Bible Versions
Bible Books

Nehemiah 7:65 (BNV) Bengali Old BSI Version

1 প্রাচীর নির্ম্মিত হইলে পর আমি দ্বার সকলের কবাট স্থাপন করিলাম, এবং দ্বারপালকেরা, গায়কেরা লেবীয়েরা নিযুক্ত হইল।
2 আর আমি আপন ভ্রাতা হনানিকে দুর্গের শাসনকর্ত্তা হনানিয়কে যিরূশালেমের উপরে নিযুক্ত করিলাম, কেননা হনানিয় বিশ্বস্ত লোক ছিলেন, এবং অনেক লোক অপেক্ষা ঈশ্বরকে ভয় করিতেন।
3 আর আমি তাঁহাদিগকে বলিলাম, যাবৎ রৌদ্র প্রচণ্ড না হয়, তাবৎ যিরূশালেমের দ্বার সকল খোলা না হউক; এবং রক্ষকেরা নিকটে দণ্ডায়মান থাকিতে দ্বার সকল রুদ্ধ কবাট অর্গলে বদ্ধ হউক; এবং তোমরা যিরূশালেম-নিবাসীদিগকে প্রহরী নিযুক্ত কর, তাহারা প্রত্যেকে আপন আপন প্রহরি-স্থানে, আপন আপন গৃহের সম্মুখে, থাকুক।
4 নগর বৃহৎ বিস্তারিত, কিন্তু তন্মধ্যে লোক অল্প ছিল, গৃহ সকলও নির্ম্মাণ করা যায় নাই।
5 পরে আমার ঈশ্বর আমার মনে প্রবৃত্তি দিলে আমি প্রধানদিগকে, অধ্যক্ষদিগকে লোকদিগকে একত্র করিলাম, যেন তাহাদের বংশাবলি লেখা হয়। আর আমি প্রথমাগত লোকদের বংশাবলি পত্র পাইলাম, তন্মধ্যে এই কথা লিখিত পাইলাম;—
6 যাহারা বন্দিরূপে নীত হইয়াছিল, বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর যাহাদিগকে বন্দি করিয়া লইয়া গিয়াছিলেন, তাহাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দিদশা হইতে যাত্রা করিয়া যিরূশালেমে যিহূদাতে আপন আপন নগরে ফিরিয়া আসিল;
7 তাহারা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, অসরিয়, রয়মিয়া, নহমানি, মর্দখয়, বিল্‌শন, মিস্পরৎ, বিগ্‌বয়, নহূম বানা, ইহাঁদের সহিত ফিরিয়া আসিল। সেই ইস্রায়েল লোকদের পুরুষ-সংখ্যা;
8 পরোশের সন্তান দুই সহস্র এক শত বাহাত্তর জন।
9 শফটিয়ের সন্তান তিন শত বাহাত্তর জন।
10 আরহের সন্তান ছয় শত বাহান্ন জন।
11 যেশূয় যোয়াবের সন্তানদের মধ্যে পহৎ-মোয়াবের সন্তান দুই সহস্র আট শত আঠার জন।
12 এলমের সন্তান এক সহস্র দুই শত চুয়ান্ন জন।
13 সত্তূর সন্তান আট শত পঁয়তাল্লিশ জন।
14 সক্কয়ের সন্তান সাত শত ষাট জন।
15 বিন্নূয়ির সন্তান ছয় শত আটচল্লিশ জন।
16 বেবয়ের সন্তান ছয় আটাশ জন।
17 আস্‌গদের সন্তান দুই সহস্র তিন শত বাইশ জন।
18 অদোনীকামের সন্তান ছয় শত সাতষট্টি জন।
19 বিগ্‌বয়ের সন্তান দুই সহস্র সাতষট্টি জন।
20 আদীনের সন্তান ছয় শত পঞ্চান্ন জন।
21 যিহিষ্কিয়ের বংশজাত আটেরের সন্তান আটানব্বই জন।
