Bible Versions
Bible Books

Romans 12:16 (BNV) Bengali Old BSI Version

1 অতএব, হে ভ্রাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ কর, ইহাই তোমাদের চিত্ত-সঙ্গত আরাধনা।
2 আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও; যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পার, ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম প্রীতিজনক সিদ্ধ।
3 বস্তুতঃ আমাকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে, তাহার গুণে আমি তোমাদের মধ্যবর্ত্তী প্রত্যেক জনকে বলিতেছি, আপনার বিষয়ে যেমন বোধ করা উপযুক্ত, কেহ তদপেক্ষা বড় বোধ না করুক; কিন্তু ঈশ্বর যাহাকে যে পরিমাণে বিশ্বাস বিতরণ করিয়াছেন, তদনুসারে সে সুবোধ হইবারই চেষ্টায় আপনার বিষয়ে বোধ করুক।
4 কেননা যেমন আমাদের এক দেহে অনেক অঙ্গ, কিন্তু সকল অঙ্গের একরূপ কার্য্য নয়,
5 তেমনি এই অনেকে যে আমরা, আমরা খ্রীষ্টে এক দেহ এবং প্রত্যেকে পরস্পর অঙ্গপ্রত্যঙ্গ।
6 আর আমাদিগকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে, তদনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, তখন সেই বর যদি ভাববাণী হয়, তবে আইস, বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববাণী বলি;
7 অথবা তাহা যদি পরিচর্য্যা হয়, তবে সেই পরিচর্য্যায় নিবিষ্ট হই; অথবা যে শিক্ষা দেয়,
8 সে শিক্ষাদানে, কিম্বা যে উপদেশ দেয়, সে উপদেশ দানে নিবিষ্ট হউক; যে দান করে, সে সরল ভাবে, যে শাসন করে, সে উদ্যোগ সহকারে, যে দয়া করে, সে হৃষ্টচিত্তে করুক।
9 প্রেম নিষ্কপট হউক। যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা কর; যাহা ভাল তাহাতে আসক্ত হও।
10 ভ্রাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও; সমাদরে এক জন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান কর।
11 যত্নে শিথিল হইও না, আত্মায় উত্তপ্ত হও, প্রভুর দাসত্ব কর, প্রত্যাশায় আনন্দ কর,
12 ক্লেশে ধৈর্য্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাক,
13 পবিত্রগণের অভাবের সহভাগী হও, অতিথি-সেবায় রত হও।
14 যাহারা তাড়না করে, তাহাদিগকে আশীর্ব্বাদ কর, আশীর্ব্বাদ কর, শাপ দিও না।
15 যাহারা আনন্দ করে, তাহাদের সহিত আনন্দ কর; যাহারা রোদন করে, তাহাদের সহিত রোদন কর।
16 তোমরা পরস্পরের প্রতি একমনা হও, উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, কিন্তু অবনত বিষয় সকলের সহিত আকর্ষিত হও। আপনাদের জ্ঞানে বুদ্ধিমান্‌ হইও না।
17 মন্দের পরিশোধে কাহারও মন্দ করিও না; সকল মনুষ্যের দৃষ্টিতে যাহা উত্তম, ভাবিয়া চিন্তিয়া তাহাই কর।
18 যদি সাধ্য হয়, তোমাদের যত দূর হাত থাকে, মনুষ্যমাত্রের সহিত শান্তিতে থাক।
19 হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দেও, কারণ লেখা আছে, “প্রতিশোধ লওয়া আমারই কর্ম্ম, আমিই প্রতিফল দিব, ইহা প্রভু বলেন।”
20 বরং “তোমার শত্রু যদি ক্ষুধিত হয়, তাহাকে ভোজন করাও; যদি সে পিপাসিত হয়, তাহাকে পান করাও; কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে।”
21 তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় কর।
1 I beseech G3870 you G5209 therefore, G3767 brethren, G80 by G1223 the G3588 mercies G3628 of God, G2316 that ye present G3936 your G5216 bodies G4983 a living G2198 sacrifice, G2378 holy, G40 acceptable G2101 unto God, G2316 which is your G5216 reasonable G3050 service. G2999
2 And G2532 be not G3361 conformed G4964 to this G5129 world: G165 but G235 be ye transformed G3339 by the G3588 renewing G342 of your G5216 mind, G3563 that ye G5209 may prove G1381 what G5101 is that good, G18 and G2532 acceptable, G2101 and G2532 perfect, G5046 will G2307 of God. G2316
