Bible Versions
Bible Books

Matthew 5:46 (BNV) Bengali Old BSI Version

1 1 তিনি বিস্তর লোক দেখিয়া পর্ব্বতে উঠিলেন; আর তিনি বসিলে পর তাঁহার শিষ্যেরা তাঁহার নিকটে আসিলেন।
2 তখন তিনি মুখ খুলিয়া তাঁহাদিগকে এই উপদেশ দিতে লাগিলেন—
3 ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গ-রাজ্য তাহাদেরই।
4 ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে।
5 ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে।
6 ধন্য যাহারা ধার্ম্মিকতার জন্য ক্ষুধিত তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে।
7 ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে।
8 ধন্য যাহারা নির্ম্মলান্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে।
9 ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে।
10 ধন্য যাহারা ধার্ম্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গ-রাজ্য তাহাদেরই।
11 ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা তাড়না করে, এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্ব্বপ্রকার মন্দ কথা বলে।
12 আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর; কারণ তোমাদের পূর্ব্বে যে ভাববাদিগণ ছিলেন, তাঁহাদিগকে তাহারা সেই মত তাড়না করিত।
13 তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণবিশিষ্ট করা যাইবে? তাহা আর কোন কার্য্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়।
14 তোমরা জগতের দীপ্তি; পর্ব্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না।
15 আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নীচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়।
16 তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।
17 মনে করিও না যে, আমি ব্যবস্থা কি ভাববাদিগ্রন্থ লোপ করিতে আসিয়াছি; আমি লোপ করিতে আসি নাই, কিন্তু পূর্ণ করিতে আসিয়াছি।
18 কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে পর্য্যন্ত আকাশ পৃথিবী লুপ্ত না হইবে, সে পর্য্যন্ত ব্যবস্থার এক মাত্রা কি এক বিন্দুও লুপ্ত হইবে না, সমস্তই সফল হইবে।
19 অতএব যে কেহ এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোন একটী আজ্ঞা লঙ্ঘন করে, লোকদিগকে সেইরূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাইবে; কিন্তু যে কেহ সে সকল পালন করে শিক্ষা দেয়, তাহাকে স্বর্গ-রাজ্যে মহান্‌ বলা যাইবে।
20 কেননা আমি তোমাদিগকে কহিতেছি, অধ্যাপক ফরীশীদের অপেক্ষা তোমাদের ধার্ম্মিকতা যদি অধিক না হয়, তবে তোমরা কোন মতে স্বর্গ-রাজ্যে প্রবেশ করিতে পাইবে না।
21 তোমরা শুনিয়াছ, পূর্ব্বকালীয় লোকদের নিকটে উক্ত হইয়াছিল, “তুমি নরহত্যা করিও না,” আর ‘যে নরহত্যা করে, সে বিচারের দায়ে পড়িবে’।
22 কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে, সে বিচারের দায়ে পড়িবে; আর যে কেহ আপন ভ্রাতাকে বলে, ‘রে নির্ব্বোধ,’ সে মহাসভার দায়ে পড়িবে। আর যে কেহ বলে, ‘রে মূঢ়,’ সে অগ্নিময় নরকের দায়ে পড়িবে।
23 অতএব তুমি যখন যজ্ঞবেদির নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে, তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোন কথা আছে,
24 তবে সেই স্থানে বেদির সম্মুখে তোমার নৈবেদ্য রাখ, আর চলিয়া যাও, প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও।
