Bible Versions
Bible Books

Revelation 8:4 (BNV) Bengali Old BSI Version

1 আর তিনি যখন সপ্তম মুদ্রা খুলিলেন, তখন স্বর্গে অর্দ্ধ ঘটিকা পর্য্যন্ত নিঃশব্দতা হইল।
2 পরে আমি সেই সপ্ত দূতকে দেখিলাম, যাঁহারা ঈশ্বরের সম্মুখে দাঁড়াইয়া থাকেন; তাঁহাদিগকে সপ্ত তূরী দত্ত হইল।
3 পরে আর এক দূত আসিয়া বেদির নিকটে দাঁড়াইলেন, তাঁহার হস্তে স্বর্ণধূপধানী ছিল; এবং তাঁহাকে প্রচুর ধূপ দত্ত হইল, যেন তিনি তাহা সিংহাসনের সম্মুখস্থ স্বর্ণবেদির উপরে সকল পবিত্র লোকের প্রার্থনায় যোগ করেন।
4 তাহাতে পবিত্রগণের প্রার্থনার সহিত দূতের হস্ত হইতে ধূপের ধূম ঈশ্বরের সম্মুখে উঠিল।
5 পরে দূত ধূপধানী লইয়া বেদির অগ্নিতে পূর্ণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিলেন; তাহাতে মেঘ-গর্জ্জন, রব, বিদ্যুৎ ভূমিকম্প হইল।
6 পরে সপ্ত তূরীধারী সেই সপ্ত দূত তূরী বাজাইতে প্রস্তুত হইলেন।
7 প্রথম দূত তূরী বাজাইলেন, আর রক্তমিশ্রিত শিলা অগ্নি উপস্থিত হইয়া পৃথিবীতে নিক্ষিপ্ত হইল, তাহাতে পৃথিবীর তৃতীয় অংশ পুড়িয়া গেল, বৃক্ষসমূহের তৃতীয় অংশ পুড়িয়া গেল, এবং সমুদয় হরিদ্বর্ণ তৃণ পুড়িয়া গেল।
8 পরে দ্বিতীয় দূত তূরী বাজাইলেন, আর যেন অগ্নিতে প্রজ্বলিত এক মহাপর্ব্বত সমুদ্র মধ্যে নিক্ষিপ্ত হইল;
9 তাহাতে সমুদ্রের তৃতীয় অংশ রক্ত হইয়া গেল সমুদ্রমধ্যস্থ তৃতীয় অংশ জীবনবিশিষ্ট সৃষ্ট জন্তু মরিয়া গেল, এবং জাহাজ সমুদয়ের তৃতীয় অংশ নষ্ট হইল।
10 পরে তৃতীয় দূত তূরী বাজাইলেন, আর প্রদীপের ন্যায় প্রজ্বলিত এক বৃহৎ তারা আকাশ হইতে পড়িয়া গেল, নদ নদীর তৃতীয় অংশের জলের উনুই সকলের উপরে পড়িল।
11 সেই তারার নাম নাগদানা, তাহাতে তৃতীয় অংশ জল নাগদানা হইয়া উঠিল, এবং জল তিক্ত হওয়া প্রযুক্ত অনেক লোক মরিয়া গেল।
12 পরে চতুর্থ দূত তূরী বাজাইলেন, আর সূর্য্যের তৃতীয় অংশ চন্দ্রের তৃতীয় অংশ তারাগণের তৃতীয় অংশ আহত হইল, যেন প্রত্যেকের তৃতীয় অংশ অন্ধকারময় হয়, এবং দিবসের তৃতীয় ভাগ আলোকরহিত হয়, আর রাত্রিও তদ্রূপ হয়।
13 পরে আমি দৃষ্টি করিলাম, আর আকাশের মধ্যপথে উড়িয়া যাইতেছে, এমন এক ঈগল পক্ষীর বাণী শুনিলাম, সে উচ্চ রবে বলিল, অবশিষ্ট যে তিন দূত তূরী বাজাইবেন, তাঁহাদের তূরীধ্বনি হেতু, পৃথিবীনিবাসীদের সন্তাপ, সন্তাপ, সন্তাপ হইবে।
1 And G2532 when G3753 he had opened G455 the G3588 seventh G1442 seal, G4973 there was G1096 silence G4602 in G1722 heaven G3772 about G5613 the space of half an hour. G2256
2 And G2532 I saw G1492 the G3588 seven G2033 angels G32 which G3739 stood G2476 before G1799 God; G2316 and G2532 to them G846 were given G1325 seven G2033 trumpets. G4536
3 And G2532 another G243 angel G32 came G2064 and G2532 stood G2476 at G1909 the G3588 altar, G2379 having G2192 a golden G5552 censer; G3031 and G2532 there was given G1325 unto him G846 much G4183 incense, G2368 that G2443 he should offer G1325 it with the G3588 prayers G4335 of all G3956 saints G40 upon G1909 the G3588 golden G5552 altar G2379 which G3588 was before G1799 the G3588 throne. G2362
4 And G2532 the G3588 smoke G2586 of the G3588 incense, G2368 which came with the G3588 prayers G4335 of the G3588 saints, G40 ascended up G305 before G1799 God G2316 out of G1537 the G3588 angel's G32 hand. G5495
