Bible Versions
Bible Books

Leviticus 4:35 (BNV) Bengali Old BSI Version

1 আর সদাপ্রভু মোশিকে কহিলেন,
2 তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, কেহ যদি প্রমাদবশতঃ পাপ করে, অর্থাৎ সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কর্ম্মের কোন এক কর্ম্ম যদি করে;
3 বিশেষতঃ, অভিষিক্ত যাজক যদি এমন পাপ করে, যাহাতে লোকদের উপরে দোষ অর্শে, তবে সে স্বকৃত পাপের জন্য সদাপ্রভুর উদ্দেশে নির্দ্দোষ এক গোবৎস পাপার্থক বলিরূপে উৎসর্গ করিবে।
4 পরে সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎস আনিবে; তাহার মস্তকে হস্তার্পণ করিয়া সদাপ্রভুর সম্মুখে তাহাকে হনন করিবে।
5 আর অভিষিক্ত যাজক সেই গোবৎসের কিঞ্চিৎ রক্ত লইয়া সমাগম-তাম্বুর মধ্যে আনিবে।
6 আর যাজক সেই রক্তে আপন অঙ্গুলি ডুবাইয়া পবিত্র স্থানের তিরস্করিণীর অগ্রভাগে সদাপ্রভুর সম্মুখে সাত বার তাহার কিঞ্চিৎ রক্ত ছিটাইয়া দিবে।
7 পরে যাজক সেই রক্তের কিছু লইয়া সমাগম-তাম্বুর মধ্যে সদাপ্রভুর সম্মুখে স্থিত সুগন্ধি ধূপের বেদির শৃঙ্গে দিবে, পরে গোবৎসের সমস্ত রক্ত লইয়া সমাগম-তাম্বুর দ্বারে স্থিত হোমবেদির মূলে ঢালিবে।
8 আর পাপার্থক বলির গোবৎসের সমস্ত মেদ, অর্থাৎ আঁতড়িঢাকা মেদ, অন্ত্রের উপরিস্থিত সমস্ত মেদ,
9 এবং দুই মেটিয়া তদুপরিস্থিত পার্শ্বস্থ মেদ যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক মেটিয়ার সহিত ছাড়াইয়া লইবে।
10 মঙ্গলার্থক বলির গোবৎস হইতে যেমন লইতে হয়, তদ্রূপ লইবে; এবং যাজক হোমবেদির উপরে তাহা দগ্ধ করিবে।
11 পরে গোবৎসের চর্ম্ম, সমস্ত মাংস,
12 মস্তক পদ, অন্ত্র গোময়, সর্ব্বশুদ্ধ বৎসটী লইয়া শিবিরের বাহিরে কোন শুচি স্থানে, ভস্ম ফেলিয়া দিবার স্থানে, আনিয়া কাষ্ঠের উপরে অগ্নিতে পোড়াইয়া দিবে; ভস্ম ফেলিয়া দিবার স্থানেই তাহা পোড়াইতে হইবে।
13 আর ইস্রায়েলের সমস্ত মণ্ডলী যদি প্রমাদবশতঃ পাপ করে, এবং তাহা সমাজের দৃষ্টির অগোচর থাকে, এবং সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম্ম করিয়া যদি দোষী হয়,
14 তবে তাহাদের কৃত সেই পাপ যখন জ্ঞাত হইবে, তৎকালে সমাজ পাপর্থক বলিরূপে এক গোবৎস উৎসর্গ করিবে; লোকেরা সমাগম-তাম্বুর সম্মুখে তাহাকে আনিবে।
15 পরে মণ্ডলীর প্রাচীনবর্গ সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎসের মস্তকে হস্তার্পণ করিবে, এবং সদাপ্রভুর সম্মুখে তাহাকে হনন করা যাইবে।
16 পরে অভিষিক্ত যাজক সেই গোবৎসের কিঞ্চিৎ রক্ত সমাগম-তাম্বুমধ্যে আনিবে।
17 আর যাজক সেই রক্তে আপন অঙ্গুলি ডুবাইয়া তাহার কিঞ্চিৎ তিরস্করিণীর অগ্রে, সদাপ্রভুর সম্মুখে সাত বার ছিটাইবে।
18 এবং সেই রক্তের কিঞ্চিৎ লইয়া সমাগম-তাম্বুর মধ্যে সদাপ্রভুর সম্মুখে স্থিত বেদির শৃঙ্গের উপরে দিবে; পরে সমাগম-তাম্বুর দ্বারসমীপে স্থিত হোমবেদির মূলে অন্য সমস্ত রক্ত ঢালিয়া দিবে।
19 আর বলি হইতে তাহার সমস্ত মেদ লইয়া বেদির উপরে দগ্ধ করিবে।
20 সে পাপার্থক বলির বৎসকে যেরূপ করে, ইহাকেও তদ্রূপ করিবে; এইরূপে যাজক তাহাদের জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহাদের পাপের ক্ষমা হইবে।
21 পরে সে গোবৎসকে শিবিরের বাহিরে লইয়া গিয়া প্রথম বৎসটী যেমন পোড়াইয়াছিল, তেমনি তাহাকেও পোড়াইয়া দিবে; ইহা সমাজের পাপর্থক বলিদান।
22 আর যদি কোন অধ্যক্ষ পাপ করে, অর্থাৎ প্রমাদবশতঃ আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম্ম করিয়া দোষী হয়,
23 তবে তাহার কৃত সেই পাপ যখন সে জ্ঞাত হইবে, তৎকালে আপনার উপহার বলিয়া এক নির্দ্দোষ পুংছাগ আনিবে।
24 পরে ছাগের মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলি হননের স্থানে সদাপ্রভুর সম্মুখে তাহাকে হনন করিবে; ইহা পাপার্থক বলিদান।
25 পরে যাজক আপন অঙ্গুলি দ্বারা সেই পাপর্থক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গের উপরে দিবে, এবং তাহার রক্ত হোমবেদির মূলে ঢালিয়া দিবে।
