beside H5921 the well H5878 of Harod: H5878 so that the host H4264 of the Midianites H4080 were H1961 on the north side H4480 H6828 of them , by the hill H4480 H1389 of Moreh, H4176 in the valley. H6010
2 And the LORD H3068 said H559 unto H413 Gideon, H1439 The people H5971 that H834 are with H854 thee are too many H7227 for me to give H5414 H853 the Midianites H4080 into their hands, H3027 lest H6435 Israel H3478 vaunt themselves H6286 against H5921 me, saying, H559 Mine own hand H3027 hath saved H3467 me.
3 Now H6288 therefore go to, H4994 proclaim H7121 in the ears H241 of the people, H5971 saying, H559 Whosoever H4310 is fearful H3373 and afraid, H2730 let him return H7725 and depart early H6852 from mount H4480 H2022 Gilead. H1568 And there returned H7725 of H4480 the people H5971 twenty H6242 and two H8147 thousand; H505 and there remained H7604 ten H6235 thousand. H505
4 And the LORD H3068 said H559 unto H413 Gideon, H1439 The people H5971 are yet H5750 too many; H7227 bring them down H3381 H853 unto H413 the water, H4325 and I will try H6884 them for thee there: H8033 and it shall be, H1961 that of whom H834 I say H559 unto H413 thee, This H2088 shall go H1980 with H854 thee , the same H1931 shall go H1980 with H854 thee ; and of whomsoever H3605 H834 I say H559 unto H413 thee, This H2088 shall not H3808 go H1980 with H5973 thee , the same H1931 shall not H3808 go. H1980
5 So he brought down H3381 H853 the people H5971 unto H413 the water: H4325 and the LORD H3068 said H559 unto H413 Gideon, H1439 Every one H3605 that H834 lappeth H3952 of H4480 the water H4325 with his tongue, H3956 as H834 a dog H3611 lappeth, H3952 him shalt thou set H3322 by himself; H905 likewise every one H3605 that H834 boweth down H3766 upon H5921 his knees H1290 to drink. H8354
6 And the number H4557 of them that lapped, H3952 putting their hand H3027 to H413 their mouth, H6310 were H1961 three H7969 hundred H3967 men: H376 but all H3605 the rest H3499 of the people H5971 bowed down H3766 upon H5921 their knees H1290 to drink H8354 water. H4325
7 And the LORD H3068 said H559 unto H413 Gideon, H1439 By the three H7969 hundred H3967 men H376 that lapped H3952 will I save H3467 you , and deliver H5414 H853 the Midianites H4080 into thine hand: H3027 and let all H3605 the other people H5971 go H1980 every man H376 unto his place. H4725
8 So the people H5971 took H3947 H853 victuals H6720 in their hand, H3027 and their trumpets: H7782 and he sent H7971 all H3605 the rest of Israel H3478 every man H376 unto his tent, H168 and retained H2388 those three H7969 hundred H3967 men: H376 and the host H4264 of Midian H4080 was H1961 beneath H4480 H8478 him in the valley. H6010
9 And it came to pass H1961 the same H1931 night, H3915 that the LORD H3068 said H559 unto H413 him, Arise, H6965 get thee down H3381 unto the host; H4264 for H3588 I have delivered H5414 it into thine hand. H3027
10 But if H518 thou H859 fear H3372 to go down, H3381 go H3381 thou H859 with Phurah H6513 thy servant H5288 down H3381 to H413 the host: H4264
11 And thou shalt hear H8085 what H4100 they say; H1696 and afterward H310 shall thine hands H3027 be strengthened H2388 to go down H3381 unto the host. H4264 Then went he down H3381 with Phurah H6513 his servant H5288 unto H413 the outside H7097 of the armed men H2571 that H834 were in the host. H4264
12 And the Midianites H4080 and the Amalekites H6003 and all H3605 the children H1121 of the east H6924 lay H5307 along in the valley H6010 like grasshoppers H697 for multitude; H7230 and their camels H1581 were without H369 number, H4557 as the sand H2344 by H7945 H5921 the sea H3220 side H8193 for multitude. H7230
13 And when Gideon H1439 was come, H935 behold, H2009 there was a man H376 that told H5608 a dream H2472 unto his fellow, H7453 and said, H559 Behold, H2009 I dreamed H2492 a dream, H2472 and, lo, H2009 a cake H6742 of barley H8184 bread H3899 tumbled H2015 into the host H4264 of Midian, H4080 and came H935 unto H5704 a tent, H168 and smote H5221 it that it fell, H5307 and overturned H2015 H4605 it , that the tent H168 lay along. H5307
