Bible Versions
Bible Books

Judges 8:34 (BNV) Bengali Old BSI Version

1 পরে ইফ্রয়িমের লোকেরা তাঁহাকে কহিল, তুমি মিদিয়নের সহিত যুদ্ধ করিতে যাইবার সময়ে আমাদিগকে যে আহ্বান কর নাই, আমাদের প্রতি কেমন ব্যবহার করিলে? এইরূপে তাহারা তাঁহার সহিত অত্যন্ত বিবাদ করিল।
2 তখন তিনি তাহাদিগকে কহিলেন, এখন তোমাদের কর্ম্মের তুল্য কোন কর্ম্ম আমি করিয়াছি? অবীয়েষরের দ্রাক্ষা চয়ন অপেক্ষা ইফ্রয়িমের পরিত্যক্ত দ্রাক্ষাফল কুড়ান কি ভাল নয়?
3 তোমাদেরই হস্তে ঈশ্বর মিদিয়নের দুই রাজাকে, ওরেব সেবকে, সমর্পণ করিয়াছেন; আমি তোমাদের এই কর্ম্মের তুল্য কোন কর্ম্ম করিতে পারিয়াছি? তখন তাঁহার এই কথায় তাঁহার প্রতি তাহাদের ক্রোধ নিবৃত্ত হইল।
4 গিদিয়োন তাঁহার সঙ্গী তিন শত লোক যর্দ্দনে আসিয়া পার হইলেন; তাঁহারা শ্রান্ত হইলেও তাড়া করিয়া যাইতেছিলেন।
5 আর তিনি সুক্কোতের লোকদিগকে কহিলেন, বিনয় করি, তোমরা আমার অনুগামী লোকদিগকে রুটী দেও, কেননা তাহারা শ্রান্ত হইয়াছে; আর আমি সেবহ সল্‌মুন্নের, মিদিয়নের দুই রাজার পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া যাইতেছি।
6 তাহাতে সুক্কোতের অধ্যক্ষগণ কহিল, সেবহের সল্‌মুন্নের হস্ত কি এখন তোমার হস্তগত হইয়াছে যে, আমরা তোমার সৈন্যগণকে রুটী দিব?
7 গিদিয়োন কহিলেন, ভাল, যখন সদাপ্রভু সেবহকে সল্‌মুন্নকে আমার হস্তে সমর্পণ করিবেন, তখন আমি প্রান্তরের কন্টক শ্যাকুল দ্বারা তোমাদের মাংস ছিঁড়িব।
8 পরে তিনি তথা হইতে পনূয়েল উঠিয়া গিয়া তথাকার লোকদের কাছেও সেইরূপ কহিলেন, তাহাতে সুক্কোতের লোকেরা যেরূপ উত্তর করিয়াছিল, পনূয়েলের লোকেরাও তাঁহাকে সেইরূপ উত্তর করিল।
9 তখন তিনি পনূয়েলের লোকদিগকে কহিলেন, আমি যখন কুশলে ফিরিয়া আসিব, তখন এই দুর্গ ভাঙ্গিয়া ফেলিব।
10 সেবহ সল্‌মুন্ন কর্কোরে ছিলেন, এবং তাঁহাদের সঙ্গী সৈন্য অনুমান পনের হাজার লোক ছিল; পূর্ব্বদেশের লোকদের সমস্ত সৈন্যের মধ্যে ইহারাই মাত্র অবশিষ্ট ছিল; আর খড়গধারী এক লক্ষ বিংশতি সহস্র লোক নিপতিত হইয়াছিল।
11 পরে গিদিয়োন নোবহের যগ্‌বিহের পূর্ব্বদিকে তাম্বুনিবাসীদের পথ দিয়া উঠিয়া গিয়া সেই সৈন্যগণকে আঘাত করিলেন, যেহেতু সৈন্যগণ নিশ্চিন্ত ছিল।
12 তখন সেবহ সল্‌মুন্ন পলায়ন করিলেন, কিন্তু তিনি তাহাদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেলেন; এবং সেবহ সল্‌মুন্নকে, মিদিয়নের সেই দুই রাজাকে, ধরিলেন; আর সমস্ত সৈন্যকে ত্রাসযুক্ত করিলেন।
13 পরে যোয়াশের পুত্র গিদিয়োন হেরসের আরোহন পথ দিয়া যুদ্ধ হইতে ফিরিয়া আসিতেছিলেন,
14 এমন সময়ে সুক্কোৎ-নিবাসীদের এক যুবককে ধরিয়া জিজ্ঞাসাবাদ করিলেন; তাহাতে সে সুক্কোতের অধ্যক্ষগণের তথাকার প্রাচীনদের সাতাত্তর জনের নাম লিখাইয়া দিল।
15 পরে তিনি সুক্কোতের লোকদের নিকটে উপস্থিত হইয়া কহিলেন, সেবহ সল্‌মুন্নকে দেখ, যাহাদের বিষয়ে তোমরা আমাকে ঠাট্টা করিয়া বলিয়াছিলে, সেবহের সল্‌মুন্নের হস্ত কি এখন তোমার হস্তগত যে, আমরা তোমার শ্রান্ত লোকদিগকে রুটী দিব?
