Bible Versions
Bible Books

Numbers 26:2 (BNV) Bengali Old BSI Version

1 সেই সাংঘাতিক অসুস্থতার পরে, প্রভু মোশি এবং যাজক হারোণের পুত্র ইলিয়াসরের সঙ্গে কথা বললেন|
2 তিনি বললেন, “ইস্রায়েলের লোকদের গণনা কর| 20 বছর অথবা তার বেশী বয়স্ক সকল পুরুষের সংখ্যা গণনা করো এবং তাদের পরিবার অনুযায়ীতালিকাভুক্ত করো| এই পুরুষরা ইস্রায়েলের সেনাবাহিনীতে সেবা করার য়োগ্যতাসম্পন্ন|”
3 এই সময় লোকরা মোয়াবের যর্দন উপত্যকায শিবির স্থাপন করেছিল| এই স্থানটি ছিল যিরীহোর অপর পারে যর্দন নদীর কাছে| সুতরাং মোশি এবং যাজক ইলিয়াসর লোকদের বললেন,
4 “তোমরা অবশ্যই 20 বছর অথবা তার বেশী বয়স্ক পুরুষদের সংখ্যা গণনা করবে| মিশর দেশ থেকে বেরিয়ে আসার সময় প্রভু মোশিকে এবং ইস্রায়েলের লোকদের যেভাবে আজ্ঞা করেছিলেন, সেভাবেই করো|
5 এই সব লোকরা ছিল রূবেণের পরিবারের অন্তর্ভূক্ত| (রূবেণ ছিলেন ইস্রায়েলের প্রথমজাত পুত্র|) পরিবারগুলো ছিল:হনোক হতে হনোকীয পরিবার| পল্লু হতে পল্লুযীয পরিবার|
6 হিষ্রোণ হতে হিষ্রোণীয পরিবার| কর্ম্মি হতে র্কম্মীয পরিবার|
7 পরিবারগুলো ছিল রূবেণের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে মোট 43,730 জন পুরুষ ছিল|
8 পল্লুর পুত্র ছিলেন ইলীয়াব|
9 ইলীয়াবের তিন পুত্র নমূযেল, দাথন এবং অবীরাম| দাথন এবং অবীরাম ছিলেন সেই দুজন নেতা, যারা মোশি এবং হারোণের বিরোধিতা করেছিলেন| কোরহ যখন প্রভুর বিরুদ্ধে গিয়েছিলেন সে সময় তারা কোরহকে অনুসরণ করেছিলেন|
10 সেই সময় পৃথিবীর মাটি বিদীর্ণ হয়ে কোরহ তার অনুসরণকারীদের গ্রাস করেছিল| এবং 250 জন পুরুষ মারা গিয়েছিল| সেটি ইস্রায়েলের লোকদের প্রতি একটি সতর্কবাণী ছিল|
11 কিন্তু কোরহের সন্তানরা মারা যান নি|
12 এই পরিবারগুলি হল শিমিযোনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত:নমূযেল হতে নমূযেলীয পরিবার|যামীন হতে যামীনীয পরিবার| যাখীন হতে যাখীনীয পরিবার|
13 সেরহ হতে সেরহীয পরিবার| শৌল হতে শৌলীয পরিবার|
14 পরিবারগুলি ছিল শিমিযোনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে মোট 22,200 জন পুরুষ ছিলেন|
15 এই পরিবারগুলো হল গাদের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত:সিফোন হতে সিফোনীয পরিবার| হগি হতে হগীয পরিবার| শূনি হতে শূনীয পরিবার|
16 ওষ্ণি হতে ওষ্ণীয পরিবার| এরি হতে এরীয পরিবার|
17 আরোদ হতে আরোদীয পরিবার| অরোলি হতে অরেলীয পরিবার|
18 পরিবারগুলি ছিল গাদের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে মোট 40,500 জন পুরুষ ছিলেন|
19 এই পরিবারগুলি ছিল যিহূদার পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত:শেলা হতে শেলাযীয পরিবার| পেরস হতে পেরসীয পরিবার|সেরহ হতে সেরহীয পরিবার| যিহূদার পুত্রদের মধ্যে দুজন, এর এবং ওনন কনান দেশে মারা গিয়েছিলেন|
20
21 এই পরিবারগুলো হল পেরসের বংশধর:হিষ্রোণ হতে হিষ্রোণীয পরিবার| হামুল হতে হামুলীয পরিবার|
22 পরিবারগুলি ছিল যিহূদার পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 76,500 জন|
23 ইষাখরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলো ছিল:তোলয হতে তোলযীয পরিবার| পূয হতে পূনীয পরিবার|
