Bible Versions
Bible Books

Mark 7:32 (BNV) Bengali Old BSI Version

1 আর ফরীশীরা কয়েক জন অধ্যাপক যিরূশালেম হইতে আসিয়া তাঁহার নিকটে একত্র হইল।
2 তাহারা দেখিল যে, তাঁহার কয়েক জন শিষ্য অশুচি অর্থাৎ অধৌত হস্তে আহার করিতেছে।
3 —ফরীশিগণ যিহূদীরা সকলে প্রাচীনদের পরম্পরাগত বিধি মান্য করায় ভাল করিয়া হাত না ধুইয়া আহার করে না।
4 আর বাজার হইতে আসিলে তাহারা স্নান না করিয়া আহার করে না; এবং তাহারা আরও অনেক বিষয় মানিবার আদেশ প্রাপ্ত হইয়াছে, যথা, ঘটী, ঘড়া পিত্তলের নানা পাত্র ধৌত করা।—
5 পরে ফরীশীরা অধ্যাপকেরা তাঁহাকে জিজ্ঞাসা করিল, তোমার শিষ্যেরা প্রাচীনদের পরম্পরাগত বিধি অনুসারে চলে না, কিন্তু অশুচি হস্তে আহার করে, ইহার কারণ কি?
6 তিনি তাহাদিগকে কহিলেন, কপটীরা, যিশাইয় তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন, যেমন লেখা আছে, “এই লোকেরা ওষ্ঠাধরে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে।
7 ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্ম্মসূত্র বলিয়া শিক্ষা দেয়।”
8 তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রহিয়াছ।
9 তিনি তাহাদিগকে আরও কহিলেন, তোমাদের পরম্পরাগত বিধি পালনের নিমিত্ত তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ।
10 কেননা মোশি বলিয়াছেন, “তুমি আপন পিতাকে আপন মাতাকে সমাদর কর,” আর “যে কেহ পিতার কি মাতার নিন্দা করে, তাহার প্রাণদণ্ড হউক।”
11 কিন্তু তোমরা বলিয়া থাক, মনুষ্য যদি পিতাকে কিম্বা মাতাকে বলে, ‘আমা হইতে যাহা দিয়া তোমার উপকার হইতে পারিত, তাহা কর্ব্বান্‌, অর্থাৎ ঈশ্বরকে দত্ত হইয়াছে,’
12 তোমরা তাহাকে পিতার কি মাতার জন্য আর কিছুই করিতে দেও না।
13 এইরূপে তোমাদের সমর্পিত পরম্পরাগত বিধি দ্বারা তোমরা ঈশ্বরের বাক্য নিষ্ফল করিতেছ; আর এই প্রকার অনেক ক্রিয়া করিয়া থাক।
14 পরে তিনি লোকসমূহকে পুনরায় কাছে ডাকিয়া কহিলেন, তোমরা সকলে আমার কথা শুন বুঝ।
15 মনুষ্যের বাহিরে এমন কিছুই নাই, যাহা তাহার ভিতরে গিয়া তাহাকে অশুচি করিতে পারে;
16 কিন্তু যাহা যাহা মনুষ্য হইতে বাহির হয়, সেই সকলই মনুষ্যকে অশুচি করে।
17 পরে তিনি লোকসমূহের নিকট হইতে গৃহমধ্যে আসিলে তাঁহার শিষ্যেরা তাঁহাকে সেই দৃষ্টান্তটীর ভাব জিজ্ঞাসা করিলেন।
18 তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমরাও কি এমন অবোধ? তোমরা কি বুঝ না যে, যাহা কিছু বাহির হইতে মনুষ্যের ভিতরে যায়, তাহা তাহাকে অশুচি করিতে পারে না?
