Bible Versions
Bible Books

Nehemiah 5:5 (BNV) Bengali Old BSI Version

1 পরে আপনাদের ভ্রাতা যিহূদীদের বিরুদ্ধে প্রজাগণের তাহাদের স্ত্রীদিগের মহাক্রন্দন উত্থিত হইল।
2 কেহ কেহ কহিল, আমরা পুত্র কন্যাশুদ্ধ অনেক প্রাণী, আহার করিয়া জীবন ধারণের নিমিত্ত শস্য লইব।
3 আর কেহ কেহ কহিল, আমরা আপন ভূমি, দ্রাক্ষাক্ষেত্র গৃহ বন্ধক দিতেছি দুর্ভিক্ষের সময়ে শস্য লইব।
4 আর কেহ কেহ কহিল, রাজকরের নিমিত্ত আমরা আপন আপন ভূমি দ্রাক্ষাক্ষেত্র বন্ধক রাখিয়া রৌপ্য লইয়াছি।
5 কিন্তু আমাদের মাংস আমাদের ভ্রাতাদের মাংসের সমান, আমাদের সন্তানগণ তাহাদের সন্তানদের সমান; তথাপি দেখুন, আমরা আপন আপন পুত্র কন্যাগণকে দাসত্বে আনিতেছি, আমাদের কন্যাদের মধ্যে কেহ কেহ দাসীর অবস্থায় পড়িয়াছে; আমাদের কিছু সঙ্গতি নাই; এবং আমাদের ভূমি দ্রাক্ষাক্ষেত্র সকল অন্য লোকদের হইয়াছে।
6 তখন আমি তাহাদের ক্রন্দন এই সকল কথা শুনিয়া মহাক্রুদ্ধ হইলাম।
7 আর আমি মনে মনে বিবেচনা করিলাম, এবং প্রধান লোকদিগকে অধ্যক্ষদিগকে ভর্ৎসনা করিয়া কহিলাম, তোমরা প্রত্যেক জন আপন আপন ভ্রাতার কাছে সুদ আদায় করিয়া থাক। পরে তাহাদের বিরুদ্ধে মহাসমাজ একত্র করিলাম।
8 আর আমি তাহাদিগকে কহিলাম, জাতিগণের কাছে আমাদের যে যিহূদী ভ্রাতৃগণ বিক্রীত ছিল, তাহাদিগকে আমরা সাধ্যানুসারে মুক্ত করিয়াছি; এখন তোমাদের ভ্রাতৃগণকে তোমরাই কি বিক্রয় করিবে? আমাদের কাছে কি তাহাদিগকে বিক্রয় করা হইবে? তাহাতে তাহারা নীরব হইল, কিছু উত্তর করিতে পারিল না।
9 আমি আরও কহিলাম, তোমাদের এই কর্ম্ম ভাল নয়; আমাদের শত্রু জাতিগণের টিট্‌কারি প্রযুক্ত তোমরা কি আমাদের ঈশ্বরের ভয়ে চলিবে না?
10 আমি, আমার ভ্রাতৃগণ যুবকেরা, আমরাও সুদের জন্য উহাদিগকে রৌপ্য শস্য ঋণ দিয়া থাকি; আইস, আমরা এই সুদ ছাড়িয়া দিই।
11 তোমরা উহাদের শস্যক্ষেত্র, দ্রাক্ষাক্ষেত্র, জিতক্ষেত্র গৃহ সকল, এবং রৌপ্যের, শস্যের, দ্রাক্ষারসের তৈলের শতকরা যে বৃদ্ধি লইয়া তাহাদিগকে ঋণ দিয়াছ, তাহা অদ্যই তাহাদিগকে ফিরাইয়া দেও।
12 তখন তাহারা কহিল, আমরা তাহা ফিরাইয়া দিব, তাহাদের কাছে কিছুই চাহিব না; আপনি যাহা বলিবেন, তদনুসারে করিব। তখন আমি যাজকদিগকে ডাকিয়া এই প্রতিজ্ঞানুসারে কর্ম্ম করিতে উহাদিগকে দিব্য করাইলাম।
13 আবার আমি আপন কোলের কাপড় ঝাড়িয়া কহিলাম, যে কেহ এই প্রতিজ্ঞা পালন না করে, ঈশ্বর তাহার গৃহ পরিশ্রমের ফল হইতে তাহাকে এইরূপ ঝাড়িয়া ফেলুন, এইরূপে সে ঝাড়া শূন্য হউক। তাহাতে সমস্ত সমাজ কহিল, আমেন, এবং সদাপ্রভুর ধন্যবাদ করিল। পরে লোকেরা সেই প্রতিজ্ঞানুসারে কর্ম্ম করিল।
14 অধিকন্তু আমি যে সময়ে যিহূদা দেশে তাহাদের অধ্যক্ষপদে নিযুক্ত হইয়াছিলাম, সেই অবধি অর্থাৎ অর্তক্ষস্ত রাজার বিংশতিতম বৎসরাবধি দ্বাত্রিংশ বৎসর পর্য্যন্ত, দ্বাদশ বৎসর আমি আমার ভ্রাতৃগণ দেশাধ্যক্ষের বৃত্তি ভোগ করি নাই।