24 যাশূর হতে যাশূরীয পরিবার| শিম্রোণ হতে শিম্রোনীয পরিবার|
25 পরিবারগুলি ইষাখরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 64,300 জন|
26 সবূলূনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল:সেরদ হতে সেরদীয পরিবার|এলোন হতে এলোনীয পরিবার|য়হলেল হতে য়হলেলীয পরিবার|
27 পরিবারগুলি ছিল সবূলূনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 60,500 জন|
28 য়োষেফের দুই পুত্রছিল মনঃশি এবং ইফ্রয়িম| প্রত্যেক পুত্রই তাদের নিজেদের পরিবারদের নিয়ে একটি গোষ্ঠী হয়ে উঠেছিলেন|
29 মনঃশি পরিবারগুলি ছিল:মাখীর হতে মাখীরীয পরিবার| (মাখীর ছিলেন গিলিয়দের পিতা|)গিলিয়দ হতে গিলিয়দীয পরিবার|
30 গিলিয়দের পরিবারগুলো ছিল: ঈযেষর হতে ঈযেষরীয পরিবার| হেলক হতে হেলকীয পরিবার|
31 অস্রীযেল হতে অস্রীযেলীয পরিবার| শেখম হতে শেখমীয পরিবার|
32 শিমীদা হতে শিমীদায়ীয পরিবার| হেফর হতে হেফরীয পরিবার|
33 সলফাদ ছিলেন হেফরের পুত্র| কিন্তু তার কোনো পুত্র ছিল না| কেবল কন্যারা ছিল| তার কন্যাদের নাম ছিল মহলা, নোয়া, হগ্লা, মিল্কা এবং তির্সা|
34 পরিবারগুলোর সবগুলোই ছিল মনঃশি পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 52,700 জন|
35 ইফ্রয়িমের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলো ছিল:শূথলহ হতে শূথলহীয় পরিবার| বেখর হতে বেখরীয় পরিবার| তহন হতে তহনীয় পরিবার|
36 শূথলহের পরিবার থেকে এরণ এসেছিল আর এরণ থেকে এসেছিল এরণীয পরিবার|
37 পরিবারগুলো ছিল ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে মোট 32,500 জন পুরুষ ছিলেন| ঐসব লোকদের সকলেই ছিলেন ষোষেফের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত|
38 বিন্যামীনের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল:বেলা হতে বেলাযীয় পরিবার|অস্বেল হতে অস্বেলীয় পরিবার|অহীরাম হতে অহীরামীয় পরিবার|
39 শূফম থেকে শূফমীয পরিবার| হূফম থেকে হূফমীয পরিবার|
40 বেলার পরিবারগুলি ছিল: অর্দ হতে অর্দীয় পরিবার| নামান থেকে নামানীয় পরিবার|
41 পরিবারগুলি সবাই ছিল বিন্যামীন পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 45,600 জন|
42 দানের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলো ছিল:শূহম হতে শূহমীয গোষ্ঠী|ঐ পরিবারগোষ্ঠীটি ছিল দানের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত|
43 শূহনীয পরিবারগোষ্ঠীতে অনেক পরিবার ছিল| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 64,400 জন|
44 আশেরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল: য়িম্ন হতে য়িম্নীয পরিবার| য়িস্বি হতে য়িস্বীয পরিবার| বরিয হতে বরিযীয পরিবার|
45 বরিয়র পরিবারগুলি ছিল:হেবর হতে হেবরীয় পরিবার| মল্কীয়েল হতে মল্কীয়েলীয় পরিবার|
46 (আশেরের সারহ নামের এক কন্যাও ছিল|)
47 পরিবারগুলি ছিল আশেরের পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 53,400 জন|
48 নপ্তালি পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি ছিল: যহসীয়েল হতে যহসীয়েলীয় পরিবার| গুনি হতে গুনীয পরিবার|
49 যেত্‌সর হতে যেত্‌সরীয় পরিবার| শিল্লেম হতে শিল্লেমীয় পরিবার|
