Bible Versions
Bible Books

Psalms 7:11 (BNV) Bengali Old BSI Version

1 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমারই শরণ লইয়াছি; আমার সকল তাড়নাকারী হইতে আমাকে নিস্তার কর, আমাকে উদ্ধার কর।
2 পাছে শত্রু সিংহের ন্যায় আমার প্রাণ বিদীর্ণ করে, খণ্ড খণ্ড করে, যখন উদ্ধারকারী কেহ নাই।
3 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, যদি আমি সেই কার্য্য করিয়া থাকি, যদি আমার করতলে অন্যায় লাগিয়া থাকে;
4 যদি আমি প্রণয়ীর অপকার করিয়া থাকি, (বরং যে অকারণে আমার বৈরী, তাহাকেও উদ্ধার করিয়াছি,)
5 তবে শত্রু দৌড়িয়া আমার প্রাণ ধরুক, আমার জীবন ভূমিতে দলিত করুক, এবং আমার গৌরব ধূলিসাৎ করুক। সেলা।
6 হে সদাপ্রভু, ক্রোধভরে উত্থান কর, আমার বৈরীদের কোপের প্রতিকূলে উঠ, আমার পক্ষে জাগ্রৎ হও; তুমি বিচারের আজ্ঞা দিয়াছ।
7 জাতিগণের মণ্ডলী তোমাকে বেষ্টন করুক; তাহাদের ঊর্দ্ধে তুমি উচ্চস্থানে ফিরিয়া আইস।
8 সদাপ্রভু জাতিগণের বিচার করেন; হে সদাপ্রভু, আমার ধার্ম্মিকতা আমার আন্তরিক সিদ্ধতানুসারে আমার বিচার কর।
9 বিনয় করি, দুষ্টগণের দুষ্টতা শেষ হউক, কিন্তু তুমি ধার্ম্মিককে সুস্থির কর; ধর্ম্মময় ঈশ্বর অন্তঃকরণ মর্ম্মের পরীক্ষক।
10 ঈশ্বর আমার ঢালধারী, তিনি সরলচিত্তদের ত্রাণকর্ত্তা।
11 ঈশ্বর ধর্ম্মময় বিচারকর্ত্তা; তিনি প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর।
12 মানুষ যদি না ফিরে, তবে তিনি আপন খড়্‌গে শান দিবেন; তিনি নিজ ধনুকে চাড়া দিয়াছেন, তাহা প্রস্তুত করিয়াছেন।
13 উহার জন্য তিনি মৃত্যুর অস্ত্রশস্ত্র প্রস্তুত করিয়াছেন; তিনি নিজ বাণ সকল অগ্নিবাণে পরিণত করেন।
14 দেখ, সে অধর্ম্ম গর্ভে ধারণ করে, উপদ্রবে পূর্ণগর্ভ হয়, মিথ্যাকে প্রসব করে।
15 সে কূপ খনন করিয়া গভীর করিয়াছে, কিন্তু আপনার কৃত গর্ত্তে পতিত হইল।
16 তাহার উপদ্রব তাহারই মস্তকে ফিরিবে, তাহার দৌরাত্ম্য তাহারই মুণ্ডে পড়িবে।
17 আমি সদাপ্রভুর ধর্ম্মশীলতানুসারে তাঁহার স্তব করিব, পরাৎপর সদাপ্রভুর নামের প্রশংসা গান করিব।
1 Shiggaion H7692 of David, H1732 which H834 he sang H7891 unto the LORD, H3068 concerning H5921 the words H1697 of Cush H3568 the Benjamite H1121 H1145 . O LORD H3068 my God, H430 in thee do I put my trust: H2620 save H3467 me from all H4480 H3605 them that persecute H7291 me , and deliver H5337 me:
2 Lest H6435 he tear H2963 my soul H5315 like a lion, H738 rending it in pieces, H6561 while there is none H369 to deliver. H5337
3 O LORD H3068 my God, H430 if H518 I have done H6213 this; H2063 if H518 there be H3426 iniquity H5766 in my hands; H3709
4 If H518 I have rewarded H1580 evil H7451 unto him that was at peace H7999 with me; (yea , I have delivered H2502 him that without cause H7387 is mine enemy: H6887 )
5 Let the enemy H341 persecute H7291 my soul, H5315 and take H5381 it ; yea , let him tread down H7429 my life H2416 upon the earth, H776 and lay H7931 mine honor H3519 in the dust. H6083 Selah. H5542
6 Arise H6965 , O LORD, H3068 in thine anger, H639 lift up thyself H5375 because of the rage H5678 of mine enemies: H6887 and awake H5782 for H413 me to the judgment H4941 that thou hast commanded. H6680
7 So shall the congregation H5712 of the people H3816 compass thee about: H5437 for their sakes H5921 therefore return H7725 thou on high. H4791
8 The LORD H3068 shall judge H1777 the people: H5971 judge H8199 me , O LORD, H3068 according to my righteousness, H6664 and according to mine integrity H8537 that is in H5921 me.
9 Oh H4994 let the wickedness H7451 of the wicked H7563 come to an end; H1584 but establish H3559 the just: H6662 for the righteous H6662 God H430 trieth H974 the hearts H3820 and reins. H3629
10 My defense H4043 is of H5921 God, H430 which saveth H3467 the upright H3477 in heart. H3820
11 God H430 judgeth H8199 the righteous, H6662 and God H410 is angry H2194 with the wicked every H3605 day. H3117
12 If H518 he turn H7725 not, H3808 he will whet H3913 his sword; H2719 he hath bent H1869 his bow, H7198 and made it ready. H3559
13 He hath also prepared H3559 for him the instruments H3627 of death; H4194 he ordaineth H6466 his arrows H2671 against the persecutors. H1814
14 Behold H2009 , he travaileth H2254 with iniquity, H205 and hath conceived H2029 mischief, H5999 and brought forth H3205 falsehood. H8267
15 He made H3738 a pit, H953 and digged H2658 it , and is fallen H5307 into the ditch H7845 which he made. H6466
16 His mischief H5999 shall return H7725 upon his own head, H7218 and his violent dealing H2555 shall come down H3381 upon H5921 his own pate. H6936
17 I will praise H3034 the LORD H3068 according to his righteousness: H6664 and will sing praise H2167 to the name H8034 of the LORD H3068 most high. H5945
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×