16 আর তিনি নগরের প্রাচীনগণকে ধরিলেন, এবং প্রান্তরের কন্টক শ্যাকুল লইয়া তাহা দ্বারা সুক্কোতের লোকদিগকে শিক্ষা দিলেন।
17 পরে তিনি পনূয়েলের দুর্গ ভাঙ্গিয়া ফেলিলেন, নগরের লোকদিগকে বধ করিলেন।
18 আর তিনি সেবহ সল্‌মুন্নকে কহিলেন, তোমরা তাবোরে যে পুরুষদিগকে বধ করিয়াছিলে, তাহারা কি প্রকার লোক? তাঁহারা উত্তর করিলেন, আপনি যেমন, তাহারাও সেইরূপ, প্রত্যেকে রাজপুত্র সদৃশ ছিল।
19 তিনি কহিলেন, তাহারা আমার ভ্রাতা, আমারই সহোদর; জীবিত সদাপ্রভুর দিব্য, তোমরা যদি তাহাদিগকে জীবিত রাখিতে, আমি তোমাদিগকে বধ করিতাম না।
20 পরে তিনি আপন জ্যেষ্ঠ পুত্র যেথরকে কহিলেন, উঠ, ইহাদিগকে বধ কর। কিন্তু সেই বালক আপন খড়গ বাহির করিল না, কারণ সে ভয় করিল, কেননা তখনও সে বালক।
21 তখন সেবহ সল্‌মুন্ন কহিলেন, আপনি উঠিয়া আমাদিগকে আঘাত করুন, কেননা যে যেমন পুরুষ, তাহার তেমনি বীরত্ব। তাহাতে গিদিয়োন উঠিয়া সেবহ সল্‌মুন্নকে বধ করিলেন, এবং তাঁহাদের উষ্ট্রগুলির গলার সমস্ত চন্দ্রহার লইলেন।
22 পরে ইস্রায়েলের লোকেরা গিদিয়োনকে কহিল, আপনি পুত্রপৌত্রাদিক্রমে আমাদের উপরে কর্ত্তৃত্ব করুন, কেননা আপনি আমাদিগকে মিদিয়নের হস্ত হইতে নিস্তার করিয়াছেন।
23 তখন গিদিয়োন কহিলেন, আমি তোমাদের উপরে কর্ত্তৃত্ব করিব না, এবং আমার পুত্রও তোমাদের উপরে কর্ত্তৃত্ব করিবে না; সদাপ্রভুই তোমাদের উপরে কর্ত্তৃত্ব করিবেন।
24 আর গিদিয়োন তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের কাছে একটী নিবেদন করি, তোমরা প্রত্যেক জন আপন আপন লুটিত কর্ণকুণ্ডল আমাকে দেও; কেননা শত্রুরা ইশ্মায়েলীয়, এই জন্য তাহাদের সুবর্ণ কর্ণকুণ্ডল ছিল। তাহারা উত্তর করিল, অবশ্য দিব;
25 পরে তাহারা একখানি বস্ত্র পাতিয়া প্রত্যেকে তাহাতে আপন আপন লুটিত কর্ণকুণ্ডল ফেলিল;
26 তাহাতে তাঁহার যাচিত কর্ণকুণ্ডলের পরিমাণ এক সহস্র সাত শত শেকল সুবর্ণ হইল। ইহা ছাড়া চন্দ্রহার, ঝুম্‌কা মিদিয়নীয় রাজাদের পরিধেয় বেগুনে রঙ্গের বস্ত্র তাঁহাদের উষ্ট্রের গলার হার ছিল।
27 পরে গিদিয়োন তাহা দিয়া এক এফোদ প্রস্তুত করিয়া আপন বসতি-নগর অফ্রাতে রাখিলেন; তাহাতে সমস্ত ইস্রায়েল সে স্থানে সেই এফোদের অনুগমনে ব্যভিচারী হইল; আর তাহা গিদিয়োনের তাঁহার কুলের ফাঁদস্বরূপ হইল।