26 আর মঙ্গলার্থক বলিদানের মেদের ন্যায় তাহার সমস্ত মেদ লইয়া বেদিতে দগ্ধ করিবে; এইরূপে যাজক তাহার পাপমোচনার্থ প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে।
27 আর সাধারণ লোকদের মধ্যে যদি কেহ প্রমাদবশতঃ সদাপ্রভুর কোন আজ্ঞানিষিদ্ধ কর্ম্ম দ্বারা পাপ করিয়া দোষী হয়,
28 তবে সে যখন আপনার কৃত পাপ জ্ঞাত হইবে, তখন আপনার কৃত সেই পাপের জন্য আপনার উপহার বলিয়া পালের মধ্য হইতে এক নির্দ্দোষ ছাগী আনিবে।
29 পরে পাপার্থক বলির মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলিস্থানে সেই পাপার্থক বলি হনন করিবে।
30 পরে যাজক অঙ্গুলি দ্বারা তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গের উপরে দিবে, এবং তাহার সমস্ত রক্ত বেদির মূলে ঢালিয়া দিবে।
31 আর মঙ্গলার্থক বলি হইতে নীত মেদের ন্যায় তাহার সকল মেদ ছাড়াইয়া লইবে; পরে যাজক সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে বেদির উপরে তাহা দগ্ধ করিবে; এইরূপে যাজক তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে।
32 যদি সে পাপার্থক বলির উপহারার্থে মেষশাবক আনে, তবে একটী নির্দ্দোষ মেষবৎসা আনিবে।
33 আর সেই পাপার্থক বলির মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলি হননের স্থানে সেই পাপার্থক বলি হনন করিবে।
34 পরে যাজক অঙ্গুলি দ্বারা সেই পাপার্থক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গগুলির উপরে দিবে, সমস্ত রক্ত বেদির মূলে ঢালিবে।
35 পরে মঙ্গলার্থক বলির যে মেষশাবক, তাহার মেদ যেমন ছাড়ান যায়, তেমনি যাজক ইহার সকল মেদ ছাড়াইয়া লইবে, এবং সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারের রীতি অনুসারে তাহা বেদিতে দগ্ধ করিবে; এইরূপে যাজক তাহার কৃত পাপের প্রায়শ্চিত্ত করিবে; তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে।
1 And the LORD H3068 spoke H1696 unto H413 Moses, H4872 saying, H559
2 Speak H1696 unto H413 the children H1121 of Israel, H3478 saying, H559 If H3588 a soul H5315 shall sin H2398 through ignorance H7684 against any H4480 H3605 of the commandments H4687 of the LORD H3068 concerning things which H834 ought not H3808 to be done, H6213 and shall do H6213 against any H4480 H259 of them H4480 H2007 :
3 If H518 the priest H3548 that is anointed H4899 do sin H2398 according to the sin H819 of the people; H5971 then let him bring H7126 for H5921 his sin, H2403 which H834 he hath sinned, H2398 a young H1121 H1241 bullock H6499 without blemish H8549 unto the LORD H3068 for a sin offering. H2403
4 And he shall bring H935 H853 the bullock H6499 unto H413 the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 before H6440 the LORD; H3068 and shall lay H5564 H853 his hand H3027 upon H5921 the bullock's H6499 head, H7218 and kill H7819 H853 the bullock H6499 before H6440 the LORD. H3068
5 And the priest H3548 that is anointed H4899 shall take H3947 of the bullock's blood H4480 H1818, H6499 and bring H935 it to H413 the tabernacle H168 of the congregation: H4150
6 And the priest H3548 shall dip H2881 H853 his finger H676 in the blood, H1818 and sprinkle H5137 of H4480 the blood H1818 seven H7651 times H6471 before H6440 the LORD, H3068 H853 before H6440 the veil H6532 of the sanctuary. H6944
7 And the priest H3548 shall put H5414 some of H4480 the blood H1818 upon H5921 the horns H7161 of the altar H4196 of sweet H5561 incense H7004 before H6440 the LORD, H3068 which H834 is in the tabernacle H168 of the congregation; H4150 and shall pour H8210 all H3605 the blood H1818 of the bullock H6499 at H413 the bottom H3247 of the altar H4196 of the burnt offering, H5930 which H834 is at the door H6607 of the tabernacle H168 of the congregation. H4150