50 পরিবারগুলো নপ্তালির পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল| সেখানে পুরুষদের মোট সংখ্যা ছিল 45,500 জন|
51 সুতরাং ইস্রায়েলীয় পুরুষদের মোট সংখ্যা ছিল 6,01,730 জন|
52 প্রভু মোশিকে বললেন,
53 “দেশ ভাগ করা হবে এবং এই লোকদের সেগুলো দেওয়া হবে| প্রত্যেক পরিবারগোষ্ঠী তাদের সংখ্যা অনুসারে জমি পাবে|
54 বড় পরিবার বেশী জমি পাবে এবং ছোট পরিবার কম জমি পাবে| যার যত লোক তাকে ততটা অধিকার দাও|
55 কিন্তু কোন পরিবার জমির কোন অংশ পাবে সেটি ঠিক করার জন্যে তুমি অবশ্যই ঘুঁটি চালবে| প্রত্যেক পরিবারগোষ্ঠী তার অংশের যে জমি পাবে, সেই জমিকে সেই পরিবারগোষ্ঠীর নাম দেওয়া হবে|
56 জমি বড় বা ছোট যাম্প হোক না কেন তুমি সিদ্ধান্ত নেওয়ার জন্য ঘুঁটি চালবে|”
57 তারা লেবীয় গোষ্ঠীকেও গণনা করেছিল| লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত পরিবারগুলি হল:গের্শোন হতে গের্শোনীয় পরিবার| কহাত্‌ হতে কহাতীয় পরিবার| মরারি হতে মরারীয় পরিবার|
58 এই পরিবারগুলোও লেবীয় পরিবারের অন্তর্ভুক্ত:লিব্নীয় পরিবার|হিব্রোনীয় পরিবার|মহলীয় পরিবার|মূশীয় পরিবার|কোরহীয় পরিবার|অম্রাম ছিলেন কহাত্‌ পরিবারের অন্তর্ভক্ত|
59 অম্রামের স্ত্রীর নাম ছিল য়োকেবদ| তিনি নিজেও ছিলেন লেবীয় পরিবারগোষ্ঠীর অন্তর্ভুক্ত| তার জন্ম হয়েছিল মিশরে| অম্রাম এবং য়োকেবদের দুই পুত্র ছিল হারোণ এবং মোশি| তাদের মরিয়ম নামে একটি কন্যাও ছিল|
60 হারোণ ছিলেন নাদব, অবীহূ, ইলিয়াসর এবং ঈথামরের পিতা|
61 কিন্তু নাদব এবং অবীহূ মারা গিয়েছিলেন কারণ তারা প্রভুকে যে ধরণের আগুন দিয়ে নৈবেদ্য প্রদান করেছিলেন তা করা বারণ ছিল|
62 লেবীয় পরিবারগোষ্ঠীর পুরুষদের মোট সংখ্যা ছিল 23,000 জন| কিন্তু ইস্রায়েলের অন্যান্য লোকদের সঙ্গে এদের গণনা করা হয় নি| প্রভু অন্যান্য লোকদের যে জমি দিয়েছিলেন তার কোনো অংশ তাঁরা পান নি|
63 মোয়াবের যর্দন উপত্যকায থাকাকালীন মোশি এবং যাজক ইলিয়াসর ইস্রায়েলের লোকদের গণনা করেছিলেন| এই জায়গাটি ছিল যিরীহোর অপর পারে যর্দন নদীর কাছে|
64 কিন্তু বহুবছর আগে সীনয় মরুভূমিতে মোশি এবং যাজক হারোণ যখন ইস্রায়েলের সমস্ত লোকদের গণনা করেছিলেন তখন যারা গণিত হয়েছিল তাদের একজনও এর মধ্যে ছিল না| সব লোকদের আর কেউই জীবিত ছিলেন না|
65 কেন? কারণ প্রভু ইস্রায়েলের সমস্ত লোকদের বিষয়ে বলেছিলেন যে, তারা সকলেই মরুভূমিতে মারা যাবে| কেবল দুজন ব্যক্তি বেঁচে ছিলেন| তারা হলেন যিফুন্নির পুত্র কালেব এবং নূনের পুত্র যিহোশূয়|
1 And it came to pass H1961 after H310 the plague H4046 , that the Lord H3068 EDS spoke H559 W-VQY3MS unto H413 PREP Moses H4872 and unto H413 PREP Eleazar H499 the son H1121 of Aaron H175 the priest H3548 , saying H559 W-VQY3MS ,
2 Take H5375 the sum H7218 NMS of all H3605 NMS the congregation H5712 CFS of the children H1121 of Israel H3478 , from twenty H6242 years H8141 NFS old H1121 and upward H4605 , throughout their fathers H1 \' house H1004 , all H3605 NMS that are able to go H3318 VQPMS to war H6635 NMS in Israel H3478 .