28 এইরূপে মিদিয়ন ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে নত হইল, আর মাথা তুলিতে পারিল না। আর গিদিয়োনের সময়ে চল্লিশ বৎসর দেশ নিষ্কন্টকে রহিল।
29 পরে যোয়াশের পুত্র যিরুব্বাল আপন বাটীতে গিয়া বাস করিলেন।
30 গিদিয়োনের ঔরসজাত সত্তরটী পুত্র ছিল, কেননা তাঁহার অনেক স্ত্রী ছিল।
31 আর শিখিমে তাঁহার যে এক উপপত্নি ছিল, সেও তাঁহার জন্য এক পুত্র প্রসব করিল, আর তিনি তাহার নাম অবীমেলক রাখিলেন।
32 পরে যোয়াশের পুত্র গিদিয়োন শুভ বৃদ্ধাবস্থায় প্রাণত্যাগ করিলেন, আর অবীয়েষ্রীয়দের অফ্রাতে তাঁহার পিতা যোয়াশের কবরে তাঁহার কবর হইল।
33 গিদিয়োনের মৃত্যুর পরেই ইস্রায়েল-সন্তানগণ পুনর্ব্বার বাল দেবগণের অনুগমনে ব্যভিচারী হইল, আর বাল্‌বরীৎকে আপনাদের ইষ্ট দেবতা করিল।
34 আর যিনি চারিদিকের সমস্ত শত্রুর হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণ আপনাদের ঈশ্বর সেই সদাপ্রভুকে ভুলিয়া গেল।
35 আর যিরুব্বাল গিদিয়োন ইস্রায়েলের যেরূপ মঙ্গল করিয়াছিলেন, তাহারা তদনুসারে তাঁহার কুলের প্রতি সদয় ব্যবহার করিল না।
1 And the men H376 of Ephraim H669 said H559 unto H413 him, Why H4100 hast thou served H6213 us thus, H2088 that thou calledst H7121 us not, H1115 when H3588 thou wentest H1980 to fight H3898 with the Midianites H4080 ? And they did chide H7378 with H854 him sharply. H2394
2 And he said H559 unto H413 them, What H4100 have I done H6213 now H6258 in comparison of you? Is not H3808 the gleaning of the grapes H5955 of Ephraim H669 better H2896 than the vintage H4480 H1210 of Abi- H44 ezer?
3 God H430 hath delivered H5414 into your hands H3027 H853 the princes H8269 of Midian, H4080 H853 Oreb H6159 and Zeeb: H2062 and what H4100 was I able H3201 to do H6213 in comparison of you? Then H227 their anger H7307 was abated H7503 toward H4480 H5921 him , when he had said H1696 that. H2088
4 And Gideon H1439 came H935 to Jordan, H3383 and passed over, H5674 he, H1931 and the three H7969 hundred H3967 men H376 that H834 were with H854 him, faint, H5889 yet pursuing H7291 them .
