Bible Versions
Bible Books

Nehemiah 8:13 (BNV) Bengali Old BSI Version

1 সপ্তম মাস উপস্থিত হইলে ইস্রায়েল-সন্তানগণ আপন আপন নগরে ছিল। আর সমস্ত লোক এক মানুষের ন্যায় জল-দ্বারের সম্মুখস্থ চকে একত্র হইল; এবং তাহারা অধ্যাপক ইষ্রাকে ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর আদিষ্ট মোশির ব্যবস্থা-পুস্তক আনিতে কহিল।
2 তাহাতে সপ্তম মাসের প্রথম দিনে ইষ্রা যাজক সমাজের সম্মুখে, স্ত্রী পুরুষ এবং যাহারা শুনিয়া বুঝিতে পারে, তাহাদের সম্মুখে সেই ব্যবস্থা-পুস্তক আনিলেন।
3 আর জল-দ্বারের সম্মুখস্থ চকে স্ত্রী পুরুষ এবং যত লোক বুঝিতে পারে, তাহাদের নিকটে তিনি প্রাতঃকাল হইতে মধ্যাহ্ন পর্য্যন্ত তাহা পাঠ করিলেন, তাহাতে ব্যবস্থা পুস্তক শ্রবণে সমস্ত লোকের কর্ণ নিবিষ্ট হইল।
4 বস্তুতঃ অধ্যাপক ইষ্রা কার্য্যের জন্য নির্ম্মিত এক কাষ্ঠময় মঞ্চের উপরে দাঁড়াইলেন, এবং তাঁহার দক্ষিণ পার্শ্বে মত্তিথিয়, শেমা, অনায়, ঊরিয়, হিল্কিয় মাসেয়, এবং তাঁহার বাম পার্শ্বে পদায়, মীশায়েল, মল্কিয়, হশুম, হশবদ্দানা, সখরিয় মশুল্লম দাঁড়াইল।
5 ইষ্রা সমস্ত লোকের সাক্ষাতে পুস্তকখানি খুলিলেন; কেননা তিনি সমস্ত লোক অপেক্ষা উচ্চে দণ্ডায়মান ছিলেন। তিনি পুস্তক খুলিবামাত্র সমস্ত লোক উঠিয়া দাঁড়াইল।
6 পরে ইষ্রা মহান্‌ ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করিলেন। আর সমস্ত লোক হাত তুলিয়া উত্তর করিল, আমেন, আমেন এবং মস্তক নমনপূর্ব্বক ভূমিতে মুখ দিয়া সদাপ্রভুর কাছে প্রণিপাত করিল।
7 আর যেশূয়, বানি, শেরেবিয়, যামীন, অক্কুব, শব্বথয়, হোদিয়, মাসেয়, কলীট, অসরীয়, যোষাবদ, হানন, পলায় লেবীয়েরা লোকদিগকে ব্যবস্থা-পুস্তকের অর্থ বুঝাইয়া দিল; আর লোকেরা স্ব স্ব স্থানে দাঁড়াইয়া রহিল।
8 এইরূপে তাহারা স্পষ্ট উচ্চারণপূর্ব্বক সেই পুস্তক, ঈশ্বরের ব্যবস্থা, পাঠ করিল, এবং তাহার অর্থ করিয়া লোকদিগকে পাঠ বুঝাইয়া দিল।
9 আর শাসনকর্ত্তা নহিমিয়, অধ্যাপক ইষ্রা যাজক লোকদের শিক্ষক লেবীয়েরা সমস্ত লোককে কহিলেন, অদ্যকার দিন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পবিত্র, তোমরা শোক করিও না, রোদন করিও না। কেননা ব্যবস্থা-পুস্তকের বাক্য শ্রবণে সমস্ত লোক রোদন করিতে ছিল।
10 আর তিনি তাহাদিগকে কহিলেন, যাও, পুষ্ট দ্রব্য ভোজন কর, মিষ্ট রস পান কর, এবং যাহার জন্য কিছু প্রস্তুত নাই, তাহাকে অংশ পাঠাইয়া দেও; কারণ অদ্যকার দিন আমাদের প্রভুর উদ্দেশে পবিত্র, তোমরা বিষণ্ণ হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই তোমাদের শক্তি।
11 লেবীয়েরাও লোক সকলকে শান্ত করিয়া কহিল, নীরব হও, কেননা অদ্য পবিত্র দিন, তোমরা বিষণ্ণ হইও না।
12 তখন সমস্ত লোক ভোজন পান, অংশ প্রেরণ অতিশয় আনন্দ করিতে গেল, কেননা যে সকল কথা তাহাদের কাছে বলা গিয়াছিল, তাহারা সে সকল বুঝিতে পারিয়াছিল।
13 আর দ্বিতীয় দিনে সমস্ত লোকের পিতৃকুলপতিরা, যাজকেরা লেবীয়েরা ব্যবস্থার বাক্যে মনোনিবেশ করিবার জন্য অধ্যাপক ইষ্রার কাছে একত্র হইল।
14 আর তাহারা দেখিতে পাইল, ব্যবস্থায় এই কথা লেখা আছে যে, সদাপ্রভু মোশি দ্বারা এই আজ্ঞা দিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণ সপ্তম মাসের উৎসবকালে কুটীরে বাস করিবে;
15 এবং আপনাদের সকল নগরে যিরূশালেমে এই কথা ঘোষণা প্রচার করিবে, যেরূপ লেখা আছে, তদনুসারে কুটীর নির্ম্মাণার্থে পর্ব্বতে গিয়া জিত বৃক্ষের শাখা, বন্য জিত বৃক্ষের শাখা, গুলমেঁদির শাখা, খর্জ্জুর বৃক্ষের শাখা ঝোপাল বৃক্ষের শাখা আন।
16 তাহাতে লোকেরা বাহিরে গেল, সেই সকল আনিয়া প্রত্যেক জন আপন আপন গৃহের ছাদে প্রাঙ্গণে এবং ঈশ্বরের গৃহের সকল প্রাঙ্গণে, জল-দ্বারের চকে ইফ্রয়িম-দ্বারের চকে আপনাদের জন্য কুটীর নির্ম্মাণ করিল।