3 And Moses H4872 and Eleazar H499 the priest H3548 spoke H1696 W-VPY3MS with H854 them in the plains H6160 of Moab H4124 by H5921 PREP Jordan H3383 LFS near Jericho H3405 , saying H559 L-VQFC ,
4 Take the sum of the people , from twenty H6242 years H8141 NFS old H1121 and upward H4605 ; as H834 K-RPRO the LORD H3068 EDS commanded H6680 VPQ3MS Moses H4872 and the children H1121 W-CMP of Israel H3478 , which went forth H3318 out of the land H776 M-NFS of Egypt H4714 .
5 Reuben H7205 , the eldest son H1060 CMS of Israel H3478 : the children H1121 of Reuben H7205 ; Hanoch H2585 NAME-3MS , of whom cometh the family H4940 of the Hanochites H2599 : of Pallu H6396 , the family H4940 of the Palluites H6384 :
6 Of Hezron H2696 , the family H4940 of the Hezronites H2697 : of Carmi H3756 , the family H4940 of the Carmites H3757 .
7 These H428 PMP are the families H4940 CFP of the Reubenites H7206 : and they that were numbered H6485 of them were H1961 W-VQY3MP forty H705 W-MMP and three H7969 NFS thousand H505 W-BMS and seven H7651 W-BFS hundred H3967 BFP and thirty H7970 .
8 And the sons H1121 W-CMP of Pallu H6396 ; Eliab H446 .
9 And the sons H1121 W-CMP of Eliab H446 ; Nemuel H5241 , and Dathan H1885 , and Abiram H48 . This H1931 PPRO-3MS is that Dathan H1885 and Abiram H48 , which were famous H7148 in the congregation H5712 B-CFS , who H834 RPRO strove H5327 against H5921 PREP Moses H4872 and against H5921 PREP Aaron H175 in the company H5712 B-CFS of Korah H7141 , when they strove H5327 against H5921 PREP the LORD H3068 NAME-4MS :
10 And the earth H776 D-GFS opened H6605 her mouth H6310 CMS-3FS , and swallowed them up together H1104 with H854 W-PART Korah H7141 , when that company H5712 died H4191 , what time the fire H784 devoured H398 two hundred H3967 W-MFD and fifty H2572 MMP men H376 NMS : and they became H1961 W-VQY3MP a sign H5251 .
11 Notwithstanding the children H1121 W-CMP of Korah H7141 died H4191 VQQ3MP not H3808 NADV .
12 The sons H1121 of Simeon H8095 after their families H4940 L-CFP-3MP : of Nemuel H5241 , the family H4940 of the Nemuelites H5242 : of Jamin H3226 , the family H4940 of the Jaminites H3228 : of Jachin H3199 , the family H4940 of the Jachinites H3200 :
13 Of Zerah H2226 , the family H4940 of the Zarhites H2227 : of Shaul H7586 , the family H4940 of the Shaulites H7587 .
14 These H428 PMP are the families H4940 CFP of the Simeonites H8099 , twenty H6242 W-MMP and two H8147 ONUM thousand H505 W-BMS and two hundred H3967 .
