Bible Versions
Bible Books

Proverbs 8:1 (BNV) Bengali Old BSI Version

1 প্রজ্ঞা কি ডাকে না? বুদ্ধি কি উচ্চৈঃস্বর করে না?
2 সে পথের পার্শ্বস্থ উচ্চস্থানের চূড়ায়, মার্গ সকলের সংযোগস্থানে দাঁড়ায়;
3 সে পুরদ্বার-সমীপে, নগরের অগ্রভাগে, দ্বারের প্রবেশ-স্থানে থাকিয়া উচ্চৈঃস্বরে কহে,
4 হে মানবগণ, আমি তোমাদিগকে ডাকি, মনুষ্য-সন্তানদের কাছেই আমার বাণী।
5 হে অবোধেরা, চতুরতা শিক্ষা কর; হে হীনবুদ্ধি সকল, সুবুদ্ধিচিত্ত হও।
6 শুন, কেননা আমি উৎকৃষ্ট কথা কহিব, আমার ওষ্ঠাধরের বিকাশ ন্যায়-সঙ্গত।
7 আমার মুখ সত্য কহিবে, দুষ্টতা আমার ওষ্ঠের ঘৃণাস্পদ।
8 আমার মুখের সমস্ত বাক্য ধর্ম্মময়; তাহার মধ্যে বক্রতা বা কুটিলতা কিছুই নাই।
9 বুদ্ধিমানের কাছে সে সকল স্পষ্ট, জ্ঞানপ্রাপ্তদের কাছে সে সকল সরল।
10 আমার শাসনই গ্রহণ কর, রৌপ্য নয়, উৎকৃষ্ট সুবর্ণ অপেক্ষা জ্ঞান লও।
11 কেননা প্রজ্ঞা মুক্তা হইতেও উত্তম, কোন অভীষ্ট বস্তু তাহার সমান নয়।
12 আমি প্রজ্ঞা, চতুরতা-গৃহে বাস করি, পরিণামদর্শিতার তত্ত্ব জানি।
13 সদাপ্রভুর ভয় দুষ্টতার প্রতি ঘৃণা; অহঙ্কার, দাম্ভিকতা কুপথ, এবং কুটিল মুখও আমি ঘৃণা করি।
14 পরামর্শ বুদ্ধিকৌশল আমার, আমিই সুবিবেচনা, পরাক্রম আমার।
15 আমা দ্বারা রাজগণ রাজত্ব করেন, মন্ত্রিগণ ধর্ম্মব্যবস্থা স্থাপন করেন।
16 আমা দ্বারা শাসনকর্ত্তারা শাসন করেন, অধিপতিরা, পৃথিবীর সমস্ত বিচারকর্ত্তা, শাসন করেন।
17 যাহারা আমাকে প্রেম করে, আমিও তাহাদিগকে প্রেম করি, যাহারা সযত্নে আমার অন্বেষণ করে; তাহারা আমাকে পায়।
18 আমার কাছে রহিয়াছে ঐশ্বর্য্য সম্মান, অক্ষয় সম্পত্তি ধার্ম্মিকতা।
19 কাঞ্চন নির্ম্মল সুবর্ণ অপেক্ষাও আমার ফল উত্তম, উৎকৃষ্ট রৌপ্য হইতেও আমার উপস্বত্ব উত্তম।
20 আমি ধার্ম্মিকতার মার্গে গমন করি, বিচারের পথের মধ্য দিয়া গমন করি,
21 যেন, যাহারা আমাকে প্রেম করে, তাহাদিগকে সত্ত্ববান করি, তাহাদের ভাণ্ডার সকল পরিপূর্ণ করি।
22 সদাপ্রভু নিজ পথের আরম্ভে আমাকে প্রাপ্ত হইয়াছিলেন, তাঁহার কর্ম্ম সকলের পূর্ব্বে পূর্ব্বাবধি।
23 আমি স্থাপিত হইয়াছি অনাদি কালাবধি, আদি অবধি, পৃথিবীর উদ্ভবের পূর্ব্বাবধি।
24 জলধি যখন হয় নাই, তখন আমি জন্মিয়াছিলাম, যখন জলপূর্ণ উনুই সকল হয় নাই।
25 পর্ব্বত সকল স্থাপিত হইবার পূর্ব্বে, উপপর্ব্বত সকলের পূর্ব্বে আমি জন্মিয়াছিলাম;
