Bible Versions
Bible Books

Leviticus 7:23 (BNV) Bengali Old BSI Version

1 আর দোষার্থক বলির এই ব্যবস্থা; তাহা অতি পবিত্র।
2 যে স্থানে লোকেরা হোমবলি হনন করে, সেই স্থানে দোষার্থক বলি হনন করিবে, এবং যাজক বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিবে।
3 আর বলির সমস্ত মেদ উৎসর্গ করিবে,
4 লাঙ্গুল আঁতড়িঢাকা মেদ, এবং দুই মেটিয়া তদুপরিস্থিত পার্শ্বস্থ মেদ, দুই মেটিয়ার সহিত যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক ছাড়াইয়া লইবে।
5 আর যাজক সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারার্থে বেদির উপরে এই সকল দগ্ধ করিবে; ইহা দোষার্থক বলি।
6 যাজকগণের মধ্যে সমস্ত পুরুষ তাহা ভোজন করিবে, কোন পবিত্র স্থানে তাহা ভোজন করিতে হইবে; তাহা অতি পবিত্র।
7 পাপার্থক বলি যেরূপ, দোষার্থক বলিও সেইরূপ; উভয়েরই এক ব্যবস্থা; যে যাজক তাহা দ্বারা প্রায়শ্চিত্ত করে, তাহা তাহারই হইবে।
8 আর যে যাজক কাহারও হোমবলি উৎসর্গ করে, সেই যাজক তাহার উৎসৃষ্ট হোমবলির চর্ম্ম পাইবে।
9 এবং তুন্দুরে কিম্বা কটাহে কিম্বা ভর্জ্জনপাত্রে পক্ব যত ভক্ষ্য-নৈবেদ্য, সে সকল উৎসর্গকারী যাজকের হইবে।
10 তৈলমিশ্রিত কিম্বা শুষ্ক ভক্ষ্য-নৈবেদ্য সকল সমানরূপে হারোণের সকল পুত্রের হইবে।
11 আর সদাপ্রভুর উদ্দেশে উৎসৃজ্য মঙ্গলার্থক বলির এই ব্যবস্থা।
12 কেহ যদি স্তবার্থক বলি আনে, তবে সে স্তববলির সহিত তৈলমিশ্রিত তাড়ীশূন্য রুটী, তৈলাক্ত তাড়ীশূন্য সরুচাকলী, তৈলসিক্ত সূক্ষ্ম সূজি তৈলাক্ত পিষ্টক নিবেদন করিবে।
13 সে মঙ্গলার্থক স্তববলির সহিত তাড়ীযুক্ত রুটী লইয়া উপহার দিবে।
14 আর সে তাহা হইতে, অর্থাৎ প্রত্যেক উপহার, হইতে, এক একখানি পিষ্টক লইয়া উত্তোলনীয় উপহাররূপে সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করিবে; যে যাজক মঙ্গলার্থক বলির রক্ত প্রক্ষেপ করে, সে তাহা পাইবে।
15 আর মঙ্গলার্থক স্তববলির মাংস উৎসর্গের দিনেই ভোজন করিতে হইবে; তাহার কিছুই প্রাতঃকাল পর্য্যন্ত রাখিতে হইবে না।
16 কিন্তু তাহার উপহারের বলি যদি মানত অথবা স্বেচ্ছাকৃত উপহার হয়, তবে বলি উৎসর্গের দিনে তাহা ভোজন করিতে হইবে, এবং পরদিনেও তাহার অবশিষ্ট অংশ ভোজন করা যাইবে।
17 কিন্তু তৃতীয় দিনে বলির অবশিষ্ট মাংস অগ্নিতে পোড়াইয়া দিতে হইবে।
18 যদি তৃতীয় দিনে তাহার মঙ্গলার্থক বলির কিঞ্চিৎ মাংস ভোজন করা যায়, তবে সেই বলি গ্রাহ্য হইবে না, এবং সেই বলি উৎসর্গকারীর পক্ষে গণ্য হইবে না, তাহা ঘৃণার্হ হইবে; এবং যে জন তাহা ভোজন করে, সে আপন অপরাধ বহন করিবে।
19 আর কোন অশুচি বস্তুতে যে মাংস স্পৃষ্ট হয়, তাহা ভক্ষ্য হইবে না, অগ্নিতে পোড়াইয়া দিতে হইবে। অন্য মাংস প্রত্যেক শুচি লোকের খাদ্য।
20 কিন্তু যে কেহ অশুচি থাকিয়া সদাপ্রভুর উদ্দেশে উৎসৃষ্ট মঙ্গলার্থক বলির মাংস ভোজন করে, সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
