Bible Versions
Bible Books

Psalms 125:1 (BNV) Bengali Old BSI Version

1 যাহারা সদাপ্রভুতে নির্ভর করে, তাহারা সিয়োন পর্ব্বতের সদৃশ, যাহা অটল চিরস্থায়ী।
2 যিরূশালেমের চারিদিকে পর্ব্বতগণ আছে, আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন; এখন অবধি অনন্তকাল পর্য্যন্ত আছেন।
3 কেননা দুষ্টতার রাজদণ্ড ধার্ম্মিকদের অধিকারের উপরে থাকিবে না, যেন ধার্ম্মিকগণ অন্যায়ে হস্তক্ষেপ না করে।
4 সদাপ্রভু! তাহাদের মঙ্গল কর, যাহারা মঙ্গলস্বভাব, সরলচিত্তদের মঙ্গল কর।
5 কিন্তু যাহারা আপনাদের বক্র পথে ফিরে, সদাপ্রভু তাহাদিগকে অধর্ম্মাচারীদের সহপথিক করিবেন। ইস্রায়েলের উপরে শান্তি বর্ত্তুক।
1 A Song H7892 of degrees. H4609 They that trust H982 in the LORD H3068 shall be as mount H2022 Zion, H6726 which cannot H3808 be removed, H4131 but abideth H3427 forever. H5769
2 As the mountains H2022 are round about H5439 Jerusalem, H3389 so the LORD H3068 is round about H5439 his people H5971 from henceforth H4480 H6258 even forever H5704 H5769 .
3 For H3588 the rod H7626 of the wicked H7562 shall not H3808 rest H5117 upon H5921 the lot H1486 of the righteous; H6662 lest H4616 H3808 the righteous H6662 put forth H7971 their hands H3027 unto iniquity. H5766
4 Do good, H3190 O LORD, H3068 unto those that be good, H2896 and to them that are upright H3477 in their hearts. H3826
5 As for such as turn aside H5186 unto their crooked ways, H6128 the LORD H3068 shall lead them forth H1980 with H854 the workers H6466 of iniquity: H205 but peace H7965 shall be upon H5921 Israel. H3478
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×