22 হশুমের সন্তান তিন শত আটাশ জন।
23 বেৎসয়ের সন্তান তিন শত চব্বিশ জন।
24 হারীফের সন্তান এক শত বারো জন।
25 গিবিয়োনের সন্তান পঁচানব্বই জন।
26 বৈৎলেহমের নটোফার লোক এক শত অষ্টাশী জন।
27 অনাথোতের লোক এক শত আটাশ জন।
28 বৈৎ-অস্মাবতের লোক বিয়াল্লিশ জন।
29 কিরিয়ৎ-যিয়ারীম, কফীরা বেরোতের লোক সাত শত তেতাল্লিশ জন।
30 রামার গেবার লোক ছয় শত একুশ জন।
31 মিক্‌মসের লোক এক শত বাইশ জন।
32 বৈথেলের অয়ের লোক এক শত তেইশ জন।
33 অন্য নবোর লোক বাহান্ন জন।
34 অন্য এলমের সন্তান এক সহস্র দুই শত চুয়ান্ন জন।
35 হারীমের সন্তান তিন শত কুড়ি জন।
36 যিরীহোর সন্তান তিন শত পঁয়তাল্লিশ জন।
37 লোদ, হাদীদ ওনোর সন্তান সাত শত একুশ জন।
38 সনায়ার সন্তান তিন সহস্র নয় শত ত্রিশ জন।
39 যাজকবর্গ; যেশূয় কুলের মধ্যে যিদয়িয়ের সন্তান নয় শত তিয়াত্তর জন।
40 ইম্মেরের সন্তান এক সহস্র বাহান্ন জন।
41 পশ্‌হূরের সন্তান এক সহস্র দুই শত সাতচল্লিশ জন।
42 হারীমের সন্তান এক সহস্র সতের জন।
43 লেবীয়বর্গ; হোদবিয়ের সন্তানদের মধ্যে যেশূয় কদ্‌মীয়েলের সন্তান চুয়াত্তর জন।
44 গায়কবর্গ; আসফের সন্তান এক শত আটচল্লিশ জন।
45 দ্বারপালবর্গ; শল্লুমের সন্তান, আটেরের সন্তান, টল্‌মোনের সন্তান, অক্কুবের সন্তান, হটীটার সন্তান, শোবয়ের সন্তান, এক শত আটত্রিশ জন।
46 নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসূফার সন্তান, টব্বায়োতের সন্তান,
47 কেরোসের সন্তান, সীয়ের সন্তান,
48 পাদোনের সন্তান, লবানার সন্তান,
49 হগাবের সন্তান, শল্‌ময়ের সন্তান, হাননের সন্তান,
50 গিদ্দেলের সন্তান, গহরের সন্তান,
51 রায়ার সন্তান, রৎসীনের সন্তান, নকোদের সন্তান, গসমের সন্তান, ঊষের সন্তান,
52 পাসেহের সন্তান, বেষয়ের সন্তান, মিয়ূনীমের সন্তান,
53 নফুষযীমের সন্তান, বকবূকের সন্তান,
54 হকূফার সন্তান, হর্হূরের সন্তান,
55 বসলীতের সন্তান, মহীদার সন্তান, হর্শার সন্তান, বর্কোসের সন্তান, সীষরার সন্তান,
56 তেমহের সন্তান, নৎসীহের সন্তান, হটীফার সন্তানবর্গ।
57 শলোমনের দাসদের সন্তানবর্গ;
58 সোটয়ের সন্তান, সোফেরতের সন্তান, পরীদার সন্তান, যালার সন্তান,
59 দর্কোনের সন্তান, গিদ্দেলের সন্তান, শফটিয়ের সন্তান, হটীলের সন্তান, পোখেরৎ-হৎসবায়ীমের সন্তান, আমোনের সন্তানগণ।
60 নথীনীয়েরা শলোমনের দাসদের সন্তান সর্ব্বশুদ্ধ তিন শত বিরানব্বই জন ছিল।