21 আর যদি কেহ কোন অশুচি বস্তু, অর্থাৎ মনুষ্যের অশুটি বস্তু কিম্বা অশুচি পশু কিম্বা কোন অশুচি ঘৃণার্হ বস্তু স্পর্শ করিয়া সদাপ্রভু সম্বন্ধীয় মঙ্গলার্থক বলির মাংস ভোজন করে, তবে সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
22 আর সদাপ্রভু মোশিকে কহিলেন,
23 তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, তোমরা গোরুর কিম্বা মেষের কিম্বা ছাগের মেদ ভোজন করিও না।
24 এবং স্বয়ংমৃত কিম্বা পশু দ্বারা বিদীর্ণ পশুর মেদ অন্যান্য কর্ম্মে ব্যবহার করিবে; কিন্তু কোন মতে তাহা ভোজন করিবে না;
25 কেননা যে কোন পশু হইতে সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করা যায়, সেই পশুর মেদ যে কেহ ভোজন করিবে সেই ভোক্তা আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
26 আর তোমাদের কোন বাসস্থানে তোমরা কোন পশুর কিম্বা পক্ষীর রক্ত ভোজন করিও না।
27 যে কেহ কোন প্রকারের রক্ত ভোজন করে, সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
28 আর সদাপ্রভু মোশিকে কহিলেন,
29 তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, যে ব্যক্তি সদাপ্রভুর উদ্দেশে মঙ্গলার্থক বলি উৎসর্গ করে, সেই ব্যক্তি আপন মঙ্গলার্থক বলি হইতে সদাপ্রভুর উদ্দেশে নিজ উপহার আনিবে।
30 ফলতঃ সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার অর্থাৎ বক্ষের সহিত মেদ স্বহস্তে আনিবে; তাহাতে সেই বক্ষঃ দোলনীয় নৈবেদ্যার্থে সদাপ্রভুর সম্মুখে দোলায়িত হইবে।
31 আর যাজক বেদির উপরে সেই মেদ দগ্ধ করিবে, কিন্তু বক্ষঃ হারোণের তাহার পুত্রগণের হইবে।
32 আর তোমরা আপন আপন মঙ্গলার্থক বলির দক্ষিণ জঙ্ঘা উত্তোলনীয় উপহাররূপে যাজককে দিবে।
33 হারোণের পুত্রগণের মধ্যে যে কেহ মঙ্গলার্থক বলির রক্ত মেদ উৎসর্গ করে, সে আপন অংশরূপে তাহার দক্ষিণ জঙ্ঘা পাইবে।
34 কেননা ইস্রায়েল-সন্তানগণ হইতে আমি মঙ্গলার্থক বলির দোলনীয় নৈবেদ্যার্থে বক্ষঃ উত্তোলনীয় নৈবেদ্যার্থে জঙ্ঘা লইয়া ইস্রায়েল-সন্তানগণের দেয় বলিয়া চিরস্থায়ী অধিকাররূপে তাহা হারোণ যাজক তাহার পুত্রগণকে দিলাম।
35 যে দিনে তাহারা সদাপ্রভুর যাজনকর্ম্ম করিতে নিযুক্ত হয়, সেই দিনাবধি সদাপ্রভুর অগ্নিকৃত উপহার হইতে ইহাই হারোণের তাহার পুত্রগণের অভিষেক জন্য অধিকার।
36 সদাপ্রভু তাহাদের অভিষেক দিনে পুরুষানুক্রমে ইস্রায়েল-সন্তানগণের দেয় বলিয়া চিরস্থায়ী অধিকাররূপে ইহা তাহাদিগকে দিতে আজ্ঞা করিলেন।
37 হোমের, ভক্ষ্য-নৈবেদ্যের, পাপার্থক বলির, দোষার্থক বলির, হস্তপূরণের মঙ্গলার্থক বলির এই ব্যবস্থা।
38 সদাপ্রভু যে দিন সীনয় প্রান্তরে ইস্রায়েল-সন্তানগণকে সদাপ্রভুর উদ্দেশে আপন আপন উপহার উৎসর্গ করিতে আজ্ঞা দিলেন, সেই দিন সীনয় পর্ব্বতে মোশিকে এই বিষয়ের আজ্ঞা দিলেন।
