Bible Versions
Bible Books

Nehemiah 3:10 (BNV) Bengali Old BSI Version

1 পরে ইলীয়াশীব মহাযাজক তাঁহার ভ্রাতা যাজকগণ উঠিয়া মেষ-দ্বার গাঁথিলেন; তাঁহারা তাহা পবিত্র করিলেন, তাহার কবাট স্থাপন করিলেন; আর হম্মেয়া দুর্গ অবধি হননেলের দুর্গ পর্য্যন্ত তাহা পবিত্র করিলেন।
2 তাঁহার নিকটে যিরীহোর লোকেরা গাঁথিল, আর তাহার নিকটে ইম্রির পুত্র সক্কূর গাঁথিল।
3 হস্‌সনায়ার সন্তানগণ মৎস্য-দ্বার গাঁথিল; তাহারা তাহার আড়কাটা তুলিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল অর্গল দিল।
4 তাহাদের নিকটে হক্কোসের পৌত্র ঊরিয়ের পুত্র মরেমোৎ মেরামৎ করিল। তাহাদের নিকটে মশেষবেলের পৌত্র বেরিখিয়ের পুত্র মশুল্লম মেরামৎ করিল। তাহাদের নিকটে বানার পুত্র সাদোক মেরামৎ করিল।
5 তাহাদের নিকটে তকোয়ীয়েরা মেরামৎ করিল, কিন্তু তাহাদের প্রধানবর্গ আপনাদের প্রভুর কর্ম্মে ঘাড় পাতিল না।
6 আর পাসেহের পুত্র যিহোয়াদা বসোদিয়ার পুত্র মশুল্লম পুরাতন দ্বার মেরামৎ করিল; তাহারা তাহার আড়কাটা তুলিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল অর্গল দিল।
7 তাহাদের নিকটে গিবিয়োনীয় মলাটিয় মেরোণোথীয় যাদোন এবং গিবিয়োনের মিস্‌পার লোকেরা মেরামৎ করিল, ইহারা নদী-পারস্থ দেশাধ্যক্ষের সিংহাসনের অধীন।
8 তাহার নিকটে স্বর্ণকারদের মধ্যে হর্হয়ের পুত্র উষীয়েল মেরামৎ করিল। আর তাহার নিকটে হনানিয় নামে এক জন গন্ধবণিক মেরামৎ করিল, তাহারা প্রশস্ত প্রাচীর পর্য্যন্ত যিরূশালেম দৃঢ় করিল।
9 তাহাদের নিকটে যিরূশালেম প্রদেশের অর্দ্ধভাগের অধ্যক্ষ—হূরের পুত্র—রফায় মেরামৎ করিল।
10 তাহাদের নিকটে হরূমফের পুত্র যিদায় আপন গৃহের সম্মুখে মেরামৎ করিল। তাহার নিকটে হশব্‌নিয়ের পুত্র হটুশ মেরামৎ করিল।
11 হারীমের পুত্র মল্কিয় পহৎ-মোয়াবের পুত্র হশূব অন্য একভাগ তুন্দুরের দুর্গ মেরামৎ করিল।
12 তাহার নিকটে যিরূশালেম প্রদেশের অর্দ্ধভাগের অধ্যক্ষ হলোহেশের পুত্র শল্লুম তাহার কন্যারা মেরামৎ করিল।
13 হানূন এবং সানোহ-নিবাসীরা উপত্যকার দ্বার মেরামৎ করিল; তাহারা তাহা গাঁথিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল অর্গল দিল; এবং সার-দ্বার পর্য্যন্ত প্রাচীরের এক সহস্র হস্ত মেরামৎ করিল
14 আর বৈৎহক্কেরম প্রদেশের অধ্যক্ষ রেখবের পুত্র মল্কিয় সার-দ্বার মেরামৎ করিল; সে তাহা গাঁথিল, এবং তাঁহার কবাট স্থাপন করিল, আর খিল অর্গল দিল।
15 আর মিস্‌পা প্রদেশের অধ্যক্ষ—কল্‌হোষির পুত্র—শল্লুম উনুই-দ্বার মেরামৎ করিল; সে তাহা গাঁথিল, তাহার আচ্ছাদন প্রস্তুত করিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল অর্গল দিল, এবং যে সোপান দিয়া দায়ূদ-নগর হইতে নামে, সেই পর্য্যন্ত রাজার উদ্যানের সম্মুখস্থ শীলোহ পুষ্করিণীর প্রাচীর মেরামৎ করিল
16 তাহার নিকটে বৈৎসূর প্রদেশের অর্দ্ধভাগের অধ্যক্ষ—অস্‌বূকের পুত্র—নহিমিয় দায়ূদের কবরের সম্মুখ পর্য্যন্ত, খনিত পুষ্করিণী পর্য্যন্ত পরাক্রমীদের গৃহ পর্য্যন্ত মেরামৎ করিল।
17 তাহার নিকটে লেবীয়েরা, বিশেষতঃ বানির পুত্র রহূম মেরামৎ করিল। তাহার নিকটে কিয়ীলা প্রদেশের অর্দ্ধভাগের অধ্যক্ষ হশবিয় আপন ভাগ মেরামৎ করিল।