61 আর তেল্‌মেলহ, তেল্‌হর্শা, করূব, অদ্দন, ইম্মের, এই সকল স্থান হইতে নিম্নলিখিত লোক সকল আসিল; কিন্তু তাহারা ইস্রায়েলীয় লোক কি না, বিষয়ে আপন আপন পিতৃকুল কি গোত্রের প্রমাণ দিতে পারিল না;
62 দলায়ের সন্তান, টোবিয়ের সন্তান, নকোদের সন্তান ছয় শত বিয়াল্লিশ জন।
63 আর যাজকদের মধ্যে হবায়ের সন্তান, হক্কোসের সন্তান বর্সিল্লয়ের সন্তানবর্গ; এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের এক কন্যাকে বিবাহ করিয়া তাহাদের নামে আখ্যাত হইয়াছিল।
64 বংশাবলিতে বর্ণিত লোকদের মধ্যে ইহারা আপন আপন বংশাবলিপত্র অন্বেষণ করিয়া পাইল না, এই জন্য ইহারা অশুচি গণিত হইয়া যাজকের পদ হইতে ভ্রষ্ট হইল।
65 আর শাসনকর্ত্তা তাহাদিগকে কহিলেন, যে পর্য্যন্ত ঊরীম তুম্মীমের অধিকারী এক যাজক উৎপন্ন না হইবেন, তাবৎ তোমরা পবিত্র বস্তু ভোজন করিও না।
66 একত্রীকৃত সমস্ত সমাজ বিয়াল্লিশ সহস্র তিন শত ষাট জন ছিল।
67 তদ্ভিন্ন তাহাদের সাত সহস্র তিন শত সাঁইত্রিশ জন দাস দাসী ছিল, আর তাহাদের দুই শত পঁয়তাল্লিশ জন গায়ক গায়িকা ছিল।
68 তাহাদের সাত শত ছত্রিশটী অশ্ব,
69 দুই শত পঁয়তাল্লিশটী অশ্বতর, চারি শত পঁয়ত্রিশটী উষ্ট্র ছয় সহস্র সাত শত কুড়িটী গর্দ্দভ ছিল।
70 পিতৃকুলপতিদের মধ্যে কেহ কেহ সেই কর্ম্মের জন্য দান করিল। শাসনকর্ত্তা ভাণ্ডারে স্বর্ণের এক সহস্র অদর্কোন পঞ্চাশটী বাটী এবং যাজকদের জন্য পাঁচ শত ত্রিশটী অঙ্গরক্ষক দিলেন।
71 কয়েক জন পিতৃকুলপতি সেই কর্ম্মের ভাণ্ডারে স্বর্ণের বিংশতি সহস্র অদর্কোন দুই সহস্র দুই শত মানি রৌপ্য দিল।
72 অন্য লোকেরা স্বর্ণের বিংশতি সহস্র অদর্কোন, দুই সহস্র মানি রৌপ্য যাজকদের জন্য সাতষট্টিটী অঙ্গরক্ষক দিল।
73 পরে যাজকেরা, লেবীয়েরা, দ্বারপালেরা গায়কেরা, এবং কোন কোন প্রজা নথীনীয়েরা এবং সমস্ত ইস্রায়েল আপন আপন নগরে বাস করিতে লাগিল।
1 Now it came to pass, H1961 when H834 the wall H2346 was built, H1129 and I had set up H5975 the doors, H1817 and the porters H7778 and the singers H7891 and the Levites H3881 were appointed, H6485
2 That I gave H853 my brother H251 Hanani, H2607 and Hananiah H2608 the ruler H8269 of the palace, H1002 charge H6680 over H5921 Jerusalem: H3389 for H3588 he H1931 was a faithful H571 man, H376 and feared H3372 H853 God H430 above many H4480 H7227 .
