Bible Versions
Bible Books

Psalms 75:9 (BNV) Bengali Old BSI Version

1 হে ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, ধন্যবাদ করিতেছি, কেননা তোমার নাম নিকটবর্ত্তী; লোকে তোমার আশ্চর্য্য কর্ম্ম সকল বর্ণনা করে।
2 ‘‘আমি যখন নিরূপিত সময় উপস্থিত করিব, তখন আমিই ন্যায্য বিচার করিব।
3 পৃথিবী তন্নিবাসীগণ বিলীন হইতেছে; আমি তাহার স্তম্ভ সকল স্থাপন করিয়াছি। সেলা।
4 আমি গর্ব্বিত লোকদিগকে কহিলাম, গর্ব্ব করিও না; দুষ্ট লোকদিগকে কহিলাম, শৃঙ্গ তুলিও না।
5 তোমাদের শৃঙ্গ উচ্চে তুলিও না; শক্তগ্রীব হইয়া কথা কহিও না।’’
6 কেননা উদয় স্থান হইতে, কি পশ্চিম হইতে, অথবা দক্ষিণ হইতে উন্নতিলাভ হয়, এমন নয়।
7 কিন্তু ঈশ্বরই বিচারকর্ত্তা; তিনি কাহাকে নত, কাহাকে বা উন্নত করেন।
8 কেননা সদাপ্রভুর হস্তে এক পানপাত্র আছে, তাহার দ্রাক্ষারস মাতিয়া উঠিয়াছে, তাহা মিশ্রিত মদ্যে পরিপূর্ণ, আর তিনি তাহা হইতে ঢালেন, পৃথিবীর দুষ্ট সকলে তাহার তলানি পর্য্যন্ত চাটিয়া খাইবে।
9 কিন্তু আমি চিরকাল প্রচার করিব, যাকোবের ঈশ্বরের উদ্দেশে সঙ্গীত করিব।
10 আর আমি দুষ্টগণের সমস্ত শৃঙ্গ কাটিয়া ফেলিব, কিন্তু ধার্ম্মিকগণের শৃঙ্গ উচ্চীকৃত হইবে।
1 To the chief Musician, H5329 Al- H516 taschith , A Psalm H4210 or Song H7892 of Asaph. H623 Unto thee , O God, H430 do we give thanks, H3034 unto thee do we give thanks: H3034 for that thy name H8034 is near H7138 thy wondrous works H6381 declare. H5608
2 When H3588 I shall receive H3947 the congregation H4150 I H589 will judge H8199 uprightly. H4339
3 The earth H776 and all H3605 the inhabitants H3427 thereof are dissolved: H4127 I H595 bear up H8505 the pillars H5982 of it. Selah. H5542
4 I said H559 unto the fools, H1984 Deal not foolishly H408 H1984 : and to the wicked, H7563 Lift not up H7311 H408 the horn: H7161
5 Lift not up H7311 H408 your horn H7161 on high: H4791 speak H1696 not with a stiff H6277 neck. H6677
6 For H3588 promotion H7311 cometh neither H3808 from the east H4480 H4161 , nor from the west H4480 H4628 , nor H3808 from the south H4480 H4057 .
7 But H3588 God H430 is the judge: H8199 he putteth down H8213 one, H2088 and setteth H7311 up another. H2088
8 For H3588 in the hand H3027 of the LORD H3068 there is a cup, H3563 and the wine H3196 is red; H2560 it is full H4392 of mixture; H4538 and he poureth out H5064 of the same H4480 H2088 : but H389 the dregs H8105 thereof, all H3605 the wicked H7563 of the earth H776 shall wring them out, H4680 and drink H8354 them .
9 But I H589 will declare H5046 forever; H5769 I will sing praises H2167 to the God H430 of Jacob. H3290
10 All H3605 the horns H7161 of the wicked H7563 also will I cut off; H1438 but the horns H7161 of the righteous H6662 shall be exalted. H7311
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×