15 The children H1121 of Gad H1410 after their families H4940 L-CFP-3MP : of Zephon H6827 , the family H4940 of the Zephonites H3831 : of Haggi H2291 , the family H4940 of the Haggites H2291 : of Shuni H7764 , the family H4940 of the Shunites H7765 :
16 Of Ozni H244 , the family H4940 of the Oznites H244 : of Eri H6179 , the family H4940 of the Erites H6180 :
17 Of Arod H720 , the family H4940 of the Arodites H722 : of Areli H692 , the family H4940 of the Arelites H692 .
18 These H428 PMP are the families H4940 CFP of the children H1121 of Gad H1410 according to those that were numbered H6485 of them , forty H705 MMP thousand H505 W-BMS and five H2568 W-BFS hundred H3967 .
19 The sons H1121 of Judah H3063 were Er H6147 and Onan H209 : and Er H6147 and Onan H209 died H4191 W-VQY3MS in the land H776 B-GFS of Canaan H3667 LMS .
20 And the sons H1121 CMP of Judah H3063 after their families H4940 L-CFP-3MP were H1961 W-VQY3MP ; of Shelah H7956 , the family H4940 of the Shelanites H8024 : of Pharez H6557 , the family H4940 of the Pharzites H6558 : of Zerah H2226 , the family H4940 of the Zarhites H2227 .
21 And the sons H1121 CMP of Pharez H6557 were H1961 W-VQY3MP ; of Hezron H2696 , the family H4940 of the Hezronites H2697 : of Hamul H2538 , the family H4940 of the Hamulites H2539 .
22 These H428 PMP are the families H4940 CFP of Judah H3063 according to those that were numbered H6485 of them , threescore and sixteen H8337 thousand H505 W-BMS and five H2568 W-BFS hundred H3967 .
23 Of the sons H1121 of Issachar H3485 after their families H4940 L-CFP-3MP : of Tola H8439 , the family H4940 of the Tolaites H8440 : of Pua H6312 , the family H4940 of the Punites H6324 :
24 Of Jashub H3437 , the family H4940 of the Jashubites H3432 : of Shimron H8110 , the family H4940 of the Shimronites H8117 .
25 These H428 PMP are the families H4940 CFP of Issachar H3485 according to those that were numbered H6485 of them , threescore H8346 W-MMP and four H702 MMS thousand H505 W-BMS and three H7969 W-BFS hundred H3967 .
26 Of the sons H1121 of Zebulun H2074 after their families H4940 L-CFP-3MP : of Sered H5624 , the family H4940 of the Sardites H5625 : of Elon H356 , the family H4940 of the Elonites H440 : of Jahleel H3177 , the family H4940 of the Jahleelites H3178 .
27 These H428 PMP are the families H4940 CFP of the Zebulunites H2075 according to those that were numbered H6485 of them , threescore H8346 thousand H505 W-BMS and five H2568 W-BFS hundred H3967 .
28 The sons H1121 of Joseph H3130 after their families H4940 L-CFP-3MP were Manasseh H4519 and Ephraim H669 .
29 Of the sons H1121 of Manasseh H4519 : of Machir H4353 , the family H4940 of the Machirites H4354 : and Machir H4353 begot H3205 VHQ3MS Gilead H1568 : of Gilead H1568 come the family H4940 of the Gileadites H1569 .
30 These H428 PMP are the sons H1121 of Gilead H1568 : of Jeezer H372 , the family H4940 of the Jeezerites H373 : of Helek H2507 , the family H4940 of the Helekites H2516 :
31 And of Asriel H844 , the family H4940 of the Asrielites H845 : and of Shechem H7928 , the family H4940 of the Shechemites H7930 :
32 And of Shemida H8061 , the family H4940 of the Shemidaites H8062 : and of Hepher H2660 , the family H4940 of the Hepherites H2662 .
33 And Zelophehad H6765 the son H1121 NMP of Hepher H2660 had H1961 VQQ3MP no H3808 NADV sons H1121 NMP , but H518 PART daughters H1323 : and the names H8034 W-CMS of the daughters H1323 CFP of Zelophehad H6765 were Mahlah H4244 , and Noah H5270 , Hoglah H2295 , Milcah H4435 EFS , and Tirzah H8656 .