19 তাহা তাহার হৃদয়ে প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করে, এবং বহিঃস্থানে গিয়া পড়ে। কথায় তিনি সমস্ত খাদ্য দ্রব্যকে শুচি বলিলেন।
20 তিনি আরও কহিলেন, মনুষ্য হইতে যাহা বাহির হয়, তাহাই মনুষ্যকে অশুচি করে।
21 কেননা ভিতর হইতে, মনুষ্যদের অন্তঃকরণ হইতে, কুচিন্তা বাহির হয়
22 —বেশ্যাগমন, চৌর্য্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান মূর্খতা;
23 এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয়, এবং মনুষ্যকে অশুচি করে।
24 পরে তিনি উঠিয়া সে স্থান হইতে সোর সীদোন অঞ্চলে গমন করিলেন। আর তিনি এক বাটীতে প্রবেশ করিলেন, ইচ্ছা করিলেন, যেন কেহ জানিতে না পারে; কিন্তু গুপ্ত থাকিতে পারিলেন না।
25 কারণ তখনই একটী স্ত্রীলোক, যাহার একটী মেয়ে ছিল, আর সেটীকে অশুচি আত্মায় পাইয়াছিল, তাঁহার বিষয় শুনিতে পাইয়া আসিয়া তাঁহার চরণে পড়িল।
26 স্ত্রীলোকটী গ্রীক, জাতিতে সুর-ফৈনীকী। সে তাঁহাকে বিনতি করিতে লাগিল, যেন তিনি তাহার কন্যার ভূত ছাড়াইয়া দেন।
27 তিনি তাহাকে কহিলেন, প্রথমে সন্তানেরা তৃপ্ত হউক, কেননা সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেওয়া ভাল নয়।
28 কিন্তু স্ত্রীলোকটী উত্তর করিয়া তাঁহাকে কহিল, হাঁ, প্রভু, আর কুকুরেরাও মেজের নীচে ছেলেদের খাদ্যের গুঁড়াগাঁড়া খায়।
29 তখন তিনি তাহাকে বলিলেন, এই বাক্য প্রযুক্ত চলিয়া যাও, তোমার কন্যার ভূত ছাড়িয়া গিয়াছে।
30 পরে সে গৃহে গিয়া দেখিতে পাইল, কন্যাটী শয্যায় শুইয়া আছে, এবং ভূত বাহির হইয়া গিয়াছে।
31 পরে তিনি সোর অঞ্চল হইতে বাহির হইলেন এবং সীদোন হইয়া দিকাপলি অঞ্চলের মধ্য দিয়া গালীল-সাগরের নিকটে আসিলেন।
32 তখন লোকেরা এক জন বধির তোৎলাকে তাঁহার নিকটে আনিয়া তাঁহাকে তাহার উপরে হস্তার্পণ করিতে বিনতি করিল।
33 তিনি তাহাকে ভিড়ের মধ্য হইতে বিরলে এক পার্শ্বে আনিয়া তাহার দুই কর্ণে আপন অঙ্গুলী দিলেন, থুথু ফেলিলেন, তাহার জিহ্বা স্পর্শ করিলেন।
34 আর তিনি স্বর্গের দিকে ঊর্দ্ধদৃষ্টি করিয়া দীর্ঘ নিশ্বাস ছাড়িয়া তাহাকে কহিলেন, ইপ্‌ফাথা, অর্থাৎ খুলিয়া যাউক।
35 তাহাতে তাহার কর্ণ খুলিয়া গেল, জিহ্বার বন্ধন মুক্ত হইল, আর সে স্পষ্ট কথা কহিতে লাগিল।
36 পরে তিনি তাহাদিগকে আজ্ঞা করিলেন, তোমরা কথা কাহাকেও বলিও না; কিন্তু তিনি যত বার‍ণ করিলেন, ততই তাহারা আরও অধিক প্রচার করিল।
37 আর তাহারা যার পর নাই চমৎকৃত হইল, বলিল, ইনি সকলই উত্তমরূপে করিয়াছেন, ইনি বধিরদিগকে শুনিবার শক্তি, এবং বোবাদিগকে কথা কহিবার শক্তি দান করেন।
1 Then G2532 came together G4863 unto G4314 him G846 the G3588 Pharisees, G5330 and G2532 certain G5100 of the G3588 scribes, G1122 which came G2064 from G575 Jerusalem. G2414
2 And G2532 when they saw G1492 some G5100 of his G846 disciples G3101 eat G2068 bread G740 with defiled, G2839 that is to say, G5123 with unwashen, G449 hands, G5495 they found fault. G3201
3 For G1063 the G3588 Pharisees, G5330 and G2532 all G3956 the G3588 Jews, G2453 except G3362 they wash G3538 their hands G5495 oft, G4435 eat G2068 not, G3756 holding G2902 the G3588 tradition G3862 of the G3588 elders. G4245
4 And G2532 when they come from G575 the market, G58 except G3362 they wash, G907 they eat G2068 not. G3756 And G2532 many G4183 other things G243 there be, G2076 which G3739 they have received G3880 to hold, G2902 as the washing G909 of cups, G4221 and G2532 pots G3582 G2532 , brazen vessels, G5473 and G2532 of tables. G2825
5 Then G1899 the G3588 Pharisees G5330 and G2532 scribes G1122 asked G1905 him, G846 Why G1302 walk G4043 not G3756 thy G4675 disciples G3101 according G2596 to the G3588 tradition G3862 of the G3588 elders, G4245 but G235 eat G2068 bread G740 with unwashen G449 hands G5495 ?
