Bible Versions
Bible Books

Luke 24:40 (BNV) Bengali Old BSI Version

1 বিশ্রামবারে তাঁহারা বিধিমতে বিশ্রাম করিলেন। কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যূষে তাঁহারা কবরের নিকটে আসিলেন, যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন, তাহা লইয়া আসিলেন;
2 আর দেখিলেন, কবর হইতে প্রস্তরখানা সরান গিয়াছে,
3 কিন্তু ভিতরে গিয়া প্রভু যীশুর দেহ দেখিতে পাইলেন না।
4 তাঁহারা এই বিষয় ভাবিতেছেন, এমন সময়ে, দেখ, উজ্জ্বল বস্ত্র পরিহিত দুই পুরুষ তাঁহাদের নিকটে দাঁড়াইলেন।
5 তখন তাঁহারা ভীত হইয়া ভূমির দিকে মুখ নত করিলে সেই দুই ব্যক্তি তাঁহাদিগকে কহিলেন, মৃতদের মধ্যে জীবিতের অন্বেষণ কেন করিতেছ?
6 তিনি এখানে নাই, কিন্তু উঠিয়াছেন। গালীলে থাকিতে থাকিতেই তিনি তোমাদিগকে যাহা বলিয়াছিলেন, তাহা স্মরণ কর;
7 তিনি বলিয়াছিলেন, মনুষ্যপুত্রকে পাপী মনুষ্যদের হস্তে সমর্পিত হইতে হইবে, ক্রুশারোপিত হইতে এবং তৃতীয় দিবসে উঠিতে হইবে।
8 তখন তাঁহার সেই কথাগুলি তাঁহাদের স্মরণ হইল;
9 আর তাঁহারা কবর হইতে ফিরিয়া গিয়া সেই এগারো জনকে অন্য সকলকে এই সমস্ত সংবাদ দিলেন।
10 ইহাঁরা মগ্দলীনী মরিয়ম, যোহানা যাকোবের মাতা মরিয়ম; আর ইহাঁদের সঙ্গে অন্য স্ত্রীলোকেরাও প্রেরিতদিগকে এই সকল কথা বলিলেন।
11 কিন্তু এই সকল কথা তাঁহাদের কাছে গল্পতুল্য বোধ হইল; তাঁহারা তাঁহাদের কথায় অবিশ্বাস করিলেন।
12 তথাপি পিতর উঠিয়া কবরের নিকটে দৌড়িয়া গেলেন, এবং হেঁট হইয়া দৃষ্টিপাত করিয়া দেখিলেন, কেবল কাপড় পড়িয়া রহিয়াছে; আর যাহা ঘটিয়াছে, তাহাতে আশ্চর্য্য জ্ঞান করিয়া স্বস্থানে চলিয়া গেলেন।
13 আর দেখ, সেই দিন তাঁহাদের দুই জন যিরূশালেম হইতে চারি ক্রোশ দূরবর্ত্তী ইম্মায়ূ নামক গ্রামে যাইতেছিলেন,
14 এবং তাঁহারা সকল ঘটনার বিষয়ে পরস্পর কথোপকথন করিতেছিলেন।
15 তাঁহারা কথোপকথন পরস্পর জিজ্ঞাসাবাদ করিতেছেন, এমন সময়ে যীশু আপনি নিকটে আসিয়া তাঁহাদের সঙ্গে সঙ্গে গমন করিতে লাগিলেন;
16 কিন্তু তাঁহাদের চক্ষু রুদ্ধ হইয়াছিল, তাই তাঁহাকে চিনিতে পারিলেন না।
17 তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমরা চলিতে চলিতে পরস্পর যে সকল কথা বলাবলি করিতেছ, সে সকল কি? তাঁহারা বিষণ্ণ ভাবে দাঁড়াইয়া রহিলেন।
18 পরে ক্লিয়পা নামে তাঁহাদের এক জন উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, আপনি কি একা যিরূশালেমে প্রবাস করিতেছেন, আর এই কয়েক দিনের মধ্যে তথায় যে সকল ঘটনা হইয়াছে, তাহা জানেন না?