17 বন্দিদশা হইতে প্রত্যাগত লোকদের সমস্ত সমাজ কুটীর নির্ম্মাণ করিয়া তাহার মধ্যে বাস করিল; বস্তুতঃ নূনের পুত্র যিহোশূয়ের সময় হইতে সেই দিন পর্য্যন্ত ইস্রায়েল-সন্তানগণ সেরূপ করে নাই; তাহাতে অতি বড় আনন্দ হইল।
18 আর ইষ্রা প্রথম দিন হইতে শেষ দিন পর্য্যন্ত প্রতিদিন ঈশ্বরের ব্যবস্থা-পুস্তক পাঠ করিলেন। আর লোকেরা সাত দিন পর্ব্ব পালন করিল, এবং বিধি অনুসারে অষ্টম দিনে উৎসব-সভা হইল।
1 And all H3605 the people H5971 gathered themselves together H622 as one H259 man H376 into H413 the street H7339 that H834 was before H6440 the water H4325 gate; H8179 and they spoke H559 unto Ezra H5830 the scribe H5608 to bring H935 H853 the book H5612 of the law H8451 of Moses, H4872 which H834 the LORD H3068 had commanded H6680 to H853 Israel. H3478
2 And Ezra H5830 the priest H3548 brought H935 H853 the law H8451 before H6440 the congregation H6951 both of men H4480 H376 and women, H802 and all H3605 that could hear H8085 with understanding, H995 upon the first H259 day H3117 of the seventh H7637 month. H2320
3 And he read H7121 therein before H6440 the street H7339 that H834 was before H6440 the water H4325 gate H8179 from H4480 the morning H216 until H5704 midday H4276 H3117 , before H5048 the men H376 and the women, H802 and those that could understand; H995 and the ears H241 of all H3605 the people H5971 were attentive unto H413 the book H5612 of the law. H8451
4 And Ezra H5830 the scribe H5608 stood H5975 upon H5921 a pulpit H4026 of wood, H6086 which H834 they had made H6213 for the purpose; H1697 and beside H681 him stood H5975 Mattithiah, H4993 and Shema, H8087 and Anaiah, H6043 and Urijah, H223 and Hilkiah, H2518 and Maaseiah, H4641 on H5921 his right hand; H3225 and on his left hand H4480 H8040 , Pedaiah, H6305 and Mishael, H4332 and Malchiah, H4441 and Hashum, H2828 and Hashbadana, H2806 Zechariah, H2148 and Meshullam. H4918
5 And Ezra H5830 opened H6605 the book H5612 in the sight H5869 of all H3605 the people; H5971 ( for H3588 he was H1961 above H4480 H5921 all H3605 the people;) H5971 and when he opened H6605 it, all H3605 the people H5971 stood up: H5975
6 And Ezra H5830 blessed H1288 H853 the LORD, H3068 the great H1419 God. H430 And all H3605 the people H5971 answered, H6030 Amen, H543 Amen, H543 with lifting up H4607 their hands: H3027 and they bowed H6915 their heads , and worshiped H7812 the LORD H3068 with their faces H639 to the ground. H776
7 Also Jeshua, H3442 and Bani, H1137 and Sherebiah, H8274 Jamin, H3226 Akkub, H6126 Shabbethai, H7678 Hodijah, H1941 Maaseiah, H4641 Kelita, H7042 Azariah, H5838 Jozabad, H3107 Hanan, H2605 Pelaiah, H6411 and the Levites, H3881 caused H853 the people H5971 to understand H995 the law: H8451 and the people H5971 stood in H5921 their place. H5977
8 So they read H7121 in the book H5612 in the law H8451 of God H430 distinctly, H6567 and gave H7760 the sense, H7922 and caused them to understand H995 the reading. H4744
