Bible Versions
Bible Books

Psalms 71:10 (BNV) Bengali Old BSI Version

1 সদাপ্রভু, আমি তোমার শরণ লইয়াছি; আমাকে কখনও লজ্জিত হইতে দিও না।
2 তোমার ধর্ম্মশীলতায় আমাকে উদ্ধার কর, রক্ষা কর; আমার দিকে কর্ণপাত কর, আমাকে ত্রাণ কর।
3 তুমি আমার বসতির শৈল হও, যেখানে আমি নিত্য যাইতে পারি; তুমি আমার পরিত্রাণ করিতে আজ্ঞা করিয়াছ; কেননা তুমিই আমার শৈল আমার দুর্গ।
4 হে আমার ঈশ্বর, আমাকে উদ্ধার কর, দুর্জ্জনের হস্ত হইতে, অন্যায়কারী উপদ্রবীর করতল হইতে।
5 কেননা, হে প্রভু সদাপ্রভু, তুমি আমার আশা; তুমি বাল্যকাল হইতে আমার বিশ্বাস-ভূমি।
6 গর্ভ হইতে তোমার উপরেই আমার নির্ভর; জননীর জঠর হইতে তুমিই আমার হিতৈষী; আমি সতত তোমারই প্রশংসা করি।
7 আমি অনেকের দৃষ্টিতে অদ্ভুত লক্ষণস্বরূপ; কিন্তু তুমি আমার দৃঢ় আশ্রয়।
8 আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকিবে, সমস্ত দিন তোমার সৌন্দর্য্য বর্ণনা করিবে।
9 বৃদ্ধ বয়সে আমাকে পরিত্যাগ করিও না, আমার বল ক্ষয় পাইলে আমাকে ছাড়িও না।
10 কারণ আমার শত্রুগণ আমার বিষয়ে কথা কহে, আমার প্রাণের উপরে যাহাদের চক্ষু, তাহারা একত্র মন্ত্রণা করে।
11 তাহারা বলে, ঈশ্বর উহাকে ত্যাগ করিয়াছেন, দৌড়িয়া উহাকে ধর, কেননা উদ্ধারকারী কেহই নাই।
12 হে ঈশ্বর, আমা হইতে দূরবর্ত্তী হইও না; আমার ঈশ্বর, আমার সাহায্য করিতে ত্বরা কর।
13 তাহারা লজ্জিত উচ্ছিন্ন হউক, যাহারা আমার প্রাণের বিপক্ষ; তাহারা তিরস্কারে অপমানে আচ্ছন্ন হউক, যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে।
14 কিন্তু আমি নিরন্তর প্রত্যাশা করিব, এবং উত্তর উত্তর তোমার আরও প্রশংসা করিব।
15 আমার মুখ তোমার ধর্ম্মশীলতা বর্ণনা করিবে, তোমার পরিত্রাণ সমস্ত দিন বর্ণনা করিবে, কেননা আমি তাহার সংখ্যা জানি না।
16 আমি প্রভু সদাপ্রভুর পরাক্রমের ক্রিয়া সকল লইয়া উপস্থিত হইব; আমি তোমার, কেবল তোমারই ধর্ম্মশীলতা উল্লেখ করিব।
17 হে ঈশ্বর, তুমি বাল্যকালাবধি আমাকে শিক্ষা দিয়া আসিতেছ; আর পর্য্যন্ত আমি তোমার আশ্চর্য্য ক্রিয়া সকল প্রচার করিতেছি।
18 হে ঈশ্বর, বৃদ্ধ বয়স পক্বকেশের কাল পর্য্যন্তও আমাকে পরিত্যাগ করিও না, যাবৎ আমি এই বর্ত্তমান লোকদিগকে তোমার বাহুবল, ভাবী লোক সকলকে তোমার পরাক্রম, জ্ঞাত না করি।
19 হে ঈশ্বর, তোমার ধর্ম্মশীলতাও ঊর্দ্ধ পর্য্যন্ত ব্যাপ্ত; তুমি মহৎ মহৎ কার্য্য সাধন করিয়াছ; হে ঈশ্বর, তোমার তুল্য কে?
