Bible Versions
Bible Books

Psalms 147:3 (BNV) Bengali Old BSI Version

1 তোমরা সদাপ্রভুর প্রশংসা কর, কেননা আমাদের ঈশ্বরের প্রশংসা গান করা উত্তম; তাহা মনোহর; প্রশংসার উপযুক্ত।
2 সদাপ্রভু যিরূশালেম গাঁথেন, তিনি ইস্রায়েলের দূরীকৃতদিগকে সংগ্রহ করেন।
3 তিনি ভগ্নচিত্তদিগকে সুস্থ করেন, তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন।
4 তিনি তারাগণের সংখ্যা গণনা করেন, সকলের নাম ধরিয়া তাহাদিগকে ডাকেন।
5 আমাদের প্রভু মহান্‌ অতিশয় শক্তিমান্‌; তাঁহার বুদ্ধির ইয়ত্তা নাই।
6 সদাপ্রভু নম্রদিগকে সুস্থির রাখেন, তিনি দুষ্টদিগকে ভূমিতে পাড়িয়া ফেলেন।
7 তোমরা স্তবসহ সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, বীণাযন্ত্রে আমাদের ঈশ্বরের প্রশংসা গাও।
8 তিনি মেঘমালায় আকাশমণ্ডল আচ্ছন্ন করেন, তিনি পৃথিবীর জন্য বৃষ্টি প্রস্তুত করেন, তিনি পর্ব্বতগণের উপরে তৃণ উৎপাদন করেন।
9 তিনি পশুকে তাহার খাদ্য দেন, দাঁড়কাকের শাবকদিগকে দেন, যাহারা ডাকিয়া উঠে।
10 অশ্বের বলে তিনি আনন্দ করেন না, পুরুষের চরণেও সন্তুষ্ট হন না।
11 সদাপ্রভু তাহাদিগেতে সন্তুষ্ট, যাহারা তাঁহাকে ভয় করে, যাহারা তাঁহার দয়ার অপেক্ষায় থাকে।
12 হে যিরূশালেম, সদাপ্রভুর গুণকীর্ত্তন কর; হে সিয়োন, তোমার ঈশ্বরের প্রশংসা কর।
13 কেননা তিনি তোমার দ্বারের অর্গল সকল দৃঢ় করিয়া দিয়াছেন, তিনি তোমার মধ্যে তোমার সন্তানগণকে আশীর্ব্বাদ করিয়াছেন।
14 তিনি তোমার পরিসীমা শান্তিময় করেন, তিনি সুগোধূমে তোমাকে তৃপ্ত করেন।
15 তিনি পৃথিবীতে আপন আজ্ঞা পাঠান, তাঁহার বাক্য বেগে ধাবমান হয়।
16 তিনি মেষলোমের সদৃশ তুষার দেন, তিনি ভস্মের ন্যায় নীহার ছড়াইয়া দেন।
17 তিনি খণ্ড খণ্ড করিয়া আপন হিমানী পাঠান; তাঁহার শীতের সম্মুখে কে দাঁড়াইতে পারে?
18 তিনি আপন বাক্য পাঠাইয়া সে সমস্ত দ্রবীভূত করেন, তিনি আপন বায়ু বহাইলে জল প্রবাহিত হয়।
19 তিনি জানান যাকোবকে আপন বাক্য, ইস্রায়েলকে আপন বিধি শাসনকলাপ।
20 তিনি আর কোন জাতির পক্ষে এরূপ করেন নাই, তাঁহার শাসনকলাপ তাহারা জানে নাই। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
1 Praise H1984 ye the LORD: H3050 for H3588 it is good H2896 to sing praises H2167 unto our God; H430 for H3588 it is pleasant; H5273 and praise H8416 is comely. H5000
2 The LORD H3068 doth build up H1129 Jerusalem: H3389 he gathereth together H3664 the outcasts H1760 of Israel. H3478
3 He healeth H7495 the broken H7665 in heart, H3820 and bindeth up H2280 their wounds. H6094
4 He telleth H4487 the number H4557 of the stars; H3556 he calleth H7121 them all H3605 by their names. H8034
5 Great H1419 is our Lord, H113 and of great H7227 power: H3581 his understanding H8394 is infinite H369 H4557 .
6 The LORD H3068 lifteth up H5749 the meek: H6035 he casteth the wicked down H8213 H7563 to H5704 the ground. H776
7 Sing H6030 unto the LORD H3068 with thanksgiving; H8426 sing praise H2167 upon the harp H3658 unto our God: H430
8 Who covereth H3680 the heaven H8064 with clouds, H5645 who prepareth H3559 rain H4306 for the earth, H776 who maketh grass H2682 to grow H6779 upon the mountains. H2022
9 He giveth H5414 to the beast H929 his food, H3899 and to the young H1121 ravens H6158 which H834 cry. H7121
10 He delighteth H2654 not H3808 in the strength H1369 of the horse: H5483 he taketh not pleasure H3808 H7521 in the legs H7785 of a man. H376
11 The LORD H3068 taketh pleasure in H7521 H853 them that fear H3373 him , in H853 those that hope H3176 in his mercy. H2617
12 Praise H7623 H853 the LORD, H3068 O Jerusalem; H3389 praise H1984 thy God, H430 O Zion. H6726
13 For H3588 he hath strengthened H2388 the bars H1280 of thy gates; H8179 he hath blessed H1288 thy children H1121 within H7130 thee.
14 He maketh H7760 peace H7965 in thy borders, H1366 and filleth H7646 thee with the finest H2459 of the wheat. H2406
15 He sendeth forth H7971 his commandment H565 upon earth: H776 his word H1697 runneth H7323 very H5704 swiftly. H4120
16 He giveth H5414 snow H7950 like wool: H6785 he scattereth H6340 the hoarfrost H3713 like ashes. H665
17 He casteth forth H7993 his ice H7140 like morsels: H6595 who H4310 can stand H5975 before H6440 his cold H7135 ?
18 He sendeth out H7971 his word, H1697 and melteth H4529 them : he causeth his wind H7307 to blow, H5380 and the waters H4325 flow. H5140
19 He showeth H5046 his word H1697 unto Jacob, H3290 his statutes H2706 and his judgments H4941 unto Israel. H3478
20 He hath not H3808 dealt H6213 so H3651 with any H3605 nation: H1471 and as for his judgments, H4941 they have not H1077 known H3045 them. Praise H1984 ye the LORD. H3050
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×