6 G1161 He G3588 answered G611 and said G2036 unto them, G846 Well G2573 hath Isaiah G2268 prophesied G4395 of G4012 you G5216 hypocrites, G5273 as G5613 it is written, G1125 This G3778 people G2992 honoreth G5091 me G3165 with their lips, G5491 but G1161 their G846 heart G2588 is far G568 G4206 from G575 me. G1700
7 Howbeit G1161 in vain G3155 do they worship G4576 me, G3165 teaching G1321 for doctrines G1319 the commandments G1778 of men. G444
8 For G1063 laying aside G863 the G3588 commandment G1785 of God, G2316 ye hold G2902 the G3588 tradition G3862 of men, G444 as the washing G909 of pots G3582 and G2532 cups: G4221 and G2532 many G4183 other G243 such G5108 like things G3946 ye do. G4160
9 And G2532 he said G3004 unto them, G846 Full well G2573 ye reject G114 the G3588 commandment G1785 of God, G2316 that G2443 ye may keep G5083 your own G5216 tradition. G3862
10 For G1063 Moses G3475 said, G2036 Honor G5091 thy G4675 father G3962 and G2532 thy G4675 mother; G3384 and, whoso curseth G2551 father G3962 or G2228 mother, G3384 let him die G5053 the death: G2288
11 But G1161 ye G5210 say, G3004 If G1437 a man G444 shall say G2036 to his father G3962 or G2228 mother, G3384 It is Corban, G2878 that is to say, G3603 a gift, G1435 by whatsoever G3739 G1437 thou mightest be profited G5623 by G1537 me; G1700 he shall be free .
12 And G2532 ye suffer G863 him G846 no more G3765 to do G4160 aught G3762 for his G848 father G3962 or G2228 his G848 mother; G3384
13 Making the word of God of none effect G208 G3588 G3056 G2316 through your G5216 tradition, G3862 which G3739 ye have delivered: G3860 and G2532 many G4183 such G5108 like things G3946 do G4160 ye.
14 And G2532 when he had called G4341 all G3956 the G3588 people G3793 unto him, he said G3004 unto them, G846 Hearken G191 unto me G3450 every one G3956 of you, and G2532 understand: G4920
15 There is G2076 nothing G3762 from without G1855 a man, G444 that G3739 entering G1531 into G1519 him G846 can G1410 defile G2840 him: G846 but G235 the things which come G1607 out of G575 him, G846 those G1565 are G2076 they that defile G2840 the G3588 man. G444
16 If any man G1536 have G2192 ears G3775 to hear, G191 let him hear. G191
17 And G2532 when G3753 he was entered G1525 into G1519 the house G3624 from G575 the G3588 people, G3793 his G846 disciples G3101 asked G1905 him G846 concerning G4012 the G3588 parable. G3850
18 And G2532 he saith G3004 unto them, G846 Are G2075 ye G5210 so G3779 without understanding G801 also G2532 ? Do ye not G3756 perceive, G3539 that G3754 whatsoever thing G3956 from without G1855 entereth G1531 into G1519 the G3588 man, G444 it cannot G1410 G3756 defile G2840 him; G846
19 Because G3754 it entereth G1531 not G3756 into G1519 his G846 heart, G2588 but G235 into G1519 the G3588 belly, G2836 and G2532 goeth out G1607 into G1519 the G3588 draught, G856 purging G2511 all G3956 meats G1033 ?
