Bible Versions
Bible Books

Psalms 77:20 (BNV) Bengali Old BSI Version

1 আমি ঈশ্বরের কাছে কেঁদে পড়েছিলাম এবং সাহায্যের জন্য প্রার্থনা করেছি| হে ঈশ্বর, আমি উচ্চস্বরে আপনাকে ডেকেছি, আমার কথা শুনুন!
2 আমার প্রভু, যখনই আমি সমস্যায় পড়ি তখনই আমি আপনার কাছে আসি| সারা রাত আমি আপনার দিকে আমার দুবাহু বাড়িযে দিয়েছিলাম| আমার আত্মা আরাম পেতে অস্বীকার করেছিল|
3 আমি ঈশ্বর বিষযে চিন্তা করেছি এবং আমি যা অনুভব করেছি তা বলতে চেয়েছি| কিন্তু আমি পারি নি|
4 আপনি আমাকে ঘুমাতে দেন নি| আমি কিছু বলতে চেয়েছিলাম কিন্তু আমি এত বিচলিত ছিলাম য়ে কথা বলতে পারছিলাম না|
5 আমি অতীতের কথা চিন্তা করছিলাম| বহু অতীতে যা ঘটে গেছে আমি সেই সব চিন্তা করেছিলাম|
6 রাত্রে আমি আমার গানগুলো সম্পর্কে ভাবি| আমি নিজের সঙ্গে কথা বলি এবং বুঝতে চেষ্টা করি|
7 আমি বিস্মিত হই, “আমাদের প্রভু কি চিরদিনের মত আমাদের ত্যাগ করে চলে গেলেন? আবার কি তিনি আমাদের চাইবেন?
8 ঈশ্বরের প্রেম কি চিরদিনের জন্য চলে গেল? আবার কি তিনি আমাদের সঙ্গে কথা বলবেন?
9 ঈশ্বর কি কৃপা দেখাতে ভুলে গেলেন? তাঁর সহানুভূতি কি ক্রোধে রূপান্তরিত হয়েছে?”
10 তারপর আমি ভাবলাম, “য়ে বিষয়টা আমায় সব থেকে বেশী বিব্রত করলো তা হল: পরাত্‌পর কি তাঁর ক্ষমতা হারিযেছেন?”
11 প্রভু কি করেছেন তা আমার স্মরণে আছে| হে ঈশ্বর, অতীতে য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় আপনি করেছিলেন, তা আমার স্মরণে আছে|
12 আপনি যা করেছেন, তা নিয়ে আমি ভেবেছি, সে সম্পর্কে আমি চিন্তা করেছি|
13 ঈশ্বর, আপনার পথই পবিত্র পথ| ঈশ্বর কেউই আপনার মত মহত্‌ নয়|
14 আপনিই সেই ঈশ্বর, যিনি আশ্চর্য়্য় কার্য়্য় করেছেন| আপনি লোকদের আপনার পরাক্রমের পরিচয় দিয়েছেন|
15 আপনার ক্ষমতাবলে আপনি আপনার লোকদের রক্ষা করেছেন| যাকোব এবং য়োষেফের উত্তরপুরুষদের আপনি রক্ষা করেছেন|
16 ঈশ্বর, আপনাকে দেখে জলও ভীত হয়েছিলো| গভীর জলরাশি আপনাকে দেখে ভয়ে কেঁপে গিয়েছিলো|
17 ঘন মেঘে জল সিঞ্চন করেছিলো| লোকে উঁচু মেঘে দারুণ বজ্র নির্ঘোষ শুনেছিলো| তারপর আপনার বিদ্য়ুতের তীর সারা মেঘে ঝলক দিয়ে উঠেছিলো|
18 গুরু গুরু গর্জনের বজ্রধ্বনিতে আকাশ ভরে উঠেছিলো| বিদ্য়ুত্‌ ঝলকে সারা পৃথিবী আলোকিত হয়ে উঠেছিলো| পৃথিবী শিহরিত কম্পিত হয়েছিলো|
19 ঈশ্বর, গভীর জলের মধ্যে দিয়ে আপনি হেঁটে গেলেন, গভীর সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে গেলেন| কিন্তু সেখানে আপনি কোন চরণচিহ্ন রেখে যান নি|
20 মোশি এবং হারোণের মধ্যে দিয়ে আপনি আপনার লোকদের মেষের মত পরিচালিত করেছেন|
1 To the chief Musician H5329 , to H5921 PREP Jeduthun H3038 , A Psalm H4210 of Asaph H623 . I cried H6817 unto H413 PREP God H430 EDP with my voice H6963 NMS-1MS , even unto H413 PREP God H430 EDP with my voice H6963 NMS-1MS ; and he gave ear H238 unto H413 PREP me .