3 For G1063 I say, G3004 through G1223 the G3588 grace G5485 given G1325 unto me, G3427 to every man G3956 that is G5607 among G1722 you, G5213 not G3361 to think of himself more highly than G5252 G3844 G3739 he ought G1163 to think; G5426 but G235 to think G5426 soberly, G4993 according as G5613 God G2316 hath dealt G3307 to every man G1538 the measure G3358 of faith. G4102
4 For G1063 as G2509 we have G2192 many G4183 members G3196 in G1722 one G1520 body, G4983 and G1161 all G3956 members G3196 have G2192 not G3756 the G3588 same G846 office: G4234
5 So G3779 we, being many, G4183 are G2070 one G1520 body G4983 in G1722 Christ, G5547 and G1161 every G2596 one G1520 members G3196 one of another. G240
6 Having G2192 then G1161 gifts G5486 differing G1313 according G2596 to the G3588 grace G5485 that is given G1325 to us, G2254 whether G1535 prophecy, G4394 let us prophesy according G2596 to the G3588 proportion G356 of faith; G4102
7 Or G1535 ministry, G1248 let us wait on G1722 our ministering: G1248 or G1535 he that teacheth, G1321 on G1722 teaching; G1319
8 Or G1535 he that exhorteth, G3870 on G1722 exhortation: G3874 he that giveth, G3330 let him do it with G1722 simplicity; G572 he that ruleth, G4291 with G1722 diligence; G4710 he that showeth mercy, G1653 with G1722 cheerfulness. G2432
9 Let love G26 be without dissimulation. G505 Abhor G655 that which is evil; G4190 cleave G2853 to that which is good. G18
10 Be kindly affectioned G5387 one to another G240 G1519 with brotherly love; G5360 in honor G5092 preferring G4285 one another; G240
11 Not G3361 slothful G3636 in business; G4710 fervent G2204 in spirit; G4151 serving G1398 the G3588 Lord; G2962
12 Rejoicing G5463 in hope; G1680 patient G5278 in tribulation; G2347 continuing instant G4342 in prayer; G4335
13 Distributing G2841 to the G3588 necessity G5532 of saints; G40 given to G1377 hospitality. G5381
14 Bless G2127 them which persecute G1377 you: G5209 bless, G2127 and G2532 curse G2672 not. G3361
15 Rejoice G5463 with G3326 them that do rejoice, G5463 and G2532 weep G2799 with G3326 them that weep. G2799
16 Be of the G3588 same G846 mind G5426 one toward another G240 G1519 . Mind G5426 not G3361 high things, G5308 but G235 condescend G4879 to men of low estate. G5011 Be G1096 not G3361 wise G5429 in G3844 your own conceits. G1438
17 Recompense G591 to no man G3367 evil G2556 for G473 evil. G2556 Provide G4306 things honest G2570 in the sight G1799 of all G3956 men. G444
18 If G1487 it be possible, G1415 as much as lieth in you G1537 G5216 , live peaceably G1514 with G3326 all G3956 men. G444
19 Dearly beloved, G27 avenge G1556 not G3361 yourselves, G1438 but G235 rather give G1325 place G5117 unto wrath: G3709 for G1063 it is written, G1125 Vengeance G1557 is mine; G1698 I G1473 will repay, G467 saith G3004 the Lord. G2962
20 Therefore G3767 if G1437 thine G4675 enemy G2190 hunger, G3983 feed G5595 him; G846 if G1437 he thirst, G1372 give him drink G4222 G846 : for G1063 in so G5124 doing G4160 thou shalt heap G4987 coals G440 of fire G4442 on G1909 his G848 head. G2776
21 Be not G3361 overcome G3528 of G5259 evil, G2556 but G235 overcome G3528 evil G2556 with G1722 good. G18
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×