8 And he shall take off H7311 from H4480 it all H3605 the fat H2459 of the bullock H6499 for the sin offering; H2403 H853 the fat H2459 that covereth H3680 H5921 the inwards, H7130 and all H3605 the fat H2459 that H834 is upon H5921 the inwards, H7130
9 And the two H8147 kidneys, H3629 and the fat H2459 that H834 is upon H5921 them, which H834 is by H5921 the flanks, H3689 and the caul H3508 above H5921 the liver, H3516 with H5921 the kidneys, H3629 it shall he take away, H5493
10 As H834 it was taken off H7311 from the bullock H4480 H7794 of the sacrifice H2077 of peace offerings: H8002 and the priest H3548 shall burn H6999 them upon H5921 the altar H4196 of the burnt offering. H5930
11 And the skin H5785 of the bullock, H6499 and all H3605 his flesh, H1320 with H5921 his head, H7218 and with H5921 his legs, H3767 and his inwards, H7130 and his dung, H6569
12 Even H853 the whole H3605 bullock H6499 shall he carry forth H3318 without H413 H4480 H2351 the camp H4264 unto H413 a clean H2889 place, H4725 where the ashes H1880 are poured out, H8211 and burn H8313 him on H5921 the wood H6086 with fire: H784 where H5921 the ashes H1880 are poured out H8211 shall he be burnt. H8313
13 And if H518 the whole H3605 congregation H5712 of Israel H3478 sin through ignorance, H7686 and the thing H1697 be hid H5956 from the eyes H4480 H5869 of the assembly, H6951 and they have done H6213 somewhat against any of H259 H4480 H3605 the commandments H4687 of the LORD H3068 concerning things which H834 should not H3808 be done, H6213 and are guilty; H816
14 When the sin, H2403 which H834 they have sinned H2398 against H5921 it , is known, H3045 then the congregation H6951 shall offer H7126 a young H1121 H1241 bullock H6499 for the sin, H2403 and bring H935 him before H6440 the tabernacle H168 of the congregation. H4150
15 And the elders H2205 of the congregation H5712 shall lay H5564 H853 their hands H3027 upon H5921 the head H7218 of the bullock H6499 before H6440 the LORD: H3068 and H853 the bullock H6499 shall be killed H7819 before H6440 the LORD. H3068
16 And the priest H3548 that is anointed H4899 shall bring H935 of the bullock's blood H4480 H1818 H6499 to H413 the tabernacle H168 of the congregation: H4150
17 And the priest H3548 shall dip H2881 his finger H676 in some of H4480 the blood, H1818 and sprinkle H5137 it seven H7651 times H6471 before H6440 the LORD, H3068 even H853 before H6440 the veil. H6532
18 And he shall put H5414 some of H4480 the blood H1818 upon H5921 the horns H7161 of the altar H4196 which H834 is before H6440 the LORD, H3068 that H834 is in the tabernacle H168 of the congregation, H4150 and shall pour out H8210 all H3605 the blood H1818 at H413 the bottom H3247 of the altar H4196 of the burnt offering, H5930 which H834 is at the door H6607 of the tabernacle H168 of the congregation. H4150
19 And he shall take H7311 all H3605 his fat H2459 from H4480 him , and burn H6999 it upon the altar. H4196
20 And he shall do H6213 with the bullock H6499 as H834 he did H6213 with the bullock H6499 for a sin offering, H2403 so H3651 shall he do H6213 with this : and the priest H3548 shall make an atonement H3722 for H5921 them , and it shall be forgiven H5545 them.
