Bible Versions
Bible Books

Numbers 23:26 (BNV) Bengali Old BSI Version

1 পরে প্রত্যূষে বালাক বিলিয়মকে লইয়া গিয়া বালের উচ্চস্থলীতে উঠাইলেন; তথা হইতে সে ইস্রায়েল জাতির প্রান্তভাগ দেখিতে পাইল। আর বিলিয়ম বালাককে কহিল, আপনি এই স্থানে আমার জন্য সাতটী বেদি নির্ম্মাণ করুন, এবং এই স্থানে আমার নিমিত্তে সাতটী গোবৎসের সাতটী মেষের আয়োজন করুন।
2 তাহাতে বালাক বিলিয়মের বাক্যানুসারে সেইরূপ করিলেন; তখন বালাক বিলিয়ম এক এক বেদিতে এক একটী গোবৎস এক একটী মেষ উৎসর্গ করিলেন।
3 পরে বিলিয়ম বালাককে কহিল, আপনি আপনার হোমবলির নিকটে দাঁড়াইয়া থাকুন। আমি যাই, হয় সদাপ্রভু আমার কাছে দেখা দিবেন; তাহা হইলে তিনি আমাকে যাহা জ্ঞাত করিবেন, তাহা আমি আপনাকে বলিব। পরে সে পর্ব্বতাগ্রে গমন করিল।
4 তখন ঈশ্বর বিলিয়মের কাছে দেখা দিলেন, আর সে তাঁহাকে কহিল, আমি সাতটী বেদি প্রস্তুত করিয়াছি; আর এক এক বেদিতে এক একটী গোবৎস এক একটী মেষ উৎসর্গ করিয়াছি।
5 তখন সদাপ্রভু বিলিয়মের মুখে এই বাক্য দিলেন, আর কহিলেন, তুমি বালাকের নিকটে ফিরিয়া গিয়া এইরূপ কথা বল।
6 তাহাতে সে তাঁহার নিকটে ফিরিয়া গেল; আর দেখ, মোয়াবের অধ্যক্ষগণের সহিত বালাক আপন হোমের নিকটে দাঁড়াইয়া ছিলেন;
7 তখন সে আপন মন্ত্র গ্রহণ করিয়া বলিল, বালাক অরাম হইতে আমাকে আনাইলেন, মোয়াব-রাজ পূর্ব্বদিকের পর্ব্বতমালা হইতে আনাইলেন; আইস, আমার নিমিত্ত যাকোবকে শাপ দেও, আইস, ইস্রায়েলের উপর কুপিত হও।
8 ঈশ্বর যাহাকে শাপ দেন নাই, আমি কিরূপে তাহাকে শাপ দিব? সদাপ্রভু যাহার উপর কুপিত হন নাই, আমি কি প্রকারে তাহার উপর কুপিত হইব?
9 আমি শৈলের শৃঙ্গ হইতে উহাকে দেখিতেছি, গিরিমালা হইতে উহাকে দর্শন করিতেছি; দেখ, লোকসমূহ স্বতন্ত্র বাস করে, উহারা জাতিগণের মধ্যে গণিত হইবে না।
10 যাকোবের ধূলি কে গণনা করিতে পারে? ইস্রায়েলের চতুর্থাংশের সংখ্যা কে করিতে পারে? ধার্ম্মিকের মৃত্যুর ন্যায় আমার মৃত্যু হউক, তাহার শেষ গতির তুল্য আমার শেষ গতি হউক।
11 তখন বালাক বিলিয়মকে কহিলেন, আপনি আমার প্রতি কি করিলেন? আমার শত্রুগণকে শাপ দিতে আপনাকে আনাইলাম; কিন্তু দেখুন, আপনি তাহাদিগকে সর্ব্বতোভাবে আশীর্ব্বাদ করিলেন।
12 সে উত্তর করিল, সদাপ্রভু আমার মুখে যে কথা দেন, সাবধান হইয়া তাহাই বলা কি আমার উচিত নহে?