14 And his fellow H7453 answered H6030 and said, H559 This H2063 is nothing else H369 save H1115 H518 the sword H2719 of Gideon H1439 the son H1121 of Joash, H3101 a man H376 of Israel: H3478 for into his hand H3027 hath God H430 delivered H5414 H853 Midian, H4080 and all H3605 the host. H4264
15 And it was H1961 so , when Gideon H1439 heard H8085 H853 the telling H4557 of the dream, H2472 and the interpretation H7667 thereof , that he worshiped, H7812 and returned H7725 into H413 the host H4264 of Israel, H3478 and said, H559 Arise; H6965 for H3588 the LORD H3068 hath delivered H5414 into your hand H3027 H853 the host H4264 of Midian. H4080
16 And he divided H2673 H853 the three H7969 hundred H3967 men H376 into three H7969 companies, H7218 and he put H5414 a trumpet H7782 in every man's H3605 hand, H3027 with empty H7386 pitchers, H3537 and lamps H3940 within H8432 the pitchers. H3537
17 And he said H559 unto H413 them, Look H7200 on H4480 me , and do H6213 likewise: H3651 and, behold, H2009 when I H595 come H935 to the outside H7097 of the camp, H4264 it shall be H1961 that , as H834 I do, H6213 so H3651 shall ye do. H6213
18 When I blow H8628 with a trumpet, H7782 I H595 and all H3605 that H834 are with H854 me , then blow H8628 ye H859 the trumpets H7782 also H1571 on every side H5439 of all H3605 the camp, H4264 and say, H559 The sword of the LORD, H3068 and of Gideon. H1439
19 So Gideon, H1439 and the hundred H3967 men H376 that H834 were with H854 him, came H935 unto the outside H7097 of the camp H4264 in the beginning H7218 of the middle H8484 watch; H821 and they had but H389 newly set H6965 H6965 H853 the watch: H8104 and they blew H8628 the trumpets, H7782 and broke H5310 the pitchers H3537 that H834 were in their hands. H3027
20 And the three H7969 companies H7218 blew H8628 the trumpets, H7782 and broke H7665 the pitchers, H3537 and held H2388 the lamps H3940 in their left H8040 hands, H3027 and the trumpets H7782 in their right H3225 hands H3027 to blow H8628 withal : and they cried, H7121 The sword H2719 of the LORD, H3068 and of Gideon. H1439
21 And they stood H5975 every man H376 in his place H8478 round about H5439 the camp: H4264 and all H3605 the host H4264 ran, H7323 and cried, H7321 and fled. H5127
22 And the three H7969 hundred H3967 blew H8628 the trumpets, H7782 and the LORD H3068 set H7760 H853 every man's H376 sword H2719 against his fellow, H7453 even throughout all H3605 the host: H4264 and the host H4264 fled H5127 to H5704 Beth- H1029 shittah in Zererath, H6888 and to H5704 the border H8193 of Abel- H65 meholah, unto H5921 Tabbath. H2888
23 And the men H376 of Israel H3478 gathered themselves together H6817 out of Naphtali H4480 H5321 , and out of H4480 Asher, H836 and out of H4480 all H3605 Manasseh, H4519 and pursued H7291 after H310 the Midianites. H4080
24 And Gideon H1439 sent H7971 messengers H4397 throughout all H3605 mount H2022 Ephraim, H669 saying, H559 Come down H3381 against H7125 the Midianites, H4080 and take H3920 before them H853 the waters H4325 unto H5704 Beth- H1012 barah and Jordan. H3383 Then all H3605 the men H376 of Ephraim H669 gathered themselves together, H6817 and took H3920 H853 the waters H4325 unto H5704 Beth- H1012 barah and Jordan. H3383
25 And they took H3920 two H8147 princes H8269 of the Midianites, H4080 H853 Oreb H6159 and Zeeb; H2062 and they slew H2026 H853 Oreb H6159 upon the rock H6697 Oreb, H6159 and Zeeb H2062 they slew H2026 at the winepress H3342 of Zeeb, H2062 and pursued H7291 H413 Midian, H4080 and brought H935 the heads H7218 of Oreb H6159 and Zeeb H2062 to H413 Gideon H1439 on the other side H4480 H5676 Jordan. H3383
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×