Bible Versions
Bible Books

Psalms 50:3 (BNV) Bengali Old BSI Version

1 ঈশ্বর, সদাপ্রভু ঈশ্বর কথা কহিয়াছেন, সূর্য্যের উদয়স্থান অবধি অস্তস্থান পর্য্যন্ত তিনি পৃথিবীকে আহ্বান করিয়াছেন।
2 সিয়োন হইতে, পরম সৌন্দর্য্যের স্থান হইতে, ঈশ্বর দেদীপ্যমান হইয়াছেন।
3 আমাদের ঈশ্বর আসিবেন, নীরব থাকিবেন না; তাঁহার অগ্রে অগ্নি গ্রাস করিবে, তাঁহার চারিদিকে অত্যন্ত ঝড় বহিবে।
4 তিনি ঊর্দ্ধস্থিত স্বর্গকে ডাকিবেন, পৃথিবীকেও ডাকিবেন, স্বীয় প্রজাদের বিচার জন্য;
5 আমার সাধুদিগকে আমার কাছে একত্র কর, যাহারা বলিদান লইয়া আমার সহিত নিয়ম করিয়াছে।
6 আর স্বর্গ তাঁহার ধর্ম্মশীলতা জ্ঞাত করিবে, কেননা ঈশ্বর স্বয়ং বিচারকর্ত্তা। সেলা।
7 হে আমার প্রজাগণ, শুন, আমি বলি; হে ইস্রায়েল, শুন, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিই। আমিই ঈশ্বর, তোমার ঈশ্বর।
8 আমি তোমার বলিদান সকলের বিষয়ে তোমাকে ভর্ৎসনা করিব না, তোমার হোমবলি সকল সতত আমার সম্মুখে।
9 আমি তোমার গৃহ হইতে বৃষ, তোমার খোঁয়াড় হইতে ছাগ লইব না।
10 কেননা বনের সমস্ত জন্তু আমার; সহস্র সহস্র পর্ব্বতীয় পশু আমার।
11 আমি পর্ব্বতগণের সমস্ত পক্ষীকে জানি, মাঠের প্রাণী সকল আমার সম্মুখবর্ত্তী।
12 আমি ক্ষুধিত হইলে তোমাকে বলিব না; কেননা জগৎ তাহার সমস্তই আমার।
13 আমি কি বৃষমাংস ভোজন করিব? আমি কি ছাগরক্ত পান করিব?
14 তুমি ঈশ্বরের উদ্দেশে স্তববলি উৎসর্গ কর, পরাৎপরের নিকটে আপন মানত পূর্ণ কর;
15 আর সঙ্কটের দিনে আমাকে ডাকিও; আমি তোমাকে উদ্ধার করিব, তুমি আমার গৌরব করিবে।
16 কিন্তু দুষ্টকে ঈশ্বর কহেন, আমার বিধি প্রচার করিতে তোমার কি অধিকার? তুমি আমার নিয়ম কেন মুখে আনিয়াছ?
17 তুমি শাসন ঘৃণা করিয়া থাক, আমার বাক্য পশ্চাতে ফেলিয়া থাক।
18 চোরকে দেখিলে তুমি তাহার সহিত প্রণয় করিতে, তুমি ব্যভিচারীদের সহভাগী হইতে।
19 তুমি মন্দ বিষয়ে মুখ বাড়াইয়া দিয়া থাক, তোমার জিহ্বা ছল রচনা করে।
20 তুমি বসিয়া নিজ ভ্রাতার বিরুদ্ধে কথা কহিয়া থাক, তুমি আপন সহোদরের নিন্দা করিয়া থাক।
21 তুমি এই সকল করিয়াছ, আমি নীরব হইয়া রহিয়াছি; তুমি মনে করিয়াছ, আমি তোমারই মতন; আমি তোমাকে ভর্ৎসনা করিব, তোমার সাক্ষাতে সমস্তের বিন্যাস করিব।
22 তোমরা যাহারা ঈশ্বরকে ভুলিয়া যাইতেছ, ইহা বিবেচনা কর, পাছে আমি তোমাদিগকে বিদীর্ণ করি, আর উদ্ধার করিবার কেহ না থাকে।
23 যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে, সেই আমার গৌরব করে; যে ব্যক্তি নিজ পথ সরল করে, তাহাকে আমি ঈশ্বরের পরিত্রাণ দেখাইব।
1 A Psalm H4210 of Asaph. H623 The mighty H410 God, H430 even the LORD, H3068 hath spoken, H1696 and called H7121 the earth H776 from the rising H4480 H4217 of the sun H8121 unto H5704 the going down H3996 thereof.