9 And Nehemiah, H5166 which H1931 is the Tirshatha, H8660 and Ezra H5830 the priest H3548 the scribe, H5608 and the Levites H3881 that taught H995 H853 the people, H5971 said H559 unto all H3605 the people, H5971 This H1931 day H3117 is holy H6918 unto the LORD H3068 your God; H430 mourn H56 not, H408 nor H408 weep. H1058 For H3588 all H3605 the people H5971 wept, H1058 when they heard H8085 H853 the words H1697 of the law. H8451
10 Then he said H559 unto them, Go H1980 your way, eat H398 the fat, H4924 and drink H8354 the sweet, H4477 and send H7971 portions H4490 unto them for whom nothing H369 is prepared: H3559 for H3588 this day H3117 is holy H6918 unto our Lord: H113 neither H408 be ye sorry; H6087 for H3588 the joy H2304 of the LORD H3068 is your strength. H4581
11 So the Levites H3881 stilled H2814 all H3605 the people, H5971 saying, H559 Hold your peace, H2013 for H3588 the day H3117 is holy; H6918 neither H408 be ye grieved. H6087
12 And all H3605 the people H5971 went H1980 their way to eat, H398 and to drink, H8354 and to send H7971 portions, H4490 and to make H6213 great H1419 mirth, H8057 because H3588 they had understood H995 the words H1697 that H834 were declared H3045 unto them.
13 And on the second H8145 day H3117 were gathered together H622 the chief H7218 of the fathers H1 of all H3605 the people, H5971 the priests, H3548 and the Levites, H3881 unto H413 Ezra H5830 the scribe, H5608 even to understand H7919 H413 the words H1697 of the law. H8451
14 And they found H4672 written H3789 in the law H8451 which H834 the LORD H3068 had commanded H6680 by H3027 Moses, H4872 that H834 the children H1121 of Israel H3478 should dwell H3427 in booths H5521 in the feast H2282 of the seventh H7637 month: H2320
15 And that H834 they should publish H8085 and proclaim H5674 H6963 in all H3605 their cities, H5892 and in Jerusalem, H3389 saying, H559 Go forth H3318 unto the mount, H2022 and fetch H935 olive H2132 branches, H5929 and pine H6086 H8081 branches, H5929 and myrtle H1918 branches, H5929 and palm H8558 branches, H5929 and branches H5929 of thick H5687 trees, H6086 to make H6213 booths, H5521 as it is written. H3789
16 So the people H5971 went forth, H3318 and brought H935 them , and made H6213 themselves booths, H5521 every one H376 upon H5921 the roof of his house, H1406 and in their courts, H2691 and in the courts H2691 of the house H1004 of God, H430 and in the street H7339 of the water H4325 gate, H8179 and in the street H7339 of the gate H8179 of Ephraim. H669
17 And all H3605 the congregation H6951 of them that were come again H7725 out of H4480 the captivity H7628 made H6213 booths, H5521 and sat H3427 under the booths: H5521 for H3588 since the days H4480 H3117 of Jeshua H3442 the son H1121 of Nun H5126 unto H5704 that H1931 day H3117 had not H3808 the children H1121 of Israel H3478 done H6213 so. H3651 And there was H1961 very H3966 great H1419 gladness. H8057
18 Also day H3117 by day, H3117 from H4480 the first H7223 day H3117 unto H5704 the last H314 day, H3117 he read H7121 in the book H5612 of the law H8451 of God. H430 And they kept H6213 the feast H2282 seven H7651 days; H3117 and on the eighth H8066 day H3117 was a solemn assembly, H6116 according unto the manner. H4941
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×