20 And G1161 he said G3004 G3754 , That which cometh G1607 out of G1537 the G3588 man, G444 that G1565 defileth G2840 the G3588 man. G444
21 For G1063 from within, G2081 out of G1537 the G3588 heart G2588 of men, G444 proceed G1607 evil G2556 thoughts, G1261 adulteries, G3430 fornications, G4202 murders, G5408
22 Thefts, G2829 covetousness, G4124 wickedness, G4189 deceit, G1388 lasciviousness, G766 an evil G4190 eye, G3788 blasphemy, G988 pride, G5243 foolishness: G877
23 All G3956 these G5023 evil things G4190 come G1607 from within, G2081 and G2532 defile G2840 the G3588 man. G444
24 And G2532 from thence G1564 he arose, G450 and went G565 into G1519 the G3588 borders G3181 of Tyre G5184 and G2532 Sidon, G4605 and G2532 entered G1525 into G1519 a house, G3614 and would G2309 have no man G3762 know G1097 it, but G2532 he could G1410 not G3756 be hid. G2990
25 For G1063 a certain woman, G1135 whose G3739 young daughter G2365 had G2192 an unclean G169 spirit, G4151 heard G191 of G4012 him, G846 and came G2064 and fell G4363 at G4314 his G846 feet: G4228
26 G1161 The G3588 woman G1135 was G2258 a Greek, G1674 a Syrophenician G4949 by nation; G1085 and G2532 she besought G2065 him G846 that G2443 he would cast forth G1544 the G3588 devil G1140 out of G1537 her G848 daughter. G2364
27 But G1161 Jesus G2424 said G2036 unto her, G846 Let G863 the G3588 children G5043 first G4412 be filled: G5526 for G1063 it is G2076 not G3756 meet G2570 to take G2983 the G3588 children's G5043 bread, G740 and G2532 to cast G906 it unto the G3588 dogs. G2952
28 And G1161 she G3588 answered G611 and G2532 said G3004 unto him, G846 Yes, G3483 Lord: G2962 yet G1063 G2532 the G3588 dogs G2952 under G5270 the G3588 table G5132 eat G2068 of G575 the G3588 children's G3813 crumbs. G5589
29 And G2532 he said G2036 unto her, G846 For G1223 this G5126 saying G3056 go thy way; G5217 the G3588 devil G1140 is gone G1831 out of G1537 thy G4675 daughter. G2364
30 And G2532 when she was come G565 to G1519 her G848 house, G3624 she found G2147 the G3588 devil G1140 gone out, G1831 and G2532 her daughter G2364 laid G906 upon G1909 the G3588 bed. G2825
31 And G2532 again, G3825 departing G1831 from G1537 the G3588 coasts G3725 of Tyre G5184 and G2532 Sidon, G4605 he came G2064 unto G4314 the G3588 sea G2281 of Galilee, G1056 through G303 the midst G3319 of the G3588 coasts G3725 of Decapolis. G1179
32 And G2532 they bring G5342 unto him G846 one that was deaf, G2974 and had an impediment in his speech; G3424 and G2532 they beseech G3870 him G846 to G2443 put his hand upon G2007 G5495 him. G846
33 And G2532 he took G618 him G846 aside G2596 G2398 from G575 the G3588 multitude, G3793 and put G906 his G848 fingers G1147 into G1519 his G846 ears, G3775 and G2532 he spit, G4429 and touched G680 his G846 tongue; G1100
34 And G2532 looking up G308 to G1519 heaven, G3772 he sighed, G4727 and G2532 saith G3004 unto him, G846 Ephphatha, G2188 that is, G3603 Be opened. G1272
35 And G2532 straightway G2112 his G846 ears G189 were opened, G1272 and G2532 the G3588 string G1199 of his G846 tongue G1100 was loosed, G3089 and G2532 he spake G2980 plain. G3723
36 And G2532 he charged G1291 them G846 that G2443 they should tell G2036 no man: G3367 but G1161 the more G3745 he G846 charged G1291 them, G846 so much the more G3123 a great deal G4054 they published G2784 it ;
37 And G2532 were beyond measure G5249 astonished, G1605 saying, G3004 He hath done G4160 all things G3956 well: G2573 he maketh G4160 both G2532 the G3588 deaf G2974 to hear, G191 and G2532 the G3588 dumb G216 to speak. G2980
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×