Bible Versions
Bible Books

Luke 17:15 (BNV) Bengali Old BSI Version

1 যীশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন, বিঘ্ন উপস্থিত না হইবে, এমন হইতে পারে না; কিন্তু ধিক্‌ তাহাকে, যাহার দ্বারা উপস্থিত হইবে!
2 সে যে এই ক্ষুদ্রগণের মধ্যে এক জনের বিঘ্ন জন্মায়, ইহা অপেক্ষা বরং তাহার গলায় যাঁতা বাঁধিয়া তাহাকে সমুদ্রে ফেলিয়া দিলে তাহার পক্ষে ভাল।
3 তোমরা আপনাদের বিষয়ে সাবধান থাক। তোমার ভ্রাতা যদি পাপ করে, তাহাকে অনুযোগ করিও; আর সে যদি অনুতাপ করে, তাহাকে ক্ষমা করিও।
4 আর যদি সে এক দিনের মধ্যে সাত বার তোমার বিরুদ্ধে পাপ করে, আর সাত বার তোমার কাছে ফিরিয়া আসিয়া বলে, অনুতাপ করিলাম, তবে তাহাকে ক্ষমা করিও।
5 আর প্রেরিতেরা প্রভুকে কহিলেন, আমাদের বিশ্বাসের বৃদ্ধি করুন।
6 প্রভু কহিলেন, একটী সরিষাদানার মত বিশ্বাস যদি তোমাদের থাকে, তবে ‘তুমি সমূলে উপড়িয়া গিয়া সমুদ্রে রোপিত হও’ এই কথা সুকামিন গাছটীকে বলিলে তোমাদের কথা মানিবে।
7 আর তোমাদের মধ্যে এমন কে আছে, যাহার দাস হাল বহিয়া কিম্বা মেঘ চরাইয়া ক্ষেত্র হইতে ভিতরে আসিলে সে তাহাকে বলিবে, ‘তুমি এখনই আসিয়া খাইতে বস’?
8 বরং তাহাকে কি বলিবে না, ‘আমি কি খাইব, তাহার আয়োজন কর, এবং আমি যতক্ষণ ভোজন পান করি, ততক্ষণ কোমর বাঁধিয়া আমার সেবা কর, তাহার পর তুমি ভোজন পান করিবে’?
9 সেই দাস আজ্ঞা পালন করিল বলিয়া সে কি তাহার ধন্যবাদ করে?
10 সেই প্রকারে সমস্ত আজ্ঞা পালন করিলে পর তোমরাও বলিও আমার অনুপযোগী দাস, যাহা করিতে বাধ্য ছিলাম, তাহাই করিলাম।
11 যিরূশালেমে যাইবার সময়ে তিনি শমরিয়া গালীল দেশের মধ্য দিয়া গমন করিলেন।
12 তিনি কোন গ্রামে প্রবেশ করিতেছেন, এমন সময়ে দশ জন কুষ্ঠী তাঁহার সম্মুখে পড়িল, তাহারা দূরে দাঁড়াইল, আর তাহারা উচ্চৈঃস্বরে বলিতে লাগিল,
13 যীশু, নাথ, আমাদিগকে দয়া করুন!
14 তাহাদিগকে দেখিয়া তিনি কহিলেন, যাও, যাজকগণের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও। যাইতে যাইতে তাহারা শুচীকৃত হইল।
15 তখন তাহাদের এক জন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চ রবে ঈশ্বরের গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল,
16 এবং যীশুর চরণে উবুড় হইয়া পড়িয়া তাঁহার ধন্যবাদ করিতে লাগিল; সেই ব্যক্তি শমরীয়।
17 যীশু উত্তর করিয়া কহিলেন, দশ জন কি শুচীকৃত হয় নাই? তবে সেই নয় জন কোথায়?
18 ঈশ্বরের গৌরব করিবার জন্য ফিরিয়া আসিয়াছে, এই অন্যজাতীয় লোকটী ভিন্ন এমন কাহাকেও কি পাওয়া গেল না?
