Bible Versions
Bible Books

Leviticus 19:35 (BNV) Bengali Old BSI Version

1 আর সদাপ্রভু মোশিকে কহিলেন,
2 তুমি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহ তাহাদিগকে বল, তোমরা পবিত্র হও, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর পবিত্র।
3 তোমরা প্রত্যেকে আপন আপন মাতাকে আপন আপন পিতাকে ভয় করিও, এবং আমার বিশ্রামদিন সকল পালন করিও; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
4 তোমরা অবস্তু প্রতিমাগণের অভিমুখ হইও না, আপনাদের নিমিত্তে ছাঁচে ঢালা দেবতা নির্ম্মাণ করিও না; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
5 আর যখন তোমরা সদাপ্রভুর উদ্দেশে মঙ্গলার্থক বলিদান কর, তখন গ্রাহ্য হইবার নিমিত্ত বলিদান করিও।
6 তোমাদের বলিদানের দিবসে তাহার পর দিবসে তাহা ভোজন করিতে হইবে; তৃতীয় দিন পর্য্যন্ত যাহা অবশিষ্ট থাকে, তাহা অগ্নিতে পোড়াইতে হইবে।
7 তৃতীয় দিবসে যদি কেহ তাহার কিঞ্চিৎ ভোজন করে, তবে তাহা ঘৃণার্হ; তাহা অগ্রাহ্য হইবে;
8 এবং যে তাহা খায়, তাহাকে নিজ অপরাধ বহন করিতে হইবে; কেননা সে সদাপ্রভুর পবিত্র বস্তু অপবিত্র করিয়াছে; সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
9 আর তোমরা যখন আপন আপন ভূমির শস্য কাট, তখন তুমি ক্ষেত্রের কোণস্থ শস্য নিঃশেষে কাটিও না, এবং তোমার ক্ষেত্রে পতিত শস্য কুড়াইও না।
10 আর তুমি আপন দ্রাক্ষাক্ষেত্রের পরিত্যক্ত দ্রাক্ষাফল চয়ন করিও না, এবং দ্রাক্ষাক্ষেত্রে পতিত দ্রাক্ষাফল কুড়াইও না; তুমি দুঃখী বিদেশীদের জন্য তাহা ত্যাগ করিও; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
11 তোমরা চুরি করিও না, এবং আপন আপন স্বজাতীয়কে বঞ্চনা করিও না, মিথ্যা কথা কহিও না।
12 আর আমার নাম লইয়া মিথ্যা দিব্য করিও না, করিলে তোমার ঈশ্বরের নাম অপবিত্র করা হয়; আমি সদাপ্রভু।
13 তুমি আপন প্রতিবাসীর উপর অত্যাচার করিও না, এবং তাহার দ্রব্য অপহরণ করিও না। বেতনজীবীর বেতন প্রাতঃকাল পর্য্যন্ত সমস্ত রাত্রি রাখিও না।
14 তুমি বধিরকে শাপ দিও না, অন্ধের সম্মুখে বাধাজনক বস্তু রাখিও না, কিন্তু তোমার ঈশ্বরকে ভয় করিও; আমি সদাপ্রভু।
15 তোমরা বিচারে অন্যায় করিও না। তুমি দরিদ্রের মুখাপেক্ষা করিও না, ধনবানের সমাদর করিও না; তুমি ধার্ম্মিকতায় স্বজাতীয়ের বিচার নিষ্পন্ন করিও।
16 তুমি কর্ণেজপ হইয়া আপন লোকদের মধ্যে ইতস্ততঃ ভ্রমণ করিও না, এবং তোমার প্রতিবাসীর রক্তপাতের জন্য উঠিয়া দাঁড়াইও না; আমি সদাপ্রভু।
17 তুমি হৃদয়মধ্যে আপন ভ্রাতাকে ঘৃণা করিও না; তুমি অবশ্য আপন স্বজাতীয়কে অনুযোগ করিবে, তাহাতে তাহার জন্য পাপ বহন করিবে না।
18 তুমি আপন জাতির সন্তানদের উপরে প্রতিহিংসা কি দ্বেষ করিও না, বরং আপন প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে; আমি সদাপ্রভু।
19 তোমরা আমার বিধি সকল পালন করিও। তুমি ভিন্ন ভিন্ন প্রকার পশুর সহিত আপন পশুদিগকে সংসর্গ করিতে দিও না; তোমার এক ক্ষেত্রে দুই প্রকার বীজ বুনিও না; এবং দুই প্রকার সূত্রে মিশ্রিত বস্ত্র গাত্রে দিও না।
20 আর মূল্য দ্বারা কিম্বা অন্যরূপে মুক্তা হয় নাই, এমন যে বাগ্দত্তা দাসী, তাহার সহিত যদি কেহ সংসর্গ করে, তবে তাহারা দণ্ডনীয় হইবে; তাহাদের প্রাণদণ্ড হইবে না, কেননা সে মুক্তা নহে।
21 আর সেই পুরুষ সমাগম-তাম্বুর দ্বারে সদাপ্রভুর উদ্দেশে আপনার দোষার্থক বলি অর্থাৎ দোষার্থক বলির জন্য মেষ আনিবে;