13 বালাক কহিলেন, বিনয় করি, অন্য স্থানে আমার সহিত আইসুন, আপনি সে স্থান হইতে তাহাদিগকে দেখিতে পাইবেন; আপনি তাহাদের প্রান্তভাগমাত্র দেখিতে পাইবেন, সকলই দেখিতে পাইবেন না; স্থানে থাকিয়া আমার নিমিত্তে তাহাদিগকে শাপ দিউন।
14 তখন বালাক তাহাকে পিস্‌গার শৃঙ্গস্থিত সোফীমক্ষেত্রে লইয়া গিয়া সেই স্থানে সাতটী বেদি নির্ম্মাণ করিলেন, আর প্রত্যেক বেদিতে এক একটী গোবৎস এক একটী মেষ উৎসর্গ করিলেন।
15 পরে সে বালাককে কহিল, আমি যাবৎ স্থানে সদাপ্রভুর সহিত সাক্ষাৎ করি, তাবৎ আপনি এই স্থানে আপনার হোমবলির নিকটে দাঁড়াইয়া থাকুন।
16 পরে সদাপ্রভু বিলিয়মের কাছে দেখা দিয়া তাহার মুখে এক বাক্য দিলেন, এবং কহিলেন, তুমি বালাকের নিকটে ফিরিয়া গিয়া এইরূপ কথা বল।
17 তাহাতে সে তাঁহার নিকটে উপস্থিত হইল; আর দেখ, মোয়াবের অধ্যক্ষগণের সহিত বালাক আপন হোমবলির নিকটে দাঁড়াইয়া ছিলেন। আর বালাক তাহাকে জিজ্ঞাসা করিলেন, সদাপ্রভু কি কহিলেন?
18 তখন সে আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, উঠ, বালাক, শ্রবণ কর; হে সিপ্পোরের পুত্র, আমার কথায় কর্ণ দেও;
19 ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন; তিনি মনুষ্য-সন্তান নহেন যে অনুশোচনা করিবেন; তিনি কহিয়া কি কার্য্য করিবেন না? তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না?
20 দেখ, আমি আশীর্ব্বাদ করিবার আজ্ঞা পাইলাম, তিনি আশীর্ব্বাদ করিয়াছেন, আমি অন্যথা করিতে পারি না।
21 তিনি যাকোবে অধর্ম্ম দেখিতে পান নাই, ইস্রায়েলে উপদ্রব দেখেন নাই; উহার ঈশ্বর সদাপ্রভু উহার সহবর্ত্তী, বাজার জয়ধ্বনি উহাদের মধ্যবর্ত্তী।
22 ঈশ্বর মিসর হইতে উহাদিগকে আনিতেছেন; সে গবয়ের ন্যায় শক্তিশালী।
23 নিশ্চয়ই যাকোবে* মায়াশক্তি নাই, ইস্রায়েলে মন্ত্র নাই; এক্ষণে যাকোবের ইস্রায়েলের বিষয় বলা যাইবে, ঈশ্বর কি না সাধন করিয়াছেন।
24 দেখ, জাতি সিংহীর ন্যায় উঠিতেছে, সে সিংহের ন্যায় গাত্রোত্থান করিতেছে; সে শয়ন করিবে না, যাবৎ বিদীর্ণ পশু ভোজন না করে, যাবৎ হত লোকদের রক্ত পান না করে।
25 তখন বালাক বিলিয়মকে কহিলেন, আপনি উহাদিগকে শাপও দিবেন না, আশীর্ব্বাদও করিবেন না।
26 কিন্তু বিলিয়ম উত্তর করিয়া বালাককে কহিল,সদাপ্রভু আমাকে যে কিছু কহিবেন, তাহাই করিব, কথা কি আপনাকে বলি নাই?