18 তাহার পরে তাহাদের ভ্রাতৃগণ অর্থাৎ কিয়ীলা প্রদেশের অর্দ্ধভাগের অধ্যক্ষ—হেনাদদের পুত্র—ববয় মেরামৎ করিল।
19 তাহার নিকটে মিস্পার অধ্যক্ষ—যেশূয়ের পুত্র—এসর প্রাচীরের বঙ্কে স্থিত অস্ত্রাগারে উঠিবার পথের সম্মুখে আর এক ভাগ মেরামৎ করিল।
20 তাহার পরে সব্বয়ের পুত্র বারূক যত্ন করিয়া বঙ্ক হইতে মহাযাজক ইলিয়াশীবের গৃহ-দ্বার পর্য্যন্ত আর এক ভাগ মেরামৎ করিল।
21 তাহার পরে হক্কোসের সন্তান ঊরিয়ের পুত্র মরেমোৎ ইলিয়াশীবের বাটীর দ্বার অবধি ইলিয়াশীবের বাটীর প্রান্ত পর্য্যন্ত আর এক ভাগ মেরামৎ করিল।
22 তাহার পরে যর্দ্দনের অঞ্চল-নিবাসী যাজকেরা মেরামৎ করিল।
23 তাহার পরে বিন্যামীন হশূব আপন আপন গৃহের সম্মুখে মেরামৎ করিল। তাহার পরে অননিয়ের সন্তান মাসেয়ের পুত্র অসরিয় আপন গৃহের পার্শ্বে মেরামৎ করিল।
24 তাহার পরে হেনাদদের পুত্র বিন্নূয়ী অসরিয়ের গৃহ অবধি বঙ্ক কোণ পর্য্যন্ত আর এক ভাগ মেরামৎ করিল।
25 উষয়ের পুত্র পালল বঙ্কের সম্মুখে; রক্ষীদের প্রাঙ্গণের নিকটস্থ রাজার উচ্চতর বাটীর সমীপে বহির্বর্ত্তী দুর্গের সম্মুখে এবং তাহার পরে পরোশের পুত্র পদায় মেরামৎ করিল
26 আর নথীনীয়েরা পূর্ব্বদিকে জল-দ্বারের সম্মুখ পর্য্যন্ত বহির্বর্ত্তী দুর্গ পর্য্যন্ত ওফলে বাস করিত।
27 তাহার পরে তকোয়ীয়েরা বহির্বর্ত্তী বৃহৎ দুর্গ অবধি ওফলের প্রাচীর পর্য্যন্ত আর এক ভাগ মেরামৎ করিল।
28 যাজকেরা অশ্ব-দ্বারের উপরের দিকে, প্রত্যেক জন আপন আপন গৃহের সম্মুখে, মেরামৎ করিল।
29 তাহার পরে ইম্মেরের পুত্র সাদোক আপন গৃহের সম্মুখে মেরামৎ করিল, এবং তাহার পরে পূর্ব্বদ্বাররক্ষক—শখনিয়ের পুত্র—শময়িয় মেরামৎ করিল।
30 তাহার পরে শেলিমিয়ের পুত্র হনানিয় সালফের ষষ্ঠ পুত্র হানূন আর এক ভাগ মেরামৎ করিল; তাহার পরে বেরিখিয়ের পুত্র মশুল্লম আপন কুঠরীর সম্মুখে মেরামৎ করিল।
31 তাহার পরে মল্কিয় নামে স্বর্ণকারদের এক জন নথীনীয়দের বণিকদের বাড়ী পর্য্যন্ত, এবং কোণে উঠিবার পথ পর্য্যন্ত হম্মিপ্‌কদ দ্বারের সম্মুখে মেরামৎ করিল।
32 আর কোণে উঠিবার পথ মেষদ্বারের মধ্যে স্বর্ণকারেরা বণিকেরা মেরামৎ করিল।
1 Then Eliashib H475 the high H1419 priest H3548 rose up H6965 with his brethren H251 the priests, H3548 and they built H1129 H853 the sheep H6629 gate; H8179 they H1992 sanctified H6942 it , and set up H5975 the doors H1817 of it ; even unto H5704 the tower H4026 of Meah H3968 they sanctified H6942 it, unto H5704 the tower H4026 of Hananeel. H2606
2 And next H3027 unto H5921 him built H1129 the men H376 of Jericho. H3405 And next H3027 to H5921 them built H1129 Zaccur H2139 the son H1121 of Imri. H566
3 But the fish H1709 gate H8179 did the sons H1121 of Hassenaah H5570 build, H1129 who H1992 also laid the beams H7136 thereof , and set up H5975 the doors H1817 thereof , the locks H4514 thereof , and the bars H1280 thereof.