19 তিনি তাঁহাদিগকে কহিলেন, কি কি প্রকার ঘটনা? তাঁহারা তাঁহাকে বলিলেন, নাসরতীয় যীশু বিষয়ক ঘটনা, যিনি ঈশ্বরের সকল লোকের সাক্ষাতে কার্য্যে বাক্যে পরাক্রমী ভাববাদী ছিলেন;
20 আর কিরূপে প্রধান যাজকেরা আমাদের অধ্যক্ষেরা প্রাণদণ্ডাজ্ঞার জন্য তাঁহাকে সমর্পণ করিলেন, ক্রুশে দিলেন।
21 কিন্তু আমরা আশা করিতেছিলাম যে, তিনিই সেই ব্যক্তি, যিনি ইস্রায়েলকে মুক্ত করিবেন। আর সব ছাড়া আজ তিন দিন চলিতেছে, সকল ঘটিয়াছে।
22 আবার আমাদের কয়েকটী স্ত্রীলোক আমাদিগকে চমৎকৃত করিলেন; তাঁহারা প্রত্যূষে তাঁহার কবরের কাছে গিয়াছিলেন,
23 আর তাঁহার দেহ দেখিতে না পাইয়া আসিয়া কহিলেন, স্বর্গ-দূতদেরও দর্শন পাইয়াছি, তাঁহারা বলেন, তিনি জীবিত আছেন।
24 আর আমাদের সঙ্গীদের মধ্যে কেহ কেহ কবরের কাছে গিয়া, সেই স্ত্রীলোকেরা যেমন বলিয়াছিলেন, তেমনি দেখিতে পাইলেন, কিন্তু তাঁহাকে দেখিতে পান নাই।
25 তখন তিনি তাঁহাদিগকে কহিলেন, হে অবোধেরা, এবং ভাববাদিগণ যে সমস্ত কথা বলিয়াছেন, সেই সকলে বিশ্বাস করণে শিথিল-চিত্তেরা,
26 খ্রীষ্টের কি আবশ্যক ছিল না যে, এই সমস্ত দুঃখভোগ করেন আপন প্রতাপে প্রবেশ করেন?
27 পরে তিনি মোশি হইতে সমুদয় ভাববাদী হইতে আরম্ভ করিয়া সমুদয় শাস্ত্রে তাঁহার নিজের বিষয়ে যে সকল কথা আছে, তাহা তাঁহাদিগকে বুঝাইয়া দিলেন।
28 পরে তাঁহারা যেখানে যাইতেছিলেন, সেই গ্রামের নিকটে উপস্থিত হইলেন; আর তিনি অগ্রে যাইবার লক্ষণ দেখাইলেন।
29 কিন্তু তাঁহারা সাধ্যসাধনা করিয়া কহিলেন, আমাদের সঙ্গে অবস্থিতি করুন, কারণ সন্ধ্যা হইয়া আসিল, বেলা প্রায় গিয়াছে। তাহাতে তিনি তাঁহাদের সঙ্গে অবস্থিতি করিবার জন্য গৃহে প্রবেশ করিলেন।
30 পরে যখন তিনি তাঁহাদের সঙ্গে ভোজনে বসিলেন, তখন রুটী লইয়া আশীর্ব্বাদ করিলেন, এবং ভাঙ্গিয়া তাঁহাদিগকে দিতে লাগিলেন।
31 অমনি তাঁহাদের চক্ষু খুলিয়া গেল, তাঁহারা তাঁহাকে চিনিলেন; আর তিনি তাঁহাদের হইতে অন্তর্হিত হইলেন।
32 তখন তাঁহারা পরস্পর কহিলেন, পথের মধ্যে যখন তিনি আমাদের সহিত কথা বলিতেছিলেন, আমাদের কাছে শাস্ত্রের অর্থ খুলিয়া দিতেছিলেন, তখন আমাদের অন্তরে আমাদের চিত্ত কি উত্তপ্ত হইয়া উঠিতেছিল না?