2 In the day H3117 B-NMS of my trouble H6869 I sought H1875 the Lord H136 EDS : my sore H3027 CFS-1MS ran H5064 in the night H3915 GMS , and ceased H6313 not H3808 W-NPAR : my soul H5315 CFS-1MS refused H3985 VPQ3FS to be comforted H5162 .
3 I remembered H2142 God H430 EDP , and was troubled H1993 : I complained H7878 VQI1MS , and my spirit H7307 CFS-1MS was overwhelmed H5848 . Selah H5542 .
4 Thou holdest H270 mine eyes H5869 CMD-1MS waking H8109 : I am so troubled H6470 that I cannot H3808 W-NPAR speak H1696 VPY1MS .
5 I have considered H2803 the days H3117 NMP of old H6924 M-NMS , the years H8141 CFP of ancient times H5769 .
6 I call to remembrance H2142 my song H5058 in the night H3915 : I commune H7878 VQI1MS with H5973 PREP mine own heart H3824 CMS-1MS : and my spirit H7307 CMS-1MS made diligent search H2664 .
7 Will the Lord H136 EDS cast off H2186 forever H5769 ? and will he be favorable H7521 no H3808 W-NPAR more H3254 VHY3MS ?
8 Is his mercy H2617 clean gone H656 forever H5331 L-NMS ? doth his promise H562 fail H1584 forevermore H1755 L-NMS ?
9 Hath God H410 EDS forgotten H7911 to be gracious H2589 ? hath he in anger H639 shut up H7092 his tender mercies H7356 ? Selah H5542 .
10 And I said H559 W-VQY1MS , This H1931 PPRO-3FS is my infirmity H2470 : but I will remember the years H8141 CFP of the right hand H3225 of the most High H5945 AMS .
11 I will remember H2142 the works H4611 of the LORD H3050 : surely H3588 CONJ I will remember H2142 thy wonders H6382 of old H6924 M-NMS .
12 I will meditate H1897 also of all H3605 thy work H6467 , and talk H7878 of thy doings H5949 .
13 Thy way H1870 CMS-2MS , O God H430 EDP , is in the sanctuary H6944 : who H4310 IPRO is so great H1419 AMS a God H410 EDS as our God H430 NAME-4MP ?
14 Thou H859 PPRO-2MS art the God H410 that doest H6213 wonders H6382 : thou hast declared H3045 thy strength H5797 among the people H5971 .
15 Thou hast with thine arm H2220 redeemed H1350 thy people H5971 , the sons H1121 of Jacob H3290 and Joseph H3130 . Selah H5542 .
16 The waters H4325 saw H7200 thee , O God H430 , the waters H4325 saw H7200 thee ; they were afraid H2342 : the depths H8415 also H637 CONJ were troubled H7264 .
17 The clouds H5645 poured out H2229 water H4325 OMD : the skies H7834 NMP sent out H5414 a sound H6963 CMS : thine arrows H2671 also H637 CONJ went abroad H1980 .
18 The voice H6963 CMS of thy thunder H7482 was in the heaven H1534 : the lightnings H1300 lightened H215 the world H8398 NFS : the earth H776 D-GFS trembled H7264 and shook H7493 .
19 Thy way H1870 CMS-2MS is in the sea H3220 BD-NMS , and thy path H7635 in the great H7227 AMP waters H4325 , and thy footsteps H6119 are not H3808 NADV known H3045 .
20 Thou leddest H5148 thy people H5971 like a flock H6629 KD-NMS by the hand H3027 of Moses H4872 and Aaron H175 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×