15 আমার পূর্ব্বে যে সকল দেশাধ্যক্ষ ছিলেন, তাঁহারা লোকদিগকে ভারগ্রস্ত করিতেন, এবং তাহাদের হইতে নগদ চল্লিশ শেকল রৌপ্য ব্যতিরেকে খাদ্য দ্রাক্ষারস লইতেন, এমন কি, তাঁহাদের চাকরেরাও লোকদের উপরে কর্ত্তৃত্ব করিত; কিন্তু আমি ঈশ্বরভয় প্রযুক্ত তাহা করিতাম না।
16 আবার আমি এই প্রাচীরের কর্ম্মেও ব্যাপৃত ছিলাম; আমরা ভূমি ক্রয় করিতাম না, এবং আমার সমস্ত যুবক সেই স্থানে কার্য্যে একত্র হইত।
17 আর আমাদের চতুর্দ্দিক্‌স্থিত জাতিগণের মধ্য হইতে যাহারা আমাদের নিকটে আসিত, তাহাদের ছাড়া যিহূদী অধ্যক্ষ এক শত পঞ্চাশ জন আমার মেজে বসিত।
18 সেই সময়ে প্রতিদিন এই সকল আহারীয় দ্রব্য প্রস্তুত হইত, একটা বলদ ছয়টা উত্তম মেষ; কতকগুলি পক্ষীও আমার জন্য পাক করা যাইত; এবং দশ দিন অন্তর সর্ব্বপ্রকার দ্রাক্ষারস; এই সমস্ত সত্ত্বেও লোকদের দাসত্বের ভার গুরুতর হওয়াতে আমি দেশাধ্যক্ষের বৃত্তি চাহিতাম না।
19 হে আমার ঈশ্বর, আমি এই লোকদের নিমিত্ত যে সকল কার্য্য করিয়াছি, মঙ্গলের নিমিত্ত আমার পক্ষে তাহা স্মরণ কর।
1 And there was H1961 a great H1419 cry H6818 of the people H5971 and of their wives H802 against H413 their brethren H251 the Jews. H3064
2 For there were H3426 that H834 said, H559 We, H587 our sons, H1121 and our daughters, H1323 are many: H7227 therefore we take up H3947 corn H1715 for them , that we may eat, H398 and live. H2421
3 Some also there were H3426 that H834 said, H559 We H587 have mortgaged H6148 our lands, H7704 vineyards, H3754 and houses, H1004 that we might buy H3947 corn, H1715 because of the dearth. H7458
4 There were H3426 also that H834 said, H559 We have borrowed H3867 money H3701 for the king's H4428 tribute, H4060 and that upon our lands H7704 and vineyards. H3754
5 Yet now H6258 our flesh H1320 is as the flesh H1320 of our brethren, H251 our children H1121 as their children: H1121 and, lo, H2009 we H587 bring into bondage H3533 H853 our sons H1121 and our daughters H1323 to be servants, H5650 and some of our daughters H4480 H1323 are H3426 brought unto bondage H3533 already : neither H369 is it in our power H410 H3027 to redeem them ; for other H312 men have our lands H7704 and vineyards. H3754
6 And I was very H3966 angry H2734 when H834 I heard H8085 H853 their cry H2201 and these H428 words. H1697
7 Then I consulted H4427 with H5921 myself, H3820 and I rebuked H7378 H853 the nobles, H2715 and the rulers, H5461 and said H559 unto them, Ye H859 exact H5378 usury, H4855 every one H376 of his brother. H251 And I set H5414 a great H1419 assembly H6952 against H5921 them.