2 Out of Zion H4480 H6726 , the perfection H4359 of beauty, H3308 God H430 hath shined. H3313
3 Our God H430 shall come, H935 and shall not H408 keep silence: H2790 a fire H784 shall devour H398 before H6440 him , and it shall be very H3966 tempestuous H8175 round about H5439 him.
4 He shall call H7121 to H413 the heavens H8064 from above H4480 H5920 , and to H413 the earth, H776 that he may judge H1777 his people. H5971
5 Gather my saints together H622 H2623 unto me ; those that have made H3772 a covenant H1285 with me by H5921 sacrifice. H2077
6 And the heavens H8064 shall declare H5046 his righteousness: H6664 for H3588 God H430 is judge H8199 himself. H1931 Selah. H5542
7 Hear H8085 , O my people, H5971 and I will speak; H1696 O Israel, H3478 and I will testify H5749 against thee: I H595 am God, H430 even thy God. H430
8 I will not H3808 reprove H3198 thee for H5921 thy sacrifices H2077 or thy burnt offerings, H5930 to have been continually H8548 before H5048 me.
9 I will take H3947 no H3808 bullock H6499 out of thy house H4480 H1004 , nor he goats H6260 out of thy folds H4480 H4356 .
10 For H3588 every H3605 beast H2416 of the forest H3293 is mine, and the cattle H929 upon a thousand H505 hills. H2042
11 I know H3045 all H3605 the fowls H5775 of the mountains: H2022 and the wild beasts H2123 of the field H7704 are mine. H5978
12 If H518 I were hungry, H7456 I would not H3808 tell H559 thee: for H3588 the world H8398 is mine , and the fullness H4393 thereof.
13 Will I eat H398 the flesh H1320 of bulls, H47 or drink H8354 the blood H1818 of goats H6260 ?
14 Offer H2076 unto God H430 thanksgiving; H8426 and pay H7999 thy vows H5088 unto the most High: H5945
15 And call upon H7121 me in the day H3117 of trouble: H6869 I will deliver H2502 thee , and thou shalt glorify H3513 me.
16 But unto the wicked H7563 God H430 saith, H559 What H4100 hast thou to do to declare H5608 my statutes, H2706 or that thou shouldest take H5375 my covenant H1285 in H5921 thy mouth H6310 ?
17 Seeing thou H859 hatest H8130 instruction, H4148 and castest H7993 my words H1697 behind H310 thee.
18 When H518 thou sawest H7200 a thief, H1590 then thou consentedst H7521 with H5973 him , and hast been partaker H2506 with H5973 adulterers. H5003
19 Thou givest H7971 thy mouth H6310 to evil, H7451 and thy tongue H3956 frameth H6775 deceit. H4820
20 Thou sittest H3427 and speakest H1696 against thy brother; H251 thou slanderest H5414 H1848 thine own mother's H517 son. H1121
21 These H428 things hast thou done, H6213 and I kept silence; H2790 thou thoughtest H1819 that I was H1961 altogether H1961 such a one as thyself: H3644 but I will reprove H3198 thee , and set them in order H6186 before thine eyes. H5869
22 Now H4994 consider H995 this, H2063 ye that forget H7911 God, H433 lest H6435 I tear you in pieces, H2963 and there be none H369 to deliver. H5337
23 Whoso offereth H2076 praise H8426 glorifieth H3513 me : and to him that ordereth H7760 his conversation H1870 aright will I show H7200 the salvation H3468 of God. H430
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×