33 আর তাঁহারা সেই দণ্ডেই উঠিয়া যিরূশালেমে ফিরিয়া গেলেন; এবং সেই এগারো জনকে তাঁহাদের সঙ্গীদিগকে সমবেত দেখিতে পাইলেন;
34 তাঁহারা বলিলেন, প্রভু নিশ্চয়ই উঠিয়াছেন, এবং শিমোনকে দেখা দিয়াছেন।
35 পরে সেই দুই জন পথের ঘটনার বিষয়, এবং রুটী ভাঙ্গিবার সময়ে তাঁহারা কি প্রকারে তাঁহাকে চিনিতে পারিয়াছিলেন, এই সকল বৃত্তান্ত বলিলেন।
36 তাঁহারা পরস্পর এই সকল কথোপকথন করিতেছেন, ইতিমধ্যে তিনি আপনি তাঁহাদের মধ্যস্থানে দাঁড়াইলেন, তাঁহাদিগকে বলিলেন, তোমাদের শান্তি হউক।
37 ইহাতে তাঁহারা মহাভীত ত্রাসযুক্ত হইয়া মনে করিলেন, আত্মা দেখিতেছি।
38 তিনি তাঁহাদিগকে কহিলেন, কেন উদ্বিগ্ন হইতেছ? তোমাদের অন্তরে বিতর্কের উদয়ই বা কেন হইতেছে?
39 আমার হাত আমার পা দেখ, আমি স্বয়ং; আমাকে স্পর্শ কর, আর দেখ; কারণ আমার যেমন দেখিতেছ, আত্মার এরূপ অস্থি-মাংস নাই।
40 ইহা বলিয়া তিনি তাঁহাদিগকে হাত পা দেখাইলেন।
41 তখনও তাঁহারা আনন্দ প্রযুক্ত অবিশ্বাস করিতেছিলেন এবং আশ্চর্য্য জ্ঞান করিতেছিলেন, তাই তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমাদের কাছে এখানে কি কিছু খাদ্য আছে?
42 তখন তাঁহারা তাঁহাকে একখানি ভাজা মাছ দিলেন।
43 তিনি তাহা লইয়া তাঁহাদের সাক্ষাতে ভোজন করিলেন।
44 পরে তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদিগকে যাহা বলিয়াছিলাম, আমার সেই বাক্য এই, মোশির ব্যবস্থায় ভাববাদিগণের গ্রন্থে এবং গীতসংহিতায় আমার বিষয়ে যাহা যাহা লিখিত আছে, সে সকল অবশ্য পূর্ণ হইবে।
45 তখন তিনি তাঁহাদের বুদ্ধিদ্বার খুলিয়া দিলেন, যেন তাঁহারা শাস্ত্র বুঝিতে পারেন;
46 আর তিনি তাঁহাদিগকে কহিলেন, এইরূপ লিখিত আছে যে, খ্রীষ্ট দুঃখভোগ করিবেন, এবং তৃতীয় দিনে মৃতগণের মধ্য হইতে উঠিবেন;
47 আর তাঁহার নামে পাপমোচনার্থক মনপরিবর্ত্তনের কথা সর্ব্বজাতির কাছে প্রচারিত হইবে—যিরূশালেম হইতে আরম্ভ করা হইবে।
48 তোমরাই সকলের সাক্ষী।
49 আর দেখ, আমার পিতা যাহা প্রতিজ্ঞা করিয়াছেন, তাহা আমি তোমাদের নিকটে প্রেরণ করিতেছি; কিন্তু যে পর্য্যন্ত ঊর্দ্ধ হইতে শক্তিপরিহিত না হও, সেই পর্য্যন্ত তোমরা এই নগরে অবস্থিতি কর।
50 পরে তিনি তাঁহাদিগকে বৈথনিয়ার সম্মুখ পর্য্যন্ত লইয়া গেলেন; এবং হাত তুলিয়া তাঁহাদিগকে আশীর্ব্বাদ করিলেন।
51 পরে এইরূপ হইল, তিনি আশীর্ব্বাদ করিতে করিতে তাঁহাদের হইতে পৃথক্‌ হইলেন, এবং ঊর্দ্ধে, স্বর্গে নীত হইতে লাগিলেন।
52 আর তাঁহারা তাঁহাকে প্রণাম করিয়া মহানন্দে যিরূশালেমে ফিরিয়া গেলেন;
53 এবং নিরন্তর ধর্ম্মধামে থাকিয়া ঈশ্বেরর ধন্যবাদ করিতে থাকিলেন।
1 Now G1161 upon the G3588 first G3391 day of the G3588 week, G4521 very early in the morning G901 G3722 , they came G2064 unto G1909 the G3588 sepulcher, G3418 bringing G5342 the spices G759 which G3739 they had prepared, G2090 and G2532 certain G5100 others with G4862 them. G846
2 And G1161 they found G2147 the G3588 stone G3037 rolled away G617 from G575 the G3588 sepulcher. G3419
3 And G2532 they entered in, G1525 and found G2147 not G3756 the G3588 body G4983 of the G3588 Lord G2962 Jesus. G2424
4 And G2532 it came to pass, G1096 as they G846 were much perplexed G1280 thereabout G4012 G2532 , behold, G2400 two G1417 men G435 stood by G2186 them G846 in G1722 shining G797 garments: G2067