1 Likewise this H2063 is the law H8451 of the trespass offering: H817 it H1931 is most holy H6944 H6944 .
2 In the place H4725 where H834 they kill H7819 H853 the burnt offering H5930 shall they kill H7819 H853 the trespass offering: H817 and the blood H1818 thereof shall he sprinkle H2236 round about H5439 upon H5921 the altar. H4196
3 And he shall offer H7126 of H4480 it all H3605 the fat H2459 thereof; H853 the rump, H451 and the fat H2459 that covereth H3680 H853 the inwards, H7130
4 And the two H8147 kidneys, H3629 and the fat H2459 that H834 is on H5921 them, which H834 is by H5921 the flanks, H3689 and the caul H3508 that is above H5921 the liver, H3516 with H5921 the kidneys, H3629 it shall he take away: H5493
5 And the priest H3548 shall burn H6999 them upon the altar H4196 for an offering made by fire H801 unto the LORD: H3068 it H1931 is a trespass offering. H817
6 Every H3605 male H2145 among the priests H3548 shall eat H398 thereof : it shall be eaten H398 in the holy H6918 place: H4725 it H1931 is most holy H6944 H6944 .
7 As the sin offering H2403 is , so is the trespass offering: H817 there is one H259 law H8451 for them : the priest H3548 that H834 maketh atonement H3722 therewith shall have H1961 it .
8 And the priest H3548 that offereth H7126 H853 any man's H376 burnt offering, H5930 even the priest H3548 shall have H1961 to himself the skin H5785 of the burnt offering H5930 which H834 he hath offered. H7126
9 And all H3605 the meat offering H4503 that H834 is baked H644 in the oven, H8574 and all H3605 that is dressed H6213 in the frying pan, H4802 and in H5921 the pan, H4227 shall be H1961 the priest's H3548 that offereth H7126 it.
10 And every H3605 meat offering, H4503 mingled H1101 with oil, H8081 and dry, H2720 shall all H3605 the sons H1121 of Aaron H175 have, H1961 one H376 as much as another. H251
11 And this H2063 is the law H8451 of the sacrifice H2077 of peace offerings, H8002 which H834 he shall offer H7126 unto the LORD. H3068
12 If H518 he offer H7126 it for H5921 a thanksgiving, H8426 then he shall offer H7126 with H5921 the sacrifice H2077 of thanksgiving H8426 unleavened H4682 cakes H2471 mingled H1101 with oil, H8081 and unleavened H4682 wafers H7550 anointed H4886 with oil, H8081 and cakes H2471 mingled H1101 with oil, H8081 of fine flour, H5560 fried. H7246
13 Besides H5921 the cakes, H2471 he shall offer H7126 for his offering H7133 leavened H2557 bread H3899 with H5921 the sacrifice H2077 of thanksgiving H8426 of his peace offerings. H8002
14 And of H4480 it he shall offer H7126 one H259 out of the whole H4480 H3605 oblation H7133 for a heave offering H8641 unto the LORD, H3068 and it shall be H1961 the priest's H3548 that sprinkleth H2236 H853 the blood H1818 of the peace offerings. H8002
15 And the flesh H1320 of the sacrifice H2077 of his peace offerings H8002 for thanksgiving H8426 shall be eaten H398 the same day H3117 that it is offered; H7133 he shall not H3808 leave H5117 any of H4480 it until H5704 the morning. H1242
16 But if H518 the sacrifice H2077 of his offering H7133 be a vow, H5088 or H176 a voluntary offering, H5071 it shall be eaten H398 the same day H3117 that he offereth H7126 H853 his sacrifice: H2077 and on the morrow H4480 H4283 also the remainder H3498 of H4480 it shall be eaten: H398
17 But the remainder H3498 of the flesh H4480 H1320 of the sacrifice H2077 on the third H7992 day H3117 shall be burnt H8313 with fire. H784
18 And if H518 any of the flesh H4480 H1320 of the sacrifice H2077 of his peace offerings H8002 be eaten at all H398 H398 on the third H7992 day, H3117 it shall not H3808 be accepted, H7521 neither H3808 shall it be imputed H2803 unto him that offereth H7126 it : it shall be H1961 an abomination, H6292 and the soul H5315 that eateth H398 of H4480 it shall bear H5375 his iniquity. H5771
19 And the flesh H1320 that H834 toucheth H5060 any H3605 unclean H2931 thing shall not H3808 be eaten; H398 it shall be burnt H8313 with fire: H784 and as for the flesh, H1320 all H3605 that be clean H2889 shall eat H398 thereof. H1320
20 But the soul H5315 that H834 eateth H398 of the flesh H1320 of the sacrifice H4480 H2077 of peace offerings, H8002 that H834 pertain unto the LORD, H3068 having his uncleanness H2932 upon H5921 him , even that H1931 soul H5315 shall be cut off H3772 from his people H4480 H5971 .