19 পরে তিনি তাহাকে বলিলেন, উঠিয়া চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে।
20 ফরীশীরা তাঁহাকে জিজ্ঞাসা করিল, ঈশ্বরের রাজ্য কখন আসিবে? তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের রাজ্য জাঁকজমকের সহিত আইসে না;
21 আর লোকে বলিবে না, দেখ, এই স্থানে! কিম্বা স্থানে! কারণ দেখ, ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে।
22 আর তিনি শিষ্যদিগকে কহিলেন, এমন সময় আসিবে, যখন তোমরা মনুষ্যপুত্রের সময়ের এক দিন দেখিতে ইচ্ছা করিবে, কিন্তু দেখিতে পাইবে না।
23 তখন লোকেরা তোমাদিগকে বলিবে, দেখ, স্থানে! দেখ, এই স্থানে! যাইও না পশ্চাদগমন করিও না।
24 কেননা বিদ্যুৎ যেমন আকাশের নীচে এক দিক্‌ হইতে চমকাইলে আকাশের নীচে অন্য দিক্‌ পর্য্যন্ত আলোকিত হয়, মনুষ্যপুত্র আপনার দিনে সেইরূপ হইবেন।
25 কিন্তু প্রথমে তাঁহাকে অনেক দুঃখ ভোগ করিতে এবং এই কালের লোকদের কাছে অগ্রাহ্য হইতে হইবে।
26 আর নোহের সময়ে যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের সময়েও তদ্রূপ হইবে।
27 লোকে ভোজন পান করিত, বিবাহ করিত, বিবাহিতা হইত, যে পর্য্যন্ত না নোহ জাহাজে প্রবেশ করিলেন, আর জলপ্লাবন আসিয়া সকলকে বিনষ্ট করিল।
28 সেইরূপ লোটের সময়ে যেমন হইয়াছিল—লোকে ভোজন পান, ক্রয় বিক্রয়, বৃক্ষ রোপন গৃহ নির্ম্মাণ করিত;
29 কিন্তু যে দিন লোট সদোম হইতে বাহির হইলেন, সেই দিন আকাশ হইতে অগ্নি গন্ধক বর্ষিয়া সকলকে বিনষ্ট করিল—
30 মনুষ্যপুত্র যে দিন প্রকাশিত হইবেন, সে দিনেও সেইরূপ হইবে।
31 সেই দিন যে কেহ ছাদের উপরে থাকিবে, আর তাহার জিনিষপত্র ঘরে থাকিবে, সে তাহা লইবার জন্য নীচে না নামুক; আর তদ্রূপ যে কেহ ক্ষেত্রে থাকিবে, সেও পশ্চাতে ফিরিয়া না আইসুক।
32 লোটের স্ত্রীকে স্মরণ করিও
33 যে কেহ আপন প্রাণ লাভ করিতে চেষ্টা করে, সে তাহা হারাইবে; আর যে কেহ প্রাণ হারায়, সে তাহা বাঁচাইবে।
34 আমি তোমাদিগকে বলিতেছি, সেই রাত্রিতে দুই জন এক বিছানায় থাকিবে, তাহাদের এক জনকে লওয়া যাইবে, এবং অন্য জনকে ছাড়িয়া যাওয়া হইবে।
35 দুইটী স্ত্রীলোক একত্র যাঁতা পিষিবে; তাহাদের এক জনকে লওয়া যাইবে, এবং অন্য জনকে ছাড়িয়া যাওয়া হইবে।
36 তখন তাঁহারা উত্তর করিয়া তাঁহাকে বলিলেন,
37 হে প্রভু, কোথায়? তিনি তাঁহাদিগকে কহিলেন, যেখানে শব, সেখানেই শকুন যুটিবে।
1 Then G1161 said G2036 he unto G4314 the G3588 disciples, G3101 It is G2076 impossible G418 but that G3361 offenses G4625 will come: G2064 but G1161 woe G3759 unto him, through G1223 whom G3739 they come G2064 !