5 And G1161 as they G846 were G1096 afraid, G1719 and G2532 bowed down G2827 their faces G4383 to G1519 the G3588 earth, G1093 they said G2036 unto G4314 them, G846 Why G5101 seek G2212 ye the G3588 living G2198 among G3326 the G3588 dead G3498 ?
6 He is G2076 not G3756 here, G5602 but G235 is risen: G1453 remember G3415 how G5613 he spake G2980 unto you G5213 when he was G5607 yet G2089 in G1722 Galilee, G1056
7 Saying G3004 , the G3588 Son G5207 of man G444 must G1163 be delivered G3860 into G1519 the hands G5495 of sinful G268 men, G435 and G2532 be crucified, G4717 and G2532 the G3588 third G5154 day G2250 rise again. G450
8 And G2532 they remembered G3415 his G846 words, G4487
9 And G2532 returned G5290 from G575 the G3588 sepulcher, G3419 and told G518 all G3956 these things G5023 unto the G3588 eleven, G1733 and G2532 to all G3956 the G3588 rest. G3062
10 G1161 It was G2258 Mary G3137 Magdalene G3094 and G2532 Joanna, G2489 and G2532 Mary G3137 the mother of James, G2385 and G2532 other G3062 women that were with G4862 them, G846 which G3739 told G3004 these things G5023 unto G4314 the G3588 apostles. G652
11 And G2532 their G846 words G4487 seemed G5316 to G1799 them G846 as G5616 idle tales, G3026 and G2532 they believed them not G569 G846 .
12 Then G1161 arose G450 Peter, G4074 and ran G5143 unto G1909 the G3588 sepulcher; G3419 and G2532 stooping down, G3879 he beheld G991 the G3588 linen clothes G3608 laid G2749 by themselves, G3441 and G2532 departed, G565 wondering G2296 in G4314 himself G1438 at that which was come to pass. G1096
13 And G2532 , behold, G2400 two G1417 of G1537 them G846 went G2258 G4198 that same G846 day G2250 to G1519 a village G2968 called G3686 Emmaus, G1695 which was G568 from G575 Jerusalem G2419 about threescore G1835 furlongs. G4712
14 And G2532 they G846 talked G3656 together G4314 G240 of G4012 all G3956 these things G5130 which had happened. G4819
15 And G2532 it came to pass, G1096 that , while they G846 communed G3656 together and G2532 reasoned G4802 G2532 , Jesus G2424 himself G846 drew near, G1448 and went with G4848 them. G846
16 But G1161 their G846 eyes G3788 were holden G2902 that they should not G3361 know G1921 him. G846
17 And G1161 he said G2036 unto G4314 them, G846 What manner G5101 of communications G3056 are these G3778 that G3739 ye have G474 one to another G240 G4314 , as ye walk, G4043 and G2532 are G2075 sad G4659 ?
18 And G1161 the G3588 one G1520 of them, whose G3739 name G3686 was Cleopas, G2810 answering G611 said G2036 unto G4314 him, G846 Art thou only a stranger G3939 G4771 G3441 in G1722 Jerusalem, G2419 and G2532 hast not G3756 known G1097 the things which are come to pass G1096 there G846 in G1722 these G5025 days G2250 ?