26 তখন তিনি স্থল মাঠ নির্ম্মাণ করেন নাই, জগতের ধূলির প্রথম অণুও গড়েন নাই।
27 যখন তিনি আকাশমণ্ডল প্রস্তুত করেন, তখন আমি সেখানে ছিলাম; যখন তিনি জলধিপৃষ্ঠের চক্রাকার সীমা নিরূপণ করিলেন,
28 যখন তিনি ঊর্দ্ধস্থ আকাশ দৃঢ়রূপে নির্ম্মাণ করিলেন, যখন জলধির প্রবাহ সকল প্রবল হইল,
29 যখন তিনি সমুদ্রের সীমা স্থির করিলেন, যেন জল তাঁহার আজ্ঞা উল্লঙ্ঘন না করে, যখন তিনি পৃথিবীর মূল নিরূপণ করিলেন;
30 তৎকালে আমি তাঁহার কাছে কার্য্যকারী ছিলাম; আমি দিন দিন আনন্দময় ছিলাম, তাঁহার সম্মুখে নিত্য আহ্লাদ করিতাম;
31 আমি তাঁহার ভূমণ্ডলে আহ্লাদ করিতাম, মনুষ্য-সন্তানগণে আমার আনন্দ হইত।
32 অতএব বৎসগণ, এখন আমার কথা শুন; কেননা তাহারা ধন্য, যাহারা আমার পথে চলে।
33 তোমরা শাসনে অবধান কর, জ্ঞানবান হও; তাহা অগ্রাহ্য করিও না।
34 ধন্য সেই ব্যক্তি, যে আমার কথা শুনে, যে দিন দিন আমার দ্বারে জাগ্রৎ থাকে, আমার দ্বারের চৌকাঠে থাকিয়া অপেক্ষা করে।
35 কেননা যে আমাকে পায়, সে জীবন পায়, এবং সদাপ্রভুর অনুগ্রহ ভোগ করে।
36 কিন্তু যে আমার বিরুদ্ধে পাপ করে, সে আপন প্রাণের অনিষ্ট করে; যে সকল লোক আমাকে দ্বেষ করে, তাহারা মৃত্যুকে ভালবাসে।
1 Doth not H3808 wisdom H2451 cry H7121 ? and understanding H8394 put forth H5414 her voice H6963 ?
2 She standeth H5324 in the top H7218 of high places, H4791 by H5921 the way H1870 in the places H1004 of the paths. H5410
3 She crieth H7442 at H3027 the gates, H8179 at the entry H6310 of the city, H7176 at the coming H3996 in at the doors. H6607
4 Unto H413 you , O men, H376 I call; H7121 and my voice H6963 is to H413 the sons H1121 of man. H120
5 O ye simple, H6612 understand H995 wisdom: H6195 and , ye fools, H3684 be ye of an understanding H995 heart. H3820
6 Hear H8085 ; for H3588 I will speak H1696 of excellent things; H5057 and the opening H4669 of my lips H8193 shall be right things. H4339
7 For H3588 my mouth H2441 shall speak H1897 truth; H571 and wickedness H7562 is an abomination H8441 to my lips. H8193
8 All H3605 the words H561 of my mouth H6310 are in righteousness; H6664 there is nothing H369 froward H6617 or perverse H6141 in them.