21 Moreover the soul H5315 that H3588 shall touch H5060 any H3605 unclean H2931 thing, as the uncleanness H2932 of man, H120 or H176 any unclean H2931 beast, H929 or H176 any H3605 abominable H8263 unclean H2931 thing , and eat H398 of the flesh H4480 H1320 of the sacrifice H2077 of peace offerings, H8002 which H834 pertain unto the LORD, H3068 even that H1931 soul H5315 shall be cut off H3772 from his people H4480 H5971 .
22 And the LORD H3068 spoke H1696 unto H413 Moses, H4872 saying, H559
23 Speak H1696 unto H413 the children H1121 of Israel, H3478 saying, H559 Ye shall eat H398 no manner H3808 H3605 of fat, H2459 of ox, H7794 or of sheep, H3775 or of goat. H5795
24 And the fat H2459 of the beast that dieth of itself, H5038 and the fat H2459 of that which is torn with beasts, H2966 may be used H6213 in any H3605 other use: H4399 but ye shall in no wise eat H3808 H398 H398 of it.
25 For H3588 whosoever H3605 eateth H398 the fat H2459 of H4480 the beast, H929 of which H834 H4480 men offer H7126 an offering made by fire H801 unto the LORD, H3068 even the soul H5315 that eateth H398 it shall be cut off H3772 from his people H4480 H5971 .
26 Moreover ye shall eat H398 no manner H3808 H3605 of blood, H1818 whether it be of fowl H5775 or of beast, H929 in any H3605 of your dwellings. H4186
27 Whatsoever H3605 soul H5315 it be that H834 eateth H398 any manner H3605 of blood, H1818 even that H1931 soul H5315 shall be cut off H3772 from his people H4480 H5971 .
28 And the LORD H3068 spoke H1696 unto H413 Moses, H4872 saying, H559
29 Speak H1696 unto H413 the children H1121 of Israel, H3478 saying, H559 He that offereth H7126 H853 the sacrifice H2077 of his peace offerings H8002 unto the LORD H3068 shall bring H935 H853 his oblation H7133 unto the LORD H3068 of the sacrifice H4480 H2077 of his peace offerings. H8002
30 His own hands H3027 shall bring H935 H853 the offerings of the LORD made by fire H801 H3068 , H853 the fat H2459 with H5921 the breast, H2373 it shall he bring, H935 H853 that the breast H2373 may be waved H5130 H853 for a wave offering H8573 before H6440 the LORD. H3068
31 And the priest H3548 shall burn H6999 H853 the fat H2459 upon the altar: H4196 but the breast H2373 shall be H1961 Aaron's H175 and his sons' H1121 .
32 And the right H3225 shoulder H7785 shall ye give H5414 unto the priest H3548 for a heave offering H8641 of the sacrifices H4480 H2077 of your peace offerings. H8002
33 He among the sons H4480 H1121 of Aaron, H175 that offereth H7126 H853 the blood H1818 of the peace offerings, H8002 and the fat, H2459 shall have H1961 the right H3225 shoulder H7785 for his part. H4440
34 For H3588 H853 the wave H8573 breast H2373 and the heave H8641 shoulder H7785 have I taken H3947 of H4480 H854 the children H1121 of Israel H3478 from off the sacrifices H4480 H2077 of their peace offerings, H8002 and have given H5414 them unto Aaron H175 the priest H3548 and unto his sons H1121 by a statute H2706 forever H5769 from among H4480 H854 the children H1121 of Israel. H3478
35 This H2063 is the portion of the anointing H4888 of Aaron, H175 and of the anointing H4888 of his sons, H1121 out of the offerings of the LORD made by fire H4480 H801, H3068 in the day H3117 when he presented H7126 them to minister unto the LORD in the priest's office H3547; H3068
36 Which H834 the LORD H3068 commanded H6680 to be given H5414 them of H4480 H854 the children H1121 of Israel, H3478 in the day H3117 that he anointed H4886 them, by a statute H2708 forever H5769 throughout their generations. H1755
37 This H2063 is the law H8451 of the burnt offering, H5930 of the meat offering, H4503 and of the sin offering, H2403 and of the trespass offering, H817 and of the consecrations, H4394 and of the sacrifice H2077 of the peace offerings; H8002
38 Which H834 the LORD H3068 commanded H6680 H853 Moses H4872 in mount H2022 Sinai, H5514 in the day H3117 that he commanded H6680 H853 the children H1121 of Israel H3478 to offer H7126 H853 their oblations H7133 unto the LORD, H3068 in the wilderness H4057 of Sinai. H5514
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×