25 তুমি যখন বিপক্ষের সঙ্গে পথে থাক, তখন তাহার সহিত শীঘ্র মিলন করিও, পাছে বিপক্ষ তোমাকে বিচারকর্ত্তার হস্তে সমর্পণ করে, বিচারকর্ত্তা তোমাকে পেয়াদার হস্তে সমর্পণ করে, আর তুমি কারাগারে নিক্ষিপ্ত হও।
26 আমি তোমাকে সত্য কহিতেছি, যাবৎ শেষ কড়িটা পর্য্যন্ত পরিশোধ না করিবে, তাবৎ তুমি কোন মতে সেখান হইতে বাহিরে আসিতে পাইবে না।
27 তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল,
28 “তুমি ব্যভিচার করিও না”। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল।
29 আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উপড়াইয়া দূরে ফেলিয়া দেও; কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভাল।
30 আর তোমার দক্ষিণ হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া দূরে ফেলিয়া দেও; কেননা তোমার সমস্ত শরীর নরকে যাওয়া অপেক্ষা বরং এক অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভাল।
31 আর উক্ত হইয়াছিল, “যে কেহ আপন স্ত্রীকে পরিত্যাগ করে, সে তাহাকে ত্যাগপত্র দিউক”
32 কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ ব্যভিচার ভিন্ন অন্য কারণে আপন স্ত্রীকে পরিত্যাগ করে, সে তাহাকে ব্যভিচারিণী করে; এবং যে ব্যক্তি সেই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে, সে ব্যভিচার করে।
33 আবার তোমরা শুনিয়াছ, পূর্ব্বকালীয় লোকদের নিকটে উক্ত হইয়াছিল, ‘তুমি মিথ্যা দিব্য করিও না, কিন্তু প্রভুর উদ্দেশে তোমার দিব্য সকল পালন করিও।’
34 কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, কোন দিব্যই করিও না; স্বর্গের দিব্য করিও না, কেননা তাহা ঈশ্বরের সিংহাসন; এবং পৃথিবীর দিব্য করিও না, কেননা তাহা তাঁহার পাদপীঠ;
35 আর যিরূশালেমের দিব্য করিও না, কেননা তাহা মহান্‌ রাজার নগরী।
36 আর তোমার মাথার দিব্য করিও না, কেননা একগাছি চুল সাদা কি কাল করিবার সাধ্য তোমার নাই।
37 কিন্তু তোমাদের কথা হাঁ, হাঁ, না, না, হউক; ইহার অতিরিক্ত যাহা, তাহা মন্দ হইতে জন্মে।
38 তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, “চক্ষুর পরিশোধে চক্ষু দন্তের পরিশোধে দন্ত”।
39 কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না; বরং যে কেহ তোমার দক্ষিণ গালে চড় মারে, অন্য গাল তাহার দিকে ফিরাইয়া দেও।
40 আর যে তোমার সহিত বিচার-স্থানে বিবাদ করিয়া তোমার আঙ্‌রাখা লইতে চায়, তাহাকে চোগাও লইতে দেও।
41 আর যে কেহ এক ক্রোশ যাইতে তোমাকে পীড়াপীড়ি করে, তাহার সঙ্গে দুই ক্রোশ যাও।
42 যে তোমার কাছে যাচ্ঞা করে, তাহাকে দেও; এবং যে তোমার নিকটে ধার চায়, তাহা হইতে বিমুখ হইও না।
43 তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, “তোমার প্রতিবাসীকে প্রেম করিবে,” এবং ‘তোমার শত্রুকে দ্বেষ করিবে’।
44 কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, এবং যাহারা তোমাদিগকে তাড়না করে, তাহাদের জন্য প্রার্থনা করিও;
45 যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও, কারণ তিনি ভাল মন্দ লোকদের উপরে আপনার সূর্য্য উদিত করেন, এবং ধার্ম্মিক অধার্ম্মিকগণের উপরে জল বর্ষান।
46 কেননা যাহারা তোমাদিগকে প্রেম করে, তাহাদিগকেই প্রেম করিলে তোমাদের কি পুরস্কার হইবে? করগ্রাহীরাও কি সেই মত করে না?
47 আর তোমরা যদি কেবল আপন আপন ভ্রাতৃগণকে মঙ্গলবাদ কর, তবে অধিক কি কর্ম্ম কর? পরজাতীয়েরাও কি সেইরূপ করে না?