34 These H428 PMP are the families H4940 CFP of Manasseh H4519 , and those that were numbered H6485 of them , fifty H2572 W-MMP and two H8147 ONUM thousand H505 W-BMS and seven H7651 W-BFS hundred H3967 .
35 These H428 PMP are the sons H1121 CMP of Ephraim H669 after their families H4940 L-CFP-3MP : of Shuthelah H7803 , the family H4940 of the Shuthalhites H8364 : of Becher H1071 , the family H4940 of the Bachrites H1076 : of Tahan H8465 , the family H4940 of the Tahanites H8470 .
36 And these H428 W-PMP are the sons H1121 of Shuthelah H7803 : of Eran H6197 , the family H4940 of the Eranites H6198 .
37 These H428 PMP are the families H4940 CFP of the sons H1121 CMP of Ephraim H669 according to those that were numbered H6485 of them , thirty H7970 W-MMP and two H8147 ONUM thousand H505 W-BMS and five H2568 W-BFS hundred H3967 BFP . These H428 PMP are the sons H1121 CMP of Joseph H3130 after their families H4940 .
38 The sons H1121 of Benjamin H1144 after their families H4940 L-CFP-3MP : of Bela H1106 , the family H4940 of the Belaites H1108 : of Ashbel H788 , the family H4940 of the Ashbelites H789 : of Ahiram H297 , the family H4940 of the Ahiramites H298 :
39 Of Shupham H8197 , the family H4940 of the Shuphamites H7781 : of Hupham H2349 , the family H4940 of the Huphamites H2350 .
40 And the sons H1121 CMP of Bela H1106 were H1961 W-VQY3MP Ard H714 and Naaman H5283 : of Ard , the family H4940 of the Ardites H716 : and of Naaman H5283 , the family H4940 of the Naamites H5280 .
41 These H428 PMP are the sons H1121 CMP of Benjamin H1144 after their families H4940 L-CFP-3MP : and they that were numbered H6485 of them were forty H705 W-MMP and five H2568 thousand H505 W-BMS and six H8337 W-RFS hundred H3967 .
42 These H428 PMP are the sons H1121 CMP of Dan H1835 after their families H4940 L-CFP-3MP : of Shuham H7748 , the family H4940 of the Shuhamites H7749 . These H428 PMP are the families H4940 CFP of Dan H1835 after their families H4940 .
43 All H3605 NMS the families H4940 CFP of the Shuhamites H7749 , according to those that were numbered H6485 of them , were threescore H8346 W-MMP and four H702 MMS thousand H505 W-BMS and four H702 W-BFS hundred H3967 .
44 Of the children H1121 of Asher H836 after their families H4940 L-CFP-3MP : of Jimna H3232 , the family H4940 of the Jimnites H3232 : of Jesui H3440 , the family H4940 of the Jesuites H3441 : of Beriah H1283 , the family H4940 of the Beriites H1284 .
45 Of the sons H1121 L-CMP of Beriah H1283 : of Heber H2268 , the family H4940 of the Heberites H2277 : of Malchiel H4439 , the family H4940 of the Malchielites H4440 .
46 And the name H8034 W-CMS of the daughter H1323 CFS of Asher H836 was Sarah H8294 .
47 These H428 PMP are the families H4940 CFP of the sons H1121 of Asher H836 according to those that were numbered H6485 of them ; who were fifty H2572 W-MMP and three H7969 NFS thousand H505 W-BMS and four H702 W-BFS hundred H3967 .
48 Of the sons H1121 of Naphtali H5321 after their families H4940 L-CFP-3MP : of Jahzeel H3183 , the family H4940 of the Jahzeelites H3184 : of Guni H1476 , the family H4940 of the Gunites H1477 :
49 Of Jezer H3337 , the family H4940 of the Jezerites H3339 : of Shillem H8006 , the family H4940 of the Shillemites H8016 .
50 These H428 PMP are the families H4940 CFP of Naphtali H5321 according to their families H4940 L-CFP-3MP : and they that were numbered H6485 of them were forty H705 W-MMP and five H2568 thousand H505 W-BMS and four H702 W-BFS hundred H3967 .