2 It were better G3081 for him G846 that G1487 a millstone G3458 G3684 were hanged G4029 about G4012 his G846 neck, G5137 and G2532 he cast G4496 into G1519 the G3588 sea, G2281 than G2228 that G2443 he should offend G4624 one G1520 of these G5130 little ones. G3398
3 Take heed G4337 to yourselves G1438 G1161 : If G1437 thy G4675 brother G80 trespass G264 against G1519 thee, G4571 rebuke G2008 him; G846 and G2532 if G1437 he repent, G3340 forgive G863 him. G846
4 And G2532 if G1437 he trespass G264 against G1519 thee G4571 seven times G2034 in a day, G2250 and G2532 seven times G2034 in a day G2250 turn again G1994 to G1909 thee, G4571 saying, G3004 I repent; G3340 thou shalt forgive G863 him. G846
5 And G2532 the G3588 apostles G652 said G2036 unto the G3588 Lord, G2962 Increase G4369 our G2254 faith. G4102
6 And G1161 the G3588 Lord G2962 said, G2036 If G1487 ye had G2192 faith G4102 as G5613 a grain G2848 of mustard seed, G4615 ye might say G3004 G302 unto this G5026 sycamine tree, G4807 Be thou plucked up by the root, G1610 and G2532 be thou planted G5452 in G1722 the G3588 sea; G2281 and G2532 it should obey G5219 G302 you. G5213
7 But G1161 which G5101 of G1537 you, G5216 having G2192 a servant G1401 plowing G722 or G2228 feeding cattle, G4165 will say G2046 unto him by and by, G2112 when he is come G1525 from G1537 the G3588 field, G68 Go G3928 and sit down to meat G377 ?
8 And G235 will not G3780 rather say G2046 unto him, G846 Make ready G2090 wherewith G5101 I may sup, G1172 and G2532 gird G4024 thyself, and serve G1247 me, G3427 till G2193 I have eaten G5315 and G2532 drunken; G4095 and G2532 afterward G3326 G5023 thou G4771 shalt eat G5315 and G2532 drink G4095 ?
9 Doth he thank G2192 G3361 G5485 that G1565 servant G1401 because G3754 he did G4160 the things that were commanded G1299 him G846 ? I think G1380 not. G3756
10 So likewise G3779 G2532 ye, G5210 when G3752 ye shall have done G4160 all G3956 those things which are commanded G1299 you, G5213 say, G3004 We are G2070 unprofitable G888 servants: G1401 we G3754 have done G4160 that which G3739 was our duty G3784 to do. G4160
11 And G2532 it came to pass, G1096 as he G846 went G4198 to G1519 Jerusalem, G2419 that G2532 he G846 passed G1330 through G1223 the midst G3319 of Samaria G4540 and G2532 Galilee. G1056
12 And G2532 as he G846 entered G1525 into G1519 a certain G5100 village, G2968 there met G528 him G846 ten G1176 men G435 that were lepers, G3015 which G3739 stood G2476 afar off: G4207
13 And G2532 they G846 lifted up G142 their voices, G5456 and said, G3004 Jesus, G2424 Master, G1988 have mercy G1653 on us. G2248
14 And G2532 when he saw G1492 them, he said G2036 unto them, G846 Go G4198 show G1925 yourselves G1438 unto the G3588 priests. G2409 And G2532 it came to pass, G1096 that , as they G846 went, G5217 they were cleansed. G2511
15 And G1161 one G1520 of G1537 them, G846 when he saw G1492 that G3754 he was healed, G2390 turned back, G5290 and with G3326 a loud G3173 voice G5456 glorified G1392 God, G2316
16 And G2532 fell down G4098 on G1909 his face G4383 at G3844 his G846 feet, G4228 giving him thanks G2168 G846 : and G2532 he G846 was G2258 a Samaritan. G4541
17 And G1161 Jesus G2424 answering G611 said, G2036 Were there not G3780 ten G1176 cleansed G2511 ? but G1161 where G4226 are the G3588 nine G1767 ?
18 There are not G3756 found G2147 that returned G5290 to give G1325 glory G1391 to God, G2316 save G1508 this G3778 stranger. G241
19 And G2532 he said G2036 unto him, G846 Arise, G450 go thy way: G4198 thy G4675 faith G4102 hath made thee whole G4982 G4571 .