8 And I said H559 unto them, We H587 after our ability H1767 have redeemed H7069 H853 our brethren H251 the Jews, H3064 which were sold H4376 unto the heathen; H1471 and will ye H859 even H1571 sell H4376 H853 your brethren H251 ? or shall they be sold H4376 unto us? Then held they their peace, H2790 and found H4672 nothing H3808 H1697 to answer .
9 Also I said, H559 It is not H3808 good H2896 H1697 that H834 ye H859 do: H6213 ought ye not H3808 to walk H1980 in the fear H3374 of our God H430 because of the reproach H4480 H2781 of the heathen H1471 our enemies H341 ?
10 I H589 likewise, H1571 and my brethren, H251 and my servants, H5288 might exact H5383 of them money H3701 and corn: H1715 I pray H4994 you , let us leave off H5800 H853 this H2088 usury. H4855
11 Restore H7725 , I pray H4994 you , to them , even this day, H3117 their lands, H7704 their vineyards, H3754 their oliveyards, H2132 and their houses, H1004 also the hundredth H3967 part of the money, H3701 and of the corn, H1715 the wine, H8492 and the oil, H3323 that H834 ye H859 exact H5383 of them.
12 Then said H559 they , We will restore H7725 them , and will require H1245 nothing H3808 of H4480 them; so H3651 will we do H6213 as H834 thou H859 sayest. H559 Then I called H7121 H853 the priests, H3548 and took an oath H7650 of them , that they should do H6213 according to this H2088 promise. H1697
13 Also H1571 I shook H5287 my lap, H2684 and said, H559 So H3602 God H430 shake out H5287 H853 every H3605 man H376 from his house H4480 H1004 , and from his labor H4480 H3018 , that H834 performeth H6965 not H3808 H853 this H2088 promise, H1697 even thus H3602 be H1961 he shaken out, H5287 and emptied. H7386 And all H3605 the congregation H6951 said, H559 Amen, H543 and praised H1984 H853 the LORD. H3068 And the people H5971 did H6213 according to this H2088 promise. H1697
14 Moreover H1571 from the time H4480 H3117 that H834 I was appointed H6680 to be H1961 their governor H6346 in the land H776 of Judah, H3063 from the twentieth H6242 year H4480 H8141 even unto H5704 the two H8147 and thirtieth H7970 year H8141 of Artaxerxes H783 the king, H4428 that is , twelve H8147 H6240 years, H8141 I H589 and my brethren H251 have not H3808 eaten H398 the bread H3899 of the governor. H6346
15 But the former H7223 governors H6346 that H834 had been before H6440 me were chargeable H3513 unto H5921 the people, H5971 and had taken H3947 of H4480 them bread H3899 and wine, H3196 beside H310 forty H705 shekels H8255 of silver; H3701 yea, H1571 even their servants H5288 bore rule H7980 over H5921 the people: H5971 but so H3651 did H6213 not H3808 I, H589 because H4480 H6440 of the fear H3374 of God. H430
16 Yea, also H1571 I continued H2388 in the work H4399 of this H2063 wall, H2346 neither H3808 bought H7069 we any land: H7704 and all H3605 my servants H5288 were gathered H6908 thither H8033 unto H5921 the work. H4399
17 Moreover there were at H5921 my table H7979 a hundred H3967 and fifty H2572 H376 of the Jews H3064 and rulers, H5461 beside those that came H935 unto H413 us from among H4480 the heathen H1471 that H834 are about H5439 us.
18 Now that which H834 was H1961 prepared H6213 for me daily H3117 H259 was one H259 ox H7794 and six H8337 choice H1305 sheep; H6629 also fowls H6833 were prepared H6213 for me , and once H996 in ten H6235 days H3117 store H7235 of all H3605 sorts of wine: H3196 yet for all H5973 this H2088 required H1245 not H3808 I the bread H3899 of the governor, H6346 because H3588 the bondage H5656 was heavy H3513 upon H5921 this H2088 people. H5971
19 Think H2142 upon me , my God, H430 for good, H2896 according to all H3605 that H834 I have done H6213 for H5921 this H2088 people. H5971
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×