5 And he said H559 unto the men H376 of Succoth, H5523 Give, H5414 I pray you, H4994 loaves H3603 of bread H3899 unto the people H5971 that H834 follow H7272 me; for H3588 they H1992 be faint, H5889 and I H595 am pursuing H7291 after H310 Zebah H2078 and Zalmunna, H6759 kings H4428 of Midian. H4080
6 And the princes H8269 of Succoth H5523 said, H559 Are the hands H3709 of Zebah H2078 and Zalmunna H6759 now H6258 in thine hand, H3027 that H3588 we should give H5414 bread H3899 unto thine army H6635 ?
7 And Gideon H1439 said, H559 Therefore H3651 when the LORD H3068 hath delivered H5414 H853 Zebah H2078 and Zalmunna H6759 into mine hand, H3027 then I will tear H1758 H853 your flesh H1320 with H854 the thorns H6975 of the wilderness H4057 and with H854 briers. H1303
8 And he went up H5927 thence H4480 H8033 to Penuel, H6439 and spoke H1696 unto H413 them likewise: H2063 and the men H376 of Penuel H6439 answered H6030 him as H834 the men H376 of Succoth H5523 had answered H6030 him .
9 And he spoke H559 also H1571 unto the men H376 of Penuel, H6439 saying, H559 When I come again H7725 in peace, H7965 I will break down H5422 H853 this H2088 tower. H4026
10 Now Zebah H2078 and Zalmunna H6759 were in Karkor, H7174 and their hosts H4264 with H5973 them , about fifteen H2568 H6240 thousand H505 men , all H3605 that were left H3498 of all H4480 H3605 the hosts H4264 of the children H1121 of the east: H6924 for there fell H5307 a hundred H3967 and twenty H6242 thousand H505 men H376 that drew H8025 sword. H2719
11 And Gideon H1439 went up H5927 by the way H1870 of them that dwelt H7931 in tents H168 on the east H4480 H6924 of Nobah H5025 and Jogbehah, H3011 and smote H5221 H853 the host: H4264 for the host H4264 was H1961 secure. H983
12 And when Zebah H2078 and Zalmunna H6759 fled, H5127 he pursued H7291 after H310 them , and took H3920 H853 the two H8147 kings H4428 of Midian, H4080 H853 Zebah H2078 and Zalmunna, H6759 and discomfited H2729 all H3605 the host. H4264
13 And Gideon H1439 the son H1121 of Joash H3101 returned H7725 from H4480 battle H4421 before H4480 H4608 the sun H2775 was up ,
14 And caught H3920 a young man H5288 of the men H4480 H376 of Succoth, H5523 and inquired H7592 of him : and he described H3789 unto H413 him H853 the princes H8269 of Succoth, H5523 and the elders H2205 thereof, even threescore and seventeen H7657 H7651 men. H376
15 And he came H935 unto H413 the men H376 of Succoth, H5523 and said, H559 Behold H2009 Zebah H2078 and Zalmunna, H6759 with whom H834 ye did upbraid H2778 me, saying, H559 Are the hands H3709 of Zebah H2078 and Zalmunna H6759 now H6258 in thine hand, H3027 that H3588 we should give H5414 bread H3899 unto thy men H376 that are weary H3287 ?
16 And he took H3947 H853 the elders H2205 of the city, H5892 and thorns H6975 of the wilderness H4057 and briers, H1303 and with them he taught H3045 H853 the men H376 of Succoth. H5523
17 And he beat down H5422 the tower H4026 of Penuel, H6439 and slew H2026 H853 the men H376 of the city. H5892
18 Then said H559 he unto H413 Zebah H2078 and Zalmunna, H6759 What manner H375 of men H376 were they whom H834 ye slew H2026 at Tabor H8396 ? And they answered, H559 As thou H3644 art , so were they ; each one H259 resembled H8389 the children H1121 of a king. H4428
19 And he said, H559 They H1992 were my brethren, H251 even the sons H1121 of my mother: H517 as the LORD H3068 liveth, H2416 if H3863 ye had saved them alive H2421 H853 , I would not H3808 slay H2026 you.