21 And he shall carry forth the bullock H6499 without H413 H4480 H2351 the camp, H4264 and burn H8313 him as H834 he burned the first H7223 bullock: H6499 it H1931 is a sin offering H2403 for the congregation. H6951
22 When H834 a ruler H5387 hath sinned, H2398 and done H6213 somewhat through ignorance H7684 against any of H259 H4480 H3605 the commandments H4687 of the LORD H3068 his God H430 concerning things which H834 should not H3808 be done, H6213 and is guilty; H816
23 Or H176 if his sin, H2403 wherein H834 he hath sinned, H2398 come to his knowledge H3045 H413 ; he shall bring H935 H853 his offering, H7133 a kid H8163 of the goats, H5795 a male H2145 without blemish: H8549
24 And he shall lay H5564 his hand H3027 upon H5921 the head H7218 of the goat, H8163 and kill H7819 it in the place H4725 where H834 they kill H7819 H853 the burnt offering H5930 before H6440 the LORD: H3068 it H1931 is a sin offering. H2403
25 And the priest H3548 shall take H3947 of H4480 the blood H1818 of the sin offering H2403 with his finger, H676 and put H5414 it upon H5921 the horns H7161 of the altar H4196 of burnt offering, H5930 and shall pour out H8210 his blood H1818 at H413 the bottom H3247 of the altar H4196 of burnt offering. H5930
26 And he shall burn H6999 all H3605 his fat H2459 upon the altar, H4196 as the fat H2459 of the sacrifice H2077 of peace offerings: H8002 and the priest H3548 shall make an atonement H3722 for H5921 him as concerning his sin H4480 H2403 , and it shall be forgiven H5545 him.
27 And if H518 any H259 one H5315 of the common people H4480 H5971 H776 sin H2398 through ignorance, H7684 while he doeth H6213 somewhat against any H259 of the commandments H4480 H4687 of the LORD H3068 concerning things which H834 ought not H3808 to be done, H6213 and be guilty; H816
28 Or H176 if his sin, H2403 which H834 he hath sinned, H2398 come to his knowledge H3045 H413 : then he shall bring H935 his offering, H7133 a kid H8166 of the goats, H5795 a female H5347 without blemish, H8549 for H5921 his sin H2403 which H834 he hath sinned. H2398
29 And he shall lay H5564 H853 his hand H3027 upon H5921 the head H7218 of the sin offering, H2403 and slay H7819 H853 the sin offering H2403 in the place H4725 of the burnt offering. H5930
30 And the priest H3548 shall take H3947 of the blood H4480 H1818 thereof with his finger, H676 and put H5414 it upon H5921 the horns H7161 of the altar H4196 of burnt offering, H5930 and shall pour out H8210 all H3605 the blood H1818 thereof at H413 the bottom H3247 of the altar. H4196
31 And he shall take away H5493 all H3605 the fat H2459 thereof, as H834 the fat H2459 is taken away H5493 from H4480 off H5921 the sacrifice H2077 of peace offerings; H8002 and the priest H3548 shall burn H6999 it upon the altar H4196 for a sweet H5207 savor H7381 unto the LORD; H3068 and the priest H3548 shall make an atonement H3722 for H5921 him , and it shall be forgiven H5545 him.
32 And if H518 he bring H935 a lamb H3532 for a sin H2403 offering, H7133 he shall bring H935 it a female H5347 without blemish. H8549
33 And he shall lay H5564 H853 his hand H3027 upon H5921 the head H7218 of the sin offering, H2403 and slay H7819 it for a sin offering H2403 in the place H4725 where H834 they kill H7819 H853 the burnt offering. H5930
34 And the priest H3548 shall take H3947 of the blood H4480 H1818 of the sin offering H2403 with his finger, H676 and put H5414 it upon H5921 the horns H7161 of the altar H4196 of burnt offering, H5930 and shall pour out H8210 all H3605 the blood H1818 thereof at H413 the bottom H3247 of the altar: H4196
35 And he shall take away H5493 all H3605 the fat H2459 thereof, as H834 the fat H2459 of the lamb H3775 is taken away H5493 from the sacrifice H4480 H2077 of the peace offerings; H8002 and the priest H3548 shall burn H6999 them upon the altar, H4196 according to H5921 the offerings made by fire H801 unto the LORD: H3068 and the priest H3548 shall make an atonement H3722 for H5921 his sin H2403 that H834 he hath committed, H2398 and it shall be forgiven H5545 him.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×