51 These H428 PMP were the numbered H6485 of the children H1121 of Israel H3478 , six H8337 RFS hundred H3967 BFP thousand H505 W-BMS and a thousand H505 seven H7651 hundred H3967 BFP and thirty H7970 .
52 And the LORD H3068 EDS spoke H1696 W-VPY3MS unto H413 PREP Moses H4872 , saying H559 ,
53 Unto these H428 the land H776 D-GFS shall be divided H2505 for an inheritance H5159 according to the number H4557 B-CMS of names H8034 .
54 To many H7227 thou shalt give the more H7235 inheritance H5159 , and to few H4592 thou shalt give the less H4591 inheritance H5159 : to every one H376 NMS shall his inheritance H5159 be given H5414 VWY3MS according to H6310 L-CMS those that were numbered H6485 of him .
55 Notwithstanding H389 ADV the land H776 D-GFS shall be divided H2505 by lot H1486 : according to the names H8034 of the tribes H4294 of their fathers H1 they shall inherit H5157 .
56 According to PREP the lot H1486 D-NMS shall the possession H5159 thereof be divided H2505 between H996 PREP many H7227 AMS and few H4592 .
57 And these H428 W-PMP are they that were numbered H6485 of the Levites H3881 after their families H4940 L-CFP-3MP : of Gershon H1648 , the family H4940 of the Gershonites H1649 : of Kohath H6955 , the family H4940 of the Kohathites H6956 : of Merari H4847 , the family H4940 of the Merarites H4848 .
58 These H428 PMP are the families H4940 CFP of the Levites H3881 : the family H4940 of the Libnites H3864 , the family H4940 of the Hebronites H2276 , the family H4940 of the Mahlites H4250 , the family H4940 of the Mushites H4188 , the family H4940 of the Korathites H7145 . And Kohath H6955 begot H3205 Amram H6019 .
59 And the name H8034 W-CMS of Amram H6019 \'s wife H802 CFS was Jochebed H3115 , the daughter H1323 CFS of Levi H3878 , whom H834 RPRO her mother bore H3205 to Levi H3878 in Egypt H4714 : and she bore H3205 W-VQY3FS unto Amram H6019 Aaron H175 and Moses H4872 , and Miriam H4813 their sister H269 .
60 And unto Aaron H175 was born H3205 W-VNY3MS Nadab H5070 , and Abihu H30 , Eleazar H499 , and Ithamar H385 .
61 And Nadab H5070 and Abihu H30 died H4191 W-VQY3MS , when they offered H7126 strange H2114 VQQ3FS fire H784 CMS before H6440 L-CMP the LORD H3068 NAME-4MS .
62 And those that were numbered H6485 of them were H1961 W-VQY3MP twenty H6242 W-MMP and three H7969 NFS thousand H505 W-BMS , all H3605 NMS males H2145 NMS from a month H2320 old H1121 and upward H4605 : for H3588 CONJ they were not H3808 NPAR numbered H6485 among H8432 B-NMS the children H1121 of Israel H3478 , because H3588 CONJ there was no H3808 NPAR inheritance H5159 NFS given H5414 them among H8432 B-NMS the children H1121 of Israel H3478 LMS .
63 These H428 PMP are they that were numbered H6485 by Moses H4872 and Eleazar H499 the priest H3548 , who H834 RPRO numbered H6485 the children H1121 of Israel H3478 in the plains H6160 of Moab H4124 by H5921 PREP Jordan H3383 LFS near Jericho H3405 .
64 But among these H428 there was H1961 VQQ3MS not H3808 NADV a man H376 NMS of them whom Moses H4872 and Aaron H175 the priest H3548 numbered H6485 , when H834 RPRO they numbered H6485 the children H1121 of Israel H3478 in the wilderness H4057 of Sinai H5514 .
65 For H3588 CONJ the LORD H3068 EDS had said H559 VQQ3MS of them , They shall surely die H4191 VQFA in the wilderness H4057 . And there was not H3808 W-NPAR left H3498 a man H376 NMS of H4480 them , save H518 PART Caleb H3612 the son H1121 of Jephunneh H3312 , and Joshua H3091 the son H1121 of Nun H5126 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×