4 And next H3027 unto H5921 them repaired H2388 Meremoth H4822 the son H1121 of Urijah, H223 the son H1121 of Koz. H6976 And next H3027 unto H5921 them repaired H2388 Meshullam H4918 the son H1121 of Berechiah, H1296 the son H1121 of Meshezabeel. H4898 And next H3027 unto H5921 them repaired H2388 Zadok H6659 the son H1121 of Baana. H1196
5 And next H3027 unto H5921 them the Tekoites H8621 repaired; H2388 but their nobles H117 put H935 not H3808 their necks H6677 to the work H5656 of their Lord. H113
6 Moreover the old H3465 gate H8179 repaired H2388 Jehoiada H3111 the son H1121 of Paseah, H6454 and Meshullam H4918 the son H1121 of Besodeiah; H1152 they H1992 laid the beams H7136 thereof , and set up H5975 the doors H1817 thereof , and the locks H4514 thereof , and the bars H1280 thereof.
7 And next H3027 unto H5921 them repaired H2388 Melatiah H4424 the Gibeonite, H1393 and Jadon H3036 the Meronothite, H4824 the men H376 of Gibeon, H1391 and of Mizpah, H4709 unto the throne H3678 of the governor H6346 on this side H5676 the river. H5104
8 Next H3027 unto H5921 him repaired H2388 Uzziel H5816 the son H1121 of Harhaiah, H2736 of the goldsmiths. H6884 Next H3027 unto H5921 him also repaired H2388 Hananiah H2608 the son H1121 of one of the apothecaries, H7546 and they fortified H5800 Jerusalem H3389 unto H5704 the broad H7342 wall. H2346
9 And next H3027 unto H5921 them repaired H2388 Rephaiah H7509 the son H1121 of Hur, H2354 the ruler H8269 of the half H2677 part H6418 of Jerusalem. H3389
10 And next H3027 unto H5921 them repaired H2388 Jedaiah H3042 the son H1121 of Harumaph, H2739 even over against H5048 his house. H1004 And next H3027 unto H5921 him repaired H2388 Hattush H2407 the son H1121 of Hashabniah. H2813
11 Malchijah H4441 the son H1121 of Harim, H2766 and Hashub H2815 the son H1121 of Pahath- H6355 moab, repaired H2388 the other H8145 piece, H4060 and the tower H4026 of the furnaces. H8574
12 And next H3027 unto H5921 him repaired H2388 Shallum H7967 the son H1121 of Halohesh, H3873 the ruler H8269 of the half H2677 part H6418 of Jerusalem, H3389 he H1931 and his daughters. H1323
13 H853 The valley H1516 gate H8179 repaired H2388 Hanun, H2586 and the inhabitants H3427 of Zanoah; H2182 they H1992 built H1129 it , and set up H5975 the doors H1817 thereof , the locks H4514 thereof , and the bars H1280 thereof , and a thousand H505 cubits H520 on the wall H2346 unto H5704 the dung H830 gate. H8179
14 But the dung H830 gate H8179 repaired H2388 Malchiah H4441 the son H1121 of Rechab, H7394 the ruler H8269 of part H6418 of Beth- H1021 haccerem; he H1931 built H1129 it , and set up H5975 the doors H1817 thereof , the locks H4514 thereof , and the bars H1280 thereof.