5 And G2532 the G3588 angel G32 took G2983 the G3588 censer, G3031 and G2532 filled G1072 it G846 with G1537 fire G4442 of the G3588 altar, G2379 and G2532 cast G906 it into G1519 the G3588 earth: G1093 and G2532 there were G1096 voices, G5456 and G2532 thunderings, G1027 and G2532 lightnings, G796 and G2532 an earthquake. G4578
6 And G2532 the G3588 seven G2033 angels G32 which had G2192 the G3588 seven G2033 trumpets G4536 prepared G2090 themselves G1438 to G2443 sound. G4537
7 G2532 The G3588 first G4413 angel G32 sounded, G4537 and G2532 there followed G1096 hail G5464 and G2532 fire G4442 mingled G3396 with blood, G129 and G2532 they were cast G906 upon G1519 the G3588 earth: G1093 and G2532 the G3588 third part G5154 of trees G1186 was burnt up, G2618 and G2532 all G3956 green G5515 grass G5528 was burnt up. G2618
8 And G2532 the G3588 second G1208 angel G32 sounded, G4537 and G2532 as it were G5613 a great G3173 mountain G3735 burning G2545 with fire G4442 was cast G906 into G1519 the G3588 sea: G2281 and G2532 the G3588 third part G5154 of the G3588 sea G2281 became G1096 blood; G129
9 And G2532 the G3588 third part G5154 of the G3588 creatures G2938 which G3588 were in G1722 the G3588 sea, G2281 and G2532 had G2192 life, G5590 died; G599 and G2532 the G3588 third part G5154 of the G3588 ships G4143 were destroyed. G1311
10 And G2532 the G3588 third G5154 angel G32 sounded, G4537 and G2532 there fell G4098 a great G3173 star G792 from G1537 heaven, G3772 burning G2545 as it were G5613 a lamp, G2985 and G2532 it fell G4098 upon G1909 the G3588 third part G5154 of the G3588 rivers, G4215 and G2532 upon G1909 the G3588 fountains G4077 of waters; G5204
11 And G2532 the G3588 name G3686 of the G3588 star G792 is called G3004 Wormwood: G894 and G2532 the G3588 third part G5154 of the G3588 waters G5204 became G1096 wormwood G1519 G894 ; and G2532 many G4183 men G444 died G599 of G1537 the G3588 waters, G5204 because G3754 they were made bitter. G4087
12 And G2532 the G3588 fourth G5067 angel G32 sounded, G4537 and G2532 the G3588 third part G5154 of the G3588 sun G2246 was smitten, G4141 and G2532 the G3588 third part G5154 of the G3588 moon, G4582 and G2532 the G3588 third part G5154 of the G3588 stars; G792 so as G2443 the G3588 third part G5154 of them G846 was darkened, G4654 and G2532 the G3588 day G2250 shone G5316 not G3361 for a third part G5154 of it, G848 and G2532 the G3588 night G3571 likewise. G3668
13 And G2532 I beheld, G1492 and G2532 heard G191 an G1520 angel G32 flying G4072 through G1722 the midst of heaven, G3321 saying G3004 with a loud G3173 voice, G5456 Woe, G3759 woe, G3759 woe, G3759 to the G3588 inhabiters G2730 of G1909 the G3588 earth G1093 by reason of G1537 the G3588 other G3062 voices G5456 of the G3588 trumpet G4536 of the G3588 three G5140 angels, G32 which are yet G3195 to sound G4537 !
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×