Bible Versions
Bible Books

Psalms 118:7 (BNV) Bengali Old BSI Version

1 সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
2 ইস্রায়েল বলুক, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
3 হারোণের কুল বলুক, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
4 যাহারা সদাপ্রভুকে ভয় করে, তাহারা বলুক, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
5 আমি সঙ্কটের মধ্য হইতে সদাপ্রভুকে ডাকিলাম; সদাপ্রভু আমাকে উত্তর দিয়া প্রশস্ত স্থানে আনিলেন
6 সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না; মনুষ্য আমার কি করিতে পারে?
7 সদাপ্রভু আমার সপক্ষ, আমার সহায়দের মধ্যবর্ত্তী; তাই আমি আপন বিদ্বেষীদের দশা দেখিব।
8 মনুষ্যে নির্ভর করণাপেক্ষা সদাপ্রভুর শরণ লওয়া উত্তম।
9 প্রধানবর্গে নির্ভর করণাপেক্ষা সদাপ্রভুর শরণ লওয়া উত্তম।
10 সমুদয় জাতি আমাকে ঘেরিয়াছে; সদাপ্রভুর নামে আমি তাহাদিগকে উচ্ছেদ করিব।
11 তাহারা আমাকে ঘেরিয়াছে, হাঁ, আমাকে ঘেরিয়াছে, সদাপ্রভুর নামে আমি তাহাদিগকে উচ্ছেদ করিব।
12 মধুমক্ষিকার ন্যায় তাহারা আমাকে ঘেরিয়াছে, কাঁটার আগুনের মত তাহারা নিবিয়া গেল; সদাপ্রভুর নামে আমি তাহাদিগকে উচ্ছেদ করিব।
13 তুমি আমাকে ফেলিয়া দিবার জন্য ধাক্কা মারিয়াছ, কিন্তু সদাপ্রভু আমার সাহায্য করিলেন।
14 সদাপ্রভু আমার বল গান, আর তিনি আমার পরিত্রাণ হইয়াছেন।
15 ধার্ম্মিকগণের তাম্বুতে আনন্দের পরিত্রাণের ধ্বনি হইতেছে; সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রমসাধক।
16 সদাপ্রভুর দক্ষিণ হস্ত উন্নত, সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রমসাধক।
17 আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব, আর সদাপ্রভুর কর্ম্ম সকল বর্ণনা করিব।
18 সদাপ্রভু আমাকে ভারী শাস্তি দিয়াছেন, কিন্তু মৃত্যুর হস্তে সমর্পণ করেন নাই।
19 আমার জন্য ধার্ম্মিকতার দ্বার সকল খুলিয়া দেও; আমি তাহা দিয়া প্রবেশ করিব, সদাপ্রভুর স্তব করিব।
20 এই সদাপ্রভুর দ্বার, ইহা দিয়া ধার্ম্মিকগণ প্রবেশ করে।
21 আমি তোমার স্তব করিব, কেননা তুমি আমাকে উত্তর দিয়াছ, আর তুমি আমার পরিত্রাণ হইয়াছ।
22 গাঁথকেরা যে প্রস্তর অগ্রাহ্য করিয়াছে, তাহা কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল।
23 ইহা সদাপ্রভু হইতেই হইয়াছে, ইহা আমাদের দৃষ্টিতে অদ্ভুত।
24 অদ্য সদাপ্রভুর কৃত দিন; আমরা এই দিনে উল্লাস আনন্দ করিব।
25 আহা! সদাপ্রভু, বিনয় করি, পরিত্রাণ কর; আহা! সদাপ্রভু, বিনয় করি, সৌভাগ্য দেও।
26 ধন্য তিনি, যিনি সদাপ্রভুর নামে আসিতেছেন; আমরা সদাপ্রভুর গৃহ হইতে তোমাদিগকে ধন্যবাদ করি।
27 সদাপ্রভুই ঈশ্বর; তিনি আমাদিগকে দীপ্তি দিয়াছেন; তোমরা রজ্জু দ্বারা উৎসবের বলি বেদির শৃঙ্গে বাঁধ।
28 তুমি আমার ঈশ্বর, আমি তোমার স্তব করিব; তুমি আমার ঈশ্বর, আমি তোমার প্রতিষ্ঠা করিব।
29 তোমরা সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়; তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
1 O give thanks H3034 unto the LORD; H3068 for H3588 he is good: H2896 because H3588 his mercy H2617 endureth forever. H5769
2 Let Israel H3478 now H4994 say, H559 that H3588 his mercy H2617 endureth forever. H5769
3 Let the house H1004 of Aaron H175 now H4994 say, H559 that H3588 his mercy H2617 endureth forever. H5769
4 Let them now H4994 that fear H3373 the LORD H3068 say, H559 that H3588 his mercy H2617 endureth forever. H5769
5 I called upon H7121 the LORD H3050 in H4480 distress: H4712 the LORD H3050 answered H6030 me, and set me in a large place. H4800