19 And G2532 he said G2036 unto them, G846 What things G4169 ? And G1161 they G3588 said G2036 unto him, G846 Concerning G4012 Jesus G2424 of Nazareth, G3480 which G3739 was G1096 a G435 prophet G4396 mighty G1415 in G1722 deed G2041 and G2532 word G3056 before G1726 God G2316 and G2532 all G3956 the G3588 people: G2992
20 And G5037 how G3704 the G3588 chief priests G749 and G2532 our G2257 rulers G758 delivered G3860 him G846 to G1519 be condemned G2917 to death, G2288 and G2532 have crucified G4717 him. G846
21 But G1161 we G2249 trusted G1679 that G3754 it had been G2076 he G846 which should G3195 have redeemed G3084 Israel: G2474 and G1065 G235 beside G4862 all G3956 this, G5125 today G4594 is G71 the G5026 third G5154 day G2250 since G575 G3739 these things G5023 were done. G1096
22 Yea, and G235 certain G5100 women G1135 also G2532 of G1537 our company G2257 made us astonished G1839 G2248 , which were G1096 early G3721 at G1909 the G3588 sepulcher; G3419
23 And G2532 when they found G2147 not G3361 his G846 body, G4983 they came, G2064 saying, G3004 that they had also G2532 seen G3708 a vision G3701 of angels, G32 which G3739 said G3004 that he G846 was alive. G2198
24 And G2532 certain G5100 of them G3588 which were with G4862 us G2254 went G565 to G1909 the G3588 sepulcher, G3419 and G2532 found G2147 it even G2532 so G3779 as G2531 the G3588 women G1135 had said: G2036 but G1161 him G846 they saw G1492 not. G3756
25 Then G2532 he G846 said G2036 unto G4314 them, G846 O G5599 fools, G453 and G2532 slow G1021 of heart G2588 to believe G4100 all G3956 that G3739 the G3588 prophets G4396 have spoken: G2980
26 Ought G1163 not G3780 Christ G5547 to have suffered G3958 these things, G5023 and G2532 to enter G1525 into G1519 his G848 glory G1391 ?
27 And G2532 beginning G756 at G575 Moses G3475 and G2532 all G3956 the G3588 prophets, G4396 he expounded G1329 unto them G846 in G1722 all G3956 the G3588 Scriptures G1124 the things G3588 concerning G4012 himself. G1438
28 And G2532 they drew nigh G1448 unto G1519 the G3588 village, G2968 whither G3757 they went: G4198 and G2532 he G846 made as though G4364 he would have gone G4198 further. G4208
29 But G2532 they constrained G3849 him, G846 saying, G3004 Abide G3306 with G3326 us: G2257 for G3754 it is G2076 toward G4314 evening, G2073 and G2532 the G3588 day G2250 is far spent. G2827 And G2532 he went in G1525 to tarry G3306 with G4862 them. G846
30 And G2532 it came to pass, G1096 as he G846 sat at meat G2625 with G3326 them, G846 he took G2983 bread, G740 and blessed G2127 it, and G2532 broke, G2806 and gave G1929 to them. G846
31 And G1161 their G846 eyes G3788 were opened, G1272 and G2532 they knew G1921 him; G846 and G2532 he G846 vanished G1096 G855 out of their sight G575 G846 .
32 And G2532 they said G2036 one to another G240 G4314 , Did not G3780 our G2257 heart G2588 burn G2258 G2545 within G1722 us, G2254 while G5613 he talked G2980 with us G2254 by G1722 the G3588 way, G3598 and G2532 while G5613 he opened G1272 to us G2254 the G3588 Scriptures G1124 ?