20 And he said H559 unto Jether H3500 his firstborn, H1060 Up, H6965 and slay H2026 them . But the youth H5288 drew H8025 not H3808 his sword: H2719 for H3588 he feared, H3372 because H3588 he was yet H5750 a youth. H5288
21 Then Zebah H2078 and Zalmunna H6759 said, H559 Rise H6965 thou, H859 and fall H6293 upon us: for H3588 as the man H376 is, so is his strength. H1369 And Gideon H1439 arose, H6965 and slew H2026 H853 Zebah H2078 and Zalmunna, H6759 and took away H3947 H853 the ornaments H7720 that H834 were on their camels' H1581 necks. H6677
22 Then the men H376 of Israel H3478 said H559 unto H413 Gideon, H1439 Rule H4910 thou over us, both H1571 thou, H859 and H1571 thy son, H1121 and thy son's H1121 son H1121 also: H1571 for H3588 thou hast delivered H3467 us from the hand H4480 H3027 of Midian. H4080
23 And Gideon H1439 said H559 unto H413 them, I H589 will not H3808 rule H4910 over you, neither H3808 shall my son H1121 rule H4910 over you : the LORD H3068 shall rule H4910 over you.
24 And Gideon H1439 said H559 unto H413 them , I would desire H7592 a request H7596 of H4480 you , that ye would give H5414 me every man H376 the earrings H5141 of his prey. H7998 ( For H3588 they had golden H2091 earrings, H5141 because H3588 they H1992 were Ishmaelites. H3459 )
25 And they answered, H559 We will willingly give H5414 H5414 them . And they spread H6566 H853 a garment, H8071 and did cast H7993 therein H8033 every man H376 the earrings H5141 of his prey. H7998
26 And the weight H4948 of the golden H2091 earrings H5141 that H834 he requested H7592 was H1961 a thousand H505 and seven H7651 hundred H3967 shekels of gold; H2091 beside H905 H4480 ornaments, H7720 and collars, H5188 and purple H713 raiment H899 that was on H7945 H5921 the kings H4428 of Midian, H4080 and beside H905 H4480 the chains H6060 that H834 were about their camels' H1581 necks. H6677
27 And Gideon H1439 made H6213 an ephod H646 thereof , and put H3322 it in his city, H5892 even in Ophrah: H6084 and all H3605 Israel H3478 went thither a whoring H2181 H8033 after H310 it : which thing became H1961 a snare H4170 unto Gideon, H1439 and to his house. H1004
28 Thus was Midian H4080 subdued H3665 before H6440 the children H1121 of Israel, H3478 so that they lifted up H5375 their heads H7218 no H3808 more. H3254 And the country H776 was in quietness H8252 forty H705 years H8141 in the days H3117 of Gideon. H1439
29 And Jerubbaal H3378 the son H1121 of Joash H3101 went H1980 and dwelt H3427 in his own house. H1004
30 And Gideon H1439 had H1961 threescore and ten H7657 sons H1121 of his body H3409 begotten: H3318 for H3588 he had H1961 many H7227 wives. H802
31 And his concubine H6370 that H834 was in Shechem, H7927 she H1931 also H1571 bore H3205 him a son, H1121 H853 whose name H8034 he called H7760 Abimelech. H40
32 And Gideon H1439 the son H1121 of Joash H3101 died H4191 in a good H2896 old age, H7872 and was buried H6912 in the sepulcher H6913 of Joash H3101 his father, H1 in Ophrah H6084 of the Abi- H33 ezrites.
33 And it came to pass, H1961 as soon as H834 Gideon H1439 was dead, H4191 that the children H1121 of Israel H3478 turned again, H7725 and went a whoring H2181 after H310 Baalim, H1168 and made H7760 Baal- H1170 berith their god. H430
34 And the children H1121 of Israel H3478 remembered H2142 not H3808 H853 the LORD H3068 their God, H430 who had delivered H5337 H853 them out of the hands H4480 H3027 of all H3605 their enemies H341 on every side H4480 H5439 :
35 Neither H3808 showed H6213 they kindness H2617 to H5973 the house H1004 of Jerubbaal, H3378 namely , Gideon, H1439 according to all H3605 the goodness H2896 which H834 he had showed H6213 unto H5973 Israel. H3478
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×