22 আর যাজক সদাপ্রভুর সম্মুখে সেই দোষার্থক বলির মেষ দ্বারা তাহার কৃত পাপের প্রায়শ্চিত্ত করিবে; তাহাতে তাহার কৃত পাপের ক্ষমা হইবে।
23 আর তোমরা দেশে প্রবেশ করিলে যখন ফল ভক্ষণার্থ সকল প্রকার বৃক্ষ রোপন করিবে, তখন তাহার ফল অচ্ছিন্নত্বক বলিয়া গণ্য করিবে; তিন বৎসর কাল তাহা তোমাদের জ্ঞানে অচ্ছিন্নত্বক থাকিবে, তাহা ভোজন করিও না।
24 পরে চতুর্থ বৎসরে তাহার সমস্ত ফল সদাপ্রভুর প্রশংসার্থক উপহাররূপে পবিত্র হইবে।
25 আর পঞ্চম বৎসরে তোমরা তাহার ফল ভোজন করিবে; তাহাতে তোমাদের নিমিত্তে প্রচুর ফল উৎপন্ন হইবে; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
26 তোমরা রক্তের সহিত কোন বস্তু ভোজন করিও না; মোহকের কিম্বা গণকের বিদ্যা ব্যবহার করিও না।
27 তোমরা আপন আপন মস্তকপ্রান্তের কেশ মণ্ডলাকার করিও না, আপন আপন দাড়ির কোণ মুণ্ডন করিও না।
28 মৃত লোকের জন্য আপন আপন অঙ্গে অস্ত্রাঘাত করিও না, শরীরে গোদানী দিও না; আমি সদাপ্রভু।
29 তুমি আপন কন্যাকে বেশ্যা হইতে দিয়া অপবিত্র করিও না, পাছে দেশ ব্যভিচারী হইয়া পাড়ে, দেশ কুকার্য্যে পূর্ণ হয়।
30 তোমরা আমার বিশ্রামদিন সকল পালন করিও, এবং আমার ধর্ম্মধামের সমাদর করিও; আমি সদাপ্রভু।
31 তোমরা ভূতড়িয়াদের গুণীদের অভিমুখ হইও না, তাহাদের কাছে অন্বেষণ করিও না, করিলে আপনাদিগকে অশুচি করিবে; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
32 তুমি পক্বকেশ প্রাচীনের সম্মুখে উঠিয়া দাঁড়াইবে, বৃদ্ধ লোককে সমাদর করিবে, আপন ঈশ্বরের প্রতি ভয় রাখিবে; আমি সদাপ্রভু।
33 আর কোন বিদেশী লোক যদি তোমাদের দেশে তোমাদের সহিত বাস করে, তোমরা তাহার প্রতি উপদ্রব করিও না।
34 তোমাদের নিকটে তোমাদের স্বদেশীয় লোক যেমন, তোমাদের সহপ্রবাসী বিদেশী লোকও তেমনি হইবে; তুমি তাহাকে আপনার মত প্রেম করিও; কেননা মিসর দেশে তোমরাও বিদেশী ছিলে; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
35 তোমরা বিচার কিম্বা পরিমাণ কিম্বা বাটখারা কিম্বা কাঠার বিষয়ে অন্যায় করিও না।
36 তোমরা ন্যায্য দাঁড়ি, ন্যায্য বাটখারা, ন্যায্য ঐফা ন্যায্য হিন রাখিবে; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, যিনি মিসর দেশ হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন।
37 আর তোমরা আমার সমস্ত বিধি আমার সমস্ত শাসন মান্য করিও, পালন করিও; আমি সদাপ্রভু।
1 And the LORD H3068 spoke H1696 unto H413 Moses, H4872 saying, H559
2 Speak H1696 unto H413 all H3605 the congregation H5712 of the children H1121 of Israel, H3478 and say H559 unto H413 them , Ye shall be H1961 holy: H6918 for H3588 I H589 the LORD H3068 your God H430 am holy. H6918
3 Ye shall fear H3372 every man H376 his mother, H517 and his father, H1 and keep H8104 my sabbaths: H7676 I H589 am the LORD H3068 your God. H430
4 Turn H6437 ye not H408 unto H413 idols, H457 nor H3808 make H6213 to yourselves molten H4541 gods: H430 I H589 am the LORD H3068 your God. H430
5 And if H3588 ye offer H2076 a sacrifice H2077 of peace offerings H8002 unto the LORD, H3068 ye shall offer H2076 it at your own will. H7522
6 It shall be eaten H398 the same day H3117 ye offer H2077 it , and on the morrow H4480 H4283 : and if aught remain H3498 until H5704 the third H7992 day, H3117 it shall be burnt H8313 in the fire. H784