33 And G2532 they rose up G450 the G3588 same G846 hour, G5610 and returned G5290 to G1519 Jerusalem, G2419 and G2532 found G2147 the G3588 eleven G1733 gathered together, G4867 and G2532 them G3588 that were with G4862 them, G846
34 Saying G3004 , The G3588 Lord G2962 is risen G1453 indeed, G3689 and G2532 hath appeared G3700 to Simon. G4613
35 And G2532 they G846 told G1834 what things G3588 were done in G1722 the G3588 way, G3598 and G2532 how G5613 he was known G1097 of them G846 in G1722 breaking G2800 of bread. G740
36 And G1161 as they G846 thus G5023 spake, G2980 Jesus G2424 himself G846 stood G2476 in G1722 the midst G3319 of them, G846 and G2532 saith G3004 unto them, G846 Peace G1515 be unto you. G5213
37 But G1161 they were terrified G4422 and G2532 affrighted G1096 G1719 , and supposed G1380 that they had seen G2334 a spirit. G4151
38 And G2532 he said G2036 unto them, G846 Why G5101 are G2075 ye troubled G5015 ? and G2532 why G1302 do thoughts G1261 arise G305 in G1722 your G5216 hearts G2588 ?
39 Behold G1492 my G3450 hands G5495 and G2532 my G3450 feet, G4228 that G3754 it is G1510 I G1473 myself: G846 handle G5584 me, G3165 and G2532 see; G1492 for G3754 a spirit G4151 hath G2192 not G3756 flesh G4561 and G2532 bones, G3747 as G2531 ye see G2334 me G1691 have. G2192
40 And G2532 when he had thus G5124 spoken, G2036 he showed G1925 them G846 his hands G5495 and G2532 his feet. G4228
41 And G1161 while they G846 yet G2089 believed not G569 for G575 joy, G5479 and G2532 wondered, G2296 he said G2036 unto them, G846 Have G2192 ye here G1759 any G5100 meat G1034 ?
42 And G1161 they G3588 gave G1929 him G846 a piece G3313 of a broiled G3702 fish, G2486 and G2532 of G575 a honeycomb G3193 G2781 .
43 And G2532 he took G2983 it, and did eat G5315 before G1799 them. G846
44 And G1161 he said G2036 unto them, G846 These G3778 are the G3588 words G3056 which G3739 I spake G2980 unto G4314 you, G5209 while I was G5607 yet G2089 with G4862 you, G5213 that G3754 all things G3956 must G1163 be fulfilled, G4137 which were written G1125 in G1722 the G3588 law G3551 of Moses, G3475 and G2532 in the prophets, G4396 and G2532 in the psalms, G5568 concerning G4012 me. G1700
45 Then G5119 opened G1272 he their G846 understanding, G3563 that they might understand G4920 the G3588 Scriptures, G1124
46 And G2532 said G2036 unto them, G846 Thus G3779 it is written, G1125 and G2532 thus G3779 it behooved G1163 Christ G5547 to suffer, G3958 and G2532 to rise G450 from G1537 the dead G3498 the G3588 third G5154 day: G2250
47 And G2532 that repentance G3341 and G2532 remission G859 of sins G266 should be preached G2784 in G1909 his G846 name G3686 among G1519 all G3956 nations, G1484 beginning G756 at G575 Jerusalem. G2419
48 And G1161 ye G5210 are G2075 witnesses G3144 of these things. G5130
49 And, G2532 behold, G2400 I G1473 send G649 the G3588 promise G1860 of my G3450 Father G3962 upon G1909 you: G5209 but G1161 tarry G2523 ye G5210 in G1722 the G3588 city G4172 of Jerusalem, G2419 until G2193 G3757 ye be endued G1746 with power G1411 from G1537 on high. G5311
50 And G1161 he led G1806 them G846 out G1854 as far as G2193 to G1519 Bethany, G963 and G2532 he lifted up G1869 his G848 hands, G5495 and blessed G2127 them. G846
51 And G2532 it came to pass, G1096 while he G846 blessed G2127 them, G846 he was parted G1339 from G575 them, G846 and G2532 carried up G399 into G1519 heaven. G3772
52 And G2532 they G846 worshiped G4352 him, G846 and returned G5290 to G1519 Jerusalem G2419 with G3326 great G3173 joy: G5479
53 And G2532 were G2258 continually G1275 in G1722 the G3588 temple, G2411 praising G134 and G2532 blessing G2127 God. G2316 Amen. G281
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×