48 অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও।
1 And G1161 seeing G1492 the G3793 multitudes, G3793 he went up G305 into G1519 a mountain: G3735 and G2532 when he G846 was set, G2523 his G846 disciples G3101 came G4334 unto him: G846
2 And G2532 he opened G455 his G848 mouth, G4750 and taught G1321 them, G846 saying, G3004
3 Blessed G3107 are the G3588 poor G4434 in spirit: G4151 for G3754 theirs G846 is G2076 the G3588 kingdom G932 of heaven. G3772
4 Blessed G3107 are they that mourn: G3996 for G3754 they G846 shall be comforted. G3870
5 Blessed G3107 are the meek: G4239 for G3754 they G846 shall inherit G2816 the G3588 earth. G1093
6 Blessed G3107 are they which do hunger G3983 and G2532 thirst G1372 after righteousness: G1343 for G3754 they G846 shall be filled. G5526
7 Blessed G3107 are the G3588 merciful: G1655 for G3754 they G846 shall obtain mercy. G1653
8 Blessed G3107 are the G3588 pure G2513 in heart: G2588 for G3754 they G846 shall see G3700 God. G2316
9 Blessed G3107 are the G3588 peacemakers: G1518 for G3754 they G846 shall be called G2564 the children G5207 of God. G2316
10 Blessed G3107 are they which are persecuted G1377 for righteousness' sake G1752 G1343 : for G3754 theirs G846 is G2076 the G3588 kingdom G932 of heaven. G3772
11 Blessed G3107 are G2075 ye, when G3752 men shall revile G3679 you, G5209 and G2532 persecute G1377 you, and G2532 shall say G2036 all manner of evil G3956 G4190 G4487 against G2596 you G5216 falsely, G5574 for my sake G1752. G1700
12 Rejoice, G5463 and G2532 be exceeding glad: G21 for G3754 great G4183 is your G5216 reward G3408 in G1722 heaven: G3772 for G1063 so G3779 persecuted G1377 they the G3588 prophets G4396 which G3588 were before G4253 you. G5216
13 Ye G5210 are G2075 the G3588 salt G217 of the G3588 earth: G1093 but G1161 if G1437 the G3588 salt G217 have lost his savor, G3471 wherewith G1722 G5101 shall it be salted G233 ? it is thenceforth G2089 good G2480 for G1519 nothing, G3762 but G1508 to be cast G906 out, G1854 and G2532 to be trodden under foot G2662 of G5259 men. G444
14 Ye G5210 are G2075 the G3588 light G5457 of the G3588 world. G2889 A city G4172 that is set G2749 on G1883 a hill G3735 cannot G1410 G3756 be hid. G2928
15 Neither G3761 do men light G2545 a candle, G3088 and G2532 put G5087 it G846 under G5259 a bushel, G3426 but G235 on G1909 a candlestick; G3087 and G2532 it giveth light G2989 unto all G3956 that G3588 are in G1722 the G3588 house. G3614
16 Let your G5216 light G5457 so G3779 shine G2989 before G1715 men, G444 that G3704 they may see G1492 your G5216 good G2570 works, G2041 and G2532 glorify G1392 your G5216 Father G3962 which G3588 is in G1722 heaven. G3772
17 Think G3543 not G3361 that G3754 I am come G2064 to destroy G2647 the G3588 law, G3551 or G2228 the G3588 prophets: G4396 I am not G3756 come G2064 to destroy, G2647 but G235 to fulfill. G4137
18 For G1063 verily G281 I say G3004 unto you, G5213 Till G2193 heaven G3772 and G2532 earth G1093 pass, G3928 one G1520 jot G2503 or G2228 one G3391 tittle G2762 shall in no wise G3364 pass G3928 from G575 the G3588 law, G3551 till G2193 all G3956 be fulfilled. G1096
19 Whosoever G3739 G1437 therefore G3767 shall break G3089 one G3391 of these G5130 least G1646 commandments, G1785 and G2532 shall teach G1321 men G444 so, G3779 he shall be called G2564 the least G1646 in G1722 the G3588 kingdom G932 of heaven: G3772 but G1161 whosoever G3739 G302 shall do G4160 and G2532 teach G1321 them, the same G3778 shall be called G2564 great G3173 in G1722 the G3588 kingdom G932 of heaven. G3772