7 And if H518 it be eaten at all H398 H398 on the third H7992 day, H3117 it H1931 is abominable; H6292 it shall not H3808 be accepted. H7521
8 Therefore every one that eateth H398 it shall bear H5375 his iniquity, H5771 because H3588 he hath profaned H2490 H853 the hallowed thing H6944 of the LORD: H3068 and that H1931 soul H5315 shall be cut off H3772 from among his people H4480 H5971 .
9 And when ye reap H7114 H853 the harvest H7105 of your land, H776 thou shalt not H3808 wholly reap H3615 H7114 the corners H6285 of thy field, H7704 neither H3808 shalt thou gather H3950 the gleanings H3951 of thy harvest. H7105
10 And thou shalt not H3808 glean H5953 thy vineyard, H3754 neither H3808 shalt thou gather H3950 every grape H6528 of thy vineyard; H3754 thou shalt leave H5800 them for the poor H6041 and stranger: H1616 I H589 am the LORD H3068 your God. H430
11 Ye shall not H3808 steal, H1589 neither H3808 deal falsely, H3584 neither H3808 lie H8266 one H376 to another. H5997
12 And ye shall not H3808 swear H7650 by my name H8034 falsely, H8267 neither shalt thou profane H2490 H853 the name H8034 of thy God: H430 I H589 am the LORD. H3068
13 Thou shalt not H3808 defraud H6231 H853 thy neighbor, H7453 neither H3808 rob H1497 him : the wages H6468 of him that is hired H7916 shall not H3808 abide with thee all night H3885 H854 until H5704 the morning. H1242
14 Thou shalt not H3808 curse H7043 the deaf, H2795 nor H3808 put H5414 a stumblingblock H4383 before H6440 the blind, H5787 but shalt fear thy God H3372 H4480: H430 I H589 am the LORD. H3068
15 Ye shall do H6213 no H3808 unrighteousness H5766 in judgment: H4941 thou shalt not H3808 respect H5375 the person H6440 of the poor, H1800 nor H3808 honor H1921 the person H6440 of the mighty: H1419 but in righteousness H6664 shalt thou judge H8199 thy neighbor. H5997
16 Thou shalt not H3808 go up and down H1980 as a talebearer H7400 among thy people: H5971 neither H3808 shalt thou stand H5975 against H5921 the blood H1818 of thy neighbor: H7453 I H589 am the LORD. H3068
17 Thou shalt not H3808 hate H8130 H853 thy brother H251 in thine heart: H3824 thou shalt in any wise rebuke H3198 H3198 H853 thy neighbor, H5997 and not H3808 suffer H5375 sin H2399 upon H5921 him.
18 Thou shalt not H3808 avenge, H5358 nor H3808 bear any grudge H5201 against H853 the children H1121 of thy people, H5971 but thou shalt love H157 thy neighbor H7453 as thyself: H3644 I H589 am the LORD. H3068
19 Ye shall keep H8104 H853 my statutes. H2708 Thou shalt not H3808 let thy cattle H929 engender H7250 with a diverse kind: H3610 thou shalt not H3808 sow H2232 thy field H7704 with mingled seed: H3610 neither H3808 shall a garment H899 mingled H3610 of linen and woolen H8162 come H5927 upon H5921 thee.