3 And I said H559 unto them , Let not H3808 the gates H8179 of Jerusalem H3389 be opened H6605 until H5704 the sun H8121 be hot; H2552 and while H5704 they H1992 stand H5975 by , let them shut H1479 the doors, H1817 and bar H270 them : and appoint H5975 watches H4931 of the inhabitants H3427 of Jerusalem, H3389 every one H376 in his watch, H4929 and every one H376 to be over against H5048 his house. H1004
4 Now the city H5892 was large H7342 H3027 and great: H1419 but the people H5971 were few H4592 therein, H8432 and the houses H1004 were not H369 built. H1129
5 And my God H430 put H5414 into H413 mine heart H3820 to gather together H6908 H853 the nobles, H2715 and the rulers, H5461 and the people, H5971 that they might be reckoned by genealogy. H3187 And I found H4672 a register H5612 of the genealogy H3188 of them which came up H5927 at the first, H7223 and found H4672 written H3789 therein,
6 These H428 are the children H1121 of the province, H4082 that went up H5927 out of the captivity H4480 H7628 , of those that had been carried awa, H1473 whom H834 Nebuchadnezzar H5019 the king H4428 of Babylon H894 had carried away, H1540 and came again H7725 to Jerusalem H3389 and to Judah, H3063 every one H376 unto his city; H5892
7 Who came H935 with H5973 Zerubbabel, H2216 Jeshua, H3442 Nehemiah, H5166 Azariah, H5838 Raamiah, H7485 Nahamani, H5167 Mordecai, H4782 Bilshan, H1114 Mispereth, H4559 Bigvai, H902 Nehum, H5149 Baanah. H1196 The number, H4557 I say , of the men H376 of the people H5971 of Israel H3478 was this ;
8 The children H1121 of Parosh, H6551 two thousand H505 a hundred H3967 seventy H7657 and two. H8147
9 The children H1121 of Shephatiah, H8203 three H7969 hundred H3967 seventy H7657 and two. H8147
10 The children H1121 of Arah, H733 six H8337 hundred H3967 fifty H2572 and two. H8147
11 The children H1121 of Pahath- H6355 moab , of the children H1121 of Jeshua H3442 and Joab, H3097 two thousand H505 and eight H8083 hundred H3967 and eighteen H8083 H6240 .