20 For G1063 I say G3004 unto you, G5213 That G3754 except G3362 your G5216 righteousness G1343 shall exceed G4052 G4119 the righteousness of the G3588 scribes G1122 and G2532 Pharisees, G5330 ye shall in no case G3364 enter G1525 into G1519 the G3588 kingdom G932 of heaven. G3772
21 Ye have heard G191 that G3754 it was said G4483 by them of old time, G744 Thou shalt not G3756 kill; G5407 and G1161 whosoever G3739 G302 shall kill G5407 shall be G2071 in danger G1777 of the G3588 judgment: G2920
22 But G1161 I G1473 say G3004 unto you, G5213 That G3754 whosoever G3956 is angry G3710 with his G848 brother G80 without a cause G1500 shall be G2071 in danger G1777 of the G3588 judgment: G2920 and G1161 whosoever G3739 G302 shall say G2036 to his G848 brother, G80 Raca, G4469 shall be G2071 in danger G1777 of the G3588 council: G4892 but G1161 whosoever G3739 G302 shall say, G2036 Thou fool, G3474 shall be G2071 in danger G1777 of G1519 hell G1067 fire. G4442
23 Therefore G3767 if G1437 thou bring G4374 thy G4675 gift G1435 to G1909 the G3588 altar, G2379 and there G2546 rememberest G3415 that G3754 thy G4675 brother G80 hath G2192 aught G5100 against G2596 thee; G4675
24 Leave G863 there G1563 thy G4675 gift G1435 before G1715 the G3588 altar, G2379 and G2532 go thy way; G5217 first G4412 be reconciled G1259 to thy G4675 brother, G80 and G2532 then G5119 come G2064 and offer G4374 thy G4675 gift. G1435
25 Agree G2468 G2132 with thine G4675 adversary G476 quickly, G5035 while G2193 G3755 thou art G1488 in G1722 the G3588 way G3598 with G3326 him; G846 lest at any time G3379 the G3588 adversary G476 deliver G3860 thee G4571 to the G3588 judge, G2923 and G2532 the G3588 judge G2923 deliver G3860 thee G4571 to the G3588 officer, G5257 and G2532 thou be cast G906 into G1519 prison. G5438
26 Verily G281 I say G3004 unto thee, G4671 Thou shalt by no means G3364 come out G1831 thence, G1564 till G2193 G302 thou hast paid G591 the G3588 uttermost G2078 farthing. G2835
27 Ye have heard G191 that G3754 it was said G4483 by them of old time, G744 Thou shalt not G3756 commit adultery: G3431
28 But G1161 I G1473 say G3004 unto you, G5213 That G3754 whosoever G3956 looketh G991 on a woman G1135 to lust G1937 after her G846 hath committed adultery G3431 with her G846 already G2235 in G1722 his G848 heart. G2588
29 And G1161 if G1487 thy G4675 right G1188 eye G3788 offend G4624 thee, G4571 pluck it out G1807 G846 , and G2532 cast G906 it from G575 thee: G4675 for G1063 it is profitable G4851 for thee G4671 that G2443 one G1520 of thy G4675 members G3196 should perish, G622 and G2532 not G3361 that thy G4675 whole G3650 body G4983 should be cast G906 into G1519 hell. G1067
30 And G2532 if G1487 thy G4675 right G1188 hand G5495 offend G4624 thee, G4571 cut it off G1581 G846 , and G2532 cast G906 it from G575 thee: G4675 for G1063 it is profitable G4851 for thee G4671 that G2443 one G1520 of thy G4675 members G3196 should perish, G622 and G2532 not G3361 that thy G4675 whole G3650 body G4983 should be cast G906 into G1519 hell. G1067
31 It G1161 hath been said, G4483 Whosoever G3739 G302 shall put away G630 his G848 wife, G1135 let him give G1325 her G846 a writing of divorcement: G647