20 তুমি আমাদিগকে অনেক দারুণ সঙ্কট দেখাইয়াছ, তুমি ফিরিয়া আমাদিগকে সঞ্জীবিত করিবে, পৃথিবীর অধঃস্থান হইতে পুনর্ব্বার উঠাইবে।
21 তুমি আমার মহত্ত্ব বৃদ্ধি কর, এবং ফিরিয়া আমাকে সান্ত্বনা দেও
22 আবার আমি নেবল যন্ত্রে তোমার স্তব করিব, হে আমার ঈশ্বর, তোমার সত্যের স্তব করিব, হে ইস্রায়েলের পবিত্রতম, বীণাতে তোমার উদ্দেশে সঙ্গীত করিব।
23 তোমার উদ্দেশে সঙ্গীত করিবার সময়ে আমার ওষ্ঠাধর আনন্দগান করিবে, আমার প্রাণও করিবে, যাহা তুমি মুক্ত করিয়াছ।
24 আমার জিহ্বাও সমস্ত দিন তোমার ধর্ম্মশীলতার কথা কহিবে, কারণ তাহারা লজ্জিত হইয়াছে, তাহারা হতাশ হইয়াছে, যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে।
1 In thee , O LORD, H3068 do I put my trust: H2620 let me never H408 H5769 be put to confusion. H954
2 Deliver H5337 me in thy righteousness, H6666 and cause me to escape: H6403 incline H5186 thine ear H241 unto H413 me , and save H3467 me.
3 Be H1961 thou my strong H6697 habitation, H4583 whereunto I may continually H8548 resort: H935 thou hast given commandment H6680 to save H3467 me; for H3588 thou H859 art my rock H5553 and my fortress. H4686
4 Deliver H6403 me , O my God, H430 out of the hand H4480 H3027 of the wicked, H7563 out of the hand H4480 H3709 of the unrighteous H5765 and cruel H2556 man.
5 For H3588 thou H859 art my hope, H8615 O Lord H136 GOD: H3069 thou art my trust H4009 from my youth H4480 H5271 .
6 By H5921 thee have I been holden up H5564 from the womb H4480 H990 : thou H859 art he that took H1491 me out of my mother's H517 bowels H4480 H4578 : my praise H8416 shall be continually H8548 of thee.
7 I am H1961 as a wonder H4159 unto many; H7227 but thou H859 art my strong H5797 refuge. H4268
8 Let my mouth H6310 be filled H4390 with thy praise H8416 and with thy honor H8597 all H3605 the day. H3117
9 Cast me not off H7993 H408 in the time H6256 of old age; H2209 forsake H5800 me not H408 when my strength H3581 faileth. H3615
10 For H3588 mine enemies H341 speak H559 against me ; and they that lay wait for H8104 my soul H5315 take counsel H3289 together, H3162
11 Saying H559 , God H430 hath forsaken H5800 him: persecute H7291 and take H8610 him; for H3588 there is none H369 to deliver H5337 him .
12 O God, H430 be not H408 far H7368 from H4480 me : O my God, H430 make haste H2439 for my help. H5833
13 Let them be confounded H954 and consumed H3615 that are adversaries H7853 to my soul; H5315 let them be covered H5844 with reproach H2781 and dishonor H3639 that seek H1245 my hurt. H7451
14 But I H589 will hope H3176 continually, H8548 and will yet praise H8416 thee more and more. H3254
15 My mouth H6310 shall show forth H5608 thy righteousness H6666 and thy salvation H8668 all H3605 the day; H3117 for H3588 I know H3045 not H3808 the numbers H5615 thereof .
16 I will go H935 in the strength H1369 of the Lord H136 GOD: H3069 I will make mention H2142 of thy righteousness, H6666 even of thine only. H905
17 O God, H430 thou hast taught H3925 me from my youth H4480 H5271 : and hitherto H5704 H2008 have I declared H5046 thy wondrous works. H6381
18 Now also H1571 when H5704 I am old H2209 and grayheaded, H7872 O God, H430 forsake H5800 me not; H408 until H5704 I have showed H5046 thy strength H2220 unto this generation, H1755 and thy power H1369 to every one H3605 that is to come. H935
19 Thy righteousness H6666 also , O God, H430 is very H5704 high, H4791 who H834 hast done H6213 great things: H1419 O God, H430 who H4310 is like unto thee H3644 !
20 Thou , which H834 hast showed H7200 me great H7227 and sore H7451 troubles, H6869 shalt quicken H2421 me again, H7725 and shalt bring me up H5927 again H7725 from the depths H4480 H8415 of the earth. H776
21 Thou shalt increase H7235 my greatness, H1420 and comfort H5162 me on every side. H5437
22 I H589 will also H1571 praise H3034 thee with the psaltery H3627 H5035 , even thy truth, H571 O my God: H430 unto thee will I sing H2167 with the harp, H3658 O thou Holy One H6918 of Israel. H3478
23 My lips H8193 shall greatly rejoice H7442 when H3588 I sing H2167 unto thee ; and my soul, H5315 which H834 thou hast redeemed. H6299
24 My tongue H3956 also H1571 shall talk H1897 of thy righteousness H6666 all H3605 the day H3117 long: for H3588 they are confounded, H954 for H3588 they are brought unto shame, H2659 that seek H1245 my hurt. H7451
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×