15 But the gate H8179 of the fountain H5869 repaired H2388 Shallun H7968 the son H1121 of Col- H3626 hozeh , the ruler H8269 of part H6418 of Mizpah; H4709 he H1931 built H1129 it , and covered H2926 it , and set up H5975 the doors H1817 thereof , the locks H4514 thereof , and the bars H1280 thereof , and the wall H2346 of the pool H1295 of Siloah H7975 by the king's H4428 garden, H1588 and unto H5704 the stairs H4609 that go down H3381 from the city H4480 H5892 of David. H1732
16 After H310 him repaired H2388 Nehemiah H5166 the son H1121 of Azbuk, H5802 the ruler H8269 of the half H2677 part H6418 of Beth- H1049 zur, unto H5704 the place over against H5048 the sepulchers H6913 of David, H1732 and to H5704 the pool H1295 that was made, H6213 and unto H5704 the house H1004 of the mighty. H1368
17 After H310 him repaired H2388 the Levites, H3881 Rehum H7348 the son H1121 of Bani. H1137 Next H3027 unto H5921 him repaired H2388 Hashabiah, H2811 the ruler H8269 of the half H2677 part H6418 of Keilah, H7084 in his part. H6418
18 After H310 him repaired H2388 their brethren, H251 Bavai H942 the son H1121 of Henadad, H2582 the ruler H8269 of the half H2677 part H6418 of Keilah. H7084
19 And next H3027 to H5921 him repaired H2388 Ezer H5829 the son H1121 of Jeshua, H3442 the ruler H8269 of Mizpah, H4709 another H8145 piece H4060 over against H4480 H5048 the going up H5927 to the armory H5402 at the turning H4740 of the wall .
20 After H310 him Baruch H1263 the son H1121 of Zabbai H2079 earnestly H2734 repaired H2388 the other H8145 piece, H4060 from H4480 the turning H4740 of the wall unto H5704 the door H6607 of the house H1004 of Eliashib H475 the high H1419 priest. H3548
21 After H310 him repaired H2388 Meremoth H4822 the son H1121 of Urijah H223 the son H1121 of Koz H6976 another H8145 piece, H4060 from the door H4480 H6607 of the house H1004 of Eliashib H475 even to H5704 the end H8503 of the house H1004 of Eliashib. H475
22 And after H310 him repaired H2388 the priests, H3548 the men H376 of the plain. H3603
23 After H310 him repaired H2388 Benjamin H1144 and Hashub H2815 over against H5048 their house. H1004 After H310 him repaired H2388 Azariah H5838 the son H1121 of Maaseiah H4641 the son H1121 of Ananiah H6055 by H681 his house. H1004
24 After H310 him repaired H2388 Binnui H1131 the son H1121 of Henadad H2582 another H8145 piece, H4060 from the house H4480 H1004 of Azariah H5838 unto H5704 the turning H4740 of the wall , even unto H5704 the corner. H6438
25 Palal H6420 the son H1121 of Uzai, H186 over against H4480 H5048 the turning H4740 of the wall , and the tower H4026 which lieth out H3318 from the king's H4428 high H5945 house H4480 H1004 , that H834 was by the court H2691 of the prison. H4307 After H310 him Pedaiah H6305 the son H1121 of Parosh. H6551
26 Moreover the Nethinims H5411 dwelt H1961 H3427 in Ophel, H6077 unto H5704 the place over against H5048 the water H4325 gate H8179 toward the east, H4217 and the tower H4026 that lieth out. H3318
27 After H310 them the Tekoites H8621 repaired H2388 another H8145 piece, H4060 over against H4480 H5048 the great H1419 tower H4026 that lieth out, H3318 even unto H5704 the wall H2346 of Ophel. H6077
28 From above H4480 H5921 the horse H5483 gate H8179 repaired H2388 the priests, H3548 every one H376 over against H5048 his house. H1004
29 After H310 them repaired H2388 Zadok H6659 the son H1121 of Immer H564 over against H5048 his house. H1004 After H310 him repaired H2388 also Shemaiah H8098 the son H1121 of Shechaniah, H7935 the keeper H8104 of the east H4217 gate. H8179
30 After H310 him repaired H2388 Hananiah H2608 the son H1121 of Shelemiah, H8018 and Hanun H2586 the sixth H8345 son H1121 of Zalaph, H6764 another H8145 piece. H4060 After H310 him repaired H2388 Meshullam H4918 the son H1121 of Berechiah H1296 over against H5048 his chamber. H5393
31 After H310 him repaired H2388 Malchiah H4441 the goldsmith's H6885 son H1121 unto H5704 the place H1004 of the Nethinims, H5411 and of the merchants, H7402 over against H5048 the gate H8179 Miphkad, H4663 and to H5704 the going up H5944 of the corner. H6438
32 And between H996 the going up H5944 of the corner H6438 unto the sheep H6629 gate H8179 repaired H2388 the goldsmiths H6884 and the merchants. H7402
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×