9 They are all H3605 plain H5228 to him that understandeth, H995 and right H3477 to them that find H4672 knowledge. H1847
10 Receive H3947 my instruction, H4148 and not H408 silver; H3701 and knowledge H1847 rather than choice gold H4480 H977. H2742
11 For H3588 wisdom H2451 is better H2896 than rubies H4480 H6443 ; and all H3605 the things that may be desired H2656 are not H3808 to be compared H7737 to it.
12 I H589 wisdom H2451 dwell H7931 with prudence, H6195 and find out H4672 knowledge H1847 of witty inventions. H4209
13 The fear H3374 of the LORD H3068 is to hate H8130 evil: H7451 pride, H1344 and arrogance, H1347 and the evil H7451 way, H1870 and the froward H8419 mouth, H6310 do I hate. H8130
14 Counsel H6098 is mine , and sound wisdom: H8454 I H589 am understanding; H998 I have strength. H1369
15 By me kings H4428 reign, H4427 and princes H7336 decree H2710 justice. H6664
16 By me princes H8269 rule, H8323 and nobles, H5081 even all H3605 the judges H8199 of the earth. H776
17 I H589 love H157 them that love H157 me ; and those that seek me early H7836 shall find H4672 me.
18 Riches H6239 and honor H3519 are with H854 me; yea , durable H6276 riches H1952 and righteousness. H6666
19 My fruit H6529 is better H2896 than gold H4480 H2742 , yea , than fine gold H4480 H6337 ; and my revenue H8393 than choice H977 silver H4480 H3701 .
20 I lead H1980 in the way H734 of righteousness, H6666 in the midst H8432 of the paths H5410 of judgment: H4941
21 That I may cause those that love H157 me to inherit H5157 substance; H3426 and I will fill H4390 their treasures. H214
22 The LORD H3068 possessed H7069 me in the beginning H7225 of his way, H1870 before H6924 his works H4659 of old H4480 H227 .
23 I was set up H5258 from everlasting H4480 H5769 , from the beginning H4480 H7218 , or ever H4480 H6924 the earth H776 was.
24 When there were no H369 depths, H8415 I was brought forth; H2342 when there were no H369 fountains H4599 abounding H3513 with water. H4325
25 Before H2962 the mountains H2022 were settled, H2883 before H6440 the hills H1389 was I brought forth: H2343
26 While as yet H5704 he had not H3808 made H6213 the earth, H776 nor the fields, H2351 nor the highest part H7218 of the dust H6083 of the world. H8398
27 When he prepared H3559 the heavens, H8064 I H589 was there: H8033 when he set H2710 a compass H2329 upon H5921 the face H6440 of the depth: H8415
28 When he established H553 the clouds H7834 above H4480 H4605 : when he strengthened H5810 the fountains H5869 of the deep: H8415
29 When he gave H7760 to the sea H3220 his decree, H2706 that the waters H4325 should not H3808 pass H5674 his commandment: H6310 when he appointed H2710 the foundations H4146 of the earth: H776
30 Then I was H1961 by H681 him, as one brought up H525 with him : and I was H1961 daily H3117 H3117 his delight, H8191 rejoicing H7832 always H3605 H6256 before H6440 him;
31 Rejoicing H7832 in the habitable part H8398 of his earth; H776 and my delights H8191 were with H854 the sons H1121 of men. H120
32 Now H6258 therefore hearken H8085 unto me , O ye children: H1121 for blessed H835 are they that keep H8104 my ways. H1870
33 Hear H8085 instruction, H4148 and be wise, H2449 and refuse H6544 it not. H408
34 Blessed H835 is the man H120 that heareth H8085 me, watching H8245 daily H3117 H3117 at H5921 my gates, H1817 waiting H8104 at the posts H4201 of my doors. H6607
35 For H3588 whoso findeth H4672 me findeth H4672 life, H2416 and shall obtain H6329 favor H7522 of the LORD H4480 H3068 .
36 But he that sinneth against H2398 me wrongeth H2554 his own soul: H5315 all H3605 they that hate H8130 me love H157 death. H4194
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×