20 And whosoever H376 H3588 lieth H7901 carnally H7902 H2233 with H854 a woman, H802 that H1931 is a bondmaid, H8198 betrothed H2778 to a husband, H376 and not H3808 at all redeemed H6299 H6299 , nor H176 H3808 freedom H2668 given H5414 her ; she shall be H1961 scourged; H1244 they shall not H3808 be put to death, H4191 because H3588 she was not free H2666 H3808 .
21 And he shall bring H935 H853 his trespass offering H817 unto the LORD, H3068 unto H413 the door H6607 of the tabernacle H168 of the congregation, H4150 even a ram H352 for a trespass offering. H817
22 And the priest H3548 shall make an atonement H3722 for H5921 him with the ram H352 of the trespass offering H817 before H6440 the LORD H3068 for H5921 his sin H2403 which H834 he hath done: H2398 and the sin H4480 H2403 which H834 he hath done H2398 shall be forgiven H5545 him.
23 And when H3588 ye shall come H935 into H413 the land, H776 and shall have planted H5193 all manner H3605 of trees H6086 for food, H3978 then ye shall count H6188 H853 the fruit H6529 thereof as uncircumcised: H6189 three H7969 years H8141 shall it be H1961 as uncircumcised H6189 unto you : it shall not H3808 be eaten H398 of.
24 But in the fourth H7243 year H8141 all H3605 the fruit H6529 thereof shall be H1961 holy H6944 to praise H1974 the LORD H3068 withal .
25 And in the fifth H2549 year H8141 shall ye eat H398 H853 of the fruit H6529 thereof , that it may yield H3254 unto you the increase H8393 thereof: I H589 am the LORD H3068 your God. H430
26 Ye shall not H3808 eat H398 any thing with H5921 the blood: H1818 neither H3808 shall ye use enchantment, H5172 nor H3808 observe times. H6049
27 Ye shall not H3808 round H5362 the corners H6285 of your heads, H7218 neither H3808 shalt thou mar H7843 H853 the corners H6285 of thy beard. H2206
28 Ye shall not H3808 make H5414 any cuttings H8296 in your flesh H1320 for the dead, H5315 nor H3808 print H5414 any marks H3793 H7085 upon you: I H589 am the LORD. H3068
29 Do not H408 prostitute H2490 H853 thy daughter, H1323 to cause her to be a whore; H2181 lest H3808 the land H776 fall to whoredom, H2181 and the land H776 become full H4390 of wickedness. H2154
30 Ye shall keep H8104 H853 my sabbaths, H7676 and reverence H3372 my sanctuary: H4720 I H589 am the LORD. H3068
31 Regard H6437 not H408 them that have familiar spirits, H178 neither H408 seek H1245 after H413 wizards, H3049 to be defiled H2930 by them: I H589 am the LORD H3068 your God. H430
32 Thou shalt rise up H6965 before H4480 H6440 the hoary head, H7872 and honor H1921 the face H6440 of the old man, H2205 and fear thy God H3372 H4480: H430 I H589 am the LORD. H3068
33 And if H3588 a stranger H1616 sojourn H1481 with H854 thee in your land, H776 ye shall not H3808 vex H3238 him.
34 But the stranger H1616 that dwelleth H1481 with H854 you shall be H1961 unto you as one born among H249 H4480 you , and thou shalt love H157 him as thyself; H3644 for H3588 ye were H1961 strangers H1616 in the land H776 of Egypt: H4714 I H589 am the LORD H3068 your God. H430
35 Ye shall do H6213 no H3808 unrighteousness H5766 in judgment, H4941 in meteyard, H4060 in weight, H4948 or in measure. H4884
36 Just H6664 balances, H3976 just H6664 weights, H68 a just H6664 ephah, H374 and a just H6664 hin, H1969 shall ye have: H1961 I H589 am the LORD H3068 your God, H430 which H834 brought you out H3318 H853 of the land H4480 H776 of Egypt. H4714
37 Therefore shall ye observe H8104 H853 all H3605 my statutes, H2708 and all H3605 my judgments, H4941 and do H6213 them: I H589 am the LORD. H3068
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×