6 The LORD H3068 is on my side ; I will not H3808 fear: H3372 what H4100 can man H120 do H6213 unto me?
7 The LORD H3068 taketh my part with them that help H5826 me : therefore shall I H589 see H7200 my desire upon them that hate H8130 me.
8 It is better H2896 to trust H2620 in the LORD H3068 than to put confidence H4480 H982 in man. H120
9 It is better H2896 to trust H2620 in the LORD H3068 than to put confidence H4480 H982 in princes. H5081
10 All H3605 nations H1471 compassed me about: H5437 but in the name H8034 of the LORD H3068 will I destroy H4135 them.
11 They compassed me about; H5437 yea, H1571 they compassed me about: H5437 but in the name H8034 of the LORD H3068 I will destroy H4135 them.
12 They compassed me about H5437 like bees; H1682 they are quenched H1846 as the fire H784 of thorns: H6975 for in the name H8034 of the LORD H3068 I will destroy H4135 them.
13 Thou hast thrust sore H1760 H1760 at me that I might fall: H5307 but the LORD H3068 helped H5826 me.
14 The LORD H3050 is my strength H5797 and song, H2176 and is become H1961 my salvation. H3444
15 The voice H6963 of rejoicing H7440 and salvation H3444 is in the tabernacles H168 of the righteous: H6662 the right hand H3225 of the LORD H3068 doeth H6213 valiantly. H2428
16 The right hand H3225 of the LORD H3068 is exalted: H7311 the right hand H3225 of the LORD H3068 doeth H6213 valiantly. H2428
17 I shall not H3808 die, H4191 but H3588 live, H2421 and declare H5608 the works H4639 of the LORD. H3050
18 The LORD H3050 hath chastened me sore H3256 H3256 : but he hath not H3808 given me over H5414 unto death. H4194
19 Open H6605 to me the gates H8179 of righteousness: H6664 I will go H935 into them, and I will praise H3034 the LORD: H3050
20 This H2088 gate H8179 of the LORD, H3068 into which the righteous H6662 shall enter. H935
21 I will praise H3034 thee: for H3588 thou hast heard H6030 me , and art become H1961 my salvation. H3444
22 The stone H68 which the builders H1129 refused H3988 is become H1961 the head H7218 stone of the corner. H6438
23 This H2063 is H1961 the LORD's H3068 doing H4480 H854 ; it H1931 is marvelous H6381 in our eyes. H5869
24 This H2088 is the day H3117 which the LORD H3068 hath made; H6213 we will rejoice H1523 and be glad H8055 in it.
25 Save H3467 now, H4994 I beseech H577 thee , O LORD: H3068 O LORD, H3068 I beseech H577 thee , send now H4994 prosperity. H6743
26 Blessed H1288 be he that cometh H935 in the name H8034 of the LORD: H3068 we have blessed H1288 you out of the house H4480 H1004 of the LORD. H3068
27 God H410 is the LORD, H3068 which hath showed us light: H215 bind H631 the sacrifice H2282 with cords, H5688 even unto H5704 the horns H7161 of the altar. H4196
28 Thou H859 art my God, H410 and I will praise H3034 thee: thou art my God, H430 I will exalt H7311 thee.
29 O give thanks H3034 unto the LORD; H3068 for H3588 he is good: H2896 for H3588 his mercy H2617 endureth forever. H5769
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×