12 The children H1121 of Elam, H5867 a thousand H505 two hundred H3967 fifty H2572 and four. H702
13 The children H1121 of Zattu, H2240 eight H8083 hundred H3967 forty H705 and five. H2568
14 The children H1121 of Zaccai, H2140 seven H7651 hundred H3967 and threescore. H8346
15 The children H1121 of Binnui, H1131 six H8337 hundred H3967 forty H705 and eight. H8083
16 The children H1121 of Bebai, H893 six H8337 hundred H3967 twenty H6242 and eight. H8083
17 The children H1121 of Azgad, H5803 two thousand H505 three H7969 hundred H3967 twenty H6242 and two. H8147
18 The children H1121 of Adonikam, H140 six H8337 hundred H3967 threescore H8346 and seven. H7651
19 The children H1121 of Bigvai, H902 two thousand H505 threescore H8346 and seven. H7651
20 The children H1121 of Adin, H5720 six H8337 hundred H3967 fifty H2572 and five. H2568
21 The children H1121 of Ater H333 of Hezekiah, H2396 ninety H8673 and eight. H8083
22 The children H1121 of Hashum, H2828 three H7969 hundred H3967 twenty H6242 and eight. H8083
23 The children H1121 of Bezai, H1209 three H7969 hundred H3967 twenty H6242 and four. H702
24 The children H1121 of Hariph, H2756 a hundred H3967 and twelve H8147 H6240 .
25 The children H1121 of Gibeon, H1391 ninety H8673 and five. H2568
26 The men H376 of Bethlehem H1035 and Netophah, H5199 a hundred H3967 fourscore H8084 and eight. H8083
27 The men H376 of Anathoth, H6068 a hundred H3967 twenty H6242 and eight. H8083
28 The men H376 of Beth- H1041 azmaveth, forty H705 and two. H8147
29 The men H376 of Kirjath- H7157 jearim, Chephirah, H3716 and Beeroth, H881 seven H7651 hundred H3967 forty H705 and three. H7969
30 The men H376 of Ramah H7414 and Geba, H1387 six H8337 hundred H3967 twenty H6242 and one. H259
31 The men H376 of Michmas, H4363 a hundred H3967 and twenty H6242 and two. H8147
32 The men H376 of Bethel H1008 and Ai, H5857 a hundred H3967 twenty H6242 and three. H7969
33 The men H376 of the other H312 Nebo, H5015 fifty H2572 and two. H8147
34 The children H1121 of the other H312 Elam, H5867 a thousand H505 two hundred H3967 fifty H2572 and four. H702
35 The children H1121 of Harim, H2766 three H7969 hundred H3967 and twenty. H6242
36 The children H1121 of Jericho, H3405 three H7969 hundred H3967 forty H705 and five. H2568
37 The children H1121 of Lod, H3850 Hadid, H2307 and Ono, H207 seven H7651 hundred H3967 twenty H6242 and one. H259
38 The children H1121 of Senaah, H5570 three H7969 thousand H505 nine H8672 hundred H3967 and thirty. H7970
39 The priests: H3548 the children H1121 of Jedaiah, H3048 of the house H1004 of Jeshua, H3442 nine H8672 hundred H3967 seventy H7657 and three. H7969
40 The children H1121 of Immer, H564 a thousand H505 fifty H2572 and two. H8147
41 The children H1121 of Pashur, H6583 a thousand H505 two hundred H3967 forty H705 and seven. H7651
42 The children H1121 of Harim, H2766 a thousand H505 and seventeen H7651 H6240 .
43 The Levites: H3881 the children H1121 of Jeshua, H3442 of Kadmiel, H6934 and of the children H1121 of Hodevah, H1937 seventy H7657 and four. H702
44 The singers: H7891 the children H1121 of Asaph, H623 a hundred H3967 forty H705 and eight. H8083
45 The porters: H7778 the children H1121 of Shallum, H7967 the children H1121 of Ater, H333 the children H1121 of Talmon, H2929 the children H1121 of Akkub, H6126 the children H1121 of Hatita, H2410 the children H1121 of Shobai, H7630 a hundred H3967 thirty H7970 and eight. H8083
46 The Nethinims: H5411 the children H1121 of Ziha, H6727 the children H1121 of Hashupha, H2817 the children H1121 of Tabbaoth, H2884
47 The children H1121 of Keros, H7026 the children H1121 of Sia, H5517 the children H1121 of Padon, H6303
48 The children H1121 of Lebana, H3838 the children H1121 of Hagaba, H2286 the children H1121 of Shalmai, H8014
49 The children H1121 of Hanan, H2605 the children H1121 of Giddel, H1435 the children H1121 of Gahar, H1515
50 The children H1121 of Reaiah, H7211 the children H1121 of Rezin, H7526 the children H1121 of Nekoda, H5353
51 The children H1121 of Gazzam, H1502 the children H1121 of Uzza, H5798 the children H1121 of Phaseah, H6454
52 The children H1121 of Besai, H1153 the children H1121 of Meunim, H4586 the children H1121 of Nephishesim, H5304
53 The children H1121 of Bakbuk, H1227 the children H1121 of Hakupha, H2709 the children H1121 of Harhur, H2744
54 The children H1121 of Bazlith, H1213 the children H1121 of Mehida, H4240 the children H1121 of Harsha, H2797
55 The children H1121 of Barkos, H1302 the children H1121 of Sisera, H5516 the children H1121 of Tamah, H8547
56 The children H1121 of Neziah, H5335 the children H1121 of Hatipha. H2412
57 The children H1121 of Solomon's H8010 servants: H5650 the children H1121 of Sotai, H5479 the children H1121 of Sophereth, H5618 the children H1121 of Perida, H6514
58 The children H1121 of Jaala, H3279 the children H1121 of Darkon, H1874 the children H1121 of Giddel, H1435
59 The children H1121 of Shephatiah, H8203 the children H1121 of Hattil, H2411 the children H1121 of Pochereth H6380 of Zebaim, H6380 the children H1121 of Amon. H526
60 All H3605 the Nethinims, H5411 and the children H1121 of Solomon's H8010 servants, H5650 were three H7969 hundred H3967 ninety H8673 and two. H8147
61 And these H428 were they which went up H5927 also from Tel H4480 H8528 -melah, Tel- H8521 haresha, Cherub, H3743 Addon, H114 and Immer: H564 but they could H3201 not H3808 show H5046 their father's H1 house, H1004 nor their seed, H2233 whether H518 they H1992 were of Israel H4480 H3478 .