32 But G1161 I G1473 say G3004 unto you, G5213 That G3754 whosoever G3739 G302 shall put away G630 his G848 wife, G1135 saving for G3924 the cause G3056 of fornication, G4202 causeth G4160 her G846 to commit adultery: G3429 and G2532 whosoever G3739 G1437 shall marry G1060 her that is divorced G630 committeth adultery. G3429
33 Again, G3825 ye have heard G191 that G3754 it hath been said G4483 by them of old time, G744 Thou shalt not G3756 forswear G1964 thyself, but G1161 shalt perform G591 unto the G3588 Lord G2962 thine G4675 oaths: G3727
34 But G1161 I G1473 say G3004 unto you, G5213 Swear G3660 not G3361 at all; G3654 neither G3383 by G1722 heaven; G3772 for G3754 it is G2076 God's G2316 throne: G2362
35 Nor G3383 by G1722 the G3588 earth; G1093 for G3754 it is G2076 his G846 footstool G5286 G4228 : neither G3383 by G1519 Jerusalem; G2414 for G3754 it is G2076 the city G4172 of the G3588 great G3173 King. G935
36 Neither G3383 shalt thou swear G3660 by G1722 thy G4675 head, G2776 because G3754 thou canst G1410 not G3756 make G4160 one G3391 hair G2359 white G3022 or G2228 black. G3189
37 But G1161 let your G5216 communication G3056 be, G2077 Yea, G3483 yea; G3483 Nay, G3756 nay: G3756 for G1161 whatsoever is more G4053 than these G5130 cometh G2076 of G1537 evil. G4190
38 Ye have heard G191 that G3754 it hath been said, G4483 An eye G3788 for G473 an eye, G3788 and G2532 a tooth G3599 for G473 a tooth: G3599
39 But G1161 I G1473 say G3004 unto you, G5213 That ye resist G436 not G3361 evil: G4190 but G235 whosoever G3748 shall smite G4474 thee G4571 on G1909 thy G4675 right G1188 cheek, G4600 turn G4762 to him G846 the G3588 other G243 also. G2532
40 And G2532 if any man will G2309 sue thee at the law G2919 G4671 , and G2532 take away G2983 thy G4675 coat, G5509 let him G846 have G863 thy cloak G2440 also. G2532
41 And G2532 whosoever G3748 shall compel thee to go G29 G4571 a G1520 mile, G3400 go G5217 with G3326 him G846 twain. G1417
42 Give G1325 to him that asketh G154 thee, G4571 and G2532 from him that would G2309 borrow G1155 of G575 thee G4675 turn not thou away G654 G3361 .
43 Ye have heard G191 that G3754 it hath been said, G4483 Thou shalt love G25 thy G4675 neighbor, G4139 and G2532 hate G3404 thine G4675 enemy. G2190
44 But G1161 I G1473 say G3004 unto you, G5213 Love G25 your G5216 enemies, G2190 bless G2127 them that curse G2672 you, G5209 do G4160 good G2573 to them that hate G3404 you, G5209 and G2532 pray G4336 for G5228 them which despitefully use G1908 you, G5209 and G2532 persecute G1377 you; G5209
45 That G3704 ye may be G1096 the children G5207 of your G5216 Father G3962 which G3588 is in G1722 heaven: G3772 for G3754 he maketh his G848 sun G2246 to rise G393 on G1909 the evil G4190 and G2532 on the good, G18 and G2532 sendeth rain G1026 on G1909 the just G1342 and G2532 on the unjust. G94
46 For G1063 if G1437 ye love G25 them which love G25 you, G5209 what G5101 reward G3408 have G2192 ye? do G4160 not G3780 even G2532 the G3588 publicans G5057 the G3588 same G846 ?
47 And G2532 if G1437 ye salute G782 your G5216 brethren G80 only, G3440 what G5101 do G4160 ye more G4053 than others ? do G4160 not G3780 even G2532 the G3588 publicans G5057 so G3779 ?
48 Be G2071 ye G5210 therefore G3767 perfect, G5046 even as G5618 your G5216 Father G3962 which G3588 is in G1722 heaven G3772 is G2076 perfect. G5046
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×