20 And G1161 when he was demanded G1905 of G5259 the G3588 Pharisees, G5330 when G4219 the G3588 kingdom G932 of God G2316 should come, G2064 he answered G611 them G846 and G2532 said, G2036 The G3588 kingdom G932 of God G2316 cometh G2064 not G3756 with G3326 observation: G3907
21 Neither G3761 shall they say, G2046 Lo G2400 here G5602 ! or, G2228 lo G2400 there G1563 ! for, G1063 behold, G2400 the G3588 kingdom G932 of God G2316 is G2076 within G1787 you. G5216
22 And G1161 he said G2036 unto G4314 the G3588 disciples, G3101 The days G2250 will come, G2064 when G3753 ye shall desire G1937 to see G1492 one G3391 of the G3588 days G2250 of the G3588 Son G5207 of man, G444 and G2532 ye shall not G3756 see G3700 it.
23 And G2532 they shall say G2046 to you, G5213 See G2400 here; G5602 or, G2228 see G2400 there: G1563 go not after G565 G3361 them, nor G3366 follow G1377 them.
24 For G1063 as G5618 the G3588 lightning, G796 that lighteneth G797 out G1537 of the one G3588 part under G5259 heaven, G3772 shineth G2989 unto G1519 the other G3588 part under G5259 heaven; G3772 so G3779 shall also G2532 the G3588 Son G5207 of man G444 be G2071 in G1722 his G848 day. G2250
25 But G1161 first G4412 must G1163 he G846 suffer G3958 many things, G4183 and G2532 be rejected G593 of G575 this G5026 generation. G1074
26 And G2532 as G2531 it was G1096 in G1722 the G3588 days G2250 of Noah, G3575 so G3779 shall it be G2071 also G2532 in G1722 the G3588 days G2250 of the G3588 Son G5207 of man. G444
27 They did eat, G2068 they drank, G4095 they married wives, G1060 they were given in marriage, G1547 until G891 the G3739 day G2250 that Noah G3575 entered G1525 into G1519 the G3588 ark, G2787 and G2532 the G3588 flood G2627 came, G2064 and G2532 destroyed G622 them all. G537
28 Likewise G3668 also G2532 as G5613 it was G1096 in G1722 the G3588 days G2250 of Lot; G3091 they did eat, G2068 they drank, G4095 they bought, G59 they sold, G4453 they planted, G5452 they builded; G3618
29 But G1161 the same G3739 day G2250 that Lot G3091 went out G1831 of G575 Sodom G4670 it rained G1026 fire G4442 and G2532 brimstone G2303 from G575 heaven, G3772 and G2532 destroyed G622 them all. G537
30 Even thus G2596 G5024 shall it be G2071 in the G3739 day G2250 when the G3588 Son G5207 of man G444 is revealed. G601
31 In G1722 that G1565 day, G2250 he which G3739 shall be G2071 upon G1909 the G3588 housetop, G1430 and G2532 his G846 stuff G4632 in G1722 the G3588 house, G3614 let him not G3361 come down G2597 to take it away G142 G846 : and G2532 he G3588 that is in G1722 the G3588 field, G68 let him likewise G3668 not G3361 return G1994 back G1519 G3694 .
32 Remember G3421 Lot's G3091 wife. G1135
33 Whosoever G3739 G1437 shall seek G2212 to save G4982 his G848 life G5590 shall lose G622 it; G846 and G2532 whosoever G3739 G1437 shall lose G622 his G848 life shall preserve G2225 it. G846
34 I tell G3004 you, G5213 in that G5026 night G3571 there shall be G2071 two G1417 men in G1909 one G3391 bed; G2825 the G3588 one G1520 shall be taken, G3880 and G2532 the G3588 other G2087 shall be left. G863
35 Two G1417 women shall be G2071 grinding G229 together G1909 G846 ; the G3588 one G3391 shall be taken, G3880 and G2532 the G3588 other G2087 left. G863
36 Two G1417 men shall be G2071 in G1722 the G3588 field; G68 the G3588 one G1520 shall be taken, G3880 and G2532 the G3588 other G2087 left. G863
37 And G2532 they answered G611 and said G3004 unto him, G846 Where, G4226 Lord G2962 ? And G1161 he G3588 said G2036 unto them, G846 Wheresoever G3699 the G3588 body G4983 is, thither G1563 will the G3588 eagles G105 be gathered together. G4863
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×