62 The children H1121 of Delaiah, H1806 the children H1121 of Tobiah, H2900 the children H1121 of Nekoda, H5353 six H8337 hundred H3967 forty H705 and two. H8147
63 And of H4480 the priests: H3548 the children H1121 of Habaiah, H2252 the children H1121 of Koz, H6976 the children H1121 of Barzillai, H1271 which H834 took H3947 one of the daughters H4480 H1323 of Barzillai H1271 the Gileadite H1569 to wife, H802 and was called H7121 after H5921 their name. H8034
64 These H428 sought H1245 their register H3791 among those that were reckoned by genealogy, H3187 but it was not H3808 found: H4672 therefore were they , as polluted, H1351 put from H4480 the priesthood. H3550
65 And the Tirshatha H8660 said H559 unto them, that H834 they should not H3808 eat H398 of the most holy things H4480 H6944, H6944 till H5704 there stood H5975 up a priest H3548 with Urim H224 and Thummim. H8550
66 The whole H3605 congregation H6951 together H259 was forty H702 H7239 and two thousand H505 three H7969 hundred H3967 and threescore, H8346
67 Beside H4480 H905 their menservants H5650 and their maidservants, H519 of whom H428 there were seven H7651 thousand H505 three H7969 hundred H3967 thirty H7970 and seven: H7651 and they had two hundred H3967 forty H705 and five H2568 singing H7891 men and singing H7891 women.
68 Their horses, H5483 seven H7651 hundred H3967 thirty H7970 and six: H8337 their mules, H6505 two hundred H3967 forty H705 and five: H2568
69 Their camels, H1581 four H702 hundred H3967 thirty H7970 and five: H2568 six H8337 thousand H505 seven H7651 hundred H3967 and twenty H6242 asses. H2543
70 And some H4480 H7117 of the chief H7218 of the fathers H1 gave H5414 unto the work. H4399 The Tirshatha H8660 gave H5414 to the treasure H214 a thousand H505 drams H1871 of gold, H2091 fifty H2572 basins, H4219 five H2568 hundred H3967 and thirty H7970 priests' H3548 garments. H3801
71 And some of the chief H4480 H7218 of the fathers H1 gave H5414 to the treasure H214 of the work H4399 twenty thousand H8147 H7239 drams H1871 of gold, H2091 and two thousand H505 and two hundred H3967 pound H4488 of silver. H3701
72 And that which H834 the rest H7611 of the people H5971 gave H5414 was twenty H8147 thousand H7239 drams H1871 of gold, H2091 and two thousand H505 pound H4488 of silver, H3701 and threescore H8346 and seven H7651 priests' H3548 garments. H3801
73 So the priests, H3548 and the Levites, H3881 and the porters, H7778 and the singers, H7891 and some of H4480 the people, H5971 and the Nethinims, H5411 and all H3605 Israel, H3478 dwelt H3427 in their cities; H5892 and when the seventh H7637 month H2320 came, H5060 the children H1121 of Israel H3478 were in their cities. H5892
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×