27 পরে বালাক বিলিয়মকে কহিলেন, বিনয় করি, আইসুন, আমি আপনাকে অন্য স্থানে লইয়া যাই; হয় সেই স্থানে থাকিয়া আমার নিমিত্তে তাহাদিগকে আপনার শাপ দেওয়া ঈশ্বরের দৃষ্টিতে তুষ্টিকর হইবে।
28 পরে বালাক মরুভূমির অভিমুখে পিয়োর-শৃঙ্গে বিলিয়মকে লইয়া গেলেন।
29 বিলিয়ম বালাককে কহিল, এই স্থানে আমার নিমিত্তে সাতটী বেদি নির্ম্মাণ করুন, এবং এই স্থানে আমার জন্য সাতটী গোবৎসের সাতটী মেষের আয়োজন করুন।
30 তখন বালাক বিলিয়মের কথানুযায়ী কর্ম্ম করিলেন, এবং প্রত্যেক বেদিতে এক একটী গোবৎস এক একটী মেষ উৎসর্গ করিলেন।
1 And Balaam H1109 said H559 unto H413 Balak, H1111 Build H1129 me here H2088 seven H7651 altars, H4196 and prepare H3559 me here H2088 seven H7651 oxen H6499 and seven H7651 rams. H352
2 And Balak H1111 did H6213 as H834 Balaam H1109 had spoken; H1696 and Balak H1111 and Balaam H1109 offered H5927 on every altar H4196 a bullock H6499 and a ram. H352
3 And Balaam H1109 said H559 unto Balak, H1111 Stand H3320 by H5921 thy burnt offering, H5930 and I will go: H1980 peradventure H194 the LORD H3068 will come H7136 to meet H7125 me : and whatsoever H1697 H4100 he showeth H7200 me I will tell H5046 thee . And he went H1980 to a high place. H8205
4 And God H430 met H7136 H413 Balaam: H1109 and he said H559 unto H413 him , I have prepared H6186 H853 seven H7651 altars, H4196 and I have offered H5927 upon every altar H4196 a bullock H6499 and a ram. H352
5 And the LORD H3068 put H7760 a word H1697 in Balaam's H1109 mouth, H6310 and said, H559 Return H7725 unto H413 Balak, H1111 and thus H3541 thou shalt speak. H1696
6 And he returned H7725 unto H413 him, and, lo, H2009 he stood H5324 by H5921 his burnt sacrifice, H5930 he, H1931 and all H3605 the princes H8269 of Moab. H4124
7 And he took up H5375 his parable, H4912 and said, H559 Balak H1111 the king H4428 of Moab H4124 hath brought H5148 me from H4480 Aram, H758 out of the mountains H4480 H2042 of the east, H6924 saying , Come, H1980 curse H779 me Jacob, H3290 and come, H1980 defy H2194 Israel. H3478
8 How H4100 shall I curse, H6895 whom God H410 hath not H3808 cursed H6895 ? or how H4100 shall I defy, H2194 whom the LORD H3068 hath not H3808 defied H2194 ?
9 For H3588 from the top H4480 H7218 of the rocks H6697 I see H7200 him , and from the hills H4480 H1389 I behold H7789 him: lo, H2005 the people H5971 shall dwell H7931 alone, H910 and shall not H3808 be reckoned H2803 among the nations. H1471
10 Who H4310 can count H4487 the dust H6083 of Jacob, H3290 and the number H4557 of H853 the fourth H7255 part of Israel H3478 ? Let me H5315 die H4191 the death H4194 of the righteous, H3477 and let my last end H319 be H1961 like his H3644 !
11 And Balak H1111 said H559 unto H413 Balaam, H1109 What H4100 hast thou done H6213 unto me? I took H3947 thee to curse H6895 mine enemies, H341 and, behold, H2009 thou hast blessed them altogether H1288 H1288 .
12 And he answered H6030 and said, H559 Must I not H3808 take heed H8104 to speak H1696 that H853 which H834 the LORD H3068 hath put H7760 in my mouth H6310 ?
13 And Balak H1111 said H559 unto H413 him, Come, H1980 I pray thee, H4994 with H854 me unto H413 another H312 place, H4725 from whence H834 H4480 H8033 thou mayest see H7200 them : thou shalt see H7200 but H657 the utmost part H7097 of them , and shalt not H3808 see H7200 them all: H3605 and curse H6895 me them from thence H4480. H8033
14 And he brought H3947 him into the field H7704 of Zophim, H6839 to H413 the top H7218 of Pisgah, H6449 and built H1129 seven H7651 altars, H4196 and offered H5927 a bullock H6499 and a ram H352 on every altar. H4196
15 And he said H559 unto H413 Balak, H1111 Stand H3320 here H3541 by H5921 thy burnt offering, H5930 while I H595 meet H7136 the LORD yonder. H3541
16 And the LORD H3068 met H7136 H413 Balaam, H1109 and put H7760 a word H1697 in his mouth, H6310 and said, H559 Go again H7725 unto H413 Balak, H1111 and say H1696 thus. H3541
17 And when he came H935 to H413 him, behold, H2009 he stood H5324 by H5921 his burnt offering, H5930 and the princes H8269 of Moab H4124 with H854 him . And Balak H1111 said H559 unto him, What H4100 hath the LORD H3068 spoken H1696 ?
18 And he took up H5375 his parable, H4912 and said, H559 Rise up, H6965 Balak, H1111 and hear; H8085 hearken H238 unto H5704 me , thou son H1121 of Zippor: H6834
19 God H410 is not H3808 a man, H376 that he should lie; H3576 neither the son H1121 of man, H120 that he should repent: H5162 hath he H1931 said, H559 and shall he not H3808 do H6213 it ? or hath he spoken, H1696 and shall he not H3808 make it good H6965 ?
20 Behold H2009 , I have received H3947 commandment to bless: H1288 and he hath blessed; H1288 and I cannot H3808 reverse H7725 it.
21 He hath not H3808 beheld H5027 iniquity H205 in Jacob, H3290 neither H3808 hath he seen H7200 perverseness H5999 in Israel: H3478 the LORD H3068 his God H430 is with H5973 him , and the shout H8643 of a king H4428 is among them.
22 God H410 brought them out H3318 of Egypt H4480 H4714 ; he hath as it were the strength H8443 of a unicorn. H7214
23 Surely H3588 there is no H3808 enchantment H5173 against Jacob, H3290 neither H3808 is there any divination H7081 against Israel: H3478 according to this time H6256 it shall be said H559 of Jacob H3290 and of Israel, H3478 What H4100 hath God H410 wrought H6466 !
24 Behold H2005 , the people H5971 shall rise up H6965 as a great lion, H3833 and lift up himself H5375 as a young lion: H738 he shall not H3808 lie down H7901 until H5704 he eat H398 of the prey, H2964 and drink H8354 the blood H1818 of the slain. H2491
25 And Balak H1111 said H559 unto H413 Balaam, H1109 Neither H1571 H3808 curse them at all H6895 H6895 , nor H1571 H3808 bless them at all H1288 H1288 .
26 But Balaam H1109 answered H6030 and said H559 unto H413 Balak, H1111 Told H1696 H413 not H3808 I thee, saying, H559 All H3605 that H834 the LORD H3068 speaketh, H1696 that I must do H6213 ?
27 And Balak H1111 said H559 unto H413 Balaam, H1109 Come, H1980 I pray thee, H4994 I will bring H3947 thee unto H413 another H312 place; H4725 peradventure H194 it will please H3474 H5869 God H430 that thou mayest curse H6895 me them from thence H4480 H8033 .
28 And Balak H1111 brought H3947 H853 Balaam H1109 unto the top H7218 of Peor, H6465 that looketh H8259 toward H5921 H6440 Jeshimon. H3452
29 And Balaam H1109 said H559 unto H413 Balak, H1111 Build H1129 me here H2088 seven H7651 altars, H4196 and prepare H3559 me here H2088 seven H7651 bullocks H6499 and seven H7651 rams. H352
30 And Balak H1111 did H6213 as H834 Balaam H1109 had said, H559 and offered H5927 a bullock